Freelancer Mehedi Hasan

Freelancer Mehedi Hasan This is Mehedi Hasan. Love your family and Happy in life. Work hard, you must success in life.
(1)

23/02/2025
18/02/2025

সকালের কৃষি জমি। আমাদের ফসলি ধান ক্ষেত।


゚viralシ

30/12/2024

🌟 আপনার Instagram অ্যাকাউন্টে ফলোয়ার, এনগেজমেন্ট এবং ব্র্যান্ড ভ্যালু বাড়ান! 🌟

আমি মেহেদী হাসান, একজন অভিজ্ঞ ফ্রিল্যান্সার এবং ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ। ✅
আপনার Instagram প্রোফাইলকে সঠিক টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য আমি নিয়ে এসেছি পেশাদার Instagram প্রোমোশন সেবা। 🚀

আমার সেবার বিশেষ বৈশিষ্ট্য:
✔️ ১০০% অর্গানিক এবং বাস্তব ফলোয়ার বৃদ্ধি
✔️ আপনার নীচ বা ব্যবসার জন্য কাস্টমাইজড টার্গেটিং
✔️ এনগেজমেন্ট বৃদ্ধি (লাইক, কমেন্ট, শেয়ার)
✔️ ব্র্যান্ড বা ব্যক্তিগত প্রোফাইলের ভিজিবিলিটি বাড়ানো

🎯 আপনার প্রোফাইলকে করে তুলুন আকর্ষণীয় এবং সফল!

📩 আজই ইনবক্স করুন এবং আপনার Instagram প্রোফাইলের পরিবর্তন দেখুন!

💖ফ্রীল্যান্সিং কেন করব? 💻🌍বর্তমান দুনিয়ায় ফ্রীল্যান্সিং এক নতুন দিগন্তের সূচনা করেছে। চাকরির বাঁধাধরা নিয়ম থেকে বেরিয়ে ন...
25/12/2024

💖ফ্রীল্যান্সিং কেন করব? 💻🌍
বর্তমান দুনিয়ায় ফ্রীল্যান্সিং এক নতুন দিগন্তের সূচনা করেছে। চাকরির বাঁধাধরা নিয়ম থেকে বেরিয়ে নিজের সময়, দক্ষতা এবং পছন্দ অনুযায়ী কাজ করার সুযোগ নিয়ে এসেছে ফ্রীল্যান্সিং।

✅ স্বাধীনতা:
ফ্রীল্যান্সিং আপনাকে নিজের বস হওয়ার সুযোগ দেয়। কাজের সময়, স্থান এবং ধরন আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন।

✅ আয়ের সুযোগ:
গ্লোবাল মার্কেটপ্লেসে কাজ করার মাধ্যমে আয়ের পরিধি বৃদ্ধি পায়। আপনার কাজের দক্ষতা অনুযায়ী আয় নির্ভর করবে।

✅ দক্ষতা উন্নয়ন:
ফ্রীল্যান্সিংয়ের মাধ্যমে আপনি প্রতিনিয়ত নতুন স্কিল শিখতে এবং নিজের দক্ষতাকে প্রমাণ করার সুযোগ পাবেন।

✅ ক্যারিয়ারের বিকল্প:
ফ্রীল্যান্সিং হতে পারে ফুলটাইম ক্যারিয়ার অথবা পার্টটাইম আয়ের মাধ্যম। এটি আপনার সময় এবং পরিকল্পনার ওপর নির্ভর করে।

✅ বিশ্বের সাথে সংযোগ:
আপনার কাজ গ্লোবাল মার্কেটে পৌঁছাবে, ফলে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাথে কাজ করার সুযোগ পাবেন।

আপনি কি নিজের কাজের স্বাধীনতা চান? 🎯
তাহলে আজই "ডিজিটাল স্বাধীনতা" গ্রুপে যোগ দিন এবং ফ্রীল্যান্সিং সম্পর্কে শিখুন, জানুন এবং শুরু করুন!

👍আপনার ভবিষ্যৎ আপনার হাতে। ফ্রীল্যান্সিং দিয়ে শুরু হোক নতুন অধ্যায়। 🚀




19/12/2024

সুমধুর কন্ঠে সূরা মুলক তিলাওয়াত

19/10/2024

#আল্লামাসাইদী # #ওয়াজ

ইহান তার তিন বছরের জমানো টাকা নিয়ে টিএসসিতে এসেছে বন্যার্তদের সাহায্য করার জন্য।  তার বয়স ৭ হবে হয়তো। এই শিশুরাই এক নতুন...
24/08/2024

ইহান তার তিন বছরের জমানো টাকা নিয়ে টিএসসিতে এসেছে বন্যার্তদের সাহায্য করার জন্য। তার বয়স ৭ হবে হয়তো।

এই শিশুরাই এক নতুন বাংলাদেশ গড়বে।
যে দেশ কারো সামনে মাথা নত করবে না। ইনশাআল্লাহ
কারন, আমরা বীরের জাতি।

প্রফেসর ইউনুস শপথ নেওয়ার আগে যা বললেন ঃ-বছরের পর বছর ক্ষমতার চেয়ারে থেকেও যারা ইন্ডিয়া প্রসঙ্গে বিড়ালের মতো ম্যাঁও ম্যা...
08/08/2024

প্রফেসর ইউনুস শপথ নেওয়ার আগে যা বললেন ঃ-

বছরের পর বছর ক্ষমতার চেয়ারে থেকেও যারা ইন্ডিয়া প্রসঙ্গে বিড়ালের মতো ম্যাঁও ম্যাঁও করে কথা বলতো। ড. ইউনুস সেখানে ইন্ডিয়ার সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে ইন্ডিয়াকেই থ্রেট করে কথা বললো!
এনডিটিভির সাথে সাক্ষাৎকারে ড. মুহম্মদ ইউনুস বলেন__________
#ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বেশি বাড়াবাড়ি করে, তাহলে তারাও সেভেন সিস্টার্স নিয়েও শান্তিতে থাকতে পারবে না।
#শেখ মুুজিবের ছবি এবং মুর্তি পাবলিক কেনো নামাচ্ছে, এটা তার মেয়েকে জিজ্ঞেস করেন। উনি কী কী করেছেন, সেটা তিনিই ভালো জানেন।
#দেশে যে হানাহানি হচ্ছে, এটা দীর্ঘদিনের জুলুম নির্যাতনের প্রতিক্রিয়াজনিত। শীঘ্রই থেমে যাবে।

ভদ্রলোক এখনও চেয়ারে বসেন নাই। ক্ষমতাও হাতে নেন নাই। তার আগেই স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে তিনি ইন্ডিয়াকে মাতব্বরি করতে দিবেন না। নেভার। এভার।

আমার ধারণা কয়েক মিনিটের এই ইন্টারভিউ পৃথিবীর বাইরের কোনো এক গ্রহে পৌঁছে গেছে৷ যেখানে বসে আমার ভাই আবরার হাসছে পুষ্পের হাসি
©️

* আমরা ভাল কিছু আশা করছি,দেশপ্রেমী জনতা নতুনত্বের কাছে দেশের সর্বোচ্চ কল্যাণ প্রত্যাশী।
আল্লাহ আমাদের স্বপ্নময় বাংলাদেশ গড়ার তাওফিক দিন,আমিন।

   ✔✔✔সোশ্যাল মিডিয়া কী?💕💕💕প্রথমত, এটি ইংরেজি শব্দ। যার বাংলা অর্থ হল সামাজিক মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যম। অর্থাৎ ...
15/07/2024


✔✔✔সোশ্যাল মিডিয়া কী?💕💕💕
প্রথমত, এটি ইংরেজি শব্দ। যার বাংলা অর্থ হল সামাজিক মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যম। অর্থাৎ তথ্য প্রযুক্তির এই যুগে যেসকল মাধ্যম ব্যবহার করে একটি ভার্চুয়াল কমিউনিটি বা কৃত্রিম সমাজ গড়ে তোলা যায় তাকেই মূলত সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যম বলা হয়। এর ব্যবহারকারীরা অন্যদের সাথে যোগাযোগের পাশাপাশি বিভিন্ন কন্টেন্ট শেয়ার করতে পারে খুব সহজেই। নিজের অনুভুতি প্রকাশ করতে পারে বিভিন্ন পোস্টের মাধ্যমে। দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এই প্লাটফর্ম। অসংখ্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম রয়েছে। তাদের মধ্যে ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, ইউটিউব, পিন্টারেস্ট,ইন্সটাগ্রাম,হোয়াটসঅ্যাপ, ইমো ইত্যাদি উল্লেখযোগ্য।

👍👍👍বিশ্বের টপ ১০ সোসাল মিডিয়াঃ

1. Facebook – 2.74 Billion Active Users

2. YouTube – 2.291 Billion Active Users

3. WhatsApp – 2.0 Billion Active Users

4. Facebook Messenger – 1.3 Billion Active Users

5. Instagram – 1.221 Billion Active Users

6. Waxing/WeChat – 1.213 Billion Active Users

7. TikTok – 689 Million Active Users

8. QQ – 617 Million Active Users

9. Douyin – 600 Million Active Users

10. Sina Weibo – 511 Million Active Users

হ্যাপি  ফ্রীল্যান্সিং।
20/05/2024

হ্যাপি ফ্রীল্যান্সিং।

     মোবাইল দিয়েও ফ্রীল্যান্সিং করে ইনকাম করা যায়।লোকাল মার্কেটে কাজের অভাব নেই।
15/05/2024


মোবাইল দিয়েও ফ্রীল্যান্সিং করে ইনকাম করা যায়।লোকাল মার্কেটে কাজের অভাব নেই।

     Alhamdulilah...apni o freelancing er amader office theke course kore valo freelancing korte paren.
14/05/2024


Alhamdulilah...apni o freelancing er amader office theke course kore valo freelancing korte paren.

Address

Gazipur
Dhaka

Telephone

+8801617873007

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Mehedi Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Mehedi Hasan:

Share