Imran_Shovon

Imran_Shovon Sports, Video Creation, Film & Music, News, etc.
(4)

01/11/2025

Happy Birthday to Shahrukh Khan!

10/10/2025

ক্রিকেট থেকে ফুটবল একটু কম বুঝি, তবুও একটু বলি। দুই সোহেল রানা আর সাদ ও তাজ এই চার জনের সাথে মোরসালিন, ফয়সাল ফাহিম এর মেলবন্ধন সেরকম ভাবে মোটেই হচ্ছিল না। তপু না থাকায় হামজাসহ ঐ চারজন এতটাই নিচে খেলছে যে এটাকিং ও ডমিনেটিং মিডফিল্ড বলে কিছু নেই। প্রথম গোলের ব্লান্ডার টা করলো কে? সম্ভবত ফয়সাল ফাহিম যার ওখানে যেয়ে উল্টো হেড দেওয়ার কথাই না। ক্যাপ্টেন সোহেল রানা বাদে আরেকজন একটু উপরে আসছে কিন্তু তিনি কার সাথে আসলে পেয়ারিং করছেন বোঝা দায়, না মোরসালিন, না ফাহিম না রাকিব। মোরসালিনকে তো খুঁজে পাওয়া মুশকিল ছিলো কারন বলের যোগান কম ছিলো অথবা তাকে নিচে নেমে বল নিয়ে আসতে হতো, সেটা তার জন্য করা কঠিন হচ্ছিল আর সে তো টোটাল মিডফিল্ডার না বোধহয়, সেখানেই জামাল, সোমিতদের খুব দরকার ছিল। এক সোহেল রানা , সাদ ও তাজ ওভারল্যাপিং খুব কম করছে। তবে এক গোলের লিড পেয়ে প্রথমার্ধে সেটা খুব দরকার না হয়ে ডিফেন্সিভ খেলিতেছিল সেটা বুঝলাম। কিন্তু ওভার ডিফেন্সে আপনিতো গোল খাবেন। এরিয়াল পাস তো সেরকম ভাবে হচ্ছিল না, বা খেলেই না। শাকিল তপু আর তারিক কাজি আর একটু আত্মবিশ্বাস দিলে হামজা আর একটু উপরে আসতে পারতো, সেখানে শাকিল তপু তো ব্লান্ডার করছে। তপু বর্মন নেমে কিন্তু ওভারল্যাপিং রিস্ক নিচ্ছিলেন যেখানে জায়ান ও ফাহমিদুল ভালো করছিলো। জামাল ভূঁইয়া ও ভালো করেছে নেমে, যেখানে হামজা, জামাল, শোমিত, মোরসালিন পেয়ারিং আরও ভালো হতেও পারতো। সেখানে আবার রাকিবকে খুঁজে পাওয়া মুশকিল ছিলো কারন সে ও হামজা প্রথম হাফে বেশি পরিশ্রম করে ফেলছিলো। মোদ্দাকথা তিনটা সহজ গোল দিছে বাংলাদেশ। শেখার বাকি আছে। শুভকামনা।

08/10/2025

বাংলাদেশের মধ্যে সবচেয়ে বাজে শহরের তালিকায় খুব সম্ভববত টপে উঠে আছে খুলনা, একটা শহরের ইকো সিস্টেম এতটা খারাপ কীভাবে হতে পারে তাই ভাববার বিষয়!

১. শহরের এমন কোন সড়কে নেই যেটা খানাখন্দ নেই। সড়ক তৈরি করার ১ বছর না ঘুড়তেই ওয়াসা,বিটিসিএল সহ নানা সংস্থা খোঁড়াখুঁড়ি শুরু করে। সড়ক তৈরি হয় অত্যান্ত নিম্নমানে।

২. শহরে ইজিবাইক/সিএনজি/ব্যাটারি চালিত রিক্সার নেই কোন স্পিড মিটার (ইচ্ছাকৃত ভাবে অনেকগুলো নষ্ট করা)। কোন নিয়ন্ত্রণ নেই সড়কের মাঝে এখানে সেখানে যাত্র নিতে দাড়িয়ে তৈরি করে প্রচন্ড যানজট।

৩. শহরে নেই কোন সিটি বাস সার্ভিস / পাবলিক ট্রানসপোর্ট সার্ভিস। চলতি মাসে চালু করার কথা থাকলেও তার আর কোন আপডেট নেই।

৪. শহরের মূল পয়েন্ট দিনেদুপুরে দেখা মিলে মাদকসেবনের দৃশ্য এবং মাদকাসক্ত ব্যক্তি এবং ভিক্ষুকদের আনাগোনা (শিববাড়ি)

৫. প্রতিদিনই ঘটছে নানা অপরাধ। কখন নদী থেকে লা*শ উদ্ধার, অপহরণ/খু*ন/ছিনতাই/সহ নানা অপরাধ। এযেন দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে। রাতের বেলা শহরে নিশ্চিন্তে চলাচল করা দায়।

৬. যথেষ্ট নাগরিক সেবা থেকে বঞ্চিত নগরবাসী। বিভিন্ন দর্শনীয় স্থান এবং সড়ক/ফুটপাত দখল করে চলে নানা কার্মকান্ড। উচ্ছেদ অভিযান পরিচালনা করেও কোন লাভ হয় না। দিনে উচ্ছেদ করে দিয়ে আসলে রাতে যা অবস্থা তাই আবার।

৭. সড়ক পারাপারে জন্য দেওয়া ফুটওভার ব্রিজের নেই কোন ঠিকঠিকানা। যে স্থানে প্রয়োজন সেখানে না দিয়ে দেওয়া হয়েছে যেখানে অপ্রয়োজনীয় তেমন জায়গায়।

৮. অনান্য নগরীর মতন দৃষ্টি নন্দন কোন কিছু ই নেই। নেই ভালো সড়ক বাতি, সময় কাটানোর স্থান। আছে শুধু অব্যবস্থাপনা এবং সিন্ডিকেট।

৯. বাস টার্মিনালের নেই কোন নির্দিষ্ট স্থান। হরহামেশাই বাসগুলো টার্মিনাল ছাড়িয়ে দাড়িয়ে থাকে সড়কের ওপর, তৈরি করে যানযট।

১০. দফায় দফায় সময় দিয়েও এক ময়ূর ব্রিজ এবং শিপইয়ার্ড সড়ক নির্মান করতে পারিনি কতৃপক্ষ। সেই সাথে ময়ূর আবাসিক প্রকল্প সংলগ্ন সড়ক তো রয়েছেই।

১১. সিটি করর্পোরেশন সহ নানা সংস্থা শহরের রাস্তায় ঘুড়ে বেড়ানো বোবা প্রাণী (কুকুর,বিড়ালদের) ভ্যাকসিন/নিউটর/স্পে সহ চিকিৎসা বাবদ যে টাকা পায় তার সিকি ভাগও মনে হয় না মাঠ পর্যায়ে প্রয়োগ করে।

আসলে এসবের শেষ কোথায় Dear কেএমপি,কেসিসি,ওয়াসা,বিটিসিএল,কেডিএ,সড়ক উন্নয়ন কতৃপক্ষ,সহ সংশ্লিষ্ট মহল (কতৃপক্ষ-প্রশাসন)?? একটি শহরে এতগুলো সংস্থা থাকার পরও কীভাবে এতোটা অগোছালো হতে পারে আমাদের খুলনা শহর, বলতে পারেন? অথচ চট্টগ্রামের পর সবচেয়ে ভালো একটা শহর হওয়ার কথা ছিল আমাদের!!

28/09/2025

আমার বন্ধু মহা জাদু জানে কি না জানি না, কিন্তু Coke Studio বাংলা ঠিক মহা জাদু করতে পারেনি এবার। Habib Wahid'র এন্ট্রি সং হিসেবে আরও ভালো কিছু হতে পারতো। সেট ডিজাইন বরাবরের মতোই সুন্দর ছিলো, গানটা আরও জমলে হয়তো আরও ভালো লাগতো! :)

28/09/2025

সংসার করাটা কঠিন
ডি ভো % র্স ও কঠিন
আপনি কোন কঠিনটা বাছবেন?

শারীরিক স্হূলতাও কঠিন
শারীরিকভাবে ফিট থাকাও কঠিন
আপনি কোন কঠিনটা বাছবেন?

ঝণগ্রস্থ থাকা কঠিন
মিত‍ব‍্যায়ি থাকা ও কঠিন
আপনি কোন কঠিনটা বাছবেন?

ব‍্যাবসা করা কঠিন
৯টা-৫টা চাকরি করাও কঠিন
আপনি কোন কঠিনটা বাছবেন?

Life will never be easy, but you can choose your hard!
Choose Wisely!

27/09/2025

I gained 1,654 followers, created 120 posts and received 140 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

27/09/2025

*তিনটা জিনিস শরীরকে অসুস্থ করে :
(১) কথা বেশি বলা,
(২) অধিক নিদ্রা ও বিশ্রাম,
(৩) অতিরিক্ত পানাহার করা।

*চারটা জিনিস শরীরকে ধ্বংস করে :
(১) দুঃশ্চিন্তা ও পেরেশানি,
(২) দুঃখ ও হতাশা,
(৩) ক্ষুধা,
(৪) অনর্থক অধিক রাত্রি পর্যন্ত জেগে থাকা।

*চারটা জিনিস চেহারাকে মলিন করে এবং আনন্দ ও সম্মান কেড়ে নেয় :
(১) মিথ্যা,
(২) ঔদ্ধত্য ও অহংকার,
(৩) ইলমি বিষয় ছাড়া অতিরিক্ত প্রশ্ন করা,
(৪) লজ্জাহীনতা ও অশ্লীলতা।

*চারটা জিনিস আনন্দ ও সম্মান ফিরিয়ে আনে :
(১) তাক্বওয়া,
(২) সত্যবাদীতা,
(৩) দানশীলতা,
(৪) আত্মসম্মান রক্ষা।

*চারটা জিনিস রিযিক বৃদ্ধি করে :
(১) রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করা,
(২) সূর্যোদয়ের পূর্বে অধিক পরিমানে আল্লাহর যিকির করা,
(৩) নিয়মিত দান করা,
(৪) দিনের শুরু ও শেষে আল্লাহর যিকির করা।

*চারটা জিনিস রিযিক কমিয়ে দেয় :
(১) (ফজরের পরে) সকাল বেলা ঘুমিয়ে থাকা,
(২) সালাতে ত্রুটি বা কম করা,
(৩) অলসতা,
(৪) প্রতারণা ও বিশ্বাসঘাতকতা।

সংগৃহিত

Address

Dhaka
1215

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801717069181

Alerts

Be the first to know and let us send you an email when Imran_Shovon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Imran_Shovon:

Share