লিপিবই

লিপিবই বাংলাদেশে ই-বইয়ের যাত্রাকে আরেকটু গতি দেওয়ার লক্ষ্যে মুঠোবই-এর (mobile app) আয়োজন আসছে শীঘ্রই

মুঠোবই একটি ইবুক মোবাইল অ্যাপ। আপনি এখানে ফ্রি এবং নামমাত্র মূল্যে বই পড়তে পারবেন। খুব শীগ্রই, অ্যাপটি গুগল প্লে স্টোরে আমরা দিবো।


.......................................................

টার্মস এন্ড কন্ডিশন.....................................................................

ক্রয়-বিক্রয় এবং অন্যান্য শর্তাবলী

সর্বশেষ হালনাগাদ

২১ নভেম্বর, ২০২৪


মুঠোবই: মুঠোবই-এর অধিকাংশ লেখা অপেক্ষাকৃত স

ৃজনশীলমনা মেধাবী শিক্ষার্থীদের। সুতরাং আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে বইটি কিনবেন এবং পড়বেন। অবশ্যই মুঠোবই লেখক ূপাঠকের যেকোনো মন্তব্যের প্রতি শ্রদ্ধাশীল।


মুঠোবই-এ ক্রয়কৃত বইয়ের মেয়াদ সারাজীবন। বইটি আপনার একাউন্টেই থাকবে। এ সংক্রান্ত নতুন কোনো সিদ্ধান্ত প্রয়োজন হলে পাঠকদের জানিয়ে দেওয়া হবে।


বই ক্রয়ের সাথে সাথে আপনার প্রোফাইলে পাবেন। ডিজিটাল মাধ্যম হওয়াতে ডেলিবারি ইস্যু নাই। প্রিমিয়াম বইয়ে পেমেন্ট সম্পন্ন হলেই আপনি বই পড়া শুরু করতে পারবেন।


মুঠোবই-এর অধিকাংশ পাঠকপ্রিয় বই ফ্রি থাকবে। পাঠক নিজের একাউন্ট করে, বই পড়তে পারবেন। এতে প্রিমিয়াম সাবস্ক্রিপশনে না গিয়েওিআপনি অনেক বই পড়তে পারবেন।



যে কোনো প্রয়োজনে যে কোনো গ্রাহক মুঠোবই-এর সাথে যোগাযোগ করতে নিচের ঠিকানায় মুঠোবই বিষয়ে যে কোনো গ্রাহক নিচের মাধ্যমগুলোতে যোগাযোগ করতে পারবেন। সাপ্তাহিক এবং সরকারি ছুটির দিন ব্যতীত ২৪ ঘন্টার মধ্যে গ্রাহককে কাঙ্খিত সেবা প্রদান করা হবে।


অফিসের ঠিকানা: শান্তিবাগ, ঢাকা ১২১৭

মোবাইল: ০1581-865873

ফেসবুক পেজ: https://www.facebook.com/ebook.muthoboi


মুঠোবইয়ে সাবস্ক্রাইব করে একজন গ্রাহক সাবস্ক্রিপশনের মেয়াদ থাকা পর্যন্ত সকল বই বিজ্ঞাপন ছাড়াই উপভোগ করতে পারবেন। বিকাশ, নগদ এবং আরও প্রচলিত আরও কার্ড বা ব্যাংকের মাধ্যমে সাবস্ক্রিপশন করা যাবে। সাবস্ক্রাইব করার সময় পেমেন্ট গেটওয়ের নির্দিষ্ট শর্তাবলী পড়ে সম্মতি প্রদান সাপেক্ষে গ্রাহক সাবস্ক্রিপশন করতে পারবে। যে কোনো সমস্যায় গ্রাহক সেবা রয়েছে এবং উপরে বর্ণিত একই রিফান্ড পলিসি সাবস্ক্রিপশনের জন্যেও প্রযোজ্য হবে।


মূল্যফেরত (রিফান্ড পলিসি): কারিগরি কোনো ত্রুটির জন্য পাঠক তার ক্রয়কৃত বই পড়তে না পারলে, রিফান্ডের জন্য আবেদন করতে পারবনে। এক্ষেত্রে মুঠোবই যদি ৪৮ ঘন্টার মধ্যে ত্রুটি সমাধারন না করতে পারে, তাহলে আপনাকে মূল্য ফেরত দিতে আমরা বাধ্য থাকিবো।

রিফান্ড রিকোয়েস্ট করতে আপনার মুঠোবই আইডি, বই কেনার তারিখ, পেমেন্ট কোন মাধ্যমে করেছেন (মোবাইল ব্যাঙ্কিং/ক্রেডিট কার্ড ইত্যাদি), রিফান্ড চাওয়ার কারণ এবং কোন মাধ্যমে রিফান্ডের টাকা গ্রহণ করতে চান তা লিখে পাঠাবেন মুঠোবই ফেসবুক পেজে। পেজ লিংক: https://www.facebook.com/ebook.muthoboi


রিফান্ডের জন্য উপযুক্ত হলে। মুঠোবই আপনার প্রোফাইল থেকে সকল বই মুছে ফেলবে। যেহেতু মুঠোবই একটি ডিজিটাল মাধ্যম সেক্ষেত্রে সশরীরে পণ্যফেরতের কোনো প্রয়োজন আসে না।






শর্তাবলী


আপনাদের (যারা মুঠোবই-এর পাঠক কিংবা গ্রাহক অথবা পরিষেবাগ্রহণকারী’ বা ‘Muthoboi Service Users’ বা ‘Muthoboi Users’ অর্থাৎ ‘আপনি/আপনারা’ বা ‘You’) মুঠোবই-এর ‘শর্তাবলী’ (Terms and Conditions) পৃষ্ঠায় স্বাগত জানাই। মুঠোবই-এর (‘মুঠোবই গ্লোবাল সার্ভিসেস’ কিংবা ‘মুঠোবই’ অর্থাৎ ‘আমরা’ বা ‘We’) ‘শর্তাবলী’ যা ‘মুঠোবই’-এর সাথে সম্পৃক্ত বা এর অন্তর্ভুক্ত সব ওয়েব সাইট বা অ্যাপ্লিকেশন এবং তার সমস্ত কন্টেন্ট বা পরিষেবা (যাকে একত্রে আমরা ‘মুঠোবই পরিষেবা’ বলে থাকি’) সবকিছুর ক্ষেত্রেই প্রযোজ্য। অ্যাপ, ওয়েব বা চ্যানেলে এ সব কন্টেন্ট বা সেবা যে কেউ গ্রহণ করতে পারেন। মুঠোবই অ্যাপটি ডাউনলোড (Download) বা ব্যবহার করার সাথে সাথেই আপনি শর্তাবলীর আওতাধীন। সুতরাং আমরা সুতরাং আমরা ধরে নিচ্ছি আপনি আামাদের শর্তাবলীর সাথে একমত হয়েই অ্যাপটি ব্যবহার করছেন।





এখানে ট্রেডমার্ক (Trademark), কপিরাইট (Copyright), ডেটাবেইজ (Database) রাইট ও সব মেধাস্বত্ব মুঠোবই-এর মালিকানাধীন। আপনি মুঠোবইয়ের ট্রেডমার্ক, অ্যাপ বা এর কোনো অংশের সংশোধন বা পরিবর্তন কিংবা কপি রাইট আপনি পাচ্ছেন না। আপনি অ্যাপের সোর্স কোড (Source Code) অনুলিপি বা ব্যবহার করার কিংবা অ্যাপটিকে অন্যান্য ভাষায় অনুবাদ করার অথবা এর নতুন সংস্করণ তৈরি করার চেষ্টা করতে পারবেন না।





মুঠোবই-এর শর্তাবলী বা গোপনীয়তা নীতি বিষয়ক আপনার যে কোনো আপত্তি বা অভিযোগ https://www.facebook.com/ebook.muthoboi এ জানাতে পারেন, যদিও, এ ধরণের আপত্তি, অভিযোগ গ্রহণ বা খারিজ করার পূর্ণ অধিকার মুঠোবই সংরক্ষণ করে।





আপনি মুঠোবই-এর বই কিংবা কোনো লেখা পড়েছেন বা মুঠোবই অ্যাপটি আপনি ব্যবহার করছেন মানে আপনি মুঠো বইয়ের গ্রাহক বা পরিষেবা গ্রহণকারী। অর্থাৎ আপনি মুঠোবই-এর সকল শর্তাবলী মানছেন। অন্যথায়, মুঠোবই আপনার অ্যাকসেস ডিনাই করতে পারবে। এর বাইরেও প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিতে পারবে।



মুঠোবই-এর কোনো আদেয়, গ্রাফিতি, লগো, ভিডিও এবং মুঠোবই নামটি বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবেন না।


মুঠোবই আপনার কোনো একন্ত ব্যক্তিগত তথ্য চাইবে না। শুধু এ অ্যাপ ব্যবহার করতে যেটুকু তথ্য প্রয়োজন সেটকুই প্রদান করবেন। এবং এ তথ্য আপনাদের সেবার প্রদানের জন্য। কোনো সেনসিটিভ বা একান্ত তথ্য মুঠোবই অ্যাপে শেয়ার করার প্রয়োজন নেই বা কোনো অপশন নেই। এসকল বিষয়ে আমরা ধরে নিচ্ছি আপনি যথেষ্ট সচেতন। অ্যাপে ফ্রি ইউজার বিজ্ঞাপন (গুগল অ্যাডসসহ ইত্যাদি) দেখতে পারে। অতএব থার্ড পার্টি কোনো কন্টেন্টে যাওয়ার ক্ষেত্রে আপনার ফোনকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। এছাড়ও বিভিন্ন ম্যালওয়ার বা ভাইরাস থেকেও আপনার ফোন সুরক্ষা দেওয়া দায়িত্ব আপনার। সেক্ষেত্রে মুঠোবই কোনোভাবেই দায়ি নয়।


ই-বইয়ের যাত্রাকে সমৃদ্ধ করতেই মুঠোবই-এর যাত্রা। এখানে কোনো কন্টেন্ট, বই তথা অন্য কোনো বিষয় যাতে উস্কানিমূলক বা আক্রমনাত্মক না হয়। এ বিষয়ক যেকোনো মতামত আমাদের জানাতে পারবেন। মুঠোবই আপনাকে কোনো কন্টেন্ট বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের অনুমতি দিচ্ছে না।


গ্রাহকসেবা উন্নতির লক্ষ্যে আমরা প্রতিনিয়ত নতুন সংস্করণ আনবো। ক্ষেত্রে আপনিও অ্যাপ আপডেট দিতে পারেন। তা না হলে আমাদের গুরুত্বপুর্ণ কোনো ফিচার আপনার অ্যাপে কাজ নাও করতে পারে।



সময়ের সাথে সাথে আমরা আমাদের শর্তবলী প্রয়োজন সাপেক্ষে পরিবর্তন করতে পারি। যা হালনাগাদের তারিখ হতেই কার্যকর হবে। সুতরাং এ পৃষ্ঠাটি সময়ে সময়ে আপনাকে পর্যালোচনায় রাখার অনুরোধ রাখছি।

পরানের গহীন ভিতর-১সৈয়দ শামসুল হক........................................জামার ভিতর থিকা যাদুমন্ত্রে বারায় ডাহুক,চুলের ...
21/12/2024

পরানের গহীন ভিতর-১
সৈয়দ শামসুল হক........................................

জামার ভিতর থিকা যাদুমন্ত্রে বারায় ডাহুক,
চুলের ভিতর থিকা আকবর বাদশার মোহর,
মানুষ বেকুব চুপ,হাটবারে সকলে দেখুক
কেমন মোচড় দিয়া টাকা নিয়া যায় বাজিকর ৷
চক্ষের ভিতর থিকা সোহাগের পাখিরে উড়াও,
বুকের ভিতর থিকা পিরীতের পূর্ণিমার চান,
নিজেই তাজ্জব তুমি – একদিকে যাইবার চাও
অথচ আরেক দিকে খুব জোরে দেয় কেউ টান৷
সে তোমার পাওনার এতটুকু পরোয়া করে না,
খেলা যে দেখায় তার দ্যাখানের ইচ্ছায় দেখায়,
ডাহুক উড়ায়া দিয়া তারপর আবার ধরে না,
সোনার মোহর তার পড়া থাকে পথের ধূলায় ৷
এ বড় দারুণ বাজি, তারে কই বড় বাজিকর
যে তার রুমাল নাড়ে পরানের গহীন ভিতর ৷

ক্রিতদাসের হাসিশওকত ওসমান..................................................................................................
21/12/2024

ক্রিতদাসের হাসি
শওকত ওসমান...........................................................................................................................

তৎকালীন পাকিস্থানের স্বৈরশাসক আইয়ুব খানের শাসন ব্যবস্থাকে ব্যঙ্গ করে এ উপন্যাস রচিত হয়। এ উপন্যাসের মূল চরিত্র তাতারী। গণতান্ত্রিক চেতনাকে ভয় পায় স্বৈরাচারী শাসক। এই চেতনাকে দমন করার জন্যই আবার নেমে আসে সামরিক শাসন তবুও লেখকের প্রতিবাদ স্তব্ধ থাকেনি।

খুব শীঘ্রই...
08/12/2024

খুব শীঘ্রই...

😇আয় বৃষ্টি ঝেপে...
28/04/2024

😇
আয় বৃষ্টি ঝেপে...

মাত্র প্রেম শুরু হইছে। বিয়ের পর বৃষ্টি নামবে...
24/04/2024

মাত্র প্রেম শুরু হইছে। বিয়ের পর বৃষ্টি নামবে...

 #বৃক্ষ
06/03/2024

#বৃক্ষ

04/03/2024

আমাদের বই পাখি আবদুল্লাহ আবু সায়ীদ স্যার 🥰
18/02/2024

আমাদের বই পাখি আবদুল্লাহ আবু সায়ীদ স্যার 🥰

এই ফাগুন ফাগুন মন ভরে যাক শিমুল আর স্বর্ণলতার রঙ্গে🥰
14/02/2024

এই ফাগুন ফাগুন মন ভরে যাক শিমুল আর স্বর্ণলতার রঙ্গে🥰

আমিওতো মৃত শরীর নিয়ে বেঁচে আছি এক অসুস্থ নাটকের ভিতর
03/02/2024

আমিওতো মৃত শরীর নিয়ে বেঁচে আছি এক অসুস্থ নাটকের ভিতর

Address

অফিসের ঠিকানা: শান্তিবাগ, ঢাকা ১২১৭ মোবাইল: ০1581-865873 ফেসবুক পেজ: Https://www. Facebook. Com/ebook. Muthoboi
Dhaka

Telephone

+8801954683178

Website

Alerts

Be the first to know and let us send you an email when লিপিবই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to লিপিবই:

Share