Jisa

Jisa We make sure our customers satisfaction.
(1)

01/03/2025

🥀খোশ আমদেদ মাহে রমজান!🥀

🅁🄰🄼🄰🄳🄰🄽 🄼🅄🄱🄰🅁🄰🄺

Jisa's Beauty Store এর পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের আগাম আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ 🕌 🌙🌸

বিশ্বাস করেন! সারাজীবনের সকল গুনাহ মাফের জন্য প্রোডাক্টিভ একটা রমাদান পাওয়া অনেক বড় নেয়ামত। তাই এবারের রমাদান হোক জীবনের সেরা রমাদান।

রমাদান প্ল্যানার এর ছোট পরিকল্পনা সংগ্রহ করে ডিজাইন করলাম আলহামদুলিল্লাহ। এটা থেকে আইডিয়া নিয়ে আপনি আপনার মত উপযোগী আমল কমবেশি করে আপনার রমাদানের পরিকল্পনা সাজিয়ে নিতে পারেন।

সবাই বেশি বেশি আমল করবেন এবং দ্বীনের পথে স্থির থাকবেন ইনশাআল্লাহ। দু'আ করবেন আল্লাহ যেন আপনার এবং আমাদের ভালো কাজগুলো কবুল করেন।

ইফতারের মূল ইনগ্রিডিয়েন্ট হলো পরিবার 😊পারলে চেষ্টা করবেন একসাথে পরিবারের সাথে ইফতার করার।

🌙

23/02/2025

সামনের কিছুদিন একটু সাবধানে সাবধানে থাকবেন, বেঁচে থাকবেন। বিশেষ করে বড় শহরগুলোতে যাঁরা থাকেন।

আগামী কিছুদিন বড় বড় শহরগুলোতে অপ*রাধপ্রবণতা অত্যন্ত উদ্বেগজনকভাবে বেড়ে যাবে বলে ধারনা করছেন অপ*রাধ বিশেষজ্ঞরা। তাই কিছু সত*র্কতা অবলম্বন করলে, এই সময়ে নিজেকে সেফ রাখতে পারবেন।

১. সন্ধ্যের পর খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বাসা থেকে বের হবেন না।

২. রাতে দরজা, জানালা খুব ভালোভাবে চেক করে নেবেন, বন্ধ করেছেন কি না। দরজা বা জানালা কিংবা বারান্দায় দূর্বল কোনো স্ট্রাকচার থাকলে তা মেরামত করে নিন।

৩. এক দুই হাজারের বেশি ক্যাশ টাকা নিয়ে দিনে বা রাতে বাইরে হাঁটবেন না, সেটা যত স্বল্প দূরত্বেরই হোক না কেন।

৪. আপনার ব্যাংক কার্ড একান্তই প্রয়োজন না হলে সাথে রাখবেন না। কার্ডে যদি এনএফসি সার্ভিস এনাবল করা থাকে তবে ব্যাংকে কল করে তা বন্ধ করে নিন।

৫. দামী ফোন, ল্যাপটপ, প্যাড, ক্যামেরা বা অন্য কোনো দামী ডিভাইস নিয়ে বের হবেন না। আপাতত এগুলো বাসায় নিরাপদ জায়গায় রাখুন।

৬. মহিলারা দামী হোক, কমদামী হোক, কোনো গহনা পরে বের হবেন না। বিশেষ করে, কানে। কান ছিঁড়ে গহনা নিয়ে যাবার অসংখ্য রেকর্ড আছে।

৭. রাস্তায় ফোন বের করে টেপাটেপি করবেন না বা কথা বলবেন না।

৮. বাসে উঠলে জানালার পাশে না বসার চেষ্টা করবেন।

৯. উবার পাঠাওয়ে উঠলে, রাস্তায় দাঁড়িয়ে কিছু লোক দামাদামি করে, ওদের সাথে রাইড নেবেন না।

১০. সিএনজিতে উঠলেও ফোন, ব্যাগ সাবধানে রাখুন। সিএনজির পর্দা কেটে ছিন*তাই করতে দেখা গেছে অনেকগুলো।

১১. অপরচিত কারও সাথে একদম কথা বলবেন না।

১২. অপেক্ষাকৃত নির্জন রাস্তা দিয়ে কোনোভাবেই একা একা যাবেন না।

১৩. যদি মনে হয় কেউ আপনাকে ফলো করছে, মানসম্মানের ভ*য় না করে দৌড়ে কোনো জনসমাগমে চলে যান।

১৪. চিৎকার করে লোক ডেকে বা ৯৯৯ এ ফোন করে কোনো লাভ নেই। আমি নিজে এসব করে দেখেছি, কেউ আসে না। সবাই নীরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেখে শুধু।

উপরোক্ত কথাগুলো আমি কাউকে আতংকিত করার জন্য বলিনি, জনসচেতনার জন্য অভিজ্ঞতা শেয়ার করছি। মনে রাখবেন, আপনি চিৎকার করে মরে গেলেও পাশের বাসা থেকে একজনও বেরিয়ে আসবে না। সবাই বরং দরজা জানালা ভালো করে বন্ধ করে দেবে।

তাই নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে।

23/02/2025
20/02/2025
19/12/2024

পুরোনো দিনের চিন্তা ধারা থেকে আসুন আমরা সরে আসি! শুরুটা হোক আমাকে আপনাকে দিয়ে ✨

𝐍𝐈𝐎𝐑  𝐌𝐀𝐓𝐓𝐄 𝐋𝐈𝐏𝐒𝐓𝐈𝐂𝐊💋এটা একটা পেন্সিল  লিপস্টিক এটা ম্যাট ফিনিস দেয়, স্মাজ  হয় না, লিপস ড্রাই করে না !  খুব ইজিলি ক্যারি...
03/12/2024

𝐍𝐈𝐎𝐑 𝐌𝐀𝐓𝐓𝐄 𝐋𝐈𝐏𝐒𝐓𝐈𝐂𝐊💋

এটা একটা পেন্সিল লিপস্টিক এটা ম্যাট ফিনিস দেয়, স্মাজ হয় না, লিপস ড্রাই করে না !

খুব ইজিলি ক্যারি করা যায়, অনেক গুলো শেড আছে এটার।

💌𝗜𝗻𝗯𝗼𝘅 𝘂𝘀 𝗳𝗼𝗿 𝗰𝗼𝗻𝗳𝗶𝗿𝗺 𝘆𝗼𝘂𝗿 𝗼𝗿𝗱𝗲𝗿.
✅𝑾𝒆'𝒓𝒆 𝒑𝒓𝒐𝒗𝒊𝒅𝒊𝒏𝒈 𝒐𝒓𝒊𝒈𝒊𝒏𝒂𝒍 𝒃𝒓𝒂𝒏𝒅 𝒑𝒓𝒐𝒅𝒖𝒄𝒕𝒔.

𝗜𝗺𝗮𝗴𝗶𝗰 মোটামুটি সবাই এখন এই ব্রান্ডের সাথে পরিচিত,  এটি জনপ্রিয় একটি ব্রান্ড।😍😍 তবে Imagic foundation বিশেষ করে full cov...
22/11/2024

𝗜𝗺𝗮𝗴𝗶𝗰 মোটামুটি সবাই এখন এই ব্রান্ডের সাথে পরিচিত, এটি জনপ্রিয় একটি ব্রান্ড।😍😍

তবে Imagic foundation বিশেষ করে full coverage Foundation টা এক কথায় Joss ❤
Skin Tone এর সাথে একদম মিশে যায়, আর খুবই smoothly মিশে যায়।

𝗜𝗠𝗔𝗚𝗜𝗖 𝗙𝗔𝗖𝗘 𝗣𝗢𝗪𝗗𝗘𝗥🤩 Compact powder (2 # natural)𝑳𝒐𝒏𝒈 𝒍𝒂𝒔𝒕𝒊𝒏𝒈 𝙒𝙖𝙩𝙚𝙧𝙥𝙧𝙤𝙤𝙛𝘼𝙡𝙡 𝙨𝙠𝙞𝙣 𝙩𝙮𝙥𝙚 𝗙𝘂𝗹𝗹 𝗰𝗼𝘃𝗲𝗿𝗮𝗴𝗲 এই শেড উজ্জ্বল শ্যামল...
21/11/2024

𝗜𝗠𝗔𝗚𝗜𝗖 𝗙𝗔𝗖𝗘 𝗣𝗢𝗪𝗗𝗘𝗥🤩
Compact powder (2 # natural)
𝑳𝒐𝒏𝒈 𝒍𝒂𝒔𝒕𝒊𝒏𝒈
𝙒𝙖𝙩𝙚𝙧𝙥𝙧𝙤𝙤𝙛
𝘼𝙡𝙡 𝙨𝙠𝙞𝙣 𝙩𝙮𝙥𝙚
𝗙𝘂𝗹𝗹 𝗰𝗼𝘃𝗲𝗿𝗮𝗴𝗲

এই শেড উজ্জ্বল শ্যামলা থেকে ডার্ক স্কিনের সবাই ব্যবহার করতে পারবেন । অল স্কিন টাইপ
অর্ডার কনফার্ম করতে বা আরো বিস্তারিত জানতে কল করুন 01849-499412 আমাদের কাষ্টমার কেয়ার নাম্বারে। সারাদেশে হোমডেলিভারি সার্ভিস রয়েছে । শপিং করুন ঘরে বসেই।

Address

Eskaton Road Meena Bazar
Dhaka
ESKATONROAD

Telephone

+8801849499412

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jisa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jisa:

Share