
12/09/2025
#হে_মামনি_আমার
ফ্যামিনিস্ট রেভেলিউশান দিয়ে মুসলিম সমাজের ভারসাম্য ও সুকুন ধ্বংস করা হয়েছে। আর ফ্যামিনিস্ট মেজাজের হিজাবী ও বকধার্মিক দের দিয়ে ধ্বংস করা হয়েছে দ্বীনি পরিবারগুলোকে! এটা হল আখিরুয যামানের অন্যতম দাজ্জালীয় ফিতনা! যেখানে মেয়েরা পুরুষের পোশাক পড়ে, কাপড় পড়েও নগ্ন থাকে! দেহে হিজাব এলেও যেন ক্বলব নাপাকিয়ে পূর্ণ থাকে!!!!!!!
এই নাসিহাতটি আমার বোনের প্রতি, আমার মেয়ের প্রতি, তোমরা যদি এই দুই শ্রেণিভুক্ত হও ওয়াল্লাহি দুই জাহানে ক্ষতিগ্রস্ত হবা!
তাই নিজেদের খাদিজা, হাজেরা ও মারিয়াম (আ) বানাও।। উম্মে জামিল, নুহ ও লুতের স্ত্রী বানিও না।।। কেননা এক আল্লাহর দরবারে কোন ঢং বা ভনিতা চলে না!
ঘরে থাক। অনলাইনে এস না! এখানে প্রকৃত মুত্তাক্বি মানুষ আসেনা। আমরা? আমরা কোন মিসালেই পরিনা! স্মার্ট ফোন চালিও না!
দ্বীনদার শিক্ষিকাদের সাথে থাক।
তাদের দারসে বস। নিয়মিত তা'লিম কর।
প্রচুর দুয়া কর। কুরআন ও হাদিস বুঝে বুঝে পড়।
মহিয়সী নারী সাহাবী, তাবেয়ী ইমামদের মা ও বোনদের জীবণী পড়! তাদের মত হও। অন্তত হওয়ার চেষ্টাটুকু কর।
দুনিয়াদার বান্ধবি, গহনার দাস, বিত্তের দাস মহিলাদের এড়িয়ে চল। এমন পরিবেশেই যেও না। বাবার দুয়া নাও। মায়ের খেদমত কর। আত্মীয়তার হক্ব রক্ষা কর।
স্বামীর হক্ব আদায় কর। তার দুয়া নাও। খেদমত কর।
কষ্ট হলেও কর যদি তুমি জান সে সৎ ও দ্বীনদার। তার অসন্তুষ্টি থেকে রব্বের পানাহ চাও। সন্তানদের হক্ব আদায় কর। স্বামীর পরিবার ও আত্মীয়দের সম্মান কর। স্বামীর জন্য মানসিক প্রশান্তির কারণ হও। আযাব হইও না। নেককার স্বামীর সন্তুষ্ট ব্যতিত তুমি রব্বের সন্তুষ্টি পাবেনা।
ফ্যামিনিস্টদের ফাঁদে পড়না! তারা তোমার সাথে জান্নাতে যাবেনা। যারা স্বামীভক্ষক তারা অন্যের কাছে হাত পাততে বাধ্য হয়! স্বামীকে বার্ধক্যের আগেই বৃদ্ধ বানিও না।
নিজেকে খান্নাস বানিও না। বেয়াদবি করনা। কুতার্কিক হয়ে আমল ধ্বংস করনা। গীবত করনা। কারও বিশ্বাস নষ্ট করনা।
কিছু কিছু করে খাবার ও টাকা জমিও। মিসকিনদের হাত খালি ফিরিওনা। তাহাজ্জুদ ছেড়না। ফজরে ঘুমিয়ে থেকনা। সকালের তিলাওয়াত ছেড়ে দিও না।
আবেগে লাগাম দিও।
নিজের যত্ন নিও।
শরীরের মনের খাস করে ক্বলবের।
কত সুন্দরীর ক্বলব যে গান্দেগিতে ভরা তা কি তুমি জান? জানলে কেউ পাশেও ভিড়ত না! ক্বলবের যত্ন নাও। বড় মনে মানুষ হও। আল্লাহ তোমাকে ঈমাম বুখারীর মা মানিয়ে দেক! তুমি মুজাহিদ জন্ম দাও!
সবর করতে শিখ।
ঘরে সালাম দাও৷
নফল বাড়াও।
স্বামীকে সুকুন দাও।
সাদাকাহ কর।
যাকাত দাও।
আযানের সাথে নামাজ পড়।
রামাদান? আমলে দুরন্ত হও।
খাস পর্দা কর! স্বামীকে প্রণয় দাও!
দুনিয়াতে রাজরানী হও!
রবের জান্নাতে হাসো!!!
তোমার বাবা
Abu Taw Haa Muhammad Adnan