Sondhan Prokashoni

Sondhan Prokashoni [email protected]/
Communicate 01518609552/
34 Banglabazar-Dhaka

কিছু বলার ছিল কাব্যগ্রন্থে যাঁদের কবিতা মনোনীত করা হয়েছে। তাঁদের নাম তালিকা প্রকাশ করা হলো।আপনারা যদি কেউ কবিতা দিতে চান...
14/08/2025

কিছু বলার ছিল কাব্যগ্রন্থে যাঁদের কবিতা মনোনীত করা হয়েছে। তাঁদের নাম তালিকা প্রকাশ করা হলো।

আপনারা যদি কেউ কবিতা দিতে চান, শীঘ্র মেসেজ করুন। একদম সহজ শর্তে কবিতা জমা নেওয়া হচ্ছে।
মোঃ শোয়াইব আকন্দ
দয়াল রায় প্রিয়
খাদিজা তানজিম
এখলাছ উদ্দিন
তানিয়া সুলতানা প্রীতি

কবিতা দিতে শীঘ্র মেসেজ দিনসময় খুব কম............একদম সহজ শর্তে কবিতা সংগ্রহ করা হচ্ছেবিস্তারিত জানতে মেসেজ করুন।
09/08/2025

কবিতা দিতে শীঘ্র মেসেজ দিন
সময় খুব কম............
একদম সহজ শর্তে কবিতা সংগ্রহ করা হচ্ছে
বিস্তারিত জানতে মেসেজ করুন।

যাঁরা ১০ টি কবিতা দিবেনতাঁদের জন্য রয়েছে বিশেষ ছাড়! বিস্তারিত জানতে আমাদের মেসেজ করুন।
05/08/2025

যাঁরা ১০ টি কবিতা দিবেন
তাঁদের জন্য রয়েছে বিশেষ ছাড়!

বিস্তারিত জানতে আমাদের মেসেজ করুন।

 #কবিতা_আহবান  #কবিতা_আহবাননবীন-প্রবীণ ১৫ জন কবিকে নিয়ে আসছে কাব্যগ্রন্থ.. #অবেলা  #বইটিতে ১ জন কবির ৫/১০/১৫ টি করে বিম...
30/07/2025

#কবিতা_আহবান #কবিতা_আহবান
নবীন-প্রবীণ ১৫ জন কবিকে নিয়ে
আসছে কাব্যগ্রন্থ..
#অবেলা
#বইটিতে ১ জন কবির ৫/১০/১৫ টি করে
বিমান বিধ্বস্ত হয়ে যাওয়া শিশুদের নিয়ে কবিতা থাকবে....
প্রত্যেক কবির ছবি ও সংক্ষিপ্ত পরিচিতি
প্রকাশ করা হবে।
আগ্রহী কবিগণ যোগাযোগ করুন।
#নিয়মাবলি:
১। অশ্লীল, রাষ্ট্রদোহী, ধর্মবিদ্বেষী কবিতা অগ্রহণযোগ্য।
২। কবিতা ০৬ থেকে ২৮ লাইনের মধ্যে সীমাবদ্ধ হতে হবে।
৩। বই ক্রয় করার মতো মন-মানসিকতা নিয়ে তারপর কবিতা দিবেন।
#শর্ত
১/ ৫ টি কবিতার জন্য ৫ কপি বই ক্রয় করতে হবে। যার মূল্য মাত্র ১২৫০ ৳
২/ ১০ টি কবিতার জন্য ১০ কপি বই ক্রয় করতে হবে। যার মূল্য মাত্র ২০৫০ ৳।
৩/ ১৫ টি কবিতার জন্য ১৫ কপি বই ক্রয় করতে হবে। যার মূল্য মাত্র ৩০৫০ ৳।
#উপহার_হিসেবে
সবার জন্য থাকবে সম্মাননা সনদপত্র। তাই এই সুযোগ হাত ছাড়া করবেন না।
আয়োজনে
সন্ধান প্রকাশনী
সম্পাদনায় : সালমা আক্তার চাঁদনী
৩৪ বাংলাবাজার, ঢাকা-১১০০

প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ—যেখানে জন্ম, মৃত্যু ও সময়ের চক্র অবিরাম ঘুরে চলে। কবি তানজিমুল ইসলামের কাব্যগ্রন্থ ...
28/07/2025

প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ—যেখানে জন্ম, মৃত্যু ও সময়ের চক্র অবিরাম ঘুরে চলে। কবি তানজিমুল ইসলামের কাব্যগ্রন্থ তিতাঞ্জলি সেই প্রকৃতিরই এক অন্তরঙ্গ প্রতিচ্ছবি। তিনি শব্দের পরতে পরতে তুলে ধরেছেন মাটি, জল, আকাশ, আলো-ছায়া, বৃক্ষ আর পাখির এক সংবেদনশীল ভাষ্য।

এই বইয়ের প্রতিটি কবিতা যেন প্রকৃতির কাছ থেকে পাওয়া একেকটি চিঠি, যা পাঠকের হৃদয়ে ছুঁয়ে যাবে নিঃসন্দেহে। কখনো তা শীতল বাতাসের মতো প্রশান্তি দেবে, আবার কখনো প্রাকৃতিক দুর্যোগের মতো আলোড়িত করবে মনোজগত।

তিতাঞ্জলি শুধু প্রকৃতি নিয়ে লেখা একটি কাব্যগ্রন্থ নয়, এটি প্রকৃতিকে অনুভব করার এক নান্দনিক অভিজ্ঞতা। কবির সংবেদনশীল কলম এবং প্রাঞ্জল ভাষার মাধুর্যে বইটি হয়ে উঠেছে সকল প্রকৃতিপ্রেমীর জন্য এক দুর্লভ উপহার।

প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে আমরা আনন্দিত ও গর্বিত এমন একটি সৃজনশীল প্রয়াসের অংশ হতে পেরে। আশা করি, পাঠকসমাজ তিতাঞ্জলি’কে আপন করে নেবে এবং কবির এই কাব্যভ্রমণে সহযাত্রী হবে।

--------------------------প্রকাশক

আলহামদুলিল্লাহ।"এসো আলোর পথে"—এই নামটির মধ্যেই নিহিত আছে আহ্বান, আত্মজিজ্ঞাসা এবং আলোর অন্বেষণ। বর্তমান সময়ের অস্থিরতা ও...
09/07/2025

আলহামদুলিল্লাহ।
"এসো আলোর পথে"—এই নামটির মধ্যেই নিহিত আছে আহ্বান, আত্মজিজ্ঞাসা এবং আলোর অন্বেষণ। বর্তমান সময়ের অস্থিরতা ও নৈতিক অবক্ষয়ের যুগে ইসলামের নৈতিক শিক্ষা, শান্তির বাণী এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণের বার্তা পৌঁছে দেওয়াই এই গ্রন্থের মূল লক্ষ্য।
এই যৌথ কাব্যগ্রন্থে বিভিন্ন কবি তাদের কলমের আলোয় তুলে ধরেছেন তাওহীদ, রিসালাত, আখিরাত, মানবিকতা এবং ইসলামী চেতনার নানান দিক। প্রতিটি কবিতায় রয়েছে আত্মশুদ্ধির ডাক, অন্তরের জাগরণ এবং ঈমানের আলোয় জীবন গড়ার প্রেরণা।
সম্পাদনায় মোহাম্মদ আরজু মিয়া—যিনি পরিশ্রম, নিষ্ঠা ও হৃদয়ের গভীরতা দিয়ে এই সংকলনকে প্রাণ দিয়েছেন। তাঁর সুপরিকল্পিত সম্পাদনায় এই কাব্যগ্রন্থটি হয়ে উঠেছে একটি নান্দনিক ও ভাবনাময় প্রকাশনা।
আশা করি, "এসো আলোর পথে" গ্রন্থটি পাঠকের হৃদয়ে আলো জ্বালাবে, চিন্তার খোরাক জোগাবে এবং জীবনের পথে আলোকবর্তিকা হয়ে থাকবে।
– প্রকাশক

সন্ধান প্রকাশনী থেকে প্রকাশ হতে যাচ্ছে কবি “ আব্দুল হালিম ইবনে জালাল “ স্যারের একক কাব্যগ্রন্থ “এক বুক যন্ত্রণা “। বইটি ...
03/07/2025

সন্ধান প্রকাশনী থেকে প্রকাশ হতে যাচ্ছে কবি “ আব্দুল হালিম ইবনে জালাল “ স্যারের একক কাব্যগ্রন্থ “এক বুক যন্ত্রণা “। বইটি পাওয়া যাবে চলতি মাসের ২০ তারিখের পর থেকে ইনশাল্লাহ।
“এক বুক যন্ত্রণা”—শব্দ দু’টি যেন হাহাকার হয়ে বাজে পাঠকের অন্তরজুড়ে। এ কাব্যগ্রন্থ শুধু কিছু কবিতার সমষ্টি নয়, বরং একটি নিঃশব্দ আর্তনাদ, এক বিক্ষিপ্ত হৃদয়ের যাপনের কাব্যিক দলিল।
কবি আব্দুল হালিম ইবনে জালাল বিরহকে তুলে ধরেছেন এক অনন্য শৈলীতে—যেখানে ভালবাসা নেই, আবার পুরোপুরি বিচ্ছিন্নতাও নয়; বরং দুয়ের মাঝামাঝি এক ধূসর অঞ্চল, যেখানে প্রতিটি শব্দ কাঁদে, প্রতিটি পংক্তি বিষাদের কুয়াশায় মোড়ানো।
এই গ্রন্থের কবিতাগুলো পড়লে মনে হবে, যেন আমরা কারও না বলা কষ্টে শরিক হচ্ছি। অনুভব করব, একাকীত্ব কেবল একা থাকার নাম নয়, বরং এক বুক না বলা যন্ত্রণার সঙ্গী হয়ে চলার আর্তিময় এক যাত্রা।
প্রকাশক হিসেবে আমাদের বিশ্বাস, এই কাব্যগ্রন্থ পাঠকের অন্তর ছুঁয়ে যাবে। যাঁরা ভালোবাসা হারিয়েছেন, যাঁরা কারও অপেক্ষায় দিন গুনেছেন, যাঁরা নিঃশব্দ কান্নাকে ভাষা দিতে চান—“এক বুক যন্ত্রণা” তাঁদের জন্য এক আত্মিক সঙ্গী হয়ে উঠবে।
কবি ও পাঠকের মাঝে এই বিরহ-সেতুটি হয়ে ওঠার সুযোগ পেয়ে আমরা গর্বিত।
---------------প্রকাশক

১০-০৭-২০২৫ তারিখ পর্যন্ত কবিতা জমা নেওয়া হবে..........
30/06/2025

১০-০৭-২০২৫ তারিখ পর্যন্ত কবিতা জমা নেওয়া হবে..........

কবিতা শুধু অনুভবের নয়, আত্মারও উচ্চারণ। সেই উচ্চারণ যখন একক নয়, বরং বহুকণ্ঠে ধ্বনিত হয়—তখন তা হয়ে ওঠে এক গীতিময় স্বপ্নযা...
29/06/2025

কবিতা শুধু অনুভবের নয়, আত্মারও উচ্চারণ। সেই উচ্চারণ যখন একক নয়, বরং বহুকণ্ঠে ধ্বনিত হয়—তখন তা হয়ে ওঠে এক গীতিময় স্বপ্নযাত্রা। স্বপ্ন ছোঁয়া তেমনই এক যৌথ কবিতার সংকলন, যেখানে বহু হৃদয়ের না বলা কথা, ভালোবাসা, হাহাকার ও সম্ভাবনার কাব্যরূপ ফুটে উঠেছে একত্রে।

সম্পাদনায় এসএম নওশের-এর দক্ষ হাতে নির্বাচিত প্রতিটি কবিতা যেন স্বপ্নের কুয়াশায় জড়ানো বাস্তবতা। এখানে আছে একেকটি স্বপ্নের আলাদা রঙ, শব্দের আলাদা ঝংকার, কিন্তু সব মিলিয়ে একটি ঐক্যবদ্ধ অনুভূতির যাত্রাপথ।

এই গ্রন্থ শুধু পাঠের নয়, অনুভবেরও। আমরা বিশ্বাস করি, পাঠকের হৃদয়েও এই স্বপ্নেরা ছোঁয়া দিয়ে যাবে, কখনো নরম করে, কখনো শিহরিত করে।

এই স্বপ্নযাত্রায় সঙ্গে থাকার জন্য আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

—প্রকাশক

23/06/2025

ভাঙা হৃদয়ের সাতকাহন

কাব্যগ্রন্থে যাঁরা ৫/১০/১৫ টি করে কবিতা দিয়ে অংশগ্রহণ করবেন, নামের তালিকা দেওয়া হলো। আশা করছি যাঁরা কবিতা দিতে আগ্রহী-অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করবেন।

১/ বাঁধন সরকার
২/ মাহমুদা মৌসুমি
৩/ আর এইচ হৃদয়
৪/ কেরামত আলী
৫/ প্রদীপ চন্দ্র
৬/ জাহিদুল ইসলাম জাহিদ
৭/ সুহেলী নার্গিস

23/06/2025

ভাঙা হৃদয়ের সাতকাহন

উপরের এই আকর্ষণীয় নামের উপর ভিত্তি করে সন্ধান প্রকাশনার পক্ষ থেকে আবারও একটা যৌথ বইয়ের আয়োজন করা হয়েছে।

আপনি চাইলে ৫/১০/১৫ টি কবিতা দিয়ে সেই আয়োজনে অংশগ্রহণ করতে পারেন।

বিস্তারিত জানতে
01518609552

 #কবিতা_আহবান  #কবিতা_আহবাননবীন-প্রবীণ ১৫ জন কবিকে নিয়ে আসছে কাব্যগ্রন্থ.. ্যোৎস্না  #বইটিতে ১ জন কবির ৫/১০/১৫ টি করেবি...
21/06/2025

#কবিতা_আহবান #কবিতা_আহবান
নবীন-প্রবীণ ১৫ জন কবিকে নিয়ে
আসছে কাব্যগ্রন্থ..
্যোৎস্না
#বইটিতে ১ জন কবির ৫/১০/১৫ টি করে
বিরহ রোমান্টিক বা যে কোন বিষয় নিয়ে কবিতা থাকবে....
প্রত্যেক কবির ছবি ও সংক্ষিপ্ত পরিচিতি
প্রকাশ করা হবে।
আগ্রহী কবিগণ যোগাযোগ করুন।
#নিয়মাবলি:
১। অশ্লীল, রাষ্ট্রদোহী, ধর্মবিদ্বেষী কবিতা অগ্রহণযোগ্য।
২। কবিতা ০৬ থেকে ২৮ লাইনের মধ্যে সীমাবদ্ধ হতে হবে।
৩। বই ক্রয় করার মতো মন-মানসিকতা নিয়ে তারপর কবিতা দিবেন।
#শর্ত
১/ ৫ টি কবিতার জন্য ৫ কপি বই ক্রয় করতে হবে। যার মূল্য মাত্র ১২৫০ ৳
২/ ১০ টি কবিতার জন্য ১০ কপি বই ক্রয় করতে হবে। যার মূল্য মাত্র ২০৫০ ৳।
৩/ ১৫ টি কবিতার জন্য ১৫ কপি বই ক্রয় করতে হবে। যার মূল্য মাত্র ৩০৫০ ৳।
#উপহার_হিসেবে
সবার জন্য থাকবে সম্মাননা সনদপত্র। তাই এই সুযোগ হাত ছাড়া করবেন না।
আয়োজনে
সন্ধান প্রকাশনী
সম্পাদনায় : রিমা খান এ্যানী
৩৪ বাংলাবাজার, ঢাকা-১১০০

Address

38 Banglabazar Dhaka-1100
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sondhan Prokashoni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sondhan Prokashoni:

Share