
24/01/2025
হ্যালো রংপুরঃ জেগে ওঠো রংপুরের ছেলে-মেয়েরা বিয়ের শক্তিতে!
এবার রংপুরে; আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন তাদের প্রশংসিত উদ্যোগ "বিয়ে আপনার, খরচ আমাদের" নিয়ে আসছে রংপুরে। এটি এমন একটি মহৎ উদ্যোগ যেখানে বিয়ের সব খরচ বহন করবে ফাউন্ডেশন, যাতে যৌতুকমুক্ত এবং সুন্নাহসম্মত বিয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়।
কেন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ?
✔️ যৌতুক প্রথা রোধ করা।
✔️ দেনমোহর সহজে আদায়ের প্রচলন।
✔️ সুন্নাহ অনুযায়ী বিয়েকে সহজ করা।
বিয়েতে যা থাকছে:
1. বর-কনের জন্য পোশাক।
2. কনের সাজসজ্জা।
3. বিবাহ রেজিস্ট্রেশনের খরচ।
4. অতিথিদের জন্য খাবার।
5. কমিউনিটি সেন্টার ভাড়া।
6. কক্সবাজার ফ্রি হানিমুন প্যাকেজ।
7. প্রয়োজনে পরবর্তী কাউন্সেলিং সেবা।
আয়োজনের তারিখ ও রেজিস্ট্রেশন:
📅 তারিখ: ৮ই ফেব্রুয়ারি ২০২৫ (শনিবার)
📅 রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২৫শে জানুয়ারি ২০২৫
📅 নির্বাচিতদের জানানো হবে: ২৮শে জানুয়ারি ২০২৫
® এবারের আয়োজনে অংশ নিতে অনলাইনে রেজিস্ট্রেশন (https://ashfoundation.ngo/events/register/27/) করতে হবে। রেজিস্ট্রেশন করা যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত। আর বিয়ের জন্য নির্বাচিতদের জানিয়ে দেওয়া হবে ২৮ জানুয়ারি।
শর্তাবলী:
1. যৌতুক নেওয়া যাবে না।
2. দেনমোহর সম্পূর্ণ পরিশোধ করতে হবে।
রেজিস্ট্রেশনের লিংক: কমেন্টে দেওয়া হয়েছে।
যারা এই উদ্যোগে স্পন্সর হতে চান বা সাহায্য করতে চান, তারা যোগাযোগ করতে পারেন:
📞 01841040543 / 01841040549 / 01841040544 (সকাল ৯টা - রাত ৮টা)
আমি সত্যিই এই উদ্যোগের জন্য ফাউন্ডেশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাদের এই উদ্যোগ অসংখ্য পরিবারকে উপকৃত করছে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে। আল্লাহ তাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং আরও বরকত দিন।
আমি আপনাদের সবাইকে এই উদ্যোগটি ছড়িয়ে দিতে অনুরোধ করছি। আপনার শেয়ারটি হয়তো এমন কোনো পরিবারের কাছে পৌঁছাবে, যাদের এই উদ্যোগটি খুব প্রয়োজন।
—® Mohammad Raton ( কপি)