21/05/2025
কে কিভাবে নিবে জানি না , তবে আমি চাই বাংলাদেশের নতুন টাকায় বিশেষ করে ৫ টাকার নোটে নাকি আবু সাঈদ আর মুগ্ধের ছবি দেওয়ার কথা চলমান আছে!!!
এটা থেকে সরকারের সরে আসা উচিৎ।
বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য দিয়ে ভরপুর একটা দেশ।
আমাদের টাকায় অতীতে যেমন বিভিন্ন স্থাপনা এবং পশু পাখির ছবি ছিলো সামনে দিনেও এমনটা করলে খুশি হবো।
ভবিষ্যতেও কারো ছবি টাকায় দেওয়া থেকে বিরত থাকাই উচিৎ হবে।
এইসব চেতনার দোকান আপনি যতদিন খোলা রাখবেন রাষ্ট্রের অগ্রগতি আহামরি হবে না।
©