
19/08/2025
"তবুও মনে রাইখেন..."
আমাকে তো আপনার জীবনে রাখলেন না!
তবুও মনে রাইখেন, এই পৃথিবীতে কেউ একজন ছিল যে প্রতিদিন দোয়া করতো আপনার জন্য, নিজের কথা না ভেবেও আপনার সুখ চেয়েছিলো!
আপনি কখনো অনুমতি দেননি আমাকে ভালোবাসার, তবুও মনে রাইখেন, কেউ একজন আপনাকে চোখে নয়, হৃদয়ে আগলে রাখতে চেয়েছিলো...
আমি না হয় আপনার জীবনের পাতায় ছিলাম না,
তবুও মনে রাইখেন, আমার প্রতিটি দুঃখে–সুখে, প্রতিটি নিঃশ্বাসে ছিলেন শুধুই আপনি!
আপনি আমাকে ঠেলে দিয়েছেন অন্ধকারে,
তবুও মনে রাইখেন, আমি আজও সেই অন্ধকারে দাঁড়িয়ে আছি আপনার আলো হয়ে ওঠার আশায়!
আপনি ভুলে যাবেন একদিন এটাই স্বাভাবিক।
তবুও মনে রাইখেন, আমি প্রতিটা রাত নির্ঘুম কাটাই, শুধু আপনাকে একটুখানি মনে করার জন্য, একটুখানি দেখার জন্য...
আপনি আমার চোখের পানি দেখেও আপনার মন গলেনি, মায়া হয়নি,
কিন্তু সেই প্রতিটা ফোঁটা আপনাকে ডেকেছে।
আপনি না হয়, ছিলেন না আমার পাশে,
তবুও মনে রাইখেন, কেউ একজন ছিল, যে আপনার চেহারার প্রতিটা রেখা মুখস্থ করে ফেলেছিলো ভালোবেসে...
আপনি তো এখন হাসেন অন্য কাউকে ভেবে,
কিন্তু আমি এখনো কাঁদি আপনার ফেলে যাওয়া শব্দগুলোর পাশে দাঁড়িয়ে...
তবুও মনে রাইখেন,
একটা পাগল ছিল এই দুনিয়ায়,
যে আপনাকে নিজের শেষ ভালোবাসা মনে করে আজও বুক ভরে দীর্ঘশ্বাস ফেলে...
আর যদি কখনো একাকী হয়ে পড়েন,
সব হারিয়ে ফেলে থেমে যান জীবনের মাঝপথে
তবে একবার ফিরে তাকাবেন,
একটা হৃদয় আজও অপেক্ষায় আছে আপনার জন্য...
তবুও... মনে রাইখেন!🥀💔
লেখক : মোহাম্মদ আলী জিন্নাহ "
~🌸মায়াবতী.🌺