Lifestyle By Shawon

Lifestyle By Shawon ভালো লাগলে পেইজে ফলো দিয়ে পাশে থাকুন।যেন অসহায় গরিব মানুষদের পাশে দাঁড়াতে পারি।

31/12/2025

যে যেখানেই থাকেন না কেন,দয়া করে কেউ আতশবাজি ফোটাবেন না🙏

31/12/2025

আগামীকাল থেকে আমরা সকল কাগজে ২৫ বাদ দিয়ে ২৬ লিখবো 🥰🥰🥰

Hey Everyone, Happy New Year 2026
31/12/2025

Hey Everyone, Happy New Year 2026

31/12/2025

বাইকের কার্বুরেটর সাধারণত পরিবর্তন করার পার্টস না, ঠিকভাবে মেইনটেন্যান্স করলে অনেক বছর চলে। তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে কার্বুরেটর পরিবর্তন করা দরকার হতে পারে।

🛠️ বাইকের কার্বুরেটর কখন পরিবর্তন করতে হয়?
1️⃣ বারবার সমস্যা হলে:
♦️বারবার ক্লিনিং/সার্ভিস করার পরও যদি
♦️স্টার্ট নিতে কষ্ট হয়
♦️ইঞ্জিন ঠিকমতো আরপিএম না ধরে
♦️গতি নিতে দেরি করে

2️⃣ জেট বা ভেতরের পার্টস নষ্ট হয়ে গেলে
জেট, নিডল, ফ্লোট চেম্বার বেশি ক্ষয় হলে রিপেয়ার টেকসই হয় না।

3️⃣ বডি ক্র্যাক বা লিক হলে
কার্বুরেটরের বডিতে ফাটল বা ফুয়েল লিক হলে পরিবর্তন করা ছাড়া উপায় নেই।

4️⃣ বেশি পুরোনো হয়ে গেলে
৭–১০ বছর বা খুব বেশি কিলোমিটার (৫০,০০০+ কিমি) চালানো হলে সমস্যা শুরু হতে পারে।

5️⃣ ভুল মডেলের কার্ব লাগানো থাকলে
ইঞ্জিন ক্যাপাসিটির সাথে ম্যাচ না করলে পারফরম্যান্স খারাপ হয়।

6️⃣ মডিফিকেশন করলে
বড় সিসি, রেসিং সেটআপ, ফ্রি ফ্লো এক্সহস্ট দিলে বড় বা আলাদা কার্ব লাগাতে হয়।

❌ কখন পরিবর্তন দরকার হয় না?
✔ শুধু মাইলেজ কম
✔ হালকা স্টার্ট সমস্যা
✔ একটু কার্বন জমা
➡ এসব ক্ষেত্রে কার্ব ক্লিনিং ও টিউনিংই যথেষ্ট

✅ টিপস
প্রতি ৬–৮ মাসে একবার কার্ব ক্লিনিং
ভালো মানের পেট্রোল ব্যবহার
এয়ার ফিল্টার নিয়মিত পরিষ্কার/পরিবর্তন

সবাই পোস্টটি বেশি বেশি শেয়ার করুন।।। শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন।।অন্যকেও জানার সুযোগ করে দিন।

30/12/2025

আগারগাঁও এখন আর আগের মত নাই।।।বেশ জম্ফা বানাইয়া ফেলছে।।অনেক জাক জমক হয়ে গেছে।। যা এখন ভালো লাগে না।।তবে যারা জাক জমক পছন্দ করেন তারা গিয়ে আড্ডা দিতে পারেন।বন্ধু অথবা পরিবার নিয়ে বিকেলে সময় কাটাতে পারেন।।

28/12/2025

এত রাতে অনেক বেশি কুয়াশা পরেছে।।।।আর বেশ ঠান্ডা 🥶🥶

28/12/2025

Good night everyone 🥰🥰

আমরা দুজন 🥰🥰❤️
28/12/2025

আমরা দুজন 🥰🥰❤️

27/12/2025

যে কাজের জন্য মিরপুরে আসলাম সে কাজ কিছুই হলো না।।।জাস্ট সময় নস্ট হলো😔😔

কুয়াশার চাদরে ঢাকা পুরো শহর🥶🥶🥶
27/12/2025

কুয়াশার চাদরে ঢাকা পুরো শহর🥶🥶🥶

26/12/2025

আজকে ভাই অবস্থা পুরাই খারাপ।এত কুয়াশা যে,মনে হচ্ছে সাজেকে চলে আসছি।।তবে যাই বলেন ভাই,ওয়েদার বেশ ভালো লাগছে। এমন ওয়েদার এর জন্যই কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে ঘুরতে যাই।।।আর আলহামদুলিল্লাহ সেটা আমি এখানে বসেই এ পাচ্ছি🥰🥰

25/12/2025

বাইকের চাকা (টায়ার) কখন পরিবর্তন করতে হয়—এটা বুঝতে নিচের লক্ষণগুলো খেয়াল করুন 👇

🛞 টায়ার পরিবর্তনের প্রধান লক্ষণ:

গ্রিপ কমে গেলে
– রাস্তায় পিছলে যায়
– ব্রেক করলে সহজে স্লিপ করে

ট্রেড (খাঁজ) উঠে গেলে
– টায়ারের উপরের দাগ/খাঁজ প্রায় নেই
– মসৃণ হয়ে গেলে

ফাটল বা কাট দেখা দিলে
– সাইডে বা উপরে ফাটল
– ছোট কাট থেকেও বাতাস লিক হতে পারে

বারবার বাতাস কমে গেলে
– ঠিক করার পরও দ্রুত হাওয়া বের হয়ে যায়
৫–৬ বছর হয়ে গেলে
– কম চালালেও রাবার শক্ত হয়ে যায়
– উৎপাদনের তারিখ দেখে বুঝবেন

বাইক কাঁপলে বা ব্যালেন্স নষ্ট হলে
– বিশেষ করে স্পিডে গেলে

⏱️ সাধারণ হিসেব মতে:
সামনের টায়ার: ২০,০০০ – ৩৫,০০০ কিমি
পিছনের টায়ার: ১৫,০০০ – ৩০,০০০ কিমি
(রাস্তাঘাট ও চালানোর অভ্যাস অনুযায়ী কম–বেশি হতে পারে)

সবাই পোস্টটি বেশি বেশি শেয়ার করুন।।
এমন পোস্ট অথবা ভিডিও পেতে পেইজটি ফলো দিয়ে পাশে থাকুন।।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lifestyle By Shawon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lifestyle By Shawon:

Share