25/12/2023
দীর্ঘ ১২ বছর পর বিদেশ থেকে দেশে এসেছি বিয়ে করার জন্য।
বাস্তবে আমার পছন্দের কেউ না থাকায় ফ্যমিলি একটা কচি মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে রাখছে আগে থেকেই। তাতে আমার কোনো আপত্তি ছিলো না।
সোনা দানা সহ এক প্রকার বিয়ের সব প্রস্তুতি নিয়েই গতো ১৩ তারিখে দেশে আসছি।
দেশে আসার পরদিন থেকেই দুই ফ্যামিলিই বিয়ের আয়োজন করতে তাড়াহুড়ো শুরু করে দিছে।
এরমধ্যে আবার শশুরবাড়ি থেকে আমাকে দাওয়াত দিছে বিয়ের আগে তাদের মেয়েকে একবার দেখে আসার জন্য।
আব্বা, আম্মা আর আমি, আমরা তিনজন গেলাম হবু বৌ দেখতে।
তাদের বাড়িতে গেলাম! প্রথমে পরিচয় করিয়ে দেয়া হলো হবু শশুরের সাথে, তারপর শালার সাথে, তারপরেও বৌয়ের সাথে(বৌ মাশাআল্লাহ পরীর মতো, অল্পবয়সী সব মেয়েই সুন্দরী!
অতঃপর, পরিচয় করিয়ে দেয়া হলো হবু শাশুড়ির সাথে!
এইখানেই ঘটলো বিপত্তি।
শাশুড়ির দিকে তাকাতেই আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিছে কিছুক্ষণের জন্য।
এই সেই মেয়ে, যে একসময় আমার ক্লাস_ফাইভের_প্রেমিকা ছিলো! এস এসসির পরেই যার বিয়ে হয়ে যায়, এবং সে এখন আমার শাশুড়ি হতে যাচ্ছে....
- এখন আমার কি উচিত বিয়েটা ভেঙ্গে দেয়া? নাকি অতীত ভুলে গিয়ে প্রাক্তন প্রেমিকার মেয়েরে নিয়ে নতুন স্বপ্ন শুরু করবো?
তাছাড়া এই বিয়েটা কি আমার হালাল হবে?
By #লেখক_শাহীন_খান 😕
যারা আইডি ফলো না করে গল্প পরছেন নীল লেখায় চাপ দিয়ে আইডি ফলো করেন 👉👉SMSSMSahin509