Hasan Music

Hasan Music আল্লাহ সর্ব শক্তিমান Allah is all powerful
Asian music,folk son

27/09/2025

মাঝে মাঝে ভাবি কি হবে আমার?
রবের অবাধ্যতায় কাটানো এই রুহটা যদি হঠাৎ চলে যায়🥲

27/09/2025

আমি ধৈর্যের সফরে আছি গন্তব্য হবে আলহামদুলিল্লাহ!

ইনশাআল্লাহ

22/09/2025

কখনো হতাশ হবেন না, বিপদ যত বড়,
আল্লাহর দয়া ও রহমত তার চেয়েও অধিক বড়
আলহামদুলিল্লাহ।

এক মিনিট সময় নিয়ে পড়ে দেখুন সত্যি কিনা??নারীর শরীর ভোগ করার সবচেয়ে বড় ফাঁদ হলো প্রশংসা।ভাবী, আপনাকে দেখে মনে হয় এখনও কলে...
14/09/2025

এক মিনিট সময় নিয়ে পড়ে দেখুন সত্যি কিনা??

নারীর শরীর ভোগ করার সবচেয়ে বড় ফাঁদ হলো প্রশংসা।

ভাবী, আপনাকে দেখে মনে হয় এখনও কলেজে পড়েন! আপনার হাসিটা একদম সিনেমার নায়িকার মতো! এমন সুন্দরীকে পেয়েও কেউ ঝগড়া করে কিভাবে!

খেয়াল করলে দেখবে কিছু মানুষ এই কথাগুলো বিবাহিত মেয়েদের উদ্দেশ্য করে বলে৷ এই কথাগুলো শুনতে ভালো লাগলেও এগুলোর পিছনে থাকে অন্য উদ্দেশ্য। এগুলো বলে আপনাকে আপনার বাস্তব জীবন থেকে সরিয়ে নেওয়া হয়। আপনাকে বোঝানো হয়, আপনি অনেক বেশি স্পেশাল, যেটা আপনার স্বামী বোঝে না, কিন্তু তৃতীয় ব্যাক্তি টা বুঝে।

এভাবেই তৈরি হয় মায়ার ফাঁদ। সামান্য অভিমান বা দাম্পত্যের টানাপোড়েনে বাইরের এই মিষ্টি কথা আপনার মনে বিষ ঢেলে দেয়। স্বামীর প্রতি ক্ষোভ বাড়ায়, সংসারে অশান্তি আনে, আর শেষমেশ ধ্বংসের দিকে ঠেলে দেয়।

সত্যি কথা হলো, যারা এভাবে প্রশংসা করে, তারা আপনাকে বিয়ে করতে চায় না। তারা দায়িত্ব নিতে চায় না। তারা চায় কেবল শরীর, কেবল ক্ষণিকের আনন্দ। যতদিন স্বার্থ আছে, ততদিন আপনি স্পেশাল। স্বার্থ শেষ আর ফিরেও তাকাবে না।

এরকম মানুষদের লাইফে বিন্দুমাত্র যায়গা দিবেন না। প্রশংসা শুনে গলে যাবেন না। যে মানুষ আপনার সংসার ভাঙতে চায়, তাকে যত দূরে রাখা যায় তত ভালো। কারণ দিনের শেষে, আপনার পাশে থাকে সেই মানুষটাই যে হয়তো কবির মতো প্রশংসা করে না, কিন্তু অসুস্থ হলে রাত জেগে আপনার যত্ন নেয়, আপনার সন্তানের দায়িত্ব নেয়, সংসারের বোঝা টানে।

মনে রাখবেন, ক্ষণিকের প্রশংসার নেশা অনেক মিষ্টি হতে পারে, কিন্তু তার ফল অত্যন্ত তেতো আর ভয়ংকর।

✍️

01/09/2025

প্রতিটি ভুল থেকে মানুষকে নতুন করে শিক্ষাগ্রহণ করা উচিৎ।

01/09/2025

প্রেম একটু ব্যাকডেটেড হওয়া উত্তম কারণ আধুনিকতায় তো বিচ্ছেদ বেশি।

ফিলিস্তিনের গাজায় মানুষ তো দূরের কথা কুকুরের খাবারটা পর্যন্ত জুটছেনা😭😭।হে আরশের মালিক হে বিশ্ব ভূমন্ডলের মালিক একমাত্র আ...
31/07/2025

ফিলিস্তিনের গাজায় মানুষ তো দূরের কথা কুকুরের খাবারটা পর্যন্ত জুটছেনা😭😭।
হে আরশের মালিক হে বিশ্ব ভূমন্ডলের মালিক একমাত্র আপনিই পারেন গাজাবাসীকে অলৌকিকভাবে রক্ষা করতে আমিন।
যখন ছবিটি তোলা হয় তখন কু*কুরের বাচ্চাগুলো বসে পড়ে। কারণ তারা ভাবেছিলো ক্যামেরা ম্যান তাদের জন্য খাবার নিয়ে এসেছেন।
এর চাইতে হৃদয় বিদারক আর কি হতে পারে আমার জানা নাই😭😭

একটাই প্রশ্ন এই গাজাবাসীদের হৃদয় বিদারক পরিস্থিতির জন্য দায়ী কে???
আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে একটু আমিন বলে যান গাজাবাসীর জন্য।

ছবি সংগ্রীহিত

Big shout out to my newest top fans! 💎 AhmAhmed Rifatrop a comment to welcome them to our community, @topfans
23/07/2025

Big shout out to my newest top fans! 💎 AhmAhmed Rifatrop a comment to welcome them to our community, @topfans

পাইলট তৌকির ইসলাম মারা গেছেন।বিকাল ৩টা ৪২ মিনিটে সিএমএইচের ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।এখন পর্যন্ত ১৭জনের প্রাণহানির বি...
21/07/2025

পাইলট তৌকির ইসলাম মারা গেছেন।
বিকাল ৩টা ৪২ মিনিটে সিএমএইচের ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।
এখন পর্যন্ত ১৭জনের প্রাণহানির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

আপনারা যারা সুস্থ আছেন, গত কয়েকদিন জ্বর বা কোন ইনফেকশনে আক্রান্ত হননি, তাঁরা অনুগ্রহ করে নীচের হাসপাতালগুলোতে রক্ত প্রদানের জন্যে যোগাযোগ করুন।

বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতের সংখ্যাঃ

*১. কুয়েত মৈত্রী হাসপাতাল:*

- আহত:-০৮
- নিহত:-০০

*২. বার্ন ইনস্টিটিউট:*

- আহত:- ৭০
- নিহত:-০২

*৩. সিএমএইচ-ঢাকা*

- আহত:- ১৪
- নিহত:- ১১

*৪. কুর্মিটোলা জেনারেল হসপিটাল:*

- আহত:- নাই
- নিহত:-০২

*৫. লুবনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা:*

- আহত:-১১
- নিহত:-০২

*৬. উত্তরা আধুনিক হসপিটাল:*

- আহত:-৬০
- নিহত:-০১

*৭. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল*

- আহত: ০১
- নিহত: নাই

*সর্বমোট:*

- আহত:-১৬৪
- নিহত:-১৮

নেগেটিভ গ্রুপের র'ক্ত লাগবে প্রচুর।
বার্ন ইউনিটের ৮ তলায় ৮৪২ নাম্বার রুম, ব্লাড ব্যাংকে।

শুধু নেগেটিভ গ্রুপ। পজিটিভ গ্রুপ পর্যাপ্ত পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। নেগেটিভ ব্লা'ড ডোনাররা নিজ উদ্যোগেই বার্ন ইউনিটে চলে আসুন।

এর বাইরেও ঢাকার যেকোনো হসপিটালে যেকোনো গ্রুপের র'ক্ত লাগলে নক দিন আমাকে। যত ব্যাগ লাগে দেয়া যাবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের একাধিক ভাই বোন বন্ধু এগিয়ে গেছে আপনারাও এগিয়ে আসুন।©

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Hasan Music posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasan Music:

Share

Category