Jewel’s World

Jewel’s World Hi, this is Ahmed Jewel's world..i am a vlogger, i have YouTube channel, please follow me to get my videos Everytime.

Hi, this is Ahmed Jewel's world..i am a blogger, i have YouTube channel, please follow me to get my videos Everytime.

23/04/2025

"You deserve better" বলে পৃথিবীতে কিছুই নাই।

দিনশেষে আল্লাহ আপনাকে যা দিয়েছে তার থেকে এক বিন্দু বেশিও কেও কিচ্ছু deserve করে না।
সেটা হোক দুঃখ ,সুখ ,ভালবাসা , সূস্থ্যতা ,সৌন্দর্য,কিংবা Success.

আমাদের শুধু উনার কাছে হাত তুলে চাওয়ার এখতিয়ার আছে।এর বাইরে কাওকে নিয়ে কিছু মন্তব্য করাটাই অনধিকার চর্চা।
না! না! থুক্কু "অপরাধ"।

19/03/2025

আল -কুদস জি |হা দের মাধ্যমে মুক্ত হবে। কিন্তু এই জি| হা দের দরজা কেউ এসে আপনার জন্য খুলে দিবে না।
এমনকি আসমান থেকে ফেরেশতা নেমে এসে আপনার জন্য জি|হা দের দরজা খুলে দিবে না—

জি|হা দের দরজা খুলতে হবে তাওহীদ আর হাদিদ এর শক্তি দিয়ে। খুলতে হবে না ভাঙতে হবে এটা_

আল -কুদসের দাম অনেক বেশি এত সস্তা না—

আসিফ আদনান (হাফিঃ)

যে সম্পর্কগুলো যোগাযোগহীনতায় নষ্ট হয়ে গেছে; তাদের কথা মনে পড়লে অভিমান হয়।কত সময়ের বিনিয়োগ, কত এফোর্ট, কত যত্নের যোগফলে এ...
13/03/2025

যে সম্পর্কগুলো যোগাযোগহীনতায় নষ্ট হয়ে গেছে; তাদের কথা মনে পড়লে অভিমান হয়।

কত সময়ের বিনিয়োগ, কত এফোর্ট, কত যত্নের যোগফলে একটা সম্পর্ক বড় হয়ে উঠে,
অথচ কত ঠুনকো বিষয় নিয়ে সম্পর্কের মাঝ দিয়ে বয়ে যায় দূরত্বের নদী।

এমন কত ভাল সম্পর্কের সাথে কোন কারন ছাড়াই যোগাযোগ নেই।
এখন আর কথা হয়না, শব্দ শুনতে পাইনা, দেখা নাই, ছোঁয়া হয়না।

কারনে মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হয়; তারচেয়েও বেশি মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হয় অকারনে।
আমার এক বন্ধুর কথা মনে পড়ে, যার সাথে আমার অজস্র স্মৃতি জমে আছে।
অজস্র সময় খরচ করে জমেছে স্মৃতির আস্তরন, অথচ এখন আর কারো কাছে কারো খবর নেই।
কারো ভাল কিংবা খারাপ সংবাদ আর কারো কানে পৌঁছায়না। কোথায় আছে, কে জানে! কেমন আছে!

এই যে জীবনের সাথে ঘনিষ্ঠতা বাড়তে বাড়তে ব্যস্ততার সাথে সম্পর্ক গড়ে উঠে,
নতুন নতুন মানুষ আসে আর পুরাতন মানুষ হারায়ে যায়; আমার অবসরে ভীষন মন খারাপ লাগে।🖤

28/01/2025

মাঝে মাঝে হাহাকার লাগে, মানসিক ভাবে বিধস্ত লাগে।
যা কাউরে এক্সপ্লেইন করা যায় না...

মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন।মেপে চলুন। কেউ যদি বলে 'বেশি কথা বলে', তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন...
27/11/2024

মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন।মেপে চলুন। কেউ যদি বলে 'বেশি কথা বলে', তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন।যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ তখন শুধু শুনুন।বলতে চাইবেন না।
কথা বলতে চাওয়া ,দেখা করতে চাওয়ার যে তেষ্টা; তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায়। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না।
একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয় এটা বুঝে গেলেই ঘ্যানঘেনে ভাবটা চলে যাবে।
"তাকে ভালোবাসি কিন্ত একসাথে যাপন চাই না" কারো প্রতি এইরকমভাবে আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছু নেই। আগ্রহ চলে গেলেই, "হলেই হলো" এমন একটা ভাব নিয়ে দিব্য ঘুরে বেড়ানো যায়। কে কি বলল, কে কি ভাবলো এগুলো নিয়ে বিরাট রকমের মাথাব্যথা আর হয় না। মনে হয়, যে যেটা জানে জানুক। সমস্যা নেই। কেউ আমার লাইফটা লিড করছে না।
অন্যের কাছে গুড ভাইভস্ বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইভস্ বজায় রাখতে রাখতে অনেকে মাঝবয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে।
আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়েনা।
নিজের মধ্যে প্রচন্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে। পজেটিভ মানুষ যেমন দেখতে সুন্দর তেমনই তার স্ট্রাগেল বেশি।
"অনুভূতি দিয়ে কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন।" ছোটোবেলার পড়া এই সহজ ব্যাকরণ টা এইবারে আয়ত্ব করে নিন। ঝগড়াঝাটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ-বাক্যের ঘনঘটা কমে আসলে মন খারাপগুলো থিঁতিয়ে যায়।
নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত । এর মধ্যে ছিঁটেফোঁটা বাড়তি ইমোশন থাকবে না।
যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতো গুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন। কোনো মেকি বাঁধন রাখবেন না। যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন একটা সুন্দর ভবিষ্যতের দায়ে। নিজের শান্তি বজায় রাখার জন্য একপ্রকার মরিয়া হয়ে উঠুন।

21/10/2024

প্রকৃতি কেন এতো সুন্দর 💚🤍🖤

08/10/2024

আগেই তোরে কইছিলাম মিথ্যা কথা বলিস না। মিছা কথা কইয়া তুই জনগণ রে চ্যাতাইস না। 😁

06/12/2023

When nature can describe everything 🙂

06/08/2023

তুমি এই রোদের মতো আমি তোমায় মাখছি গো 🖤

07/05/2023

Nothing to say about the moon 🥰
Just amazing 🖤

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Jewel’s World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jewel’s World:

Share

Category