Honey Funny

Honey Funny Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Honey Funny, 21/B Garden Road Tejgoan, Dhaka.

30/04/2025

বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্স
১. বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে মোট ২৫টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে, যার মধ্যে ১৭টি আন্তর্জাতিক গন্তব্য।
২. ইউএস-বাংলা এয়ারলাইন্স: ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করে। আন্তর্জাতিক রুটে কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করে।
৩. নভোএয়ার: নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, সিলেট ও রাজশাহীতে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে। আন্তর্জাতিক রুটে তাদের ফ্লাইট পরিচালনার তথ্য পাওয়া যায়নি।
৪. এয়ার অ্যাস্ট্রা: এয়ার অ্যাস্ট্রা নতুন একটি এয়ারলাইন্স, যা অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। তাদের গন্তব্যসমূহের মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও সৈয়দপুর।
৫. এমিরেটস এয়ারলাইন্স: এমিরেটস এয়ারলাইন্স ঢাকা থেকে দুবাই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে, যা সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যে সংযোগ প্রদান করে।
৬. কাতার এয়ারওয়েজ: কাতার এয়ারওয়েজ ঢাকা থেকে দোহা রুটে ফ্লাইট পরিচালনা করে, যা মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকার বিভিন্ন গন্তব্যে সংযোগ প্রদান করে।
৭. সিঙ্গাপুর এয়ারলাইন্স: সিঙ্গাপুর এয়ারলাইন্স ঢাকা থেকে সিঙ্গাপুর রুটে ফ্লাইট পরিচালনা করে, যা এশিয়া, অস্ট্রেলিয়া এবং অন্যান্য অঞ্চলে সংযোগ প্রদান করে।
৮. মালয়েশিয়া এয়ারলাইন্স: মালয়েশিয়া এয়ারলাইন্স ঢাকা থেকে কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনা করে, যা দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অন্যান্য গন্তব্যে সংযোগ প্রদান করে।
৯. থাই এয়ারওয়েজ: থাই এয়ারওয়েজ ঢাকা থেকে ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা করে, যা এশিয়া এবং অন্যান্য গন্তব্যে সংযোগ প্রদান করে।
১০. এয়ার ইন্ডিয়া: এয়ার ইন্ডিয়া ঢাকা থেকে দিল্লি ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করে, যা ভারতের বিভিন্ন গন্তব্যে সংযোগ প্রদান করে।
১১. ইন্ডিগো: ইন্ডিগো এয়ারলাইন্স ঢাকা থেকে কলকাতা ও দিল্লি রুটে ফ্লাইট পরিচালনা করে, যা ভারতের বিভিন্ন গন্তব্যে সংযোগ প্রদান করে।
১২. স্পাইসজেট: স্পাইসজেট ঢাকা থেকে কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করে, যা ভারতের বিভিন্ন গন্তব্যে সংযোগ প্রদান করে।
১৩. এয়ার অ্যারাবিয়া: এয়ার অ্যারাবিয়া ঢাকা থেকে শারজাহ রুটে ফ্লাইট পরিচালনা করে, যা মধ্যপ্রাচ্য এবং অন্যান্য গন্তব্যে সংযোগ প্রদান করে।
১৪. ফ্লাই দুবাই: ফ্লাই দুবাই ঢাকা থেকে দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করে, যা সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য গন্তব্যে সংযোগ প্রদান করে।
১৫. সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স: সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ঢাকা থেকে জেদ্দা ও রিয়াদ রুটে ফ্লাইট পরিচালনা করে, যা সৌদি আরব এবং অন্যান্য গন্তব্যে সংযোগ প্রদান করে।
১৬. ওমান এয়ার: ওমান এয়ার ঢাকা থেকে মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনা করে, যা ওমান এবং অন্যান্য গন্তব্যে সংযোগ প্রদান করে।
১৭. কুয়েত এয়ারওয়েজ: কুয়েত এয়ারওয়েজ ঢাকা থেকে কুয়েত সিটি রুটে ফ্লাইট পরিচালনা করে, যা কুয়েত এবং অন্যান্য গন্তব্যে সংযোগ প্রদান করে।
১৮. গালফ এয়ার: গালফ এয়ার ঢাকা থেকে বাহরাইন রুটে ফ্লাইট পরিচালনা করে, যা বাহরাইন এবং অন্যান্য গন্তব্যে সংযোগ প্রদান করে।
১৯. জাজিরা এয়ারওয়েজ: জাজিরা এয়ারওয়েজ ঢাকা থেকে কুয়েত সিটি রুটে ফ্লাইট পরিচালনা করে, যা কুয়েত এবং অন্যান্য গন্তব্যে সংযোগ প্রদান করে।
২০. চায়না সাউদার্ন এয়ারলাইন্স: চায়না সাউদার্ন এয়ারলাইন্স ঢাকা থেকে গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করে, যা চীন এবং অন্যান্য গন্তব্যে সংযোগ প্রদান করে।
২১. চায়না ইস্টার্ন এয়ারলাইন্স: চায়না ইস্টার্ন এয়ারলাইন্স ঢাকা থেকে কুনমিং রুটে ফ্লাইট পরিচালনা করে, যা চীন এবং অন্যান্য গন্তব্যে সংযোগ প্রদান করে।
(ফেসবুক থেকে সংগৃহীত তথ্য )

04/04/2025

কক্সবাজারের কয়েকটি হোটেলের তালিকা ও মোবাইল নাম্বার।

হোটেল শৈবাল | মোটেল রোড, কক্সবাজার | ০১৯১১-৩৯০২০ ||

মোটেল লাবনী | মোটেল রোড, কক্সবাজার | ০১৩১২-৮৮৪৪২০, ০৩৪১-৬৪৭০৩ ||

হোটেল নে-তাউং | টেকনাফ, কক্সবাজার | ০১৯৯১-১৩৯০২৪, ০১৫৬৮-৬৭১৬৩০ ||

উইন্ডি টেরেস হোটেল | প্লট-৩৯-৪০, ব্লক সি, কলাতলী, কক্সবাজার | ০১৯৩৬-৪৪৪৭৭৭, ০১৭৫২-৩৬০৬৭৫ ||

হোটেল দ্য কক্স টুডে | প্লট-৭, রোড-০২, কলাতলী রোড, কক্সবাজার | ০১৭৫৫-৫৯৮৪৪৯ ||

লং বিচ হোটেল | ১৪ কলাতলী রোড, হোটেল মোটেল জোন, কক্সবাজার | ০১৭৭৭-৭৭৭০৩৫ ||

হোটেল বিচ ওয়ে | হাউস #২১, ব্লক #সি, কলাতলী রোড, কক্সবাজার | ০১৭৭৭-৯০৯৫৯৫, ০১৬১৭-৯০৯৫৯৫, ০১৮৪৯-৯০০০০০, ০১৯৬৭-১২২৪২২ ||

সীগাল হোটেলস লিমিটেড | হোটেল মোটেল জোন, কক্সবাজার সি বিচ | ০৯৬১৪-৪৪৪৪৪০, ০৯৬১৪-০০০৬৬৬, ০৯৬১৪-৬০০৭০০ ||

হোটেল এস.এ. ইন্টারন্যাশনাল | কক্সবাজার | ০১৮৪১-৫৮৮২৪৪ ||

হোটেল কোস্টাল পিস | হাউস - ৬, ব্লক - বি, কলাতলী রোড, কক্সবাজার | ০১৭৫৫-৫২১৭২৬, ০১৭৫৫-৫২১৭৯৭-৯৮ |

উপরোক্ত তথ্যসমূহ সংশ্লিষ্ট হোটেলগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও অন্যান্য নির্ভরযোগ্য সূত্র থেকে সংগৃহীত। ভ্রমণের পূর্বে হোটেলের সাথে সরাসরি যোগাযোগ করে বিস্তারিত তথ্য ও রিজার্ভেশন নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।

https://www.facebook.com/share/p/12GniL2KjuF/?mibextid=wwXIfr
18/03/2025

https://www.facebook.com/share/p/12GniL2KjuF/?mibextid=wwXIfr

যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম যমুনা রেলসেতু উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১টা ৪০ মিনিটে সেতুর পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেলসেতুটি উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

13/02/2025

সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিশেষ বিমান ভাড়া

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃক সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমানের টিকিটমূল্য হ্রাস করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃক প্রাথমিকপর্যায়ে আগামী ৩০ জুন ২০২৫ পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মামগামী কর্মীদের জন্য বিদ্যমান যথাক্রমে ৪৮০ ডলার, ৪০০ ডলার, ৪৩০ ও ৪০০ ডলারের পরিবর্তে ভাড়া ৩৬০ ডলার (কর ব্যতীত) এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী কর্মীদের জন্য বিদ্যমান ১৭৫-১৮০ ডলারের পরিবর্তে ভাড়া ১৫০ (কর ব্যতীত) ডলার নির্ধারণ করা করেছে।

উক্ত দেশসমূহে গমনেচ্ছু বিএমইটি কার্ডধারী কর্মীদের ক্ষেত্রে বর্ণিত হ্রাসকৃত বিশেষ ভাড়া প্রযোজ্য হবে।

মাহবুবুর রহমান তুহিন
সিনিয়র তথ্য অফিসার
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

01/01/2025

বর্তমান যুগে পাসপোর্ট ভারী করার গুরুত্ব সিভি ভারী করার চেয়ে কোন অংশে কম নয়। তাই নতুন বছরে অন্তত ০১টি দেশ ভ্রমণ করার প্ল্যান রাখুন।

31/12/2024

🎉ইংরেজি নববর্ষের শুভেচ্ছা!
👉২০২৫ সাল আপনাদের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।
আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। 🙏

29/12/2024
23/12/2024

মালয়েশিয়া তে টুরিস্ট ভিসায় আসার আগে যে জিনিসগুলা জানা জরুরী ..?
১ - মালয়েশিয়া arrival cad ফিলাপ করতে হবে আপনাকে ফ্লাইটের ৭২ ঘণ্টা আগে ।
২ - যখন ইমিগ্রেশন আসবেন ইমিগ্রেশন আপনাকে সাধারণ কিছু প্রশ্ন করবে যেমন .?
১ - মালয়েশিয়াতে কিসের জন্য আসছেন ..?
২ - কয়দিন থাকবেন ..?
৩ - কোথায় যাবেন ..?
৪ - রিটার্ন কনফার্ম টিকেট এবং কনফার্ম হোটেল বুকিং আছে কিনা সুন্দর করে এগুলো সব দেখাবেন ।
৩ - আপনি যদি টুরিস্ট ভিসা আসেন অবশ্যই আপনার কনফার্ম হোটেল বুকিং থাকতে হবে ।
৪ - KLIA 1 KLIA 2 এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুর শহরে আপনি grab apps car বুকিং দিয়ে আসতে পারবেন তবে একা হলে আমি সাজেস্ট করবো বাসে আসার জন্য ১৮ RM নেবে কুয়ালালামপুর আসতে।
৫ - কুয়ালালামপুরে আসার পর একটা mrt কার্ড নিয়ে নিবেন ২০ RM নেবে এই কার্ড দিয়ে বাস ট্রেন সবকিছু ব্যবহার করতে পারবেন এবং কুয়ালালামপুর প্রতিটা জায়গায় যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবেন ।

শুভকামনা রইল ভ্রমণ প্রিয় মানুষদের জন্য
আপনার ভ্রমণ সুন্দর হোক

আগামী  ১ জানুয়ারি থেকে  ইউরোপের শেনজেন ভুক্ত দেশ বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস...
23/12/2024

আগামী ১ জানুয়ারি থেকে ইউরোপের শেনজেন ভুক্ত দেশ বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং সুইডেন ভিসা আবেদন করা যাবে ঢাকার সুইডেন এম্বাসি থেকে। তাছাড়া পর্তুগাল রোমানিয়া বুলগেরিয়া, ক্রোয়েশিয়া তারা তাদের নিজস্ব অফিস নিয়ে জানুয়ারি ১ তারিখ থেকে বসবে রাজধানী ঢাকাতে ইউরোপগামী প্রত্যাশীদের জন্য যা অনেক ভালো সংবাদ.

ভ্রমণ সংক্রান্ত যাবতীয় দেশীয় এবং আন্তর্জাতিক এয়ার টিকেট, ভিসা, হোটেল বুকিং ও ট্যুর প্যাকেজের ব্যাপারে বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন

✳️ 𝗙𝗼𝗿 𝗩𝗶𝘀𝗮 𝗜𝗻𝗾𝘂𝗶𝗿𝗶𝗲𝘀, 𝗕𝗼𝗼𝗸:
☎️ Call: 01743-967927 (𝐖𝐡𝐚𝐭𝐬𝐚𝐩𝐩)
📧 𝐄𝐦𝐚𝐢𝐥:[email protected]

থাইল্যান্ড ই-ভিসা ঘোষণা 🛎️থাইল্যান্ড ভ্রমণ এখন আরও সহজ!রয়্যাল থাই এম্বাসি, ঢাকা জানিয়েছে যে ২ জানুয়ারি ২০২৫ থেকে ই-ভি...
18/12/2024

থাইল্যান্ড ই-ভিসা ঘোষণা 🛎️

থাইল্যান্ড ভ্রমণ এখন আরও সহজ!
রয়্যাল থাই এম্বাসি, ঢাকা জানিয়েছে যে ২ জানুয়ারি ২০২৫ থেকে ই-ভিসা সিস্টেম চালু হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশি পাসপোর্টধারীরা অনলাইনে ভিসার জন্য আবেদন করতে পারবেন, পাসপোর্ট জমা দেওয়ার প্রয়োজন হবে না।

প্রক্রিয়া:

-আবেদনকারীরা অনলাইনে ফর্ম পূরণ ও প্রয়োজনীয় নথি আপলোড করতে পারবেন।

-ভিসা ফি সরাসরি ওয়েবসাইটে পরিশোধ সম্ভব নয়, তাই ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

-আবেদন জমা দেওয়ার পর “Payment Info Summary” প্রিন্ট করে এম্বাসির ব্যাংক অ্যাকাউন্টে ফি জমা দিতে হবে।

প্রক্রিয়াকরণ সময়: ১০ কর্মদিবসের মধ্যে।

বিশেষ ঘোষণা: ২৪ ডিসেম্বর ২০২৪ থেকে পুরাতন চারটি ভিসা সেন্টারে আবেদন গ্রহণ বন্ধ করা হবে।

আরও বিস্তারিত জানতে

📞 +88 01743967927

Address

21/B Garden Road Tejgoan
Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Honey Funny posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share