13/03/2025
যে সম্পর্কগুলো যোগাযোগহীনতায় নষ্ট হয়ে গেছে; তাদের কথা মনে পড়লে অভিমান হয়।
কত সময়ের বিনিয়োগ, কত এফোর্ট, কত যত্নের যোগফলে একটা সম্পর্ক বড় হয়ে উঠে,
অথচ কত ঠুনকো বিষয় নিয়ে সম্পর্কের মাঝ দিয়ে বয়ে যায় দূরত্বের নদী।
এমন কত ভাল সম্পর্কের সাথে কোন কারন ছাড়াই যোগাযোগ নেই।
এখন আর কথা হয়না, শব্দ শুনতে পাইনা, দেখা নাই, ছোঁয়া হয়না।
কারনে মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হয়; তারচেয়েও বেশি মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হয় অকারনে।
আমার এক বন্ধুর কথা মনে পড়ে, যার সাথে আমার অজস্র স্মৃতি জমে আছে।
অজস্র সময় খরচ করে জমেছে স্মৃতির আস্তরন, অথচ এখন আর কারো কাছে কারো খবর নেই।
কারো ভাল কিংবা খারাপ সংবাদ আর কারো কানে পৌঁছায়না। কোথায় আছে, কে জানে! কেমন আছে!
এই যে জীবনের সাথে ঘনিষ্ঠতা বাড়তে বাড়তে ব্যস্ততার সাথে সম্পর্ক গড়ে উঠে,
নতুন নতুন মানুষ আসে আর পুরাতন মানুষ হারায়ে যায়; আমার অবসরে ভীষন মন খারাপ লাগে।🖤