Voice Of Rajbari

Voice Of Rajbari সংবাদ, শিক্ষা, তথ্য ও বিনোদন মূলক একটি পেজ

📰 যানজটের শহর রাজবাড়ী : সন্ধ্যার পর দুর্ভোগ চরমেযানজটে অতিষ্ঠ রাজবাড়ীবাসী। বিশেষ করে সন্ধ্যার পর শহরের প্রধান সড়কগুলোতে ...
09/10/2025

📰 যানজটের শহর রাজবাড়ী : সন্ধ্যার পর দুর্ভোগ চরমে

যানজটে অতিষ্ঠ রাজবাড়ীবাসী। বিশেষ করে সন্ধ্যার পর শহরের প্রধান সড়কগুলোতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে যানবাহনগুলোকে।

স্থানীয়রা জানায়, প্রতিদিন সন্ধ্যার পর রাজবাড়ী শহরের ১নং রেলগেট থেকে ৫তলা মোড় হয়ে শংকর মিষ্টান্ন ভান্ডার পর্যন্ত সড়কজুড়ে দেখা যায় তীব্র যানজট। এ সময় ট্রাফিক পুলিশের উপস্থিতি না থাকায় যানবাহনগুলো এলোমেলোভাবে চলাচল করে, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

সচেতন নাগরিকরা বলছেন, “দিনে কিছুটা নিয়ন্ত্রণ থাকলেও রাতে ট্রাফিক পুলিশ না থাকায় গাড়িগুলো যার যেমন ইচ্ছে চলছে। এতে ছোট দুর্ঘটনাও ঘটছে প্রায়ই।”

তাদের দাবি—শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের রাতের শিফটেও ডিউটি টাইম নিশ্চিত করা জরুরি, নইলে রাজবাড়ী শহরের চলাচল আরও ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে।

📍 জনগণের প্রত্যাশা:
রাতের রাজবাড়ী শহরকে যানজটমুক্ত রাখতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ।

09/10/2025

কি হয়েছে কিছুই বোঝা গেলো না।

🎣 রাতের অন্ধকারে চলছে মা ইলিশ নিধন!দিনে চলে অভিযান, রাতে নদীতে চলে নির্বিঘ্নে জালের পর জাল।প্রশাসনের নজর এড়িয়েই পদ্মার ব...
08/10/2025

🎣 রাতের অন্ধকারে চলছে মা ইলিশ নিধন!
দিনে চলে অভিযান, রাতে নদীতে চলে নির্বিঘ্নে জালের পর জাল।
প্রশাসনের নজর এড়িয়েই পদ্মার বুকে ট্রলারভর্তি জেলেদের উৎসব ইলিশ শিকারে।

❓মা ইলিশ রক্ষায় সরকারের উদ্যোগ কতটা কার্যকর —
এই প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে!

জীবনের প্রতি কোন আফসোস থাকলে ঘুরে আসুন রেল স্টেশন।
08/10/2025

জীবনের প্রতি কোন আফসোস থাকলে ঘুরে আসুন রেল স্টেশন।

💔 **দেহ প"চে যাচ্ছে, অথচ শ্বাস এখনো আছে...**বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় পড়ে আছে অসহায় এই মানুষটি।আপ...
07/10/2025

💔 **দেহ প"চে যাচ্ছে, অথচ শ্বাস এখনো আছে...**
বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় পড়ে আছে অসহায় এই মানুষটি।

আপনি যদি সাহায্য করতে না পারেন, অন্তত **একটা শেয়ার** করুন 🙏
আপনার একটি শেয়ার হয়তো পৌঁছে দেবে কোনো দয়ালু মানুষের কাছে,
যিনি এগিয়ে আসবেন সাহায্যের হাত বাড়িয়ে।

🌿 **আল্লাহ উত্তম প্রতিদানকারী।**
#মানবতা #সহায়তারআহ্বান #একটিশেয়ারজীবনবাঁচাতে_পারে

07/10/2025

প্রথম শ্রেণির পৌরসভার রাস্তার হাল

#পাংশা #রাস্তা #রাজবাড়ী

পাংশার রাস্তা।
07/10/2025

পাংশার রাস্তা।

📢 প্রাপ্তি বিজ্ঞপ্তিআজ বানিবহ বাজারের সহ-সভাপতির বাড়ির সামনে প্রায় ১১-১২ বছর বয়সী এক অজ্ঞাতনামা ছেলেকে পাওয়া গেছে।বর্তমা...
04/10/2025

📢 প্রাপ্তি বিজ্ঞপ্তি

আজ বানিবহ বাজারের সহ-সভাপতির বাড়ির সামনে প্রায় ১১-১২ বছর বয়সী এক অজ্ঞাতনামা ছেলেকে পাওয়া গেছে।
বর্তমানে ছেলেটি নিরাপদে রয়েছে।

যদি কেউ ছেলেটিকে চিনে থাকেন বা তার পরিবারের কেউ হয়ে থাকেন,
তাহলে অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করুন 👇

📞 যোগাযোগ:
বানিবহ বাজারের সহ-সভাপতি — 01721014776

🔹 স্থান: বানিবহ বাজার, রাজবাড়ী
🔹 উদ্যোগে: স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ

03/10/2025

"বিজয়া দশমীতে রাজবাড়ী পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে সম্প্রীতির বার্তা ছড়ালেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এড. আসলাম মিয়া। 🙏✨
তিনি প্রতিটি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করে ভক্তদের সাথে আনন্দ ভাগাভাগি করেন। 🪔❤️"

03/10/2025

কাঁচা মরিচ ৩০০ টাকা কেজি রাজবাড়ীতে! আপনার এলাকায় কি অবস্থা?

03/10/2025

খুলনায় ছেলের হাতে বাবা খু/ন!

03/10/2025

“নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। বাজারে গেলেই সাধারণ মানুষের দুশ্চিন্তা যেন আরও বেড়ে যায়। আপনার মতে এই পরিস্থিতিতে মানুষের অবস্থা কেমন?”

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Rajbari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Of Rajbari:

Share