Eatventure With Razon

Eatventure With Razon Food is the map, and I’m on an endless Eatventure .🧭😃

বাংলাদেশের আমজনতার সকালের নাস্তা মানেই পরোটা আর ডালভাজি। 😋
21/07/2025

বাংলাদেশের আমজনতার সকালের নাস্তা মানেই পরোটা আর ডালভাজি। 😋

ভাজা মাছ, এখন এটা উলটিয়ে খেতে হবে। 😜
20/07/2025

ভাজা মাছ, এখন এটা উলটিয়ে খেতে হবে। 😜

বিয়ে বাড়ির খাবার। 😋
12/07/2025

বিয়ে বাড়ির খাবার। 😋

চিকেন দম বিরিয়ানি। 😋
11/07/2025

চিকেন দম বিরিয়ানি। 😋

সকালের পারফেক্ট নাস্তা পরোটা আর ডালভাজি। 😋❤️
09/07/2025

সকালের পারফেক্ট নাস্তা পরোটা আর ডালভাজি। 😋❤️

হঠাৎ করেই হারিয়ে গেল।😢 ছোট বেলার চকলেটের তালিকায় শীর্ষে থাকা চকলেট ছিল এই সাফারি চকলেট।
07/07/2025

হঠাৎ করেই হারিয়ে গেল।😢

ছোট বেলার চকলেটের তালিকায় শীর্ষে থাকা চকলেট ছিল এই সাফারি চকলেট।

খিচুড়ি, ডিম ভুনা, বেগুন ভাজা। ❤️✨
06/07/2025

খিচুড়ি, ডিম ভুনা, বেগুন ভাজা। ❤️✨

লটকন।
06/07/2025

লটকন।

গরুর মাংস দিয়ে লেটকা খিচুড়ি। সাথে ডিম পোচ।❤️✨😋
05/07/2025

গরুর মাংস দিয়ে লেটকা খিচুড়ি। সাথে ডিম পোচ।❤️✨😋

সুন্দরী (বাটি দই), পেয়ে যাবেন এগ্রোমার্টের যেকোনো শাখায়।
03/07/2025

সুন্দরী (বাটি দই), পেয়ে যাবেন এগ্রোমার্টের যেকোনো শাখায়।

⚠️Scam Alert ⚠️অভিনব কায়দায় বাটপারির নতুন কৌশল সিনেমার গল্প কাহিনীকেও হার মানাবে। মাছের ব্যবসায়ী মোঃ আঃ মোতালেব শেরপুর শ...
02/07/2025

⚠️Scam Alert ⚠️

অভিনব কায়দায় বাটপারির নতুন কৌশল সিনেমার গল্প কাহিনীকেও হার মানাবে।
মাছের ব্যবসায়ী মোঃ আঃ মোতালেব শেরপুর শহরের সত্যবর্তী সিনেমা হলের বিপরীত কোনায় রাজ বল্লভপুরগামী তিন রাস্তার মোড়ে ফুটপাতে রাতে মাছ বিক্রী করে জীবিকা নির্বাহ করে থাকে।গত ১৩/০৬/২০২৪ খ্রিঃ তারিখ রাতে মাছ বিক্রেতা মোতালেব এর নিকট হতে জনৈক এক ব্যক্তি (বাটপার ক্রেতা) কয়েক প্রকারের মাছ ক্রয় করে। পরে ক্রেতা মাছের দোকানে মিষ্টির প্যাকেট, হুইল পাউডারের ১কেজির প্যাকেট, ঔষধের বক্স মাছের দোকানে রেখে দিয়ে মাছের ব্যাগ হাতে নিয়ে তাৎক্ষনিক জরুরী ব্যস্ততা দেখিয়ে মাছের দোকানদারকে ক্রেতা বলে একটি জরুরী জিনিস কিনতে হবে কিছুক্ষনের মধ্যেই এসে মাছের দাম দিবে।

ক্রেতা তার রেখে যাওয়া মিষ্টির প্যাকেট ও বাজার সদায় মাছের দোকানদারকে কিছুক্ষনের জন্য ভালভাবে দেখে রাখতে অনুরোধ জানিয়ে মাছের দাম না দিয়েই চলে যায়। মাছের দোকানদার সরল বিশ্বাসে ক্রেতার রেখে যাওয়া মিষ্টির প্যাকেট ও বাজার সদায় স-যত্নে মাছের দোকানে রেখে দেয়। মাছের দোকানদার মনে করেছে যেহেতু ক্রেতা মিষ্টির প্যাকেট, দামী বাজার সদায় মাছের দোকানে রেখে গেছে সেহেতু মিষ্টির প্যাকেট, বাজার সদায় যখন নিয়ে যাবে তখন মাছের দাম দিয়েই যাবে। কিন্তু সহজ সরল মাছ দোকানদার মোতালেব প্রতারক ক্রেতার প্রতারণার কৌশল ঘুনাক্ষরেও বুঝতে পারেনি। যে কারণে মোতালেব সরল বিশ্বাসে ক্রেতার রেখে যাওয়া জিনিস ভালভাবে ক্রেতাকে বুঝিয়ে দেয়ার জন্য এবং বিক্রীত মাছের পাওনা টাকা পাবার জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষার প্রহর গুনতে থাকে। কিন্তু রাত অনুমান ১২.৩০ গড়িয়ে গেলেও ক্রেতার দেখা বা খোঁজ মেলেনা।

গভীর রাত পর্যন্ত ক্রেতার রেখে যাওয়া মিষ্টির প্যাকেট, বাজার সদায় ফেরত নিতে না আসায় মাছ দোকানদার মোতালেব মহা চিন্তায় পড়ে যায়। এমতাবস্হায় আমি ও রনি-জনি স্টোরের জনি মাছ দোকানদার মোতালেব এর নিকট গেলে সে ঘটনা খুলে বলে। প্রকৃত ঘটনা কি হতে পারে কৌতুহল বশতঃ মিষ্টির প্যাকেট খুলে দেখা গেল মিষ্টির প্যাকেটের ভেতরে কোন মিষ্টি নেই আছে ইটের খোয়া মেশানো বালি, হুইল পাউডারের প্যাকেটের ভেতরে পাউডার নেই আছে বালি এবং ঔষধের বক্সের ভেতরে ঔষধ নেই আছে ছেঁড়া কাগজের টুকরা । মাছের দোকানদার মোতালেবের সাথে বাটপার ক্রেতার এমন প্রতারণার কৌশলের ঘটনা চলচ্চিত্রের সিনেমার কল্প কাহিনীকেও হার মানায়। কিছু মানুষ নিজের সামান্য স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে অন্যকে ঠকানোর জন্য কতো যে,অভিনব কায়দায় নতুন নতুন কৌশল অবলম্বন করছে চিন্তাই করা যায় না।
©

02/07/2025

তেল ছাড়া পরোটা।
তেল ছাড়া কি আসলেজ পরোটা হয়?🤔

Address

Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Eatventure With Razon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share