
09/10/2025
📰 যানজটের শহর রাজবাড়ী : সন্ধ্যার পর দুর্ভোগ চরমে
যানজটে অতিষ্ঠ রাজবাড়ীবাসী। বিশেষ করে সন্ধ্যার পর শহরের প্রধান সড়কগুলোতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে যানবাহনগুলোকে।
স্থানীয়রা জানায়, প্রতিদিন সন্ধ্যার পর রাজবাড়ী শহরের ১নং রেলগেট থেকে ৫তলা মোড় হয়ে শংকর মিষ্টান্ন ভান্ডার পর্যন্ত সড়কজুড়ে দেখা যায় তীব্র যানজট। এ সময় ট্রাফিক পুলিশের উপস্থিতি না থাকায় যানবাহনগুলো এলোমেলোভাবে চলাচল করে, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
সচেতন নাগরিকরা বলছেন, “দিনে কিছুটা নিয়ন্ত্রণ থাকলেও রাতে ট্রাফিক পুলিশ না থাকায় গাড়িগুলো যার যেমন ইচ্ছে চলছে। এতে ছোট দুর্ঘটনাও ঘটছে প্রায়ই।”
তাদের দাবি—শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের রাতের শিফটেও ডিউটি টাইম নিশ্চিত করা জরুরি, নইলে রাজবাড়ী শহরের চলাচল আরও ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে।
📍 জনগণের প্রত্যাশা:
রাতের রাজবাড়ী শহরকে যানজটমুক্ত রাখতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ।