আবু ত্বহা মুহাম্মদ আদনান - Abu Taha Muhammad Adnan Unofficial

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আবু ত্বহা মুহাম্মদ আদনান - Abu Taha Muhammad Adnan Unofficial

আবু ত্বহা মুহাম্মদ আদনান - Abu Taha Muhammad Adnan Unofficial আবু ত্বহা মুহাম্মদ আদনান আনঅফিশিয়াল পেজ - এই পেজের কেউ হুজুরের সাথে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত নন!
(2)

12/09/2025

#হে_মামনি_আমার

ফ্যামিনিস্ট রেভেলিউশান দিয়ে মুসলিম সমাজের ভারসাম্য ও সুকুন ধ্বংস করা হয়েছে। আর ফ্যামিনিস্ট মেজাজের হিজাবী ও বকধার্মিক দের দিয়ে ধ্বংস করা হয়েছে দ্বীনি পরিবারগুলোকে! এটা হল আখিরুয যামানের অন্যতম দাজ্জালীয় ফিতনা! যেখানে মেয়েরা পুরুষের পোশাক পড়ে, কাপড় পড়েও নগ্ন থাকে! দেহে হিজাব এলেও যেন ক্বলব নাপাকিয়ে পূর্ণ থাকে!!!!!!!

এই নাসিহাতটি আমার বোনের প্রতি, আমার মেয়ের প্রতি, তোমরা যদি এই দুই শ্রেণিভুক্ত হও ওয়াল্লাহি দুই জাহানে ক্ষতিগ্রস্ত হবা!

তাই নিজেদের খাদিজা, হাজেরা ও মারিয়াম (আ) বানাও।। উম্মে জামিল, নুহ ও লুতের স্ত্রী বানিও না।।। কেননা এক আল্লাহর দরবারে কোন ঢং বা ভনিতা চলে না!

ঘরে থাক। অনলাইনে এস না! এখানে প্রকৃত মুত্তাক্বি মানুষ আসেনা। আমরা? আমরা কোন মিসালেই পরিনা! স্মার্ট ফোন চালিও না!

দ্বীনদার শিক্ষিকাদের সাথে থাক।
তাদের দারসে বস। নিয়মিত তা'লিম কর।
প্রচুর দুয়া কর। কুরআন ও হাদিস বুঝে বুঝে পড়।
মহিয়সী নারী সাহাবী, তাবেয়ী ইমামদের মা ও বোনদের জীবণী পড়! তাদের মত হও। অন্তত হওয়ার চেষ্টাটুকু কর।

দুনিয়াদার বান্ধবি, গহনার দাস, বিত্তের দাস মহিলাদের এড়িয়ে চল। এমন পরিবেশেই যেও না। বাবার দুয়া নাও। মায়ের খেদমত কর। আত্মীয়তার হক্ব রক্ষা কর।

স্বামীর হক্ব আদায় কর। তার দুয়া নাও। খেদমত কর।
কষ্ট হলেও কর যদি তুমি জান সে সৎ ও দ্বীনদার। তার অসন্তুষ্টি থেকে রব্বের পানাহ চাও। সন্তানদের হক্ব আদায় কর। স্বামীর পরিবার ও আত্মীয়দের সম্মান কর। স্বামীর জন্য মানসিক প্রশান্তির কারণ হও। আযাব হইও না। নেককার স্বামীর সন্তুষ্ট ব্যতিত তুমি রব্বের সন্তুষ্টি পাবেনা।

ফ্যামিনিস্টদের ফাঁদে পড়না! তারা তোমার সাথে জান্নাতে যাবেনা। যারা স্বামীভক্ষক তারা অন্যের কাছে হাত পাততে বাধ্য হয়! স্বামীকে বার্ধক্যের আগেই বৃদ্ধ বানিও না।

নিজেকে খান্নাস বানিও না। বেয়াদবি করনা। কুতার্কিক হয়ে আমল ধ্বংস করনা। গীবত করনা। কারও বিশ্বাস নষ্ট করনা।

কিছু কিছু করে খাবার ও টাকা জমিও। মিসকিনদের হাত খালি ফিরিওনা। তাহাজ্জুদ ছেড়না। ফজরে ঘুমিয়ে থেকনা। সকালের তিলাওয়াত ছেড়ে দিও না।

আবেগে লাগাম দিও।
নিজের যত্ন নিও।
শরীরের মনের খাস করে ক্বলবের।
কত সুন্দরীর ক্বলব যে গান্দেগিতে ভরা তা কি তুমি জান? জানলে কেউ পাশেও ভিড়ত না! ক্বলবের যত্ন নাও। বড় মনে মানুষ হও। আল্লাহ তোমাকে ঈমাম বুখারীর মা মানিয়ে দেক! তুমি মুজাহিদ জন্ম দাও!

সবর করতে শিখ।
ঘরে সালাম দাও৷
নফল বাড়াও।
স্বামীকে সুকুন দাও।
সাদাকাহ কর।
যাকাত দাও।
আযানের সাথে নামাজ পড়।
রামাদান? আমলে দুরন্ত হও।
খাস পর্দা কর! স্বামীকে প্রণয় দাও!

দুনিয়াতে রাজরানী হও!
রবের জান্নাতে হাসো!!!

তোমার বাবা
Abu Taw Haa Muhammad Adnan

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাকে Help করুন ঘটনাস্থলের লোকেশন - ৩০০ ফিট পার হইয়া রূপগঞ্জ থানা ভুলতা গাউছিয়া রোডে। ছেলেট...
12/09/2025

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাকে Help করুন ঘটনাস্থলের লোকেশন - ৩০০ ফিট পার হইয়া রূপগঞ্জ থানা ভুলতা গাউছিয়া রোডে।

ছেলেটির বিপদে পুলিশ ছাড়া কেউ এগিয়ে আসলো না??
কত মানুষ ছিলো, কারো কি বিবেকে একটু নাড়া দিলো না?

আমার বাসা কুমিল্লা জেলা লালমাই উপজেলা তে আমাদেরকে এরাওন্ড ৫-৬ রাওন্ড গু*লি করা হয় এবং চেনি দিয়ে কোঁ*প দিয়ে আামার হাতের একটি আংগুল ফেলে দেয়। আমার পায়ে ২ টা কোঁ-প দেয়,হাতে ৩ টা পিছনে ১ টা। আমার বন্ধু ফয়সাল কে মাথায় কো-প দেয় ৫-৮ টা সেলাই লাগে এবং হাতে পায়ে ওর বাসা ও কুমিল্লা চান্দিনাতে। আমার বাইক R15 v3 Indonesian এবং i phone 14 pro max নিয়ে যায়।

প্রথম 30 মিনিট কোন ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার আমাকে কোন Help করেনি উল্টো তারা বাস এর দরজা জনালা লাগিয়ে টান দিয়ে একের পর এক গাড়ি গুরিয়ে চলে যায়। একটা বাসায় গিয়ে ২ জন গার্ডকে 999 এ কল দেওয়ার জন্য বলি উনারা বলে কারো মোবাইলে টাকা নাই এমবি নাই। বলেছিলাম আমি আপনার ছেলের মতো তার পর উনারা মেইন গেইট খুলে আমাকে দাক্কা দিয়ে বের করে দেয়। তার ৫ মিনিটের মধ্যে একজন ট্রাক ড্রাইভার দাড়ায়। হেল্পার আমার বয়সি একটা ছেলে ওর মালিককে বলে ভাই ওরে বাচাও। তখন আমর হাত দিয়ে রক্ত ঝর ঝর করে পরতেছিল। তখন ওই ছেলে 999 এ কল দেয়। আমি সম্পন্ন ঘটনা পুলিশকে খুলে বলি। পুলিশ ১০ মিনিট এর মধ্যেই এসে আমাকে উদ্ধার করে এবং সবাই কে নিয়ে আমার বন্ধু কে ও উদ্ধার করি। তখন তারা আমাদের ২ জন কে অটো তে উঠাইয়া দেয় সব hospital এর ধারে ধারে ঘুরে সব বন্ধ। পুলিশ এসে অ্যাম্বুলেন্স কল দেয় আমাদের ২ জন কে এ উঠিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। এখন আমি কিভাবে কি করবো কিছুই বুঝতে পারছি না??

তার হেলমেটের ক্যামেরায় পুরো ভিডিও দেখলাম। খুবই ভয়ংকর অবস্থা। রাস্তায় কত গাড়ি, কত মানুষ গেলো কিন্তু কেউ এগিয়ে আসলো না?? আপনি যদি অন্যের বিপদে এগিয়ে না আসেন দেখবেন একদিন আপনিও এমন বিপদে পড়লে কাউকে পাশে পাবেন না। এইজন্য অন্যের বিপদে পাশে থাকলে নিজের বিপদেও পশে পাবেন।।।

বি: দ্র: ৩০০ ফিট রাস্তার শেষ প্রান্তে রূপগঞ্জ থানার,ভুলতা গাউছিয়া রোডে কাঞ্চন ব্রিজ পার হইয়ে ডাকাতির ঘটনা দেখে যা বুঝলাম বিপদে পুলিশ ছাড়া কেউ এগিয়ে আসলো না,

লেখাটি ডাকাতির হাত থেকে বেঁচে ফেরা মোটরসাইকেল চালক
Mixer jishan vhai এর

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:“সূর্য ও চাঁদ কারো মৃত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না। বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্...
07/09/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“সূর্য ও চাঁদ কারো মৃত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না।
বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সুতরাং তোমরা যখন এগুলো দেখবে, তখন সালাত আদায় করো এবং দোয়া করতে থাকো,
যতক্ষণ না তা শেষ হয়।”

- (সহিহ বুখারি, হাদিস: ১০৪৪; সহিহ মুসলিম, হাদিস: ৯০১)

06/09/2025

কথাগুলো

সরকারি কর্মকর্তা চোর না ডাকাত?
05/09/2025

সরকারি কর্মকর্তা চোর না ডাকাত?

#খবর ্রায় আড়াই কোটি টাকার সরকারি ওষুধ নষ্ট হয়েছে, সুনামগঞ্জ সদর হাসপাতালের স্টোরে। অথচ দরিদ্র ....

05/09/2025

আদনান ভাই ডক্টর জাকির নায়েক কে কি জিজ্ঞাসা করলেন শুনুন

05/09/2025

হিন্দুরা কেন মূর্তি পূজা করে?

এই জানোয়ারদের কি করা উচিত!!
04/09/2025

এই জানোয়ারদের কি করা উচিত!!

গভীর রাতে সবাই যখন ঘুমের দেশে, নোয়াখালীর এক গুণধর দেবর তখন ভাবীর বাসায় 'ওভারটাইম ডিউটি'তে ব্যস্ত। ভেবেছিলেন, ভাই বিদেশে,...
04/09/2025

গভীর রাতে সবাই যখন ঘুমের দেশে, নোয়াখালীর এক গুণধর দেবর তখন ভাবীর বাসায় 'ওভারটাইম ডিউটি'তে ব্যস্ত। ভেবেছিলেন, ভাই বিদেশে, লাইন তো পুরাই ক্লিয়ার! কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন, পাড়া-প্রতিবেশী নামক একদল সজাগ 'সিসিটিভি ক্যামেরা' ২৪/৭ চালু থাকে!

ঘটনা আর কিছুই না, দেবর-ভাবীর দীর্ঘদিনের "গোপন মিটিং" চলছিল এলাকাবাসীর নাকের ডগায়। সবাই ভাবতো, আহা! কী সুন্দর সম্পর্ক! দেবর তার ভাবীর কত খেয়াল রাখে! কিন্তু সেই খেয়াল রাখতে গিয়ে যে তারা নিজেরাই 'খেয়ালে' থাকবে না, তা কে জানতো!

যেই না গভীর রাতে কর্ম সম্পাদন করতে গিয়েছেন, অমনি এলাকাবাসী "রেড অ্যালার্ট" জারি করে হাতে-নাতে ধরে ফেললো। তারপর আর কী! সকালের নাস্তার বদলে জুটলো ঘরের খুঁটির সাথে রাজকীয় বাঁধন এবং সাথে মুখরোচক চুনকালির প্রলেপ। হিসেবে ছিল উত্তম-ম*ধ্য*ম নামক গণসংবর্ধনা!

তবে হাসি-ঠাট্টা বাদ দিয়ে সিরিয়াস কথায় আসি:
ব্যাপারটা হাসির হলেও এর পেছনের কারণটা কিন্তু কা*ন্নার। বিদেশে থাকা ভাইটা মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায় পরিবারের মুখে হাসি ফোটাতে, আর সেই পরিবারের সদস্যরাই তার পিঠে ছু*রি চা*লায়। যে দেবরকে ছোট ভাইয়ের স্নেহ দিয়ে আগলে রাখার কথা, সেই দেবরই হয়ে ওঠে ঘরের শ*ত্রু বিভীষণ।

এই প*র*কী*য়া নামক সামাজিক ব্যা*ধি আজ ক্যা*ন্সা*রের মতো ছড়িয়ে পড়েছে। এর জন্য শুধু একজন দায়ী নয়, আমাদের ঢিলেঢালা পারিবারিক শাসন, সন্তানদের খোঁজখবর না রাখা এবং নৈতিক শিক্ষার অভাবও অনেকাংশে দায়ী। একটা ভুলের কারণে পুরো পরিবারের সম্মান মাটিতে মিশে যায়।

এখন আপনাদের কাছে প্রশ্ন:
এই প*র*কীয়া নামক "ভাইরা*স" সমাজ থেকে দূর করার জন্য আপনার মূল্যবান ‘প্রেসক্রিপশন’ কী? খুঁটির সাথে বেঁধে উত্তম-ম*ধ্য*ম দেওয়া কি সঠিক সমাধান, নাকি এর চেয়ে ভালো কোনো ‘ট্রিটমেন্ট’ আছে?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আবু ত্বহা মুহাম্মদ আদনান - Abu Taha Muhammad Adnan Unofficial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category