Last Note

Last Note لا اله الا الله محمد رسول الله.

07/06/2025

Eid mubarak 🌙

সত্যি আজকে আর কান্না ধরে রাখতে পারলাম না।মাদ্রাসা ছুটি হয়ে যাওয়ার পরেও এরকম কিছু বাচ্চা মাদ্রাসায় পরে থাকে । সবাই বাড...
04/06/2025

সত্যি আজকে আর কান্না ধরে রাখতে পারলাম না।

মাদ্রাসা ছুটি হয়ে যাওয়ার পরেও এরকম কিছু বাচ্চা মাদ্রাসায় পরে থাকে । সবাই বাড়িতে চলে যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করি বাবা তুমি এখন কি করবা তখন বলে হুজুর আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই আমি মাদ্রাসাতেই থাকি । তখন সে কান্না করতে করতে মাদ্রাসার এক কর্নারে গিয়ে ঘুমিয়ে পরে!

এরকম অনেক এতিম বাচ্চারা মাদ্রাসা ছুটি হওয়ার পরেও তারা থেকে যায় মাদ্রাসায়। আপনাদের সহযোগিতা ভালোবাসা ও দান সদকার মাধ্যমে চলে তাদের জীবন । সবাই দোয়া করবেন আল্লাহ যেন এদেরকে কোরআনের হাফেজ আলেম হিসাবে কবুল করেন!😥😥

আমিন 🤲🤲
সংগৃহীত কপি পোস্ট

কিয়ামতের দিন ইমানদারগণ এভাবেই আরশে আজীমের ছায়ায় আশ্রয় নিবে❣️
02/06/2025

কিয়ামতের দিন ইমানদারগণ এভাবেই আরশে আজীমের ছায়ায় আশ্রয় নিবে❣️

With Thoughts of Billal – I just got recognized as one of their top fans! 🎉
31/05/2025

With Thoughts of Billal – I just got recognized as one of their top fans! 🎉

_নোয়াখালী হাতিয়ার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন, তলিয়ে গেছে নিঝুমদ্বীপ, আল্লাহ রহম করুন.. ! 🤲নোয়াখালী বাসিকে হেফাজত...
29/05/2025

_নোয়াখালী হাতিয়ার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন, তলিয়ে গেছে নিঝুমদ্বীপ, আল্লাহ রহম করুন.. ! 🤲

নোয়াখালী বাসিকে হেফাজত করেন আল্লাহ 💔

Best water in the world.💦🖤Zamzam ❤️
28/05/2025

Best water in the world.💦🖤
Zamzam ❤️

কাছিকাটা ১০ নং ব্রীজ এর পাশে মটরসাইকেল এবং নছিমন এর মুখমুখি  সংঘর্ষ। মটরসাইকেল  আরোহী  নিহতমটরসাইকেল আরোহী  এর বাসা ঢাকা...
28/05/2025

কাছিকাটা ১০ নং ব্রীজ এর পাশে মটরসাইকেল এবং নছিমন এর মুখমুখি সংঘর্ষ।
মটরসাইকেল আরোহী নিহত
মটরসাইকেল আরোহী এর বাসা ঢাকা
শশুর বাড়ি বড়াইগ্রাম। শশুর বাড়িতে আসতেছিলো, করতাহলে আপনার মায়ের কি হবে?
আপনার ছোট বাচ্চাটা কেমনে বাঁচবে?😥

ভাইরে…

রাস্তা ঘাটে গাড়ি চালানোর সময় একটুখানি দেখেশুনে চালান, ভাইরে।
আজকে যদি আপনি মারা যান,
তাহলে আপনার মায়ের কি হবে?
আপনার ছোট বাচ্চাটা কেমনে বাঁচবে🙃

একটু তাড়াহুড়ো কম করেন,
একটু ব্রেকটা আগেভাগে ধরেন,
একটু মাথা ঠাণ্ডা রাখেন🙂

গাড়ি চালাইতে গিয়া যদি আপনার জীবনটাই না থাকে,
তাহলে তাড়াহুড়ো কিসের?
আপনার জন্য কেউ ঘরে অপেক্ষা করে থাকে—
মা, বাবা, ভাই, বোন, বউ, বাচ্চা…

আপনার এক সেকেন্ডের অসতর্কতায়
একটা পরিবারের পৃথিবী অন্ধকার হইয়া যায়💔😥।

ভাইরে, প্লিজ... একটু হুশ কইরা চালান।
জীবনটা অনেক দামী।
এমন ঘটনা যেন কারো সঙ্গে না ঘটে

শিশু দেবরকে গলাটিপে হত্যার পর বালতির পানিতে চুবিয়ে রাখে ভাবী;পরিবার ভাবে বালতির পানিতে পড়ে মৃত্যু ; অতঃপর প্রবাসী স্বাম...
28/05/2025

শিশু দেবরকে গলাটিপে হত্যার পর বালতির পানিতে চুবিয়ে রাখে ভাবী;পরিবার ভাবে বালতির পানিতে পড়ে মৃত্যু ; অতঃপর প্রবাসী স্বামীর সাথে মোবাইল ফোন কথোপকথনে শিশু আতিক এর মৃত্যুর মূল রহস্য বলে ফেঁসে গেলেন ভাবী; মৃত্যুর এক বছর পর মরদেহ উত্তোলন। 😭

বিস্তারিত কমেন্টে

28/05/2025

আল্লাহ সবার হজ্জ কবুল করুক আমিন ❤️

ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ(একটি সত‍্য ঘটনা)একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য।যেইমাত...
27/05/2025

ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ
(একটি সত‍্য ঘটনা)
একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য।
যেইমাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো, তার নাম নিয়ে নিরাপত্তা-সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল।
নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল:
“একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে।”
এই সময়ে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল, আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল।
কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয়… কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হল না। প্লেন চলতে শুরু করল এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল!
অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল:
“মন খারাপ কোরো না, হয়তো এটা তোমার কপালে ছিল না।”
কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস। সে উত্তর দিল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”
হঠাৎ… খবর এলো, প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে!
প্লেন ফিরে এলো, মেরামত করা হলো… কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হল না।
অফিসার আবার বলল:
“হয়তো তোমার ভাগ্যে নেই।”
কিন্তু আমের ছিল দৃঢ়প্রতিজ্ঞ, স্থির ও দৃঢ়চেতা। সে বলল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”
প্লেন আবার উড়ে গেল… কিছুক্ষণ পর আরেকটি খবর এলো:
প্লেনে আবারও সমস্যা হয়েছে!
এবার নিজেই পাইলট বললেন:
“আমি আর উড়ব না, যতক্ষণ না আমের প্লেনে ওঠে।”
শেষ পর্যন্ত… আমের প্লেনে উঠল, সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করল —
তার আনন্দ ছিল বর্ণনার বাইরে!

“আল-কাহّহার” — এটি আল্লাহর সুন্দর নামসমূহের একটি।
এর অর্থ:
তিনি কারণগুলোকেও পরাস্ত করেন।
আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন, কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য।

তাই “কীভাবে”, “কখন” — এসব নিয়ে বেশি চিন্তা কোরো না…
যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান,
বিশ্বাস করো…
তিনি পরিস্থিতি উল্টে দেবেন, তোমার পথ সহজ করে দেবেন,
এমনকি অসম্ভবকেও বাস্তবে রূপ দেবেন।
শর্ত একটাই:
নিয়ত হোক পবিত্র, আর ঈমান হোক অটল।
💙
কালেক্টেড

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Last Note posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Last Note:

Share