
25/05/2025
আজ বিকালের নাস্তার জন্য বানিয়ে ফেললাম গরম গরম সবজি এবং চিকেন দিয়ে পাকোড়া 💗
পাকোড়া—এই একটি শব্দেই যেন জিভে জল আসে। বৃষ্টি পড়ছে বাইরে, জানালার কাঁচ বেয়ে গড়িয়ে পড়ছে জলবিন্দু, আর ঘরে ভেসে আসছে গরম পাকোড়ার সুগন্ধ। এ এক অন্যরকম মুহূর্ত, যেখানে স্বাদ আর অনুভূতি এক হয়ে যায়।