Health Doctor BD

Health Doctor BD সকলের সুসাস্থ্য কামনায় পরিপূর্ন সুস্থ্যতা আল্লাহ্ পাকের কোটি কোটি নেয়ামত!
আল্লাহ্ আমাদের সকলকে পরিপূর্ন সুস্থ্য থাকার তৈফিক দান করুন (আমিন)

28/05/2025

প্রথম আয়াতের ‘দশ রাত’ এবং দ্বিতীয় আয়াতের ‘নির্দিষ্ট দিনগুলো’ থেকে জিলহজ মাসের প্রথম দশককেই বোঝানো হয়েছে।

অন্যদিকে হাদিসে এ মাসের প্রথম ১০ দিনকে শ্রেষ্ঠতম দিন বলা হয়েছে। যেমন হজরত ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেছেন, ‘এমন কোনো দিন নেই যার আমল জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল থেকে আল্লাহর কাছে অধিক প্রিয় হবে।’ প্রশ্ন করা হলো, ‘হে আল্লাহর রাসূল সা.! আল্লাহর পথে যুদ্ধ করা থেকেও কি অধিক প্রিয়?’ রাসূল সা. বললেন, ‘হ্যাঁ, যুদ্ধ করা থেকেও অধিক প্রিয়। তবে যদি এমন হয় যে ব্যক্তি তার জানমাল নিয়ে আল্লাহর পথে বের হলো এবং এর কোনো কিছুই ফেরত নিয়ে এলো না।’ (বুখারি ও তিরমিজি)

হাদিসের আলোকে এ দিনগুলোতে আমাদের করণীয় আমলসমূহ সম্পর্কে সংক্ষেপে জেনে নিই—

অধিক পরিমাণে নেক আমল

এই দশ দিনে অত্যধিক আমলে সালেহ তথা উত্তম আমল করা। কেননা, এ দিনগুলোতে যে আমল করা হয়, তা আল্লাহ তাআলার নিকট অন্য যেকোনো দিনের আমলের চেয়ে অধিক প্রিয়। জিকির, কোরআন তিলাওয়াত, নফল নামাজ ও নফল-রোজা সবই এর অন্তর্ভুক্ত।

বেশি পরিমাণে জিকির করা

এই দিনগুলোতে অধিক পরিমাণে জিকির করা উচিত। বিশেষত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ও আলহামদুলিল্লাহ পাঠে নিমগ্ন হওয়া চাই।

আল্লাহর নবী সা. হাদিসে ইরশাদ করেন, ‘আল্লাহ তায়ালার নিকট জিলহজের প্রথম দশকের আমলের চেয়ে অধিক মহৎ ও প্রিয় আমল আর নেই। সুতরাং তোমরা এ দিনগুলোতে বেশি বেশি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ ‘আল্লাহু আকবার’ ও ‘আলহামদুলিল্লাহ’ পড়। (মুসনাদে আহমাদ, হাদিস : ৫৪৪৬)

নখ-চুল ও পশম ইত্যাদি না কাটা

জিলহজের চাঁদ ওঠার পর এই দশ দিন কোরবানি আদায় করা পর্যন্ত শরীরের কোনো প্রকার চুল-পশম ও নখ না কাটা মুস্তাহাব। এ বিষয়ে বর্ণিত সকল হাদিস এবং সাহাবায়ে কেরাম ও তাবেয়িদের আমল থেকে প্রতীয়মান হয় যে, যারা কোরবানি করবেন এবং যারা সামর্থ্যের অভাবে কোরবানি করবেন না— সবার জন্যই এই আমল করা উত্তম।

তবে যে ব্যক্তি কোরবানি করবে, তার জন্য এ আমলটি তুলনামূলক অত্যাধিক গুরুত্ব রাখে।

আল্লাহর নবী সা. বলেন, ‘যখন তোমরা জিলহজের চাঁদ দেখতে পাও এবং তোমাদের কেউ কোরবানি করতে চায়, সে যেন— তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। (মুসলিম, হাদিস : ১৯৭৭)

অন্য হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) এক ব্যক্তিকে বললেন— আমাকে কোরবানির দিন ঈদ পালনের আদেশ করা হয়েছে, যা আল্লাহ এ উম্মতের জন্য নির্ধারণ করেছেন। লোকটি বলল, হে আল্লাহর রাসুল! যদি আমার কাছে শুধু একটি মানিহা থাকে (অর্থাৎ অন্যের থেকে নেওয়া দুগ্ধ দানকারী উটনী) আমি কি তা দিয়ে কোরবানি করব? নবীজি (সা.) বললেন- না, তবে তুমি নখ, চুল ও মোঁচ কাটবে এবং নাভির নীচের পশম পরিস্কার করবে। এটাই আল্লাহর দরবারে তোমার পূর্ণ কোরবানি বলে গণ্য হবে। (সহিহ ইবনে হিব্বান, হাদিস : ৭৭৩, ৫৯১৪)

এমনকি সাহবায়ে কেরাম ও তাবেয়িরাও এ দিনগুলোতে শিশুদের চুল-নখ কাটা অপছন্দ করতেন। আবদুল্লাহ ইবনে উমর (রা.) এক নারীর পাশ দিয়ে অতিক্রম করছিলেন। ওই নারী জিলহজের দশকে ছেলের চুল কেটে দিচ্ছিলেন। তখন তিনি বললেন, সে যদি কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করত— অনেক ভালো হতো। (মুস্তাদরাকে হাকিম, হাদিস : ৭৫৯৫)

প্রথম দিন থেকে নবম দিন রোজা

সম্ভব হলে জিলহজের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা। বা এরমধ্যে যে কয়দিন সম্ভব হয়— রোজা রাখা। তবে নয় তারিখ অর্থাৎ, ঈদের আগের দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করা। কেননা এই এক দিনের রোজার ফলে এক বছর আগের ও এক বছর পরের মোট দুই বছরের গোনাহ মাফ করে দেওয়া হয়।

আল্লাহর নবী সা. বলেন, ‘আমি আশা করি, আরাফার দিন অর্থাৎ জিলহজের নয় তারিখের রোজার ফলে— আল্লাহ তাআলা এক বছর আগের ও এক বছর পরের গোনাহ মাফ করে দেবেন। (মুসলিম, হাদিস : ১১৬২)

জিলহজের প্রথম নয় দিন— রোজা রাখার বিষয়ে একাধিক হাদিস বর্ণিত হয়েছে, যেগুলো সনদের বিচারে দুর্বল হলেও মুহাদ্দিসগণ এ গুলোকে সমষ্টিগতভাবে আমলযোগ্য বলেছেন। (লাতায়িফুল মাআরিফ; ইমাম ইবনে রজব হাম্বলি, পৃষ্ঠা : ৩৫২-৩৫৩ )

তাকবিরে তাশরিক পাঠ

জিলহজের নয় তারিখ ফজরের নামাজের পর থেকে তের তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজের পর পুরুষদের জন্য উচ্চস্বরে আর মহিলাদের জন্য নিম্নস্বরে তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব।

পুরুষরা ঈদের নামাজে যাওয়ার সময়ও উচস্বরে তাকবিরে তাশরিক পাঠ করবে। তাকবিরে তাশরিকের জন্য বিভিন্ন শব্দ হাদিস শরিফে উল্লেখিত হয়েছে। তার মধ্যে সর্বোত্তম ও সর্বজনবিদিত পাঠ হলো এই—

الله أكبر، الله أكبر، لا إله إلا الله، و الله إكبر، الله أكبر، و لله الحمد

উচ্চারণ : আল্লাহু আকবার, আল্লাহু আকবার; লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার; ওয়া লিল্লাহিল হামদ। (মুসান্নাফে ইবনে আবি শায়বাহ, হাদিস : ৫৬৯৬-৫৬৯৯; সুনানু ইবনিল মুনযির : ৪/৩৪৯)

কোরবানি করা

কোরবানি করা জিলহজের অন্যতম মহৎ ও গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর রাসুল সা. বলেছেন, ‘যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে, কিন্তু কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয়।’ (মুসতাদরাকে হাকিম, হাদিস : ৭৬৩৯)

20/05/2025

উত্তম স্বামী-স্ত্রী সবসময় একে অপরের সাথে সম্মানের সাথে আচরণ করে ❤️‍🩹🥀

কিভাবে বুঝবেন শরীরে আয়রনের ঘাটতি
24/04/2025

কিভাবে বুঝবেন শরীরে আয়রনের ঘাটতি

শরীরে আয়রনের ঘাটতিতে নারীরাই বেশি ভোগেন। পর্যাপ্ত আয়রনের অভাবে শরীরের স্বাভাবিক কার্যকলাপ বিঘ্নিত হয়। আয়রনের ঘ...

খারাপ ভাবনা খুবই খারাপ একটি প্রভাব ফেলতে পারে মানুষের জীবনে,, এই বদমাশ টাকে আমরা সবাই খুবই হালকা ভাবে নেই কিন্তু আমি একট...
23/04/2025

খারাপ ভাবনা খুবই খারাপ একটি প্রভাব ফেলতে পারে মানুষের জীবনে,, এই বদমাশ টাকে আমরা সবাই খুবই হালকা ভাবে নেই কিন্তু আমি একটি হাদিস শুনেছি যেখানে বলা হয়েছে হযরত মোহাম্মদ (স) এরশাদ করেছেন বদ নজর এতই খারাপ যে মানুষকে কবর দিয়ে নিয়ে যেতে পারে 😱

তাই সবাইকে রিকোয়েস্ট করব আপনারা যদি আপনাদের বাচ্চাদের মাঝে হঠাৎ করেই এরকম পরিবর্তন দেখতে থাকেন সতর্ক হয়ে যান,,,,

সোশাল মিডিয়া তেও নিজের ও নিজের পরিবারের দেহ প্রদর্শন থেকে বিরত থাকুন।
---সংগৃহীত

13/04/2025

ভাই আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক (আমিন)

যেসব খাবার খাবেন ভিটামিন ডির ঘাটতি পূরণে
13/04/2025

যেসব খাবার খাবেন ভিটামিন ডির ঘাটতি পূরণে

সূর্যের আলোতে ভিটামিন ডি পাওয়া যায়। সূর্যালোক থেকে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। ভিটামিন ডি-র সবচেয়ে ভা...

সৌন্দর্য কেবল বাহ্যিক নয়
12/04/2025

সৌন্দর্য কেবল বাহ্যিক নয়

সৌন্দর্য একটা প্যারামিটার। সবসময় বাহ্যিক সৌন্দর্য দিয়ে লোকে বিচার করে অধিকাংশ সময়ে। বাহ্যিক সৌন্দর্য দিয়ে যে ম.....

22/03/2025

তোমার বিপদের দিনে যে নিরপেক্ষ অথবা চুপ থাকে তাকে কোনদিন বন্ধু ভেবোনা।
—হযরত আলী (রা:)

17/03/2025

রমজানে গুনা করতে ইচ্ছে হলে এই কল্পনা করবে – আল্লাহ্ যদি জিঞ্জেস করেন আমি তোমার জন্য শয়তানকে পর্যন্ত বেধে রাখলাম। সামান্য চেষ্টা করলেই গুনাহ থেকে বাচতে পারতে। আমার সন্তুষ্টির জন্য এই সামান্য চেষ্টাটুকু করতে পারোনি? আমার হুকুম তোমার কাছে এতটাই তুচ্ছ ছিল? কি জবাব দিবে?
মুফতি আবু সালেহ মোহাম্মদ (হাফি:)

আমিন
06/02/2025

আমিন

আলহামদুলিল্লাহ, আল্লাহ কোন নিয়ামত কে আপনি অস্বীকার করবেন
28/01/2025

আলহামদুলিল্লাহ, আল্লাহ কোন নিয়ামত কে আপনি অস্বীকার করবেন

Address

Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Health Doctor BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Health Doctor BD:

Share