মার্জিয়া হাসান স্বর্ণা / Marziya Hassan Swarna

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • মার্জিয়া হাসান স্বর্ণা / Marziya Hassan Swarna

মার্জিয়া হাসান স্বর্ণা / Marziya Hassan Swarna আসসালামু আলাইকুম!
প্রমোশনাল/Pr কাজের জন্য ইনবক্স অথবা ইমেইল করুন ! [email protected]

30/10/2025

People hear the same words differently depending on who says them... They will understand only for the person they want to...

'মা' কোথাও নেই......!Picture: Collected
27/10/2025

'মা' কোথাও নেই......!

Picture: Collected

নদীর পানি ঘোলা ভালো!জাতের মেয়ে কালো ভালো!এ কথাগুলো সত্যি হলেও, সবাই মানতে নারাজ! ড্রেনের পানি ফিল্টার করে হলেও খাবে...প...
25/10/2025

নদীর পানি ঘোলা ভালো!
জাতের মেয়ে কালো ভালো!

এ কথাগুলো সত্যি হলেও, সবাই মানতে নারাজ!
ড্রেনের পানি ফিল্টার করে হলেও খাবে...
প্রেম করার সময়, বিয়ে করার সময় গায়ের রং ফর্সা হওয়া লাগবে... এদের সবাইকেই যে ভালবাসায় জড়িয়ে রাখে, আদরে যত্নে রাখে তা কিন্তু না 🥱
আর একদল বোকা মেয়ে আছে, রং ফর্সাকারি ক্রিম খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায়...
কন্যা তুমি যতই ফর্সা হও সেটা দিয়ে ভালো জীবনসঙ্গী পাবে, সত্যিকারের মানুষের মত একটা মানুষ পাবে জীবনসঙ্গী হিসেবে তার গ্যারান্টি নেই! শরীরের রং দিয়ে মন পাওয়া যায় না 🥸
সৌন্দর্য মানে ফর্সা না!
ইউরোপের দেশগুলো, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে যারা ভিক্ষা করে মানে বেগার তারাও ফর্সা তাদেরকে অবশ্য সাদা বলে 🙂
ওরকম সাদা মানুষ আমাদের দেশে নেই!
আমাদের দেশের ৯৫% মানুষ বাদামী
বাকিদের মধ্যে হালকা বাদামি আর বেশি বাদামি!
মানে উজ্জ্বল শ্যামলা এবং কালো!
আমাদের দেশ থেকে ফর্সা মানুষগুলো যখন ইউরোপের দেশগুলোতে যায় তখন তাদেরকে ব্রাউন বলে মানে বাদামি, আর যারা বাদামি যায় তাদেরকে ব্ল্যাক বলে মানে কালো 🥱
অবশ্যই সব জায়গায় সৌন্দর্যের কদর আছে!
যে সুন্দর সে সুন্দর ফর্সা হোক বাদামী হোক কালো হোক ❤️
সৌন্দর্য সবটা মিলে হতে হবে!
আমার কাছে তো মনে হয় আল্লাহ সৃষ্টি সব মানুষই সুন্দর... 🤗
যে মানুষের নিজেকে পাল্টানোর ক্ষমতা নেই, ‌ সে মানুষের অন্যকে ছোট করার অধিকার নেই, নিজেকে নিয়ে গর্ব করার কিছু নেই!
মানুষ তুমি আল্লাহর সৃষ্টি!
তুমি তোমাকে তৈরি করোনি!
তুমি কতটুকু লম্বা হবে, তোমার চুল কেমন হবে, চুলের রং কেমন হবে, তোমার চেহারার শরীরের গঠন কেমন হবে, তোমার চামড়ার রঙ কেমন হবে, তোমার নাক কতটা লম্বা হবে, তোমার চোখ কতটা সুন্দর হবে, তোমার ঠোঁট কেমন হবে সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়েছে!
তোমার নিজের ইচ্ছায় না 🙂
আল্লাহ সবাইকে কোন না কোন দিক থেকে একটু কম দিয়ে রেখেছে!
সব সৌন্দর্য দিয়ে দিলে মানুষের যে স্বভাব, সে অহংকারী হয়ে উঠতো!
মানুষ অহংকার করতে পছন্দ করে!
তার কত টাকা আছে, তার কত সৌন্দর্য আছে এসব নিয়ে!
ছেলে মেয়ে কত ভালো রেজাল্ট করলো তা নিয়ে, ‌ বাড়ি করতে পারলে তা নিয়ে, গাড়ি কিনতে পারলে তা নিয়ে, কি নিয়ে না ? 🤔
মানুষ দেখাতে পছন্দ করে!
খেয়াল করে দেখবেন যারা সত্যিকার অর্থে প্রচুর টাকার মালিক, ‌ তাদের চলাফেরা সাধারন!
নিজেকে বড়লোক দেখানোর জন্য উঠে পড়ে লাগেনা!
কিন্তু যাদের হঠাৎ টাকা হয় তারা কথায়, গল্পে, সাজগোজে, চলাফেরায় সবকিছুতে টাকা নিয়ে আসে!
এটা এক ধরনের ইনসিকিউরিটি!
মানুষ কেন আমাকে গরিব ভাববে 😑 আমি তো Boroloks 🥸
মানুষকে গরিব ভাবতে দিন, কি যায় আসে তাতে?
যে আপনাকে গরিব ভাবছে তার থেকে হয়তো ৫০ গুণ অথবা ১০০ গুণ বেশি আপনার আছে!
কিছু মানুষ যদি ভাবে আপনি দেখতে ভালো না, ভাবতে দিন, আপনার মধ্যে এমন অনেক সুন্দর কিছু আছে, যেগুলো ওই মানুষগুলোর মধ্যে নাও থাকতে পারে!
সব কিছু প্রমাণ করতে নেই!
এখানে জিতে যাওয়ার, হেরে যাওয়ার অথবা জাহির করার কিছু নেই! একদম নেই!
কোন মানুষ, কোন মানুষের মনের মত হতে পারে না!
যতক্ষণ না সেখানে স্বচ্ছ ভালোবাসা থাকে!

যে আপনাকে ভালবাসে, তার চোখে আপনি বিশ্বসুন্দরী ❤️
যে আপনাকে ভালোবাসে তার কাছে আপনি Elon Musk ❤️

যে আপনাকে ভালোবাসে সে শূন্য পকেটে ও আপনাকে মাথায় তুলে রাখবে... আর টাকা হলে রাজরানী করে রাখবে!
সবার আগে মানুষ হওয়া জরুরী, সুস্থভাবে চিন্তা করাটা জরুরী, মনটা পরিষ্কার রাখা জরুরী, সম্পর্কের মধ্যে স্বচ্ছতা রাখা জরুরী, কথা দিয়ে কথা রাখা জরুরী, যত্ন করাটা জরুরী, ভালবাসতে শেখাটা জরুরী...

সালমান শাহ কি ভালোবাসাহীন একটা জীবন কাটিয়েছিল?
যে মানুষটার জন্য পুরো বাংলাদেশ পাগল ছিল, ‌ সে যাকে ভালবেসে বিয়ে করেছিল তার ভালোবাসা কি সে পেয়েছিল?

২৬-১০-২৫
ঢাকা



Picture: Collected

মাঝে মাঝে শুধু এভাবে থাকতে ইচ্ছা করে 🥱😴
25/10/2025

মাঝে মাঝে শুধু এভাবে থাকতে ইচ্ছা করে 🥱😴

22/10/2025

Shopping 🛒 🛍️

আম্মু জান্নাতে তোমাকে প্রথমবার দূর থেকে দাঁড়িয়ে দেখতে চাই...শুধুই দেখব...কতদিন দেখিনা, দুচোখ ভরে দেখবো...তুমি দাঁড়িয়...
21/10/2025

আম্মু
জান্নাতে তোমাকে প্রথমবার দূর থেকে দাঁড়িয়ে দেখতে চাই...
শুধুই দেখব...
কতদিন দেখিনা, দুচোখ ভরে দেখবো...
তুমি দাঁড়িয়ে থেকো! এসো না!
তোমার মায়া ভরা সুন্দর মুখটা নিশ্চয়ই আরো অপূর্ব সুন্দর মায়াবতী হয়ে যাবে...
কতদিন তোমার হাসি দেখি না...
তোমার কথা শুনি না...
আম্মু মা বলে ডাকি না কতদিন...
বুকের ভেতরটা খালি না ভারী সেটাই বুঝলাম না...
তোমার শূন্যতা আমার অনেক কিছু শূন্য করে দিয়েছে মা...

একুশ দশ পঁচিশ
ঢাকা



ছবি সংগৃহীত

20/10/2025

Muezaa

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when মার্জিয়া হাসান স্বর্ণা / Marziya Hassan Swarna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share