03/07/2025
সন্ধান প্রকাশনী থেকে প্রকাশ হতে যাচ্ছে কবি “ আব্দুল হালিম ইবনে জালাল “ স্যারের একক কাব্যগ্রন্থ “এক বুক যন্ত্রণা “। বইটি পাওয়া যাবে চলতি মাসের ২০ তারিখের পর থেকে ইনশাল্লাহ।
“এক বুক যন্ত্রণা”—শব্দ দু’টি যেন হাহাকার হয়ে বাজে পাঠকের অন্তরজুড়ে। এ কাব্যগ্রন্থ শুধু কিছু কবিতার সমষ্টি নয়, বরং একটি নিঃশব্দ আর্তনাদ, এক বিক্ষিপ্ত হৃদয়ের যাপনের কাব্যিক দলিল।
কবি আব্দুল হালিম ইবনে জালাল বিরহকে তুলে ধরেছেন এক অনন্য শৈলীতে—যেখানে ভালবাসা নেই, আবার পুরোপুরি বিচ্ছিন্নতাও নয়; বরং দুয়ের মাঝামাঝি এক ধূসর অঞ্চল, যেখানে প্রতিটি শব্দ কাঁদে, প্রতিটি পংক্তি বিষাদের কুয়াশায় মোড়ানো।
এই গ্রন্থের কবিতাগুলো পড়লে মনে হবে, যেন আমরা কারও না বলা কষ্টে শরিক হচ্ছি। অনুভব করব, একাকীত্ব কেবল একা থাকার নাম নয়, বরং এক বুক না বলা যন্ত্রণার সঙ্গী হয়ে চলার আর্তিময় এক যাত্রা।
প্রকাশক হিসেবে আমাদের বিশ্বাস, এই কাব্যগ্রন্থ পাঠকের অন্তর ছুঁয়ে যাবে। যাঁরা ভালোবাসা হারিয়েছেন, যাঁরা কারও অপেক্ষায় দিন গুনেছেন, যাঁরা নিঃশব্দ কান্নাকে ভাষা দিতে চান—“এক বুক যন্ত্রণা” তাঁদের জন্য এক আত্মিক সঙ্গী হয়ে উঠবে।
কবি ও পাঠকের মাঝে এই বিরহ-সেতুটি হয়ে ওঠার সুযোগ পেয়ে আমরা গর্বিত।
---------------প্রকাশক