রুকইয়াহ শারইয়াহ

রুকইয়াহ শারইয়াহ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from রুকইয়াহ শারইয়াহ, Publisher, যাত্রাবাড়ী, শনির আখড়া, Dhaka.

লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারীকালাহ, লাহুল মুলকু ওয়ালাহুল হ্ামদ, ওয়াহুওয়া ‘আলা কুল্লি শাইয়িন ক্বদীরلَا إِلَهَ إِ...
02/03/2023

লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারীকালাহ, লাহুল মুলকু ওয়ালাহুল হ্ামদ, ওয়াহুওয়া ‘আলা কুল্লি শাইয়িন ক্বদীর

لَا إِلَهَ إِلَّا اللهُ ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ ، وَلَهُ الْحَمْدُ ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

প্রতিদিন সকালে ১০০বার পড়া। এর অনেক বেশি ফজিলত, এবং জ্বিন-শয়তানের ক্ষতি থেকে বাঁচতে এটা পরিক্ষিত আমল। (বুখারি, মুসলিম হাদিস নং ৪৮৫৭) একশতবার না পারলে, অন্তত ফজর ও আসরের পর ১০বার করে পড়া। (আবু দাউদ, মুসনাদে আহমাদ)

[খ]মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের কিছু বিষয় জানা দরকার,১. পৃথিবী মানুষ জিন সবার জন্য, তাই বাড়িঘরে-আশেপাশে কিছু জিন বসবাস ...
24/02/2023

[খ]
মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের কিছু বিষয় জানা দরকার,
১. পৃথিবী মানুষ জিন সবার জন্য, তাই বাড়িঘরে-আশেপাশে কিছু জিন বসবাস করতেই পারে। যতক্ষণ পর্যন্ত না তারা আমাদের বিরক্ত করছে, তাদের গায়ে পড়ে ঝামেলা করা উচিত না।
২. ইসলাম আমাদেরকে একটিভ থাকতে শেখায়। এরকম নির্ভরযোগ্য এবং স্থায়ী কোনো পদ্ধতি নেই যে, সেটা একবার করে রাখলে আর কখনওই কোনো জিন আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না।
আমাদের যেটা করতে হবে, যদি বাড়িতে জিনের উৎপাত থাকে, সেটা দূর করতে হবে। আর নিয়মিত যিকর-আযকার তিলাওয়াত করতে হবে, যাতে শয়তান বাড়িতে যায়গা না পায়।

ক]যেসব বাড়িতে জিনদের উৎপাত আছে, সেখানে অদ্ভুত কিছু সমস্যা দেখা যায়, যেমন,১. বিভিন্ন ছায়া বা আকৃতি দৌড়াদৌড়ি করতে দেখা।২. ...
23/02/2023

ক]

যেসব বাড়িতে জিনদের উৎপাত আছে, সেখানে অদ্ভুত কিছু সমস্যা দেখা যায়, যেমন,
১. বিভিন্ন ছায়া বা আকৃতি দৌড়াদৌড়ি করতে দেখা।
২. রাতে অথবা কেউ যখন থাকে না তখন রান্নাঘর, অন্যান্য কামরা বা ছাদ থেকে মানুষের আওয়াজ আসা।
৩. ফাঁকা ঘর বা ছাদ থেকে বাড়ির লোকদের নাম ধরে ডাকছে এমন শোনা।
৪. বাহিরে বা দূরে কোথাও অবস্থা করছে এমন কাউকে বাড়িতে দেখতে পাওয়া।
৫. অকারণে টয়লেটের ট্যাপ-ঝর্না চালু হওয়া, লাইট-ফ্যান অন-অফ হওয়া, দরজা-জানালায় ধাক্কা দেয়ার শব্দ পাওয়া।
৬. নিজেরা না করলেও জিনিশপত্র বারবার লন্ডভন্ড হয়ে যাওয়া, এক যায়গার জিনিশ অন্য যায়গায় পাওয়া।
৭. অকারণে কাঁচের জিনিসপত্র বা আয়না ভেঙ্গে যাওয়া।
৮. অদ্ভুতভাবে জিনিশপত্র হারিয়ে যাওয়া।
৯. ঘুমের সময় কাঁথা-কম্বল টান দিয়ে বিরক্ত করা।
১০. রাতে বাড়ির আশেপাশের কুকুরগুলো অতিরিক্ত ডাকাডাকি করা। ইত্যাদি…

রুকইয়াহ শারইয়াহ   সুন্নাহভিত্তিক শরীয়ত সম্মত                        ঝাড়ফুঁককেন আমরা?কারন, আমাদের বিরোধ দুই জিনিসের স...
23/02/2023

রুকইয়াহ শারইয়াহ
সুন্নাহভিত্তিক শরীয়ত সম্মত
ঝাড়ফুঁক

কেন আমরা?
কারন, আমাদের বিরোধ দুই জিনিসের সাথে

১ ) দুষ্ট জিন, জাদুকর ও শয়তানের সাথে।
২ ) চিকিৎসার নামে মানুষের ঈমান ও বিশ্বাস হরণকারী তথাকথিত কবিরাজ, তান্ত্রিক ও ভন্ড সাধকদের বিরুদ্ধে।

রুকইয়াহ কি?
সুন্নতি চিকিৎসা।

এবং কিভাবে করা হয়?
কোরআন ও হাদিসের শরীয়তের মাধ্যমে ঝাড়ফুঁক করা হয়।

কি কি উপকার পাওয়া যায়?
০১ ) জ্বীন এর দ্বারা আক্রান্ত।
০২ ) জাদু ও বান এর দ্বারা আক্রান্ত।
০৩ ) স্বামী ও স্ত্রীর মধ্যে ঝামেলা।
০৪ ) রিজিকের মধ্যে বাধা।
০৫ ) ঘরবাড়িতে ঝামেলা।
০৬ ) ব্যবসায় বরকত না হওয়া।
০৭ ) বাচ্চাদের উপর জিনের আসর।
০৮ ) জিন শয়তান মাথার মধ্যে কুমন্ত্রণা দেয়া ও পড়ালেখায় মনোযোগ না দেয়া ও খারাপ কাজে লিপ্ত হওয়া।

এসব ব্যাপারে কুরআন ও হাদিসের মাধ্যমে ঝাড়ফুঁক করা হয়।
ইনশাআল্লাহ।
আল্লাহর রহমতে আপনি সুস্থ হবেন।(আমীন)
এই ব্যাপারে আমরা আপনাকে সাহায্য করতে পারি।
আমাদের সাথে যোগাযোগের ঠিকানা। যাত্রাবাড়ী, শনির আখড়া।
নাম্বার: 01603706006

22/02/2023

Address

যাত্রাবাড়ী, শনির আখড়া
Dhaka

Telephone

+8801603706006

Website

Alerts

Be the first to know and let us send you an email when রুকইয়াহ শারইয়াহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category