04/11/2025
সঠিক প্রার্থী নির্ধারণে ভুল হলে রাজবাড়ী-২ আসন নিয়ে চ্যালেঞ্জে পড়বে বিএনপি
অবশেষে ঘোষিত হয়েছে বিএনপির চূড়ান্ত প্রার্থীতালিকা। ৩০০ আসনের হিসাব-নিকাশ শেষে দল মনোনয়ন ঘোষণা করেছে। এর মধ্যেই সবচেয়ে আলোচনায় রাজবাড়ী জেলার দুটি আসন-রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২।রাজবাড়ী-১ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
তবে এখনো স্থগিত রয়েছে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী নিয়ে গঠিত রাজবাড়ী-২ আসনের প্রার্থী নির্বাচন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে,“সঠিক প্রার্থী বাছাইয়ে ভুল হলে রাজবাড়ী-২ আসনে দল অস্তিত্ব সংকটে পড়তে পারে।
”এই আসন থেকেই অতীতে আওয়ামী লীগের সাবেক রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম নির্বাচিত হয়েছিলেন। ফলে এবার বিএনপিকে মাঠে ফিরিয়ে আনতে হলে প্রয়োজন একজন জনপ্রিয়, গ্রহণযোগ্য ও সাংগঠনিকভাবে শক্তিশালী প্রার্থী।
বর্তমানে আলোচনায় রয়েছেন-
সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু
সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন।
স্থানীয়দের ভাষায়-“প্র’তি’হিং’সা ও সং’ঘা’তে’র রাজনীতি থেকে দলকে বাঁ’চা’তে হলে নাসিরুল হক সাবু-হারুন আর রশিদ হারুন। এই দুজনের মধ্যে প্রার্থী করতে হবে।”
এদিকে গুঞ্জন রয়েছে, এই আসনটি শরিক দল এনডিএম-এর মহাসচিব মোমিনুল আমিনকে ছেড়ে দেওয়া হতে পারে। ইতো মধ্যে মোমিনুল আমিন নিজেকে ২ আসনের প্রার্থী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চেয়ে পোস্ট দিয়েছেন। যে কারনেই বিএনপির প্রভাবশালী দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়েছে।
তবে স্থানীয় বিএনপি নেতারা তাতে তীব্র আপত্তি জানিয়েছেন। তাদের মতে, এতে দলীয় ভিত্তি ও গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।নেতাকর্মীরা আরও আশঙ্কা করছেন, সাবেক মন্ত্রী জিল্লুল হাকিম ও তার পুত্রের গড়ে তোলা স"ন্ত্রা"সী চ"ক্র এখনো সক্রিয়। তাই শক্তিশালী বিএনপি প্রার্থী ছাড়া ভোটের মাঠে নৈরাজ্য দেখা দিতে পারে। তাদের একটাই দাবি-সঠিক প্রার্থী নির্ধারণে ভুল হলে রাজবাড়ী-২ আসনে বিএনপি শুধু পরাজয়ের ঝুঁকিতেই নয়, সাংগঠনিকভাবে বড় সংকটে পড়তে পারে।
তাই স্থানীয় নেতাকর্মীদের একটাই দাবি-দলীয় প্রার্থী হিসেবেনাসিরুল হক সাবু-হারুন অর রশিদ হারুনের মধ্যে যে কোন একজনকে মনোনয়ন দিলে শুধু বিএনপির অবস্থানই শক্ত হবে না, তিন উপজেলার মানুষও শান্তিতে থাকবে।”রাজবাড়ী-২ আসনে সঠিক প্রার্থী নির্ধারণই নির্ধারণ করবে বিএনপির ভবিষ্যৎ।
ভুল সিদ্ধান্তে দল শুধু নির্বাচনী পরাজয় নয়, সাংগঠনিক সংকটেও পড়তে পারে।
#রাজবাড়ী_২ #রাজনীতি