Kalantor islamic Books

Kalantor islamic Books বিশুদ্ধ আকিদা, বিশুদ্ধ ইতিহাস সিলেট বিক্রয়কেন্দ্র :
কালান্তর প্রকাশনী
বশির কমপ্লেক্স, ২য় তলা, দোকান নং ১৭-১৮, বন্দরবাজার, সিলেট- 3100
মোবাইল : 01711-984821
(242)

তাকে বলা হয় প্রিন্স অব শ্যাডোজ। কারণ ছায়ার মতোই রহস্যময় ছিল তার জীবন। দ্বিতীয় ইন্তিফাদার সময় একের পর এক হামলায় শত্রুকে ত...
06/07/2025

তাকে বলা হয় প্রিন্স অব শ্যাডোজ। কারণ ছায়ার মতোই রহস্যময় ছিল তার জীবন। দ্বিতীয় ইন্তিফাদার সময় একের পর এক হামলায় শত্রুকে তিনি নাস্তানাবুদ করে তুলেছিলেন। ধরা পড়ার পর তাই ফিলিস্তিনের ইতিহাসের দীর্ঘতম কারাদণ্ডও জুটেছে তার ভাগ্যে। ইসরায়েলি কারাগারে তিনি ৫,২০০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

আব্দুল্লাহ বারগুথি ছিলেন হামাসের লিজেন্ডারি বম্বমেকার ইয়াহইয়া আয়াশ, তথা আল-মুহান্দিস (দ্য ইঞ্জিনিয়ার)-এর যোগ্য উত্তরসূরী। পেশায় ইঞ্জিনিয়ার না হলেও ইলেক্ট্রনিক্স এবং মেকানিক্সের উপর তার ছিল ব্যাপক আগ্রহ। আর সেটাই তিনি কাজে লাগিয়েছিলেন নতুন নতুন বিস্ফোরক তৈরির কাজে। ইসরায়েলের অভ্যন্তরে সবচেয়ে বিধ্বংসী কয়েকটা আত্মঘাতী হামলার মাস্টারমাইন্ড এবং বোমাগুলোর নির্মাতাও তিনি।

কুয়েতে বেড়ে ওঠার পর কীভাবে তিনি কোরিয়াতে গেলেন শ্রমিক হিসেবে কাজ করতে, সেখানে প্রথমে শ্রমিক হিসেবে কাজ করে, এরপর ব্যবসা করে কীভাবে বিপুল পরিমাণ ধন-সম্পত্তির মালিক হলেন, এরপর ফিলিস্তিনে গিয়ে কীভাবে সেই ধন-সম্পত্তির পুরোটা বিলিয়ে দিলেন কাসসাম ব্রিগেডের গোপন একটা ইউনিট গড়ে তোলার কাজে, কীভাবে একের পর এক অপারেশন চালালেন - সব মিলিয়ে তার পুরো জীবনটাই স্ট্রেঞ্জার দ্যান ফিকশন।

সেই জীবনের টুকরো টুকরো চিত্রই উঠে এসেছে কারাগার থেকে মেয়ের কাছে লেখা চিঠির আদলে তার আত্মজীবনীতে। বইটার বাংলা অনুবাদ শীঘ্রই প্রকাশিত হবে কালান্তর প্রকাশনী থেকে। প্রকাশকের কাছ থেকে অগ্রীম পিডিএফ কপি গিফট পেয়ে দুই দিনেই পড়ে ফেললাম বইটা। বেশ ভালো লেগেছে। আগ্রহীরা তালিকায় রাখতে পারেন।

✍️ Mozammel Hossain

চমৎকার একটা কাজ হয়েছে। সাবলীল ভাষায় সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ অংশ নিয়ে রচিত চার খলিফার জীবনী পড়তে চাইলে বাংলা ভাষায় এগু...
06/07/2025

চমৎকার একটা কাজ হয়েছে। সাবলীল ভাষায় সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ অংশ নিয়ে রচিত চার খলিফার জীবনী পড়তে চাইলে বাংলা ভাষায় এগুলো বিকল্পহীন।
আকর্ষণীয় একটা বক্সে মোড়ানো আছে চারটি বই।

এই অংশটি পড়ে না হেসে উপায় নেই। যেখানে নবিজি সা. হেসেছেন, সেখানে আমাদেরও হাসা সুন্নাত। তাই আশা করি হাসবেন। তবে পড়লে এমনিত...
05/07/2025

এই অংশটি পড়ে না হেসে উপায় নেই। যেখানে নবিজি সা. হেসেছেন, সেখানে আমাদেরও হাসা সুন্নাত। তাই আশা করি হাসবেন। তবে পড়লে এমনিতেই হাসি আসবে আশা করি। 🙂
আল্লাহ নবিজি সা.-কে মক্কা বিজয় দ্বারা ধন্য করার পর মক্কাবাসীর কাছে ইসলামের সত্যতা উদ্ভাসিত হয়ে ওঠে। তারা ভালো করেই অনুধাবন করতে পারে, ইসলামই সফলতার একমাত্র পথ। এ ছাড়া অন্য কোনো পথে সফলতা নেই। সুতরাং তারা দলে দলে ইসলামের ওপর বায়আত নিতে উপস্থিত হয়। নবিজি সাফার চূড়ায় বসে বায়আত নিচ্ছিলেন। উমর রা. ছিলেন তাঁর কিছুটা নিচে বসা। তিনি লোকজনের থেকে অঙ্গীকার নিচ্ছিলেন। লোকজন এই মর্মে নবিজির কাছে বায়আত গ্রহণ করছিলেন যে, তাঁরা যথাসাধ্য তাঁর কথা শুনবে ও মেনে চলবে।
এ প্রসঙ্গে তাফসিরে মাদারিকে উদ্ধৃত একটি বর্ণনায় রয়েছে, নবিজি সাঃ পুরুষদের বায়আত গ্রহণ শেষ করে সাফা পাহাড়েই মহিলাদের বায়আত নিতে শুরু করেন। উমর রা. তাঁর একটু নিচে বসা ছিলেন এবং তিনি তাঁর নির্দেশে নারীদের থেকে ইসলামের বায়আত নিতে থাকেন।
সে সময় আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতু উতবা বেশ পরিবর্তন করে এসে উপস্থিত হন। মূলত তিনি হামজা রা.-এর দেহের সঙ্গে যে আচরণ করেছিলেন, এ জন্য ভীত ছিলেন, কী জানি নবিজি তাঁকে চিনে ফেলেন।
আল্লাহর রাসুল তাঁদের থেকে বায়আত নিতে গিয়ে বলছিলেন, ‘আমি তোমাদের থেকে এ বিষয়ে বায়আত নিচ্ছি যে, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না।’ উমর রা. (এই কথাটির পুনরুক্তি করে) নারীদের থেকে এ মর্মে শপথ গ্রহণ করেন যে, তারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না। এরপর আল্লাহর রাসুল বলেন, ‘এবং চুরি করবে না’।
তখন হিন্দ বলে ওঠেন, ‘আল্লাহর রাসুল, আবু সুফিয়ান একজন কৃপণ লোক, আমি যদি তাঁর সম্পদ থেকে কিছু নিয়ে নিই তবে?’
আবু সুফিয়ান (তখন সেখানে ছিলেন) বলেন, ‘তুমি যা কিছু নেবে, তা তোমার জন্য হালাল হবে।’
নবিজি এ কথা শুনে মিটিমিটি হাসতে থাকেন। তিনি হিন্দকে চিনতে পেরে বলেন, ‘আচ্ছা, তুমিই তাহলে হিন্দ?’ তিনি বলেন, ‘হ্যাঁ, হে আল্লাহর রাসুল, যে অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, তা ক্ষমা করে দিন। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন।’
এরপর নবিজি বলেন, ‘জিনা করবে না।’
হিন্দ বলেন, ‘একজন স্বাধীন নারী কি ব্যভিচারে লিপ্ত হতে পারে?’
নবিজি বলেন, ‘এবং নিজেদের সন্তানদের হত্যা করবে না।’
হিন্দ বলেন, ‘আমরা তো বাল্যকাল থেকে ওদের লালনপালন করে বড় করলাম। কিন্তু ওরা বড় হওয়ার পর তো আপনারাই তাদেরকে হত্যা করে ফেললেন। তাই তারা এবং আপনারাই ব্যপারটি ভালো জানেন।’
স্মর্তব্য যে, হিন্দের ছেলে হানজালা ইবনু আবু সুফিয়ান বদরযুদ্ধে মারা গিয়েছিল। হিন্দের এ কথা শুনে উমর রা. হাসতে হাসতে চিৎ হয়ে পড়েন। নবিজিও তখন হাসছিলেন।
এরপর আল্লাহর রাসুল বলেন, ‘কারও বিরুদ্ধে অপবাদ দেবে না।’
হিন্দ বলেন, ‘আল্লাহর কসম, অপবাদ নিঃসন্দেহে জঘন্য বৃত্তি, আর আপনি তো আমাদেরকে কল্যাণ ও সদাচারের পথেই ডাকছেন।’
আল্লাহর রাসুল বলেন, ‘কোনো কল্যাণকর কাজে রাসুলের বিরুদ্ধাচরণ করবে না।’
হিন্দ বলেন, ‘আল্লাহর কসম, আমরা এই সমাবেশে এমন ধারণা নিয়ে বসিনি যে, আর কখনো আপনার বিরুদ্ধাচরণ করব।’
এরপর ঘরে ফিরে হিন্দ প্রতিমাগুলো ভেঙে ফেলেন। তিনি সেগুলো ভাঙছিলেন আর হতাশ কণ্ঠে বলছিলেন, ‘আমরা এতদিন তোদের ব্যাপারে ধোঁকায় ছিলাম!’
আর-রাহিকুল মাখতুম
কালান্তর প্রকাশনী
আপকামিং বুক

অষ্টম হিজরির ১০ রমজান আল্লাহর রাসুল মদিনা থেকে বেরিয়ে মক্কার পথ ধরেন। তাঁর সঙ্গে ছিলেন ১০ হাজার সাহাবি। মদিনায় তাঁর স্থল...
05/07/2025

অষ্টম হিজরির ১০ রমজান আল্লাহর রাসুল মদিনা থেকে বেরিয়ে মক্কার পথ ধরেন। তাঁর সঙ্গে ছিলেন ১০ হাজার সাহাবি। মদিনায় তাঁর স্থলাভিষিক্ত করে গিয়েছিলেন আবু রাহাম গিফারি রা.-কে।
জুহফা বা আরও কিছুটা এগিয়ে যাওয়ার পর নবিজির চাচা আব্বাস রা. এসে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ইসলামগ্রহণ করে সন্তানাদিসহ মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশে বেরিয়েছিলেন।
এরপর আবওয়ায় পৌঁছলে তাঁর চাচাতো ভাই আবু সুফিয়ান ইবনু হারিস এবং ফুফাতো ভাই আবদুল্লাহ ইবনু উমাইয়ার সঙ্গে সাক্ষাৎ হয়। নবিজি তাঁদেরকে দেখে মুখ ফিরিয়ে নেন। কেননা, এরা উভয়ে নবিজিকে বড় কষ্ট দিতেন। কঠিন ভাষায় তাঁর কুৎসা গেয়ে বেড়াতেন। নবিজির চেহারা দেখে উম্মুল মুমিনিন উম্মু সালামা রা. বলেন, ‘আল্লাহর রাসুল, আপনার চাচাতো ও ফুফাতো ভাইয়েরা আপনার কাছে হতভাগা হোক, এটা তো কাম্য হতে পারে না।’
এদিকে আলি রা. আবু সুফিয়ানকে শিখিয়ে দেন, ‘তুমি আল্লাহর রাসুলের কাছে গিয়ে তা-ই বলো, যা ইউসুফ আ.-এর ভাইয়েরা তাঁকে বলেছিলেন,
﴿تَاللّٰہِ لَقَدۡ اٰثَرَکَ اللّٰہُ عَلَیۡنَا وَ اِنۡ کُنَّا لَخٰطِئِیۡنَ﴾
আল্লাহর শপথ, আল্লাহ নিশ্চয় আপনাকে আমাদের ওপর প্রাধান্য দিয়েছেন এবং আমরা তো অপরাধী ছিলাম। [সুরা ইউসুফ : ৯১]
কেননা, নবিজি এটা মোটেও পছন্দ করবেন না যে, কারও জবাব তাঁর থেকে উত্তম হোক। আবু সুফিয়ান তা-ই করেন। নবিজিও তখন কুরআনের আয়াত দিয়েই জবাব দেন,
﴿لَا تَثۡرِیۡبَ عَلَیۡکُمُ الۡیَوۡمَ ؕ یَغۡفِرُ اللّٰہُ لَکُمۡ ۫ وَ ہُوَ اَرۡحَمُ الرّٰحِمِیۡنَ﴾
আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন। তিনিই শ্রেষ্ঠ দয়ালু। [সুরা ইউসুফ : ৯২]
নবিজির মুখে এ কথা শুনে আবু সুফিয়ান আনন্দিত হয়ে আবৃত্তি করেন,
لَعُمْرُكَ إنِّيْ حِيْنَ أحْمِلُ رَايَةً * لَتَغْلِبُ خَيْلَ اللَّاتِ خَيْلُ مَحَمَّدِ
لَكَالْمُدْلِجِ الْحَيْرَانِ أظْلَمَ لَيْلُهُ * فَهٰذا أَوَانِيْ حِيْنَ أُهْدِيَ وَأهْتَدِيْ
وَهَدَانِيْ هَادٍ غَيْرَ نَفْسِيْ و دَلَّنِيْ * عَلٰى اللهِ مَنْ طَرَدْتُ كَلَّ مُطَرَّدِ
শপথ তোমার জীবনের, তখন তো আমি পতাকা উড়িয়েছিলাম লাতের ঘোড়সওয়ার মুহাম্মাদের ঘোড়সওয়ারের ওপর বিজয়ী হবে বলে।
তখন আমি ছিলাম অন্ধকারে পথ হারানো পথিকের মতো।
কিন্তু এখন সময় হয়েছে আমাকে পথ দেখানোর,
আমি হিদায়াত পাওয়ার উপযুক্ত হয়েছি।
আমাকে এবার পথ দেখাচ্ছে আমার প্রবৃত্তির বদলে
একজন হিদায়াতকারী। যাকে আমি সর্বদা তিরস্কার করে
তাড়িয়ে দিয়েছি, তিনিই আমাকে দেখাচ্ছেন আল্লাহর পথ।
আবৃত্তি শুনে নবিজি আবু সুফিয়ানের বুক চাপড়ে বলেন, ‘তুমি তো সব দিকেই আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিলে!’
আর-রাহিকুল মাখতুম
কালান্তর প্রকাশনী

মানুষের কাজের সুবিধার্থে আল্লাহ তাআলা সময়কে দুভাগে ভাগ করেছেন। সময়ের একটি অংশকে আমরা দিন; আরেক অংশকে বলি রাত। দিন-রাতের ...
05/07/2025

মানুষের কাজের সুবিধার্থে আল্লাহ তাআলা সময়কে দুভাগে ভাগ করেছেন। সময়ের একটি অংশকে আমরা দিন; আরেক অংশকে বলি রাত। দিন-রাতের আবর্তে ৭ দিনে হয় এক সপ্তাহ। ৩০ দিনে ১ মাস। ৩৬৫ দিনে ১ বছর। ১ বছরে মোট ১২ মাস।

আল্লাহ তাআলা অনুগ্রহ করে বিশেষ কিছু দিন আর রাতকে আমাদের জন্য সম্মানিত করে দিয়েছেন, যে দিন বা রাতের মর্যাদা তাঁর কাছে অন্যান্য দিন এবং রাত থেকে অনেক বেশি।

যেমন: শবেকদর হাজার মাস থেকে উত্তম। আরাফার দিনের রোজা আগের ও পরের ২ বছরের গুনাহের (সগিরা) কাফফারা হয়ে যায়। কিছু মাসের বিশেষ আমল যেমনভাবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, ঠিক তেমনিভাবে আমাদের সমাজে কিছু মাসে এমন বহু আমল প্রচলিত, যেগুলো সম্পূর্ণ বানোয়াট; কুরআন-হাদিসের সঙ্গে সম্পর্ক নেই।

বিশেষ কোনো মাস বা দিনের কোন ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কোনটা প্রমাণিত নয়; এ গ্রন্থ আপনাকে সে সম্পর্কে পথপ্রদর্শন করবে ইনশাআল্লাহ। এ বিষয়ে লিখিত অন্যান্য গ্রন্থের তুলনায় এটি সম্পূর্ণ ব্যতিক্রম। গ্রন্থটিতে প্রতিটি আয়াত, হাদিস, আসারের তথ্যসূত্র উল্লেখ করা হয়েছে, হাদিস নিয়ে পর্যালোচনা করা হয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ আমাদের প্রত্যেকের কাছে থাকা উচিত।

প্রয়োজনে যোগাযোগ www.kalantorprokashoni.com অথবা নক করুন আমাদের পেজে।

১৯২৪ থেকে ১৯৫১ খ্রিষ্টাব্দ পর্যন্ত উজবেকিস্তান ছিল কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নের অধীনে। এ সময় মুসলিমদের পক্ষে দীনের প্রচার ...
03/07/2025

১৯২৪ থেকে ১৯৫১ খ্রিষ্টাব্দ পর্যন্ত উজবেকিস্তান ছিল কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নের অধীনে। এ সময় মুসলিমদের পক্ষে দীনের প্রচার তো দূরের কথা, দীন পালনেই আরোপ করা হয় নানা বিধিনিষেধ। এরপর ১৯৯১ খ্রিষ্টাব্দের ৫ ডিসেম্বর গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে উজবেকিস্তানের আত্মপ্রকাশ ঘটে। প্রায় সাড়ে ৪ লাখ বর্গকিলোমিটারের দেশটির জনসংখ্যা ৩ কোটির কিছু বেশি। মুসলিম ৮৮ ভাগ।

উজবেকিস্তান স্বাধীন হলেও কমিউনিজমের থাবার ক্ষতচিহ্ন এখনো রয়ে গেছে সেখানকার শিক্ষা, সমাজ ও পরিবারগুলোতে। সোভিয়েত শাসনের দীর্ঘ এ সময়ে মুসলিমরা দীন থেকে দূরে সরে যায়। হয়ে পড়ে নামমাত্র মুসলিম। এমনকি অসংখ্য মুসলিম ধর্মপরিচয়ও হারিয়ে ফেলে। নিজেদের

ইমাম বুখারির দেশে লেখকের সাম্প্রতিক উজবেকিস্তান সফর নিয়ে লেখা ভ্রমণকথা। কলেবর ছোট হলেও প্রয়োজনীয় ইতিহাস, দর্শনীয় স্থানের বিবরণ, মনীষী পরিচিতিসহ কিছু ইলমি আলোচনাও স্থান পেয়েছে গ্রন্থটিতে।

প্রয়োজনে যোগযোগ www.kalantorprokashoni.com অথবা নক করুন আমাদের পেজে।

উম্মাহর মধ্যে বর্তমানে আকিদা ও সুন্নাহকে কেন্দ্র করে বিশৃঙ্খলা অনেক বেশি। আকিদার নামে সাধারণ মুসলিমদের এমন সূক্ষ্ম আলোচন...
03/07/2025

উম্মাহর মধ্যে বর্তমানে আকিদা ও সুন্নাহকে কেন্দ্র করে বিশৃঙ্খলা অনেক বেশি। আকিদার নামে সাধারণ মুসলিমদের এমন সূক্ষ্ম আলোচনার দিকে ধাবিত করা হচ্ছে, ক্ষেত্রবিশেষে যেগুলো তাদের জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

আকিদার ক্ষেত্রে ১৪০০ বছরের উম্মাহর মহান ইমামদের আকিদাই হলো প্রকৃত সালাফি আকিদা। কিন্তু আজ 'সালাফি আকিদা' নামে আমাদের এমন আকিদা শেখানোর চেষ্টা করা হচ্ছে, সালাফের সঙ্গে যে আকিদার কোনো সম্পর্ক নেই।

আল্লাহর সিফাতের ব্যাপারে সালাফের স্বীকৃত দুটি আকিদা 'তাফওয়িজ' ও 'তাবিল'। বক্ষ্যমাণ গ্রন্থে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এ ব্যাপারে কুরআন-হাদিসের বর্ণনার পাশাপাশি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে সালাফে সালিহিনের মতামতও।

'তানাউয়ে সুন্নাহ' তথা এক বিষয়ে একাধিক সুন্নাহ ইসলামের একটি স্বীকৃত বিষয়। সালাফ এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। নামাজের বিভিন্ন ক্ষেত্রে রাসুল থেকে একাধিক সুন্নাহ প্রমাণিত। বর্তমানে একটি সুন্নাহকে প্রাধান্য দিতে গিয়ে আরেকটিকে জাল প্রচার করে সাধারণ মানুষকে ফিতনার দিকে ধাবিত করা হচ্ছে।

আকিদা ও সুন্নাহ গ্রন্থটি মূলত লেখকের কয়েকটি প্রবন্ধের সংকলিত রূপ। এতে আকিদা ও নামাজের ক্ষেত্রে আমাদের সুন্নাহসম্মত পদ্মতি নিয়ে দালিলিক আলোচনা করা হয়েছে।

প্রয়োজনে যোগাযোগ www.kalantorprokashoni.com অথবা নক করুন আমাদের পেজে।

জুলাইয়ের আন্দোলন নিয়ে কালান্তর-৫ সংখ্যা প্রকাশ করা হয়। একনজরে দেখে নিতে পারেন সূচিপত্র।
03/07/2025

জুলাইয়ের আন্দোলন নিয়ে কালান্তর-৫ সংখ্যা প্রকাশ করা হয়। একনজরে দেখে নিতে পারেন সূচিপত্র।

উসমানি খিলাফতের পতনের পর থেকে মুসলিমরা পৃথিবীতে একতরফা মার খেয়ে যাচ্ছেন। পবিত্র ভূমি বায়তুল মাকদিস অভিশপ্ত ইয়াহুদিরা ৯০ ...
02/07/2025

উসমানি খিলাফতের পতনের পর থেকে মুসলিমরা পৃথিবীতে একতরফা মার খেয়ে যাচ্ছেন। পবিত্র ভূমি বায়তুল মাকদিস অভিশপ্ত ইয়াহুদিরা ৯০ বছর থেকে দখল করে আছে। ইরাক, ফিলিস্তিন, কাশমির, আরাকান, সিরিয়া, উইঘুর ও বসনিয়ায় মুসলিমদের কচুকাটা করা হচ্ছে! মুসলমান মা-বোনদের আর্তচিৎকারে আল্লাহর আরশ কেঁপে উঠছে! কিন্তু আমরা গাফলতির চাদরমুড়ি দিয়ে ঘুমিয়ে আছি। শিশু আইলান কুর্দির নিথর দেহ সাগরে ভাসতে দেখে আমাদের অনুভূতিতে ধাক্কা লাগে না।

আফিয়া সিদ্দিকাদের রক্তমাখা চিঠিও আমাদের আয়েশের ঘুম থেকে জাগাতে পারে না!
আমরা ছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। কেন আমরা এখন সবচেয়ে অসহায় জাতিতে পরিণত হলাম? যে জাতির সামনে রোম এবং পারস্যের মতো পরাশক্তি লুটিয়ে পড়েছিল, সে জাতি আজ কেন গুটিকতক অভিশপ্ত ইয়াহুদির হাতে যুগের পর যুগ মার খেয়েই যাচ্ছে?

আমরা কি আমাদের হারানো গৌরব পনুরুদ্ধার করতে পারব? ফিরে যেতে পারব সেই সোনালি দিনে? যেতে হলে কী করতে হবে আমাদের? জানতে হলে আপনাকে পড়তে হবে বিশ্বখ্যাত গবেষক ড. শায়খ আলি তানতাবি রাহ.-এর অশ্রুমাখা গ্রন্থ উম্মাহর প্রতি আহবান।

প্রয়োজনে যোগাযোগ www.kalantorprokashoni.com অথবা নক করুন আমাদের পেজে।

মুহাররামের শ্রেষ্ঠত্বমুহাররাম বরকতময় ও তাৎপর্যপূর্ণ একটি মাস। হিজরি মাসের সূচনা হয় মুহাররামের মাধ্যমে। এ মাস সম্মানিত চা...
02/07/2025

মুহাররামের শ্রেষ্ঠত্ব

মুহাররাম বরকতময় ও তাৎপর্যপূর্ণ একটি মাস। হিজরি মাসের সূচনা হয় মুহাররামের মাধ্যমে। এ মাস সম্মানিত চারটি মাসের অন্যতম।

এ সম্পর্কে আল্লাহ বলেন,

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتْبِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ

فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ )

নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধানে আল্লাহর কাছে মাসের সংখ্যা ১২টি। তার মধ্যে চারটি মাস নিষিদ্ধ। এটা সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এ মাসসমূহের মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না...। [সুরা তাওবা: ৩৬]

আবু বাকরা রা. থেকে বর্ণিত; রাসুল বলেন,

السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا، مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ، ثَلَاثَةٌ مُتَوالِياتُ ذُو القَعْدَةِ وذُو الحِجَّةِ والمُحَرَّمُ ، ورَجَبُ مُضَرَ، الذي بين جمادى وشعبان.

বছর হলো ১২ মাসের সমষ্টি। এর মধ্যে চারটি 'নিষিদ্ধ মাস'। তিনটি হচ্ছে পরস্পর অব্যবহিত ও বিরতিহীন-জিলকদ।

প্রয়োজনে যোগাযোগ www.kalantorprokashoni.com অথাব নক করুন আমাদের পেজে।

01/07/2025

আপনারা অনেকে হয়তো জানেন, আমরা ১০০টি সিরাতগ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছি। এর মধ্যে প্রকাশ করেছি সাতটি। আগামী দুই মাসের মধ্যে আরও ছয়টি আসবে ইনশাআল্লাহ।

হালজামানার একশ্রেণির মুসলমান নিজেদের সহিহ আকিদার অনুসারী পরিচয় দিয়ে হাজার বছর ধরে স্বীকৃত আকিদা নিয়ে ফিতনা ছড়াচ্ছে। সালা...
01/07/2025

হালজামানার একশ্রেণির মুসলমান নিজেদের সহিহ আকিদার অনুসারী পরিচয় দিয়ে হাজার বছর ধরে স্বীকৃত আকিদা নিয়ে ফিতনা ছড়াচ্ছে। সালাফে সালিহিনের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিপথগামী করছে। অনলাইন-অফলাইনে সর্বস্তরের মুসলিমদের মধ্যে সংশয় ছড়াচ্ছে। সর্বযুগের সংখ্যাগরিষ্ঠ আলিম ও মুজাহিদদের একবাক্যে বিদআতি বলে আখ্যায়িত করছে। আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকিদাকে জাহমি আকিদা বলে অভিহিত করে সমাজে নিরেট দেহবাদী ও অক্ষরবাদী ভ্রান্ত আকিদা ছড়িয়ে দিচ্ছে। ইতিহাসের পাতায় বিগত হওয়া মুশাববিহা (সাদৃশ্যবাদী), মুজাসসিমা (দেহবাদী) এবং ভ্রান্ত হাশাওয়ি ফিরকার আকিদা পুনরুজ্জীবিত করছে আর এগুলো সালাফের একমাত্র সহিহ আকিদা বলে একপাক্ষিক প্রচারণা চালাচ্ছে। সালাফ ও খালাফ তথা পূর্ববর্তী ও পরবর্তী আলিমদের আকিদা থেকে বিচ্যুত এই বিচ্ছিন্ন ও বিভ্রান্ত আকিদার মোকাবিলার জন্য আমাদের হকপন্থি মহান আকাবিরদের আকিদাবিষয়ক আলোচনাগুলো বাংলায় অনূদিত হয়ে আসা সময়ের দাবি ছিল। আল্লাহ তাআলা অনুবাদককে সেই দাবি পূরণের জন্য কবুল করেছেন।

দুআ করি, আল্লাহ তাআলা গ্রন্থটির লেখক, অনুবাদক, প্রকাশক, পাঠক ও শুভানুধ্যায়ী সবাইকে উত্তমরূপে কবুল করুন। মুফতি আলী হাসান উসামাকে উম্মাহর খিদমতে আরও বেশি বেশি অসামান্য অবদান রাখার তাওফিক দান করুন। আমিন।

আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহ.
হাটহাজারী, চট্টগ্রাম
সেপ্টেম্বর ২৩, ২০২০

প্রয়োজনে যোগাযোগ www.kalantorprokashoni.com অথবা নক করুন আমাদের পেজে।

Address

ISLAMI TOWER, 1ST FLOOR, 11/1 BANGLABAZAR, DHAKA
Dhaka
1100

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801312103590

Website

https://www.rokomari.com/book/publisher/6071/kalantor-prokashani-sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Kalantor islamic Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kalantor islamic Books:

Share

Category