26/04/2025
তারিখ : ২৬/৪/২০২৫
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ পিডবিøউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (বাপিডিপ্রকৌস) একটি ঐতিহ্যবাহী সংগঠন হিসেবে তার নিজস্ব একটি গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়ে আসছে। এই গঠনতন্ত্রের ৩ এর ‘ক’ ধারা মোতাবেক “সংগঠন হিসেবে এই সমিতি হবে সম্পূর্ণ অরাজনৈতিক কোন রূপ রাজনৈতিক, রাষ্ট্র বিরোধী ও ধ্বংসাত্মক কার্যকলাপে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকবে না।”
সেই মোতাবেক বাংলাদেশ পিডবিøউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (বাপিডিপ্রকৌস) এর ১৪৩২-১৪৩৪ বাংলা টার্মের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ১০ বছর পর আগামী ১০ মে ২০২৫ তারিখে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সদস্য প্রকৌশলীরা বিশ্বাস করে। যেহেতু বাপিডিপ্রকৌস এর নির্বাচন সম্পূর্ণ অরাজনৈতিক চেতনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেহেতু ডিইএব গণপূর্ত অধিদপ্তর এর কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক অরাজনৈতিক চেতনার নির্বাচনে সদস্যগণ ব্যক্তিগতভাবে প্যানেলভুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গণপূর্ত অধিদপ্তরে কর্মরত নয় বা বাপিডিপ্রকৌসের গঠনতন্ত্র সম্পর্কে অবগত নন বা জানেন না এমন কিছু ক‚চক্রিমহল তাদের হীনস্বার্থ চরিতার্থের লক্ষ্যে ডিইএব নেতাকর্মীদের চরিত্র হরণের জন্য নানাবিদ মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছে। এ ব্যাপারে ডিইএব কেন্দ্রীয় কমিটির সকল পর্যায়ের নেতা, কর্মী ও সদস্যদের উক্ত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।
মোঃ সাখাওয়াত হোসেন
ডিইএব, গণপূর্ত অধিদপ্তর শাখা, ঢাকা।
বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (বাপিডিপ্রকৌস) দীর্ঘদিন ধরে তার নিজস্ব গঠনতন্ত্রের আলোকে পরিচালিত ...