Salman Sadia Vlogs

  • Home
  • Salman Sadia Vlogs

Salman Sadia Vlogs Please Follow to with us
(28)

শুভ রাত্রি
01/08/2025

শুভ রাত্রি

29/07/2025

অদ্ভুত একটা দেশ।
পদে পদে চমক।
এক সেকেন্ড ও মন খারাপ করে বসে থাকার উপায় নেই।
গত ২-৩ দিন ধরে কি হচ্ছে সংক্ষেপে বলি।
এক ছেলে বিয়ে করে বউ এনেছে। দেড় মাস সংসার করেছে। দেড় মাস পর বুঝতে পেরেছে বউ আসলে মেয়ে না,ছেলে।
সিরিয়াসলি!!!
এই ধাক্কা সামলাতে সামলাতে দেখি এডলফ খান বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ এর জন্য পুরষ্কার জিতে গেছে।
তার ছবিতে লাভ রিয়্যাক্ট দিতে দিতে দেখি কই জানি ভুয়া র‍্যাবকে দৌড়ানি দিয়েছে আসল র‍্যাব।
জনগণ পরে পার্থক্য বুঝতে না পেরে ভুয়া,আসল দুই র‍্যাবকেই গনধোলাই দিয়ে বসেছে।
এ পর্যন্ত ঠিক ছিল হঠাৎ শুনি ওবায়দুল কাদের নাকি শেখ হাসিনার সাথে ফোনে কথা বলায় দেয়ার জন্য তৃণমূল নেতাদের থেকে টাকা নিচ্ছে।
দেশ কাপানো স্টার্টআপ।
যখনই ভেবেছি আজকের মত এই বুঝি শেষ তখনি দেখি মোহাম্মদপুরে ওসিকে অপসারণ করা হয়েছে,সেই ওসিকে বহাল রাখার পক্ষে মানববন্ধন শুরু করেছে ওই এলাকার মাদকব্যাবসায়ী আর কিশোর গ্যাং সদস্যরা!!
পরতে পরতে এমন টুইস্ট আর নেয়া যাচ্ছে না।
মনে হচ্ছে বাংলাদেশ নয়,ক্রিস্টোফার নোলান এর মুভি চলছে 🙂

শুভ দুপুর
26/07/2025

শুভ দুপুর

23/07/2025

মাইলস্টোনের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে না-

১। সাইবা জাহান (ক্লাস ফোর, আইডি- ২২৭৬)
২। সাজিদ আহমেদ সানি (এইচএসসি ক্যান্ডিডেট)
৩। মাহতাব রহমান (ক্লাস সেভেন, আইডি- ১০১৪)
৪। নুসরাত জাহান আনিকা (ক্লাস থ্রি, মারা গেছে বাবুটা)
৫। এরিকসন (জাতীয় বার্ন ইন্সটিটিউটে আছে)
৬। নাজিহা (ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আছে)
৭। মোনতাহা তোয়া কর্নো (ক্লাস থ্রি, আইডি- ২০৩১)
৮। আফিয়া উম্মে মরিয়ম (ক্লাস থ্রি, বিভাগ- আকাশ)
৯। সোহান হাসান নিহাদ (খোঁজ পাওয়া গেছে, সুস্থ আছে)
১০। মুহতাসিম হক ফুয়াদ (ক্লাস এইট, সুস্থ আছে
পাওয়া গেছে)
১১। আসমাউল হুসনা জায়রা (ক্লাস থ্রি, সুস্থ তবে অভিভাবক খোঁজা হচ্ছে)
১২। সাদ সালাহউদ্দিন (ক্লাস থ্রি)
১৩। লামিয়া আক্তার সোনিয়া (পোড়া রোগীর পকেট থেকে আইডি কার্ড পাওয়া গেছে)
১৪। রাফসি আক্তার রাফি (ক্লাস ফোর, আইডি- ২৩৫৭ ওর বাবা-মা'কে খুঁজছি)
১৫। সায়মা আক্তার (ক্লাস থ্রি, বিভাগ- ক্লাউড, সিএমএইচে মারা গেছে)
১৬। এমডি জিহাদ (কলেজ শিক্ষার্থী, সুস্থ আছে পাওয়া গেছে)
১৭। মেহনাজ আফরিন হুমাইরা (ক্লাস টু, আইডি-১৮২৫ বাবুটা মারা গেছে)
১৮। রাইসা (ক্লাস থ্রি, বার্ন ইনস্টিটিউটে পাওয়া গেছে)

(এই পোস্টটি আপডেট হতে থাকবে)

বার্ণ ইন্সটিটিউট, ঢাকা মেডিকেল কলেজ
– এ সর্বশেষ দগ্ধ রোগীদের ভর্তির তালিকা-

তালিকাভুক্ত দগ্ধরা হলেন:
1. শামীম ইউসুফ (১৪)
2. কাব্য (বয়স অনির্দিষ্ট)
3. আবিদূর রহমান (১০)
4. রুফিয়া বড়ুয়া (১০)
5. সায়েম ইউসুফ (১৪)
6. তানভির (বয়স অনির্দিষ্ট)
7. মুনতাহা (১০)
8. নাফি (৯)
9. মেহেনুর (১২)
10. আয়ান (১৪)
11. জায়মা (১৩)
12. লোরিন (৩০)
13. রোহান (১৪)
14. আবিদ (৯)
15. আশরাফ (৩৭)
16. ইউশা (১১)
17. পায়েল (১২)
18. আলবেরা (১০)
19. তাসমিয়া (১৫)
20. মাহিয়া (বয়স অনির্দিষ্ট)
21. সায়েবা (৯)
22. ফয়েজ (১৪)
23. মাসুমা (৩৮)
24. মাহাতাব (১৪)
25. শামীম (১৪)
26. জাকির (৫৫)
27. নিলয় (বয়স অনির্দিষ্ট)
28 . সায়রা (১০)
29. নাফিজ (বয়স অনির্দিষ্ট)
30. তৌফিক (১৩)
31. নিশি (২৮)
32. নুসরাত (১২)
33. আরিয়ান (১৩)
34. বাপ্পি (১০)
35. জুনায়েদ (১২)
36. তাসনুবা মাহবিন (১১)
37. ফারজানা ইয়াসমিন রিনা (৪৫)
38. মাকিন (১৫)
39. শ্রেয়া (৯)
40. ইরিকশন (১৩)
41. রাইসা (১১)

এই ৪২ জন রোগী বর্তমানে ভর্তি রয়েছেন। যাদের সন্তান নিখোঁজ, অনুগ্রহ করে নাম দেখে মিলিয়ে নিন এবং যত দ্রুত সম্ভব হাসপাতালের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।

বিঃদ্রঃ- বিস্তারিত জানতে ও সহযোগিতার জন্য বার্ণ ইনস্টিটিউটে যোগাযোগ করুন।

খবরে দেখলাম একজন উপদেষ্টা বলেছে প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনা হবে।কিন্তু উনারা ভুলেই গেছেন যে, শুধু উপমহাদেশ নয় সারা দ...
22/07/2025

খবরে দেখলাম একজন উপদেষ্টা বলেছে প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনা হবে।
কিন্তু উনারা ভুলেই গেছেন যে, শুধু উপমহাদেশ নয় সারা দুনিয়াতেই বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে ডা. সামন্ত লাল সেনের মত বিশেষজ্ঞ ডাক্তার খুবই কম আছেন। তিনি বাংলাদেশে হাজার হাজার পোড়া রোগীকে সুস্থ করেছেন।

বার্ন ইন্সটিটিউটটি ডা. সামন্ত লাল স্যারের হাত ধরেই গড়ে উঠেছিল। এটাতে ১০০০ শয্যা রয়েছে।

এখন নোংরা রাজনীতি করার সময় নয়।
ডা. সেন কোন রাজনীতির মানুষও নন।
উনি আওয়ামী লীগের মন্ত্রিসভায় টেকনোক্রেট কোটায় স্বাস্থ্য মন্ত্রী ছিলেন। শুধুমাত্র এই কারনে বাচ্চাদেরকে চিকিৎসা বঞ্চিত করবেন না!
তাকে সুযোগ করে দেন বাচ্চা গুলোকে বাঁচাতে৷

আল্লাহ আপনি মাইলস্টোন এর কোমলমতি বাচ্চাদের সহায় হোন ,আমিন।

আমার মনে হয় যতদিন বেঁচে থাকবো এই বাচ্চাটির কথা মনে হলে আমার ভিতরটা দুমড়ে মুচড়ে যাবে, কুঁড়ে কুঁড়ে খাবে। অনেক শিশু দগ্ধ হয়...
22/07/2025

আমার মনে হয় যতদিন বেঁচে থাকবো এই বাচ্চাটির কথা মনে হলে আমার ভিতরটা দুমড়ে মুচড়ে যাবে, কুঁড়ে কুঁড়ে খাবে। অনেক শিশু দগ্ধ হয়ে মারা গিয়েছে কিন্তু তাদের ভিডিও এভাবে আসেনি। গতকাল ঘটনার পরপরই এই বাচ্চাটির ভিডিও দেখেছি। সমস্ত শরীর পুড়ে চামড়া ঝুলে ঝুলে পড়ছিল। এই অবস্থায় বাচ্চাটি দৌড়ে এসছে, তারপর হাঁটছিল,এক সময় দাঁড়িয়ে যায়। সবাই বাচ্চাটিকে তাকিয়ে দেখছিল, কেউ ভিডিও করছিল,ছবি তুলছিল। কিন্তু বাচ্চাটিকে জড়িয়ে ধরার মত কেউ ছিল না।

বাচ্চাটি নিশ্চয়ই ওর মাকে অথবা তার বাবাকে খুঁজছিল।
আমি একজন বাবা । বাবার জায়গা থেকে বাচ্চাটির অনুভূতি আমাকে দগ্ধ করছে। জানতে পেরেছি বাচ্চাটি আর এই পৃথিবীতে নেই।
মরে গিয়ে বেঁচে গিয়েছিস বাবা😥। আমাদের ক্ষমা করে দিও গোলাপের কুঁড়ি....😭🥲😭🥲

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, চোখে জল ধরে রাখতে পারিনি, বন্ধুত্বতো এমনি হয় !মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তা...
22/07/2025

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, চোখে জল ধরে রাখতে পারিনি, বন্ধুত্বতো এমনি হয় !

মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।

ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা যাবে"।

কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।

মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
"আমি জানতাম তুমি আসবে"!

তাদের আর বাড়ি ফেরা হলো না আল্লাহ তায়ালা এই শোক সইবার শক্তি দান করুন আমিন
21/07/2025

তাদের আর বাড়ি ফেরা হলো না
আল্লাহ তায়ালা এই শোক সইবার শক্তি দান করুন
আমিন

নবাব সিরাজউদ্দৌলাকে যখন বন্দী করে টেনে হিচঁড়ে নিয়ে যাওয়া হয়, তখন অসংখ্য মানুষ হা করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভো...
18/07/2025

নবাব সিরাজউদ্দৌলাকে যখন বন্দী করে টেনে হিচঁড়ে নিয়ে যাওয়া হয়, তখন অসংখ্য মানুষ হা করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভোগ করেছিল।
শুধু তাই নয়, পিঠে ছুরিকাঘাত করার পূর্বে নবাবকে কাঁটাওয়ালা সিংহাসনে বসিয়ে ও ছেঁড়া জুতা দিয়ে পিটিয়ে যখন অপমান করা হচ্ছিল, তখন হাজার হাজার মানুষ সেই তামাশা দেখে ব্যাপক বিনোদিত হয়েছিল! মাস সাইকোলজিটা একটু খেয়াল করে দেখুন, এই জাতি দুইশত বছরের গোলামি সাদরে গ্রহণ করেছিল ওভাবেই।

★★একটি মজার তথ্য দেই
লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন, নবাবকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন দাঁড়িয়ে থেকে যারা এসব প্রত্যক্ষ করেছিল তারা যদি একটি করেও ঢিল ছুঁড়ত তবে ইংরেজদের করুণ পরাজয় বরণ করতে হতো। আরো চমকপ্রদ তথ্য হচ্ছে, প্রায় ১০ হাজার অশ্বারোহী, ৩০ হাজার পদাতিক এবং অসংখ্য কামান, গোলাবারুদ সহ বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়েই পলাশীর ময়দানে এসেছিলেন নবাব সিরাজউদ্দৌলা । কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্যসংখ্যা ছিলো মাত্র ৩ হাজার, যার মধ্যে ৯ শত জনই ছিল হাতেপায়ে ধরে নিয়ে আসা সৌখিন ব্রিটিশ অফিসার যাদের অধিকাংশেরই তলোয়ার ধরার মতো সুপ্রশিক্ষণ ছিল না, এরা কোনোদিন যুদ্ধও করেনি।

এত কিছু জেনেও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিলেন এবং জিতবেন জেনেই নেমেছিলেন। কারণ, তিনি খুব ভালো করেই জানতেন একটি হীনমন্য ব্যক্তিস্বার্থলোভী দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই, বড় সৈন্যবাহিনী এদের জন্য মশা মারতে কামান দাগার মতো। যাদেরকে সামান্য দাবার চালেই মাত করে দেয়া যায়, তাদের জন্য হাজার হাজার সৈন্যের জীবনের ঝুঁকি তিনি কেন নেবেন? এছাড়াও, মীরজাফরকে যখন নবাবীর টোপ গেলানো হয়, রবার্ট ক্লাইভ তখনই সিদ্ধান্ত নিয়ে নেন যে, সিরাজকে পরাজিত করার পর এই বদমাশটি সহ বাকিগুলোর পরিণতিও তাদের নবাবের মতোই হবে এবং হয়েছেও তাই।
ইতিহাস সাক্ষ্য দেয়, মীরজাফর, উমিচাঁদ, রায়বল্লভ, ঘষেটি বেগম সহ প্রত্যেকটি বেইমানের করুণ মৃত্যু হয়েছে।

রবার্ট ক্লাইভ মীরজাফরের বেঈমানির উপর ভরসা করে যুদ্ধ করতে আসেননি। তিনি যুদ্ধে নেমেছিলেন বাঙালির মানসিকতা নিখুঁতভাবে বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ আন্দাজ করে। তিনি জানতন, যুদ্ধশেষে জনসম্মুখে নবাবকে হেনস্থা করলে এই জাতি বিনোদনে দাঁত কেলাবে কিংবা হা করে চেয়ে চেয়ে দেখবে। তাই বিনা দ্বিধায় সার্টিফিকেট দেয়াই যায়, বাঙালি জাতির মানসিকতা সবচেয়ে নিখুঁতভাবে মাপতে পারা ইতিহাসের প্রথম ব্যক্তিটির নাম রবার্ট ক্লাইভ! #


Address


Alerts

Be the first to know and let us send you an email when Salman Sadia Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share