Kuki Family

Kuki Family Hi! I'm Khundkar Ayesha Shahriyar Anika. This page Is about me and my cats and our lovely family.

আর কখনো বাবু বিড়ালকে কুকি ফ্যামিলির সাথে এভাবে দেখা যাবে না
27/06/2025

আর কখনো বাবু বিড়ালকে কুকি ফ্যামিলির সাথে এভাবে দেখা যাবে না

বাবু বিড়ালকে বিদায় দিলাম আজ ২৭ জুন ২০২৫। ভালো থাকিস বাবুটা ❤️
27/06/2025

বাবু বিড়ালকে বিদায় দিলাম আজ ২৭ জুন ২০২৫।
ভালো থাকিস বাবুটা ❤️

একাধিকবার কুকি ফ্যামিলি থেকে এডাপশন পোস্ট দেয়া হয়েছিল কুকি ফ্যামিলি নিয়ে একটি প্রকল্প করতে চান বাংলাদেশী সুপ্রিম কোর্...
27/06/2025

একাধিকবার কুকি ফ্যামিলি থেকে এডাপশন পোস্ট দেয়া হয়েছিল কুকি ফ্যামিলি নিয়ে একটি প্রকল্প করতে চান বাংলাদেশী সুপ্রিম কোর্টের আইনজীবী Khundkar Hasan Shahriyar। কিন্তু সমাজের বৃত্তবান শ্রেণীর কাজ থেকে সাড়া পান নাই বাংলাদেশী সুপ্রিম কোর্টের আইনজীবী Khundkar Hasan Shahriyar ।

আসলে অস্থির সমাজ ব্যবস্থায় ভালো কাজে কেউ পাশে থাকে না। কিছু মানুষরূপী অমানুষদের মাঝে বিচরণ করে ভালো কিছু করা যায় না। যে সমাজ ব্যবস্থায় সৎ ভালো মানুষের দাম নাই তাদের পাশে কেউ থাকে না সেই সমাজ ব্যবস্থায় ভালো কোন কিছু আশা কিংবা প্রত্যাশা করাটাও অন্যায়।

নতুন দুই সদস্য ০২/০৬/২০২৫ ইং
05/06/2025

নতুন দুই সদস্য ০২/০৬/২০২৫ ইং

05/06/2025

কুকি পরিবারে এক টিপের পেট থেকে বের হলো ০২/০৬/২০২৫ ইং তারিখে নতুন দুই সদস্য

বিড়াল পালনে সাধারণ কিছু তথ্য :১। প্রতি তিন মাস অন্তর কৃমির ওষুধ খাওয়ান।২। বয়স ২-২.৫ মাস হলে ফ্লু এর ভ্যাক্সিন দিন৷ র‍্যা...
25/05/2025

বিড়াল পালনে সাধারণ কিছু তথ্য :

১। প্রতি তিন মাস অন্তর কৃমির ওষুধ খাওয়ান।

২। বয়স ২-২.৫ মাস হলে ফ্লু এর ভ্যাক্সিন দিন৷ র‍্যাবিসের ভ্যাক্সিন ৩ মাস বয়সে দিন।

৩। ঘন ঘন গোসল দেয়া থেকে বিরত থাকুন। প্রয়োজন অনুসারে ২-৬ মাসে একবার হালকা কুসুম গরম পানিতে গোসল দিন৷ মানুষের শ্যাম্পু দিয়ে গোসল দিবেন না।

৪। ড্রাই ক্যাট ফুড সম্ভব হলে এড়িয়ে চলুন।

৫। মশলা, লবণ, তেল, চকোলেট, ঘি ইত্যাদি খাবার পরিহার করুন।

৬। মাছ/মাংসের কাটা/হাড্ডি বেছে শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করে খেতে দিন।

৭। কয়েকদিন পরপর নখ কেটে দিন।

৮। প্রাপ্তবয়স্ক বিড়ালের নিউটার/স্পে করিয়ে দিন।

৯। সাধারণ হাচি-কাশি বা শরীর গরমে এন্টিবায়োটিক খাওয়ানো থেকে বিরত থাকুন।

১০। নাপা/প্যারাসিট্যমল জাতীয় ওষুধ খাওয়ানো থেকে বিরত থাকুন।

১১। যেসব বিড়াল হঠাৎ করে খাওয়া দাওয়া করে না এবং বমি করে এসকল বিড়ালকে সুস্থ বিড়াল থেকে আলাদা রাখুন।

১২। বিড়ালের হঠাৎ পাতলা পটি হলে ঘরোয়াভাবে মাংসের সাথে কাচা কলা সিদ্ধ করে খাওয়ান।

১৩। পটি শক্ত হয়ে কন্স্টিপেশন হলে মিষ্টি কুমড়া ও পেঁপে সিদ্ধ খাওয়ান।

১৪। সাধারণত মাল্টিভিটামিন খাওয়ালে পটি নরম হয়, এটা নরমাল।

১৫। ঘরের বিড়াল বাহিরে যাওয়া আসা করলে অবশ্যই র‍্যাবিস বা জলাতঙ্কের টিকা দিন বছরে একবার। মনে রাখবেন মানুষের জলাতঙ্ক হলে বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে।

১৬। বিড়ালের গর্ভধারণ সময় ৬২-৬৫ দিন। এসময় কৃমির সমস্যা দেখা দিলে সব ধরনের কৃমির ওষুধ খাওয়ানো যাবে না৷ নির্দিষ্ট কিছু কৃমির ওষুধ প্রানি ডাক্তারের পরামর্শে দেয়া যাবে। নির্দিষ্ট ওষুধ বাদে বাকিগুলো abortion/miscarriage করার জন্য দায়ী।

১৭। বিড়াল অসুস্থ হলে, খাওয়া দাওয়া না করলে কৃমির ওষুধ খাওয়ানো যাবে না।

১৮। বাচ্চা ডেলিভারিতে সাধারণত ১২ থেকে ৩৬ ঘন্টা সময় বা তারও বেশি লাগতে পারে। এসময় বিড়ালকে আমিষ জাতীয় খাবার বা গ্লুকোজ খাওয়ান।

১৯। কয়েকদিন পরপর কান পরিষ্কার করে দিন৷ কটোন বাডে নারিকেল তেল লাগিয়ে কান পরিষ্কার করুন।

২০। গর্ভবতী নারীরা বিড়ালের পটি পরিষ্কার থেকে বিরত থাকুন।

২১। ফ্লু ছাড়াও মানুষের মতো বিড়ালের রোগের অভাব নেই। মানুষের মতো বিড়ালদেরও হার্ট, ফুসফুস, কিডনি, লিভার, স্প্লিনের রোগ হতে পারে। সকল রোগের সাধারণ লক্ষণ খাওয়া বন্ধ করে দেয়া। তাই সব ক্ষেত্রেই ফ্লু হয়েছে বলা যাবে না।

২২। যেকোনো ওষুধ খাওয়ানোর পূর্বে সবসময় প্রানি ডাক্তারের পরামর্শ নিন। কারণ একজন ভেট ৫ থেকে ৭ বছর পড়ালেখা করে দেশ-বিদেশ থেকে ট্রেনিং নিয়ে তারপর ভেট হন।

নাটকের নাম: “কুকি বনাম রাষ্ট্র বনাম ইলিশ”পাত্রপাত্রী:আনিকা: কড়া স্বভাবের বিড়ালপ্রেমী, কিন্তু মাছপ্রেমী আরও বেশিকুকি: এ...
05/05/2025

নাটকের নাম: “কুকি বনাম রাষ্ট্র বনাম ইলিশ”

পাত্রপাত্রী:

আনিকা: কড়া স্বভাবের বিড়ালপ্রেমী, কিন্তু মাছপ্রেমী আরও বেশি

কুকি: এক বুদ্ধিমান ও নির্লজ্জ মেয়ে বিড়াল

বিচারক: পুতুল পরে অভিনয় করা (কল্পিত আদালত)

আইনজীবী: আনিকার বন্ধু, অতি নাটকীয়

---

দৃশ্য ১: (আনিকার রান্নাঘর)

(আনিকা একটি ইলিশ মাছ ভাজতে ভাজতে গাইছে)

আনিকা:
ইলিশ মাছ ভাজা ভাজি,
কুকি থাকবে দূরে আজই!

(পেছনে কুকি ধীরে ধীরে ঢুকে, মাছের গন্ধে বিভোর হয়ে, হঠাৎ মাছ চুরি করে পালায়। আনিকা চিৎকার করে উঠে)

আনিকা:
আল্লাহ! কুকি! তুমি আমার শেষ ইলিশটা খেয়ে ফেললে?
এবার তোমার হবে ফাঁসি! ৩০২ ধারা! খুনের শামিল এটা!

---

দৃশ্য ২: (কল্পিত আদালত)

(একটি ছোট্ট ঘর সাজানো হয়েছে আদালতের মতো করে। বিচারক একটি খেলনা পুতুল, সবাই নাটক করছে যেন আদালতে এসেছে)

বিচারক (গম্ভীর ভঙ্গিতে):
আজকের মামলাঃ “রাষ্ট্র বনাম কুকি”
অভিযোগ: ইলিশ খাওয়ার নামে মাছের হত্যা!

আইনজীবী (উৎসাহী কণ্ঠে):
মাননীয় বিচারক, এই বিড়াল, এই ছোট্ট মুখচোরা প্রানি,
যে কিনা শুধু মিঁউ করে, সে আসলে এক ঠান্ডা মাথার অপরাধী!
একে ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করা হোক!

আনিকা:
ও আমার শেষ ইলিশটা ছিল! প্রেমিক আসতেছিল!
এখন কী খাওয়াবো, কুকি কীভাবে পারলো?

কুকি (ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এসে কাঁদার ভান করে):
মিঁউ... (অভিনয়ে)
আমি জানতাম না এটা ইলিশ, আমি ভাবছিলাম এটা তেলাপিয়া...

---

দৃশ্য ৩: (রায় ঘোষণা)

বিচারক:
এই আদালত সিদ্ধান্ত নিলো, কুকিকে ফাঁসি নয়,
৭ দিনের মাছ-নিরামিষ খাওয়ার শাস্তি দেওয়া হবে।
আর আনিকা? তোমার উচিত মাছ ঢেকে রাখা!

আনিকা (অবাক হয়ে):
মানে! ও চোর, আর আমি দোষী?

কুকি (মুখে পুড়া মাছের কাঁটা লেগে):
মিঁউ... ন্যায়বিচার!

---

(পর্দা পড়ে, নিচে লেখা উঠে: “মাছ রাখুন নিরাপদে, নাহলে কুকির দোষ নয়!”)

কোন কাজ হবে না আজ ঘুম হবে ঘুম 😜😁❤️
01/05/2025

কোন কাজ হবে না আজ ঘুম হবে ঘুম 😜😁❤️

ঘুমাতে হবে এভাবেই
01/05/2025

ঘুমাতে হবে এভাবেই

লাগবে নাকি ছানাহাসতে শুধু মানা 😜
01/05/2025

লাগবে নাকি ছানা
হাসতে শুধু মানা 😜

Address

Dhaka

Telephone

+8801677729518

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kuki Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category