The Jagannath Damadara View দি জগন্নাথ দামোদর ভিউ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • The Jagannath Damadara View দি জগন্নাথ দামোদর ভিউ

The Jagannath Damadara View দি জগন্নাথ দামোদর ভিউ "এই জড় জগতের সমাপ্তি হবার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয়।"
-ভক্তিবেদান্ত তাৎপর্য।
শ্রীঃভঃগীঃ ২/৬৬

হরে কৃষ্ণ রাধাষ্টমীর শুভেচ্ছা!"আজ শ্রীমতী রাধারাণীর আবির্ভাবের পরম পবিত্র দিন। শ্রীল প্রভুপাদ আমাদের সতর্ক করেছেন যে, আম...
31/08/2025

হরে কৃষ্ণ
রাধাষ্টমীর শুভেচ্ছা!

"আজ শ্রীমতী রাধারাণীর আবির্ভাবের পরম পবিত্র দিন। শ্রীল প্রভুপাদ আমাদের সতর্ক করেছেন যে, আমাদের রাধারাণীকে কোন সাধারণ নারী হিসেবে বিবেচনা করা উচিত না। তিনি ভগবান শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তি। তিনি বৃন্দাবনের সমস্ত গোপীদের উৎস। আর দ্বারকার মহিষীরাও তাঁর প্রতিফলন। তিনি সমস্ত লক্ষ্মীদের উৎস।"

শ্রীল জয়পতাকা স্বামী, ৪ঠা সেপ্টেম্বর,
২০২২, শ্রীধাম মায়াপুর।

31/08/2025

আজ রাধাঅষ্টমী তিথিতে শ্রীবাস অঙ্গনধামে
বিগ্রহ দর্শন।
শ্রীবাস অঙ্গনধাম
অনি-পন্ডিতপাড়া,বিয়ানীবাজার,সিলেট,বাংলাদেশ।

আজ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি, জন্মাষ্টমী!"ভগবান শ্রীকৃষ্ণ তাঁর শুদ্ধ ভক্তির দ্বারা সমগ্র বিশ্বকে কৃপা প্রদান করতে ...
16/08/2025

আজ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি, জন্মাষ্টমী!

"ভগবান শ্রীকৃষ্ণ তাঁর শুদ্ধ ভক্তির দ্বারা সমগ্র বিশ্বকে কৃপা প্রদান করতে আবির্ভূত হয়েছেন। তাঁর আবির্ভাব, তাঁর উপস্থিতি, এবং তাঁর অপ্রকট লীলা সবই চিন্ময়। আজ শ্রীকৃষ্ণের লীলা স্মরণ করার জন্য অত্যন্ত পবিত্র দিন। আমরা আজ এবং প্রতিদিনই শ্রীকৃষ্ণের কথা চিন্তা করার চেষ্টা করব, কিন্তু আজ একটি বিশেষ দিন!"

~শ্রীল জয়পতাকা স্বামী~
জন্মাষ্টমী প্রবচন, ২০২১

◎⃝◎❛জন্মাষ্টমী মহোৎসব পরমেশ্বর ভগবান  শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি।☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞⭕অষ্টমী শুরু :* ১৫ই আগষ্ট শুক্রবার রাত...
15/08/2025

◎⃝◎❛জন্মাষ্টমী মহোৎসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি।
☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞
⭕অষ্টমী শুরু :* ১৫ই আগষ্ট শুক্রবার রাত ১১ঃ৪৯ মিনিটে।
*⭕অষ্টমী শেষ :* ১৬ই আগষ্ট শনিবার রাত ৯ঃ৩৪ মিনিট
*🔰রোহিনী নক্ষত্র: ──*
✅ শুরু হবে ১৫ই আগস্ট, বিকাল ৪:৩৫ থেকে
✅ শেষ হবে ১৬ই আগস্ট, বিকাল ৫:৩০ পর্যন্ত।
──অর্থাৎ ১৬ আগষ্ট, শনিবার শুদ্ধ জন্মাষ্টমী তিথি। কারন এদিনে
রোহিনী নক্ষত্র রয়েছে।
*☢️ শাস্ত্র নির্নয়:──*
স্কন্দপুরানে বলা হয়েছে
উদয়ে চাষ্টমী কিঞ্চিন্নবমী সকলা যদি।
🌈অর্থাৎ, সূর্য উদয়ের সময়ে যদি অষ্টমী তিথি যুক্ত থাকে এবং কিঞ্চিত নবমী যুক্ত হয় তাহলে সেই তিথিতেই জন্মাষ্টমী পালন করতে হয়।
──১৬ আগষ্ট, শনিবার শুদ্ধা জন্মাষ্টমী তিথি।
*🌀 পারণঃ─* পরের দিন রবিবার সকাল ৬ঃ৪৫ মিনিট (পশ্চিমবঙ্গ সময়ানুযায়ী)
┄❈❥ًً❀──●❀🌹🍒🌻
"হরে"কৃষ্ণ"হরে"কৃষ্ণ"
"কৃষ্ণ"কৃষ্ণ"হরে"হরে।"
"হরে"রাম"হরে"রাম"
"রাম"রাম"হরে"হরে।।"
┄❈❥ًً❀──●❀🌹🍒🌻
*🧚‍♂️𝄞⋆⃝ 🧚‍♂️𝖍𝖆𝖗𝖎𝖇𝖔𝖑🧚‍♂️𝄞⋆⃝🧚‍♂️*
*_━────⊱❉✸❉⊰─────━_*
*⚜️জয় শ্রীরাধাকৃষ্ণ⚜️*
🙏🏻 👣👣🙏🏻

◎⃝◎❛Janmashtami Festival is the appearance date of the Supreme Lord Krishna.
☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞
⭕Ashtami starts :* Friday, August 15th at 11:49 pm.
*⭕Ashtami ends :* Saturday, August 16th at 9:34 pm
*🔰Rohini Nakshatra: ──*
✅ It will start on August 15th, from 4:35 pm
✅ It will end on August 16th, till 5:30 pm.
──That is, August 16th, Saturday is the pure Janmashtami date. Because on this day
Rohini Nakshatra is present.
*☢️ Scripture interpretation:──*
It is said in Skanda Purana
If everyone is born in Uday Chastami, then it is Kinchinnavami.
🌈That is, if the eighth day is added at sunrise and a little bit of the ninth day is added, then Janmashtami should be celebrated on that day.
──16th August, Saturday is the pure Janmashtami day.
*🌀 Paran:─* The next day, Sunday, 6:45 am (West Bengal time)
┄❈❥ًً❀──●❀🌹🍒🌻
"Hare" Krishna" Hare" Krishna"
"Krishna" Krishna" Hare" Hare."
"Hare" Rama" Hare" Rama"
"Rama" Rama" Hare" Hare."
┄❈❥ًً❀──●❀🌹🍒🌻
*🧚‍♂️𝄞⋆⃝ 🧚‍♂️𝖍𝖆𝖗𝖎𝖇𝖔𝖑🧚‍♂️𝄞⋆⃝🧚‍♂️*
*_━────⊱❉✸❉⊰─────━_*
*⚜️Jai Sri Radha Krishna⚜️*
🙏🏻 👣👣🙏🏻

◎⃝◎❛জন্মাষ্টমী মহোৎসব পরমেশ্বর ভগবান  শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি।☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞⭕অষ্টমী শুরু :* ১৫ই আগষ্ট শুক্রবার রাত...
13/08/2025

◎⃝◎❛জন্মাষ্টমী মহোৎসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি।
☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞
⭕অষ্টমী শুরু :* ১৫ই আগষ্ট শুক্রবার রাত ১১ঃ৪৯ মিনিটে।
*⭕অষ্টমী শেষ :* ১৬ই আগষ্ট শনিবার রাত ৯ঃ৩৪ মিনিট
*🔰রোহিনী নক্ষত্র: ──*
✅ শুরু হবে ১৫ই আগস্ট, বিকাল ৪:৩৫ থেকে
✅ শেষ হবে ১৬ই আগস্ট, বিকাল ৫:৩০ পর্যন্ত।
──অর্থাৎ ১৬ আগষ্ট, শনিবার শুদ্ধ জন্মাষ্টমী তিথি। কারন এদিনে
রোহিনী নক্ষত্র রয়েছে।
*☢️ শাস্ত্র নির্নয়:──*
স্কন্দপুরানে বলা হয়েছে
উদয়ে চাষ্টমী কিঞ্চিন্নবমী সকলা যদি।
🌈অর্থাৎ, সূর্য উদয়ের সময়ে যদি অষ্টমী তিথি যুক্ত থাকে এবং কিঞ্চিত নবমী যুক্ত হয় তাহলে সেই তিথিতেই জন্মাষ্টমী পালন করতে হয়।
──১৬ আগষ্ট, শনিবার শুদ্ধা জন্মাষ্টমী তিথি।
*🌀 পারণঃ─* পরের দিন রবিবার সকাল ৬ঃ৪৫ মিনিট (পশ্চিমবঙ্গ সময়ানুযায়ী)
┄❈❥ًً❀──●❀🌹🍒🌻
"হরে"কৃষ্ণ"হরে"কৃষ্ণ"
"কৃষ্ণ"কৃষ্ণ"হরে"হরে।"
"হরে"রাম"হরে"রাম"
"রাম"রাম"হরে"হরে।।"
┄❈❥ًً❀──●❀🌹🍒🌻
*🧚‍♂️𝄞⋆⃝ 🧚‍♂️𝖍𝖆𝖗𝖎𝖇𝖔𝖑🧚‍♂️𝄞⋆⃝🧚‍♂️*
*_━────⊱❉✸❉⊰─────━_*
*⚜️জয় শ্রীরাধাকৃষ্ণ⚜️*
🙏🏻 👣👣🙏🏻

◎⃝◎❛Janmashtami Festival is the appearance date of the Supreme Lord Krishna.
☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞
⭕Ashtami starts :* Friday, August 15th at 11:49 pm.
*⭕Ashtami ends :* Saturday, August 16th at 9:34 pm
*🔰Rohini Nakshatra: ──*
✅ It will start on August 15th, from 4:35 pm
✅ It will end on August 16th, till 5:30 pm.
──That is, August 16th, Saturday is the pure Janmashtami date. Because on this day
Rohini Nakshatra is present.
*☢️ Scripture interpretation:──*
It is said in Skanda Purana
If everyone is born in Uday Chastami, then it is Kinchinnavami.
🌈That is, if the eighth day is added at sunrise and a little bit of the ninth day is added, then Janmashtami should be celebrated on that day.
──16th August, Saturday is the pure Janmashtami day.
*🌀 Paran:─* The next day, Sunday, 6:45 am (West Bengal time)
┄❈❥ًً❀──●❀🌹🍒🌻
"Hare" Krishna" Hare" Krishna"
"Krishna" Krishna" Hare" Hare."
"Hare" Rama" Hare" Rama"
"Rama" Rama" Hare" Hare."
┄❈❥ًً❀──●❀🌹🍒🌻
*🧚‍♂️𝄞⋆⃝ 🧚‍♂️𝖍𝖆𝖗𝖎𝖇𝖔𝖑🧚‍♂️𝄞⋆⃝🧚‍♂️*
*_━────⊱❉✸❉⊰─────━_*
*⚜️Jai Sri Radha Krishna⚜️*
🙏🏻 👣👣🙏🏻

27/06/2025

আজ রথযাত্রা মহোৎসব ২০২৫ইং
শ্রীবাস অঙ্গনধাম
অনি-পন্ডিতপাড়া,বিয়ানীবাজার,সিলেট,বাংলাদেশ।

*❝মহাপ্রভুর গুণ্ডিচা মার্জন❞*   ꧁͜͡꧂꧁͜͡꧂꧁͜͡꧂꧁͜͡꧂💢✤💢  শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আরম্ভের পূর্বদিন ‘গুণ্ডিচা মার...
26/06/2025

*❝মহাপ্রভুর গুণ্ডিচা মার্জন❞*
꧁͜͡꧂꧁͜͡꧂꧁͜͡꧂꧁͜͡꧂

💢✤💢 শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আরম্ভের পূর্বদিন ‘গুণ্ডিচা মার্জন’ অনুষ্ঠান হয়ে থাকে। গৌড়ীয়া মতে রথযাত্রায় প্রভু জগন্নাথ তাঁর মন্দির ছেড়ে গুণ্ডিচা মন্দিরে আগমন করেন ।

💢✤💢 এটা ভগবান শ্রীকৃষ্ণের মথুরা নগর ছেড়ে বৃন্দাবনে আগমনের মতো । ভগবান শ্রীকৃষ্ণ ব্রজে ফিরবেন , এই কথা শ্রবন করে সবচেয়ে আনন্দিত হয়েছিলেন গোপিনীগণ ও ব্রজেশ্বরী শ্রীমতী রাইকিশোরী ।

💢✤💢 মহাপ্রভুর মধ্যে রাধাভাব প্রকট, তিনি পার্ষদগণকে নিয়ে স্বহস্তে গুন্ডিচা মন্দির মার্জন করতেন। শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই সম্বন্ধে বিস্তৃত বিবরণ দিয়েছেন।

💢✤💢 মহাপ্রভু ভক্তগণের সঙ্গে নিরন্তর কীৰ্ত্তন-রঙ্গে ক্রীড়া করেন। আচাৰ্য্যাদি ভক্তগণ মহাপ্রভুকে নিমন্ত্রণ করেন, মহাপ্ৰভু সেই সেই স্থানে ভক্তগণকে নিয়ে ভিক্ষা করেন। এই মত নানা রঙ্গে কিছুদিন যাপন করলেন।

💢✤💢 ক্রমে শ্ৰীজগন্নাথ দেবের রথযাত্রার দিন উপস্থিত হল। তখন মহাপ্রভু প্রথমে কাশীমিশ্রকে ডেকে এনে তাকে দিয়ে পড়িছা পাত্র ও সার্বভৌমকে ডাকিয়ে আনলেন। মহাপ্রভু হেসে তিনজনকে বললেন — “ আপনারা আমাকে গুণ্ডিচা মন্দির মার্জনের সেবা দিন ।

💢✤💢 মহাপ্রভু এই সেবা প্রার্থনা করলে পড়িছা বললেন, “আমরা সকলে আপনার সেবক, আপনার যা ইচ্ছা , সেই অনুযায়ী কাজ করা আমার কর্তব্য, বিশেষতঃ মহারাজ আমাকে আদেশ করেছেন , আপনার ইচ্ছার যেন যথাযথ পালন হয় ।

💢✤💢 তবে প্রভু ! মন্দির-মার্জন আপনার যোগ্য সেবা নয় , এটি আপনার একটি লীলা । গুণ্ডিচা মার্জনের জন্য কলসী ও ঝাড়ু অনেক আবশ্যক , — তবে আজ্ঞা দিন আজ সেই সব জিনিস এই স্থানে নিয়ে আসি ” । এই কথা বলে পড়িছা নূতন একশত মাটির কলসী ও একশত ঝাড়ু এনে প্রভুর সামনে অপর্ণ করলেন।

💢✤💢 পর দিন প্রাতঃকালে প্ৰভু শ্রীহস্তে নিজ ভক্তগণের অঙ্গে চন্দন লেপন করলেন । প্রত্যেকের হাতে এক একটি মার্জনী দিয়ে সকলকে সঙ্গে নিয়ে গুণ্ডিচা মন্দিরে গেলেন। গুণ্ডিচা মন্দির মার্জন করতে গিয়ে প্রথমে ঝাড়ু দিয়ে মার্জন করতে লাগলেন । ভিতর মন্দির এবং উপরিভাগ সব পরিস্কার করে সিংহাসন মার্জন করে চারি ভিত শোধন করার পর শ্রীজগমোহন পরিস্কার করলেন।

💢✤💢 চারপাশে শত ভক্ত হাতে ঝাড়ু নিয়েছেন , মহাপ্রভু নিজে ভালমতে শোধন করে সকলকে শিক্ষা দিতে লাগলেন, মহাপ্ৰভু প্রেমোল্লাসে গৃহ শোধন ও কৃষ্ণ নাম করছেন এবং ভক্তগণও কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে নিজেদের কাজ করতে লাগলেন ।

💢✤💢 মহাপ্রভুর ধূলায় ধূসর তনু দেখতে অতীব সুন্দর, কোন কোন ভক্ত অশ্রু জলে মার্জন করছেন। অনন্তর ভক্তগণ ভোগমণ্ডপ শোধন করে প্রাঙ্গণ শোধন করলেন। ক্রমে সমুদায় গৃহ শোধন করে তৃণ, ধূলি ও কাঁকর একত্র করে ভক্তগণ নিজেদের বস্ত্রে করে পরমানন্দে তৃণ ও ধূলি সকল বাইরে ফেলতে লাগলেন।

💢✤💢 তখন প্রভু বললেন , কে কত মার্জন করেছ, খড়কুটা ও ধূলির পরিমাণ দেখে পরিশ্রম বিচার করব । এই বলে সকলের ঝাড়ু দেওয়া বোঝা একত্র করলেন। সবচেয়ে মহাপ্রভুর বোঝাই অধিক হল । গৃহ মধ্যে মার্জন করার পর পুনৰ্ব্বার সকলকে কাজ বণ্টন করে দিয়ে বললেন , “তোমরা সকলে সূক্ষ্ম ধূলি ও কাঁকর দূর করে ভাল করে পরিস্কার কর ”।

💢✤💢 সমস্ত বৈষ্ণব দুইবার শোধন করলেন, তা দেখে মহাপ্রভূর মন সস্তুষ্ট হল। তখন অন্য শত জন শত ঘট পূর্ণ করে এনে রাখলেন । যখন মহাপ্ৰভু বললেন ‘জল আন’ তখন ভক্তগণ মহাপ্রভুর সামনে জলপূর্ণ শত ঘট এনে দিলেন ।

💢✤💢 মহাপ্রভু প্রথমে মন্দির প্রক্ষালন করলেন, তারপরে, গৃহের উর্দ্ধ, অধঃ, ভিত, গৃহের মধ্য ও সিংহাসন ধৌত করলেন, তৎপশ্চাৎ খাপরা (খোলা) ভরে জল উর্দ্ধদেশে নিক্ষেপ করে সেইজলে উৰ্দ্ধ শোধন করে ভিত প্রক্ষালন করলেন । প্রভু প্রথমে মন্দির প্রক্ষালন, তারপরে শ্রীহস্তে সিংহাসনের মার্জন করলেন। ভক্তগণ গৃহ -মধ্য প্রক্ষালন এবং নিজ নিজ হস্তে মন্দির মার্জন করতে লাগলেন ।

💢✤💢 নিত্যানন্দ প্রভু, অদ্বৈতাচার্য্য, স্বরূপ ভারতী আর পুরী বিনা আর সকলে জল বয়ে আনে । কোন ভক্ত মহাপ্রভুর হস্তে জলঘট দেয় , কেহবা মহাপ্রভুর চরণ উপরে জল নিক্ষেপ করে গোপনে সেই জল পান করে , কেহ বা সেই জল প্রার্থনা করে এবং কেহবা সেই জল অন্যকে দান করতে লাগলেন ।

💢✤💢 তাতে সমস্ত প্রাঙ্গণ জলে পরিপূর্ণ হয়ে রইল। ভক্তগণ নিজ নিজ বস্ত্রে গৃহ সংসাজ্জন এবং প্রভু নিজ বস্ত্রে সিংহাসন মাৰ্জ্জন করলেন । শত ঘট জলে মন্দির মার্জিত হল। নিজেদের মনের মত করে মন্দির শোধন করলেন , মন্দিরকে নিৰ্ম্মল শীতল ও স্নিগ্ধ করে আপনার হৃদয়কে যেন প্রকাশিত করলেন ।

💢✤💢 শতশত লোক সরোবরে জল ভরেন, ঘাটে স্থান না পেয়ে কেহবা কূপে জল ভরতে লাগলেন, একশত ভক্ত পূর্ণ কুম্ভ নিয়ে আসতে লাগলেন, অার শত ভক্ত শূন্য ঘট নিয়ে যেতে লাগলেন । ঘটে ঘটে ঠোকর লেগে কত ঘট ভেঙ্গে গেল, লোকেরা আবার শত শত ঘট এনে উপস্থিত করল ।

💢✤💢 ভক্তগণ জল ভরেন , গৃহধৌত করেন এবং হরিধ্বনি করেন । কৃষ্ণ ও হরিধ্বনি ছাড়া আর কিছুই শুনতে পাওয়া যায় না । ভক্তগণ কৃষ্ণ কৃষ্ণ বলে ঘট সমপর্ণ এবং কৃষ্ণ কৃষ্ণ বলে ঘট প্রার্থনা করতে লাগলেন। সকল কৰ্ম্মেই কৃষ্ণনাম সঙ্কেত হয়ে উঠল।

💢✤💢 মহাপ্ৰভু প্রেমাবেশে কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে একাকী শত লোকের কৰ্ম্ম করতে লাগলেন, শত হস্তে যেন ক্ষালন ও মার্জন করেন এবং প্রত্যেক লোকের নিকট গিয়ে তাদেরকে কার্য্যের শিক্ষা প্রদান করেন ।

💢✤💢 যে ব্যক্তি ভাল কৰ্ম্ম করেন, তাকে প্রশংসা এবং মনোমত না হলে তাকে মিষ্ট ভর্ৎসনা করেন। অন্যকে বলেন ,_“ তুমি ভালো কাজ করছ , প্রভু জগন্নাথের সেবাকার্য্য কিভাবে উত্তমরূপে করতে হয় , অন্যকেও শিখিয়ে দাও ”। এই কথা শুনে সকলে সঙ্কুচিত হয়ে মনোনিবেশ সহকারে ভালভাবে কাজ করতে লাগল ৷

💢✤💢 এর পর মহাপ্রভু জগমোহন (মন্দিরের নিকট ক্ষুদ্র মন্দির ) প্রক্ষালন করে ভোগমণ্ডপ প্রক্ষালন করলেন । তারপর নাটশালা ধুয়ে চত্বর ও প্রাঙ্গণ ধুলেন, পাকশাল , মন্দিরের চতুর্দিক এবং সমুদায় অন্তঃপুর উত্তম রূপে ধৌত করালেন ।

💢✤💢 এই সময়ে একজন সরল বুদ্ধি গৌড়ীয়া মহাপ্রভুর চরণে এক ঘট জল অর্পণ করে সেই জল নিজে পান করল, তা দেখে মহাপ্রভুর মনে দুঃখ ও রোষ উৎপন্ন হল । যদিও মহাপ্রভু তার প্রতি সন্তুষ্ট হয়েছেন, তথাপি শিক্ষার জন্য বাইরে রোষ প্রকাশ করলেন ৷

*"নীলাচলে নীল মাধব প্রভু জগন্নাথ"*
*"ভক্ত জনে কৃপা করো দওগো আশীর্বাদ।"*

25/06/2025

জীবনে কখনও কষ্ট পেলে কী করা উচিত-
___________________________________

☞চুপ থাকুন, আবেগে কিছু না বলাই ভালো।

☞গভীরভাবে শ্বাস নিন ও নিজেকে সময় দিন।

☞নিজের কষ্টটি লিখে ফেলুন বা কারও সাথে ভাগ করুন।

☞তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না।

☞ কষ্টকে শিক্ষা হিসেবে নিন, প্রতিশোধ নয় শান্তি খুঁজুন।

15/06/2025

~ মানুষের স্বভাবজাত ধর্ম ~
------------------------------------------
"শ্ব যদি ক্রিয়তে রাজা স: কিং ন সো উপর্হনম।"
_________________________
বাদানুবাদ এই রকম কোন কুকুরকে যদি রাজা করা হয়- তার মানে কি এই যে সে তার জুতা চাটার অভ্যাস ছেড়ে দিবে--

"যস্য হি য: স্বভাবস্যতস্যাসো দূরতিক্রম:"
_______________________

যার যা স্বভাব তা ত্যাগ করা খুবই কঠিন।

অর্থাৎ বলা যায় যে আমাদের অভ্যাস হচ্ছে আমাদের দ্বিতীয় স্বভাব।
সত্যের পক্ষে যদি দাড়াঁতে না পারেন অন্তত মিথ্যার আশ্রয় নিয়ে হাতে তালি বাজাঁবেন না।
কেননা এই তালি আপনার জন্য অপেক্ষোমান।

এই সাত ধরনের মানুষ আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে। এদের উপস্থিতি আপনার মনোবল ভেঙে দেয়, এমনকি আমাদের স্বপ্নও ধ্বংস করে ...
11/06/2025

এই সাত ধরনের মানুষ আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে। এদের উপস্থিতি আপনার মনোবল ভেঙে দেয়, এমনকি আমাদের স্বপ্নও ধ্বংস করে দেয়। তাই চিনে রাখুন এদের — সাবধান থাকুন এদের ব্যাপারে, কারণ একবার ভুল মানুষের উপর ভরসা করলে আপনার পুরো জীবনটাই থমকে যেতে পারে।

১. ঠেলাগাড়ি মানুষ (Wheelbarrow People): এরা সবসময় চায়, আপনি তাদের ঠেলে সামনে এগিয়ে নিয়ে যান। এরা কষ্ট করতে রাজি না, তাই সব দায়িত্ব আপনার ঘাড়ে চাপিয়ে দেয়।

উদাহরণ: প্রতিবার প্রজেক্ট শুরু হলে আপনার এক কলিগ বলে, “আপনি শুরু করুন, আমি শুধু প্রেজেন্টেশনে দাঁড়াব।”

শিক্ষা: একতরফা সম্পর্ক টিকিয়ে রাখলে, আপনি একসময় ক্লান্ত হয়ে পড়বেন।

২. মশা মানুষ (Mosquito People): এধরনের মানুষগুলো শুধু তখনই আসে, যখন তাদের কিছু দরকার। এরা আপনার সফলতা শুষে নেয়, আর পেছনে গুজব ছড়ায়।

উদাহরণ: এরা চাকরির জন্য আপনার রেফারেন্স চায়, আর কাজ হয়ে যাবার পরে বলে, নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে।

শিক্ষা: যাদের প্রয়োজন শেষ হলে অকৃতজ্ঞ হয়ে যায়, তাদের থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো।

৩. বাঁধাই কাঠামো মানুষ (Scaffolding People): একদিন সে আপনাকে সাহায্য করেছিল বলে এখন চায় সব ব্যাপারে আপনি তার মতামত নেন। উঠতে বসতে সে আপনাকে তার সাহায্যের কথা মনে করিয়ে দেয়।

উদাহরণ: একদিন এক আত্মীয় আপনাকে টাকা ধার দিয়েছিল। এখন সে চায় তার মতামত ছাড়া আপনি কিছু করবেন না।

শিক্ষা: কৃতজ্ঞ হোন, কিন্তু নিজের স্বাধীনতা হারাবেন না।

৪. কুমির মানুষ (Crocodile People): এরা মিষ্টি কথায় বিশ্বাস ভাঙে। গোপন তথ্য শুনে রাখে, পরে সুযোগ মতো কাজে লাগায়।

উদাহরণ: আপনি আপনার বন্ধুর সাথে ফ্যামিলির একটি গোপন কথা শেয়ার করেছিলেন। পরবর্তীতে সেই বন্ধুর সাথে মনোমালিন্য হলে, সে আপনার গোপন কথা সবাইকে বলে দেয়।

শিক্ষা: সবাই বন্ধু হয় না, কিছু মানুষ বন্ধুর মুখোশ পরে থাকে।

৫. গিরগিটি মানুষ (Chameleon People): আপনার সফলতা সহ্য করতে পারে না। মুখে প্রশংসা করে, আর পেছনে হিংসা করে।

উদাহরণ: আপনি পুরস্কার জিতলে মুখে বলে “ভালো হয়েছে”, পরে ফেসবুকে আপনার পোস্টের বানান ভুল ধরে আপনাকে হাসির পাত্র বানায়।

শিক্ষা: যে আপনার আনন্দে দুঃখ পায়, সে বন্ধুর ছদ্মবেশধারী শত্রু।

৬. আবর্জনা ঠেলা মানুষ (Garbage Pusher People): এধরনের মানুষ সবসময় আপনার সমালোচনা করে, তাদের উদ্দেশ্য আপনার আত্মবিশ্বাস এবং মনোবল ভেঙে দেওয়া।

উদাহরণ: আপনি ইউটিউব চ্যানেল খুলতে চান, তারা বলবে, “ওসব করে কিছু হয় না।"

শিক্ষা: স্বপ্ন দেখতে গেলে সাহস লাগে, আর যারা সাহস নষ্ট করে তাদের থেকে দূরে থাকাই ভালো।”

৭. না-বলা মানুষ (Naysayer People): তাদের মুখে শুধু হতাশার কথা, ভয় আর নেতিবাচকতা। কোনো আশার আলো তাদের কাছে নেই।

উদাহরণ: আপনি ব্যাবসা শুরু করতে চাইবেন, ওরা বলবে, “এখন বাজার খারাপ, সব লস!"

শিক্ষা: নেতিবাচক চিন্তাভাবনার লোক থেকে নিজেকে বাঁচান, না হলে আপনার আলো নিভে যাবে।

জীবনে সবার সঙ্গে চলা যায় না। কিছু সম্পর্ক সময়ের সাথে সাথে বিষ হয়ে ওঠে। সম্পর্ক বেছে নিন বুদ্ধি দিয়ে, আর ভালোবাসুন হৃদয় দিয়ে। নিজেকে কেবল তাদের সাথেই সংযুক্ত রাখুন, যারা আপনার ডানা কেটে দেয় না, বরং আপনাকে আকাশ দেখার ব্যবস্থা করে দেয়।
সংগ্রহীত পোস্ট

10/06/2025

আমাদের জীবনে দুঃখ তখনি আসে যখন তুমি ভগবানের পরিকল্পনার উপর তোমার সন্দেহ অধিকতর হয়।
যদি সুখী হতে চাও প্রকৃতির দেয়া নিয়মকে তথা ভগবানকে অবজ্ঞা কখনও করোনা।

Address

Dhaka

Telephone

+8801712317272

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Jagannath Damadara View দি জগন্নাথ দামোদর ভিউ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Jagannath Damadara View দি জগন্নাথ দামোদর ভিউ:

Share