26/10/2025
দাম্পত্য অশান্তির তিক্ত অভিজ্ঞতার কারণে এক পিতা তার পুত্রকে ওসিয়াত করছিলেন যে, ‘বাবা আর যা-ই করো না কেন জীবনে বিয়ে করবে না’। ছেলে বাবাকে বলেছিল, ‘জ্বি বাবা, আপনি একটুও দুশ্চিন্তা করবেন না, আপনার এই ওসিয়াত নিশ্চয়ই আমি আপনার নাতীদের কাছে পৌঁছে দিয়ে যাব’।
আমাদের শিক্ষা ব্যবস্থায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, হিসাবরক্ষক—এমনকি কেরানি হওয়ার জন্যও কিছু না কিছু শেখানো হয়; কিন্তু স্বামী-স্ত্রী হওয়ার জন্য কোনো বিশেষ শিক্ষা নেই। অথচ আমরা আর যা কিছুই হই বা না হই, স্বামী-স্ত্রী হওয়ার আবশ্যকতা প্রায় শতভাগ।
দাম্পত্য জীবনকে মোটেই হাল্কাভাবে দেখলে চলবে না; কারণ আপনি চান কিংবা না চান এটা আপনার প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যা, প্রতিটি রাতকে প্রভাবিত করবে। আপনার জীবনে সফলতা ব্যর্থতার গতিপথ নির্ধারণে প্রত্যক্ষ ভুমিকা রাখবে।
তাই এই জীবন যারা শুরু করেননি তাদের যেমন এ বিষয়ে জ্ঞান প্রয়োজন, যারা জ্ঞানহীন পথ চলে অনেক দূর এসেছেন ঠিকই, কিন্তু পথ ক্লান্ত-শ্রান্ত করে ছেড়েছে; কিংবা যারা ক্লান্ত হননি, তবে ভবিষ্যতে হতেও চান না তাদের সকলেরই প্রয়োজন। এমন সকলের জন্যই আমাদের এই বইটি।
ইসলাম পারিবারিক জীবনকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে এবং কুরআন সুন্নাহর একটি বৃহৎ অংশ জুড়ে রয়েছে পারিবারিক বিষয়াদি। আদর্শ পরিবার গঠনের পূর্ণ রূপরেখা ইসলাম প্রদান করে। আমরা কেন বিয়ে করব, কী উদ্দেশ্যে করব, স্বামী-স্ত্রীর অধিকারগুলো কী, বিয়ে পরবর্তী জীবন কেমন হওয়া উচিত, এই বিষয়ে কুরআন সুন্নাহর আলোকে পরিপূর্ণ দিকনির্দেশনা বক্ষ্যমাণ গ্রন্থটিতে আলোচনা করা হয়েছে।
বই: দাম্পত্যজীবনের আলোকিত পথ
লেখক : মাওলানা আব্দুল্লাহ মাসুম
প্রকাশনী : মাকতাবাতুল আযহার
সম্পাদনা: মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক (দা:বা:)
পৃষ্ঠা সংখ্যা: ৪৪৬ (ক্রিম কালার অফসেট পেপার)
কভার: হার্ড কভার
মুদ্রিত মূল্য: ৬০০ টাকা
ডিসকাউন্ট প্রাইস: ৩৯০ টাকা
অর্ডার করতে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যে কোনো প্রয়োজনে কল করুন 01729-011588 নম্বরে।