Voice Of Rajbari

Voice Of Rajbari সংবাদ, শিক্ষা, তথ্য ও বিনোদন মূলক একটি পেজ

04/11/2025

মা-বাবার ক”ব”র জি”য়া”রত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী।🌾

04/11/2025
04/11/2025

ফেসবুকে মি”থ্যা অ’প’প্রচার ও হ"ত্যা"র হু’ম’কি”র প্র”তি”বা”দে উ"ত্তা"ল বানিবহ বাজার!
সব দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীদের মানববন্ধন-
৭২ ঘণ্টার মধ্যে দো"ষী"কে গ্রে"ফ"তা"রে"র আল্টিমেটাম!

📍 রাজবাড়ী সদর, বানিবহ বাজার
#মানববন্ধন #মোরশেদ_আলম

📰 প্রেস বিজ্ঞপ্তিরাজবাড়ী জেলা বিএনপির বিশেষ জরুরি সাংগঠনিক নির্দেশনারাজবাড়ী, ৪ নভেম্বর ২০২৫:বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মা...
04/11/2025

📰 প্রেস বিজ্ঞপ্তি

রাজবাড়ী জেলা বিএনপির বিশেষ জরুরি সাংগঠনিক নির্দেশনা

রাজবাড়ী, ৪ নভেম্বর ২০২৫:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা ও কেন্দ্রীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত মনোনয়ন তালিকার প্রতি সকলকে পূর্ণ শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়েছে।

এ উপলক্ষে রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে জারিকৃত এক বিশেষ জরুরি সাংগঠনিক বিজ্ঞপ্তিতে জেলা বিএনপি ও এর সকল ইউনিট কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলা হয়েছে—

“কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে পরবর্তী সকল রাজনৈতিক কর্মকাণ্ড অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিষয়টি কেন্দ্রীয় সাংগঠনিক দপ্তরে লিখিতভাবে জানানো হবে।”

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট লিয়াকত আলী এবং সদস্য সচিব এডভোকেট কামরুল আলম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,
দলের ঐক্য ও শৃঙ্খলাই বিএনপির শক্তি। তাই যে কোনো পরিস্থিতিতেই নেতা-কর্মীদের দলীয় সিদ্ধান্ত মেনে চলা ও সাংগঠনিক ঐক্য রক্ষা করা অপরিহার্য।

প্রেরক:
এডভোকেট লিয়াকত আলী-আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপি
এডভোকেট কামরুল আলম-সদস্য সচিব, রাজবাড়ী জেলা বিএনপি

📍রাজবাড়ী জেলা বিএনপি

04/11/2025

মন মাঝি
আমাদের রাজবাড়ীর ছেলের কণ্ঠে অসাধারণ গান মন মাজি।

াঝি

সঠিক প্রার্থী নির্ধারণে ভুল হলে রাজবাড়ী-২ আসন নিয়ে চ্যালেঞ্জে পড়বে বিএনপিঅবশেষে ঘোষিত হয়েছে বিএনপির চূড়ান্ত প্রার্থীতালি...
04/11/2025

সঠিক প্রার্থী নির্ধারণে ভুল হলে রাজবাড়ী-২ আসন নিয়ে চ্যালেঞ্জে পড়বে বিএনপি

অবশেষে ঘোষিত হয়েছে বিএনপির চূড়ান্ত প্রার্থীতালিকা। ৩০০ আসনের হিসাব-নিকাশ শেষে দল মনোনয়ন ঘোষণা করেছে। এর মধ্যেই সবচেয়ে আলোচনায় রাজবাড়ী জেলার দুটি আসন-রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২।রাজবাড়ী-১ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

তবে এখনো স্থগিত রয়েছে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী নিয়ে গঠিত রাজবাড়ী-২ আসনের প্রার্থী নির্বাচন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে,“সঠিক প্রার্থী বাছাইয়ে ভুল হলে রাজবাড়ী-২ আসনে দল অস্তিত্ব সংকটে পড়তে পারে।

”এই আসন থেকেই অতীতে আওয়ামী লীগের সাবেক রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম নির্বাচিত হয়েছিলেন। ফলে এবার বিএনপিকে মাঠে ফিরিয়ে আনতে হলে প্রয়োজন একজন জনপ্রিয়, গ্রহণযোগ্য ও সাংগঠনিকভাবে শক্তিশালী প্রার্থী।

বর্তমানে আলোচনায় রয়েছেন-
সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু
সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন।

স্থানীয়দের ভাষায়-“প্র’তি’হিং’সা ও সং’ঘা’তে’র রাজনীতি থেকে দলকে বাঁ’চা’তে হলে নাসিরুল হক সাবু-হারুন আর রশিদ হারুন। এই দুজনের মধ্যে প্রার্থী করতে হবে।”

এদিকে গুঞ্জন রয়েছে, এই আসনটি শরিক দল এনডিএম-এর মহাসচিব মোমিনুল আমিনকে ছেড়ে দেওয়া হতে পারে। ইতো মধ্যে মোমিনুল আমিন নিজেকে ২ আসনের প্রার্থী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চেয়ে পোস্ট দিয়েছেন। যে কারনেই বিএনপির প্রভাবশালী দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

তবে স্থানীয় বিএনপি নেতারা তাতে তীব্র আপত্তি জানিয়েছেন। তাদের মতে, এতে দলীয় ভিত্তি ও গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।নেতাকর্মীরা আরও আশঙ্কা করছেন, সাবেক মন্ত্রী জিল্লুল হাকিম ও তার পুত্রের গড়ে তোলা স"ন্ত্রা"সী চ"ক্র এখনো সক্রিয়। তাই শক্তিশালী বিএনপি প্রার্থী ছাড়া ভোটের মাঠে নৈরাজ্য দেখা দিতে পারে। তাদের একটাই দাবি-সঠিক প্রার্থী নির্ধারণে ভুল হলে রাজবাড়ী-২ আসনে বিএনপি শুধু পরাজয়ের ঝুঁকিতেই নয়, সাংগঠনিকভাবে বড় সংকটে পড়তে পারে।

তাই স্থানীয় নেতাকর্মীদের একটাই দাবি-দলীয় প্রার্থী হিসেবেনাসিরুল হক সাবু-হারুন অর রশিদ হারুনের মধ্যে যে কোন একজনকে মনোনয়ন দিলে শুধু বিএনপির অবস্থানই শক্ত হবে না, তিন উপজেলার মানুষও শান্তিতে থাকবে।”রাজবাড়ী-২ আসনে সঠিক প্রার্থী নির্ধারণই নির্ধারণ করবে বিএনপির ভবিষ্যৎ।

ভুল সিদ্ধান্তে দল শুধু নির্বাচনী পরাজয় নয়, সাংগঠনিক সংকটেও পড়তে পারে।

#রাজবাড়ী_২ #রাজনীতি

04/11/2025

আবুল কালাম আজাদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

03/11/2025

রাজবাড়ী এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের পক্ষে স্লোগানে মুখরিত রাজবাড়ী।

🗳️ **জাতীয় সংসদ নির্বাচন ২০২৬**বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের **২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে।**গণতন্ত্...
03/11/2025

🗳️ **জাতীয় সংসদ নির্বাচন ২০২৬**
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের **২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে।**
গণতন্ত্র, পরিবর্তন ও মানুষের অধিকার ফিরিয়ে আনার অঙ্গীকারে নতুন যাত্রা শুরু! 🇧🇩




03/11/2025

🔴 সরাসরি সম্প্রচার 🔴
বিএনপি চেয়ারপারসন কার্যালয় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সংবাদ সম্মেলন।
🎤 বক্তব্য রাখছেন জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ।
📅 তারিখ: ৩ নভেম্বর ২০২৫, সোমবার

👉 দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ঘোষণা।
📺 দেখুন লাইভ শুধুমাত্র VOICE OF RAJBARI পেজে।

#বিএনপি #সংবাদ_সম্মেলন #রাজনীতি

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Rajbari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Of Rajbari:

Share