Tania & Shamim‘s Vlog

Tania & Shamim‘s Vlog Hi everyone ! I am going to share my skincare and makeup skills here
(1)

জীবনে যে-কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়ত পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিট...
21/01/2025

জীবনে যে-কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়ত পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না।

১৭ বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে অমৃতের মতো লাগে, ৩২ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে।

১৮ বছর বয়সে সমবয়সী কারো সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিকশায় ঘুরতে ভীষণ রোমান্টিক লাগে, ৩৬ এ পা দিয়ে একই কাজ করতে রোমান্টিক লাগবেই তার কোনো গ্যারান্টি নাই।

২১ বছর বয়সে ভার্সিটির বন্ধুবান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যেই আনন্দ পাওয়া যাবে, ৪০ পার করে সেই আনন্দ পাওয়া নাও যেতে পারে।

একদিন নিজের ছাদে বাগান করব, এই আশায় বসে থেকে যেই মানুষটা বারান্দার টবে কোনো গোলাপের চারা লাগাল না, ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর বাগান করার সময়ই নেই।

একদিন চাকরি করে বাবা-মাকে দামী দামী জিনিস কিনে দেয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনে মা-বাবা এই দুনিয়ায় নাও থাকতে পারে।

জীবনের ছোটখাট সাধ আহ্লাদ খুব দামী জিনিস। এগুলোই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছা পূরণের অভাবের নীরব হাহাকারে! এজন্য সময় থাকতেই এসব শখ পূর্ণ করে ফেলতে হয়।

অনেক টাকা জমলে একদিন খাব, এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনি খেয়ে আসুন পছন্দের কাচ্চিটা। বিশ্বাস করুন, জীবনের শ্রেষ্ঠ স্বাদটা পাবেন।

দেরি না করে পছন্দের মানুষটাকে আজকেই রিকশা ডেটিংয়ের অফারটা দিয়ে দেখুন। রাজি হলে শাড়ি বা পাঞ্জাবি পরে হুডখোলা রিকশায় বৃষ্টিতে ভিজতে ভিজতে শহরময় ঘুরে বেড়ান। লিখে নিন, লাইফের সেরা রোমান্সটা পাবেন।

পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন, চল ব্যাটা, সাজেক যাব। আজকেই যাব, এক্ষণি যাব। ব্যাগ গুছিয়ে নে, বাস ধরতে হবে।

নিজের ছাদে বাগান হবে, এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবেই লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা। টিউশানির টাকায় কম দামেই কিনে ফেলুন বাবা-মায়ের জন্য শার্ট বা শাড়ি, হোক না সুতি, শখ পূরণটাই বড় কথা!

মনে রাখবেন, একদিন সব হবে - এই আশায় যে নিজেকে বঞ্চিত করে, তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষন্নতা আর অপেক্ষায়, শেষ হয় আফসোস আর হতাশা দিয়ে।

একই বাইক, একই জায়গা; মাঝখানে কেটে গেছে ৫১ বছর। (১৯৬৭-২০১৮)
12/01/2025

একই বাইক, একই জায়গা; মাঝখানে কেটে গেছে ৫১ বছর। (১৯৬৭-২০১৮)

টক্সিক মানুষ চিনেন? আপনার খুব ক্লোজ কেউ আছে, যাকে দেখে মনে হয় সবকিছু ঠিকঠাক, কিন্তু ভিতরে ভিতরে তিনি আপনাকে ধ্বংস করে দি...
25/12/2024

টক্সিক মানুষ চিনেন?

আপনার খুব ক্লোজ কেউ আছে, যাকে দেখে মনে হয় সবকিছু ঠিকঠাক, কিন্তু ভিতরে ভিতরে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছে।

টক্সিক মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনে বিষের মতো কাজ করে। প্রথমে হয়তো টের পাবেন না, কিন্তু একটা সময় মনে হবে—আপনার চারপাশটা ভারী, মনটা ক্লান্ত।

হঠাৎ একটা দিন বুঝবেন, এই ভারটা আসলে মানুষেরই তৈরি।

কিন্তু কীভাবে বুঝবেন যে কেউ টক্সিক?

এমন কিছু আচরণ আছে, যেগুলো যদি লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন আপনার জীবনের মানুষটি আসলে আপনার জন্য কতটা ক্ষতিকারক। চলুন, টক্সিক মানুষের আচরণগুলো একটু ভালোভাবে বিশ্লেষণ করি।

১. সবকিছুতে খুঁত ধরার অভ্যাস

টক্সিক মানুষ এমনভাবে সমালোচনা করে, যেন আপনি কিছুই জানেন না, পারেন না। আপনার ভালো কাজেও তারা ভুল খুঁজে পায়। মজার ব্যাপার হলো, এই সমালোচনা মোটেও গঠনমূলক নয়। বরং, তারা আপনাকে ছোট করার জন্যই এটা করে।

২. কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলে

তারা এমনভাবে কথা বলে বা কাজ করে যে আপনি নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করেন। তারা আপনাকে দোষারোপ করে নিজের সুবিধামতো পরিস্থিতি গড়ে তোলে। সবসময় মনে হবে আপনি তাদের ইচ্ছার ক্রীড়নক হয়ে গেছেন।

৩. আপনাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা

তারা আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সবসময় সন্দেহ প্রকাশ করে। হয়তো আপনি নিশ্চিত ছিলেন একটা বিষয়ে, কিন্তু তাদের কথায় সেটা ভুল বলে মনে হতে শুরু করবে।

৪. তাদের সমস্যার জন্য আপনি দায়ী!

তারা সবসময় ভিকটিম। সব সমস্যার দায় তাদের না, বরং পৃথিবীর! তারা কখনো নিজের দোষ স্বীকার করবে না, বরং আপনাকেই দায়ী করবে। আপনি সবসময় অপরাধবোধে ভুগবেন।

৫. কথায় কথায় অভিযোগ

তাদের চারপাশে সবকিছুই যেন খারাপ। সবকিছুতে তারা অভিযোগ করে। এই নেতিবাচক মানসিকতা ধীরে ধীরে আপনার জীবনেও ছাপ ফেলে।

৬. আপনার অনুভূতি নিয়ে খেলা

তারা কখনোই আপনার সুখ বা দুঃখ নিয়ে ভাবে না। আপনার কষ্ট, আপনার সুখ—কিছুতেই তাদের কিছু যায় আসে না। এমনকি যখন তারা আপনাকে আঘাত করে, তখনও তাদের মনের কোণায় বিন্দুমাত্র মায়া জন্মায় না।

৭. আপনার ভালো দেখলে অস্বস্তি বোধ করা

আপনার সফলতা দেখলে তারা কখনোই আনন্দিত হয় না। বরং ঈর্ষান্বিত হয়। আপনার অর্জনকে হালকা করে দেখা, ঠাট্টা করা বা আপনাকে নিচু করার চেষ্টা তারা চালিয়ে যায়।

৮. আচরণে একধরনের দ্বিচারিতা

একদিন তারা খুব মিষ্টি, আবার পরের দিন হুট করেই দুর্ব্যবহার। এই অস্থিরতা আপনাকে সবসময় একটা মানসিক চাপের মধ্যে রাখে। আপনি বুঝতেই পারবেন না, কখন কীভাবে তাদের সঙ্গে মিশতে হবে।

৯. শুধু নেওয়ার অভ্যাস, কিছুই না দেওয়া

টক্সিক মানুষের কাছে সম্পর্ক মানে শুধু নেওয়া। তারা আপনাকে ব্যবহার করবে, আপনাকে থেকে সুবিধা নেবে, কিন্তু বিনিময়ে কিছু দেবে না।

১০. আপনার ‘না’কে গুরুত্ব না দেওয়া

তারা আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট করে না। আপনার সময়, মতামত বা আরামের কোনো মূল্যই তাদের কাছে নেই।

টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসা সহজ নয়, কিন্তু এটা অত্যন্ত জরুরি।

জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান। এমন মানুষের সঙ্গে সময় নষ্ট করার চেয়ে নিজের মানসিক শান্তি এবং সুখকেই প্রাধান্য দিন।

মনে রাখবেন,

যারা আপনাকে ভালোবাসে, তারা কখনো আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে না
সংগৃহীত❗

অনেকটা বড় হবার পর আমরা বুঝতে পারি,হাত ধরে ঘোরা, রেস্টুরেন্টে খাওয়া,ফোনে কথা বলা,শুধু আমি আছি বলা মানেই ভালোবাসা নয়। পাশে...
25/12/2024

অনেকটা বড় হবার পর আমরা বুঝতে পারি,হাত ধরে ঘোরা, রেস্টুরেন্টে খাওয়া,ফোনে কথা বলা,শুধু আমি আছি বলা মানেই ভালোবাসা নয়।

পাশে আছি বলা অনেক সহজ,কিন্তু পাশে থাকা অনেক কঠিন কাজ।।
"একমাত্র অসুস্থতায় বোঝা যায়,তোমার গুরুত্ব কার কাছে ঠিক কতটা "
এই সময় যারা পাশে থাকে তারাই তোমার আপনজন,তাদের রেখে দিও
আর বাকিদের ফেলে দাও বাতিলের খাতায়।।

আজকের দিনে যেখানে সম্পর্ক এত ঠুনকো,
একরাতের মধ্যে ভালোবাসার মানুষ বদলে যায়।।
যা হোক করে প্রেমিক প্রেমিকার দোষ খুঁত বের করে বেটার মানুষের লোভে যেখানে সম্পর্ক ভাঙা খুব সহজ।।
কমিটমেন্ট এর সময় আসলে বাবা মানছে না মা মানছে না,কিংবা উই আর জাস্ট ফ্রেন্ডস এর দুনিয়ায় ।

কিছুজন সব্যসাচী, শ্রীজানা হয়
যারা রেডিয়েশন এ চুল উঠে যাওয়া প্রেমিক প্রেমিকার কপালে চুমু খায়।।
ইনজেকশন দেওয়া জায়গা গুলোয় হাত বুলায়।।
নিজে হাতে খাইয়ে দেয়, গল্প বলে ঘুম পাড়ায়।।
যন্ত্রনায় ছট ফট করলে সন্তানের মত বুকে আগলে নেয়।।
যে প্রতি মুহূর্তে হারানোর ভয় পায়,ভয়ে দু চোখের পাতা এক না করে, অনর্গল আরোগ্য কামনা করতে থাকে।।

তার জন্য তোমাদের ফিরতে হবে।।
তোমাদের ফিরতেই হবে ঐন্দ্রিলা, বিবেক।।

আবার পাহাড় জঙ্গলে দৌড়ে বেড়াতে হবে,
তোমরা আবার উঁচুতে উঠতে চাইবে,
সব্যসাচী শ্রীজানা আবার বকুনি দেবে,
সেই বকুনি শুনতে তোমাদের ফিরতেই হবে
আবার চাদর গায়ে দিয়ে ঠাকুর দেখতে হবে তোমাদের

তোমাদের ফিরতেই হবে ।।।

অনেকেই আছে,যারা পার্টনারকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেন,ব্যস্ততার নামে ফিরিয়ে দেন অবহেলা
মানুষটা থাকতে থাকতে ভালোবাসুন,

ভালোবাসার শ্রেষ্ঠ প্রতীক তোমরা প্রত্যেকে
তোমাদের জানায় আন্তরিক শ্রদ্ধা 🤍
ভালো থেকো তোমারা প্রত্যেকে!! 🙏🥺
সংগৃহীত

একজন দায়িত্ববান স্বামী থাকলে, মা হওয়া অনেক সহজ হয়ে যায় ❤️সংগৃহীত....📌
27/11/2024

একজন দায়িত্ববান স্বামী থাকলে,
মা হওয়া অনেক সহজ হয়ে যায় ❤️
সংগৃহীত....📌

ভাই বোনের মাঝে দূরত্ব সৃষ্টি হলে মৃত্যু ছাড়া আর যোগাযোগ হয় না।❓একসাথে বড় হওয়া একই মায়ের গর্ভে জন্ম নেয়া ভাই বোনগুলো ...
26/11/2024

ভাই বোনের মাঝে দূরত্ব সৃষ্টি হলে মৃত্যু ছাড়া আর যোগাযোগ হয় না।❓

একসাথে বড় হওয়া একই মায়ের গর্ভে জন্ম নেয়া ভাই বোনগুলো কেন বড় হয়ে পর হয়ে যায়?
কেন তাদের মধ্যে এতো দুরত্ব তৈরি হয়?
কেন কারো স্বামী কারো স্ত্রী এসে ভাই-বোন এর মধুর সম্পর্কগুলো রক্তের বন্ধনগুলো ছিন্ন করে দেয়?
এর কেনোর উত্তর নেই।
কারন এর জন্য প্রত্যেক ভাই বোনই দায়ী।
তারা কেন অন্যের কথায় নিজের রক্তের সম্পর্ক নষ্ট করে? কেন সত্য মিথ্যা যাচাই করার মুরোদ নেই তাদের?
কাউকে ধনী কাউকে গরীব সেতো বিধাতাই বানান।
টাকা আর আত্মগরিমায় অন্ধ হয়ে মানুষ একই বিছানায় ঘুমানো ভাইবোনের সাথে দুরত্ব তৈরি করে যোজন যোজন মাইল। ছোট বেলায় যে ভাইবোনের সাথে ঝগড়া হলে দুই মিনিট পরই আবার মিল হয়ে যেতে।
বড় বেলায় ভাই বোনের সাথে ঝগড়া হলে দেখা হয় জানাযায়। কি কঠিন সত্য তাই না!⁉️
সংগৃহীত..

মায়ের পর যদি কেউ যত্নকারী হয়, তবে সে হচ্ছে বাচ্চার নানি। এই একটা মানুষের কাছে সন্তান রেখে নিশ্চিন্তে থাকা যায়। মা বেচে থ...
16/10/2024

মায়ের পর যদি কেউ যত্নকারী হয়, তবে সে হচ্ছে বাচ্চার নানি। এই একটা মানুষের কাছে সন্তান রেখে নিশ্চিন্তে থাকা যায়।
মা বেচে থাকলে বলুন আলহামদুলিল্লাহ 🥰

🚫 বিশেষ সতর্কীকরণ 🚫দু তিন দিনের মধ্যে পূজা অনুষ্ঠিত হবে,বিধায় হিন্দু ধর্মাবলম্বীদের পাঠা বলি দিতে হবে।তাই শহর বন্দরে স্ব...
09/10/2024

🚫 বিশেষ সতর্কীকরণ 🚫

দু তিন দিনের মধ্যে পূজা অনুষ্ঠিত হবে,বিধায় হিন্দু ধর্মাবলম্বীদের পাঠা বলি দিতে হবে।
তাই শহর বন্দরে স্বল্প মুল্যে প্রচুর পরিমাণে ছাগলের মাথা ও গোস্তো বিক্রি হবে।আর এই মাথা গোস্তো আহার করা সম্পূর্ণ হারাম। কারণ তা (গায়রুল্লাহ) তথা আল্লাহর নামে জবাই করা হবে না।

গায়রুল্লার নামে জবাই করা পশু সবই হারাম।
তাই পূজা চলাকালীন দিনগুলোতে এই সব ক্রয় করা থেকে বিরত থাকুন।❌❌
নতুবা বিশেষ প্রয়োজনে সতর্কতা অবলম্বন করুন। ❗❗ সংগৃহীত...

জ্ঞানীদের বাণী📌🌷🌹   ゚viralシfypシ゚viralシalシ
07/10/2024

জ্ঞানীদের বাণী📌🌷🌹
゚viralシfypシ゚viralシalシ

সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 🥰🥀
03/10/2024

সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 🥰🥀

আপনি ভাবছেন- আপনার উপার্জনে পরিবার চলছে। তাই কখনো অহংকার করেন, কখনো খোঁচা দেন। অথচ হতে পারে, পরিবারের মানুষের রিযিক আপনা...
28/09/2024

আপনি ভাবছেন- আপনার উপার্জনে পরিবার চলছে। তাই কখনো অহংকার করেন, কখনো খোঁচা দেন। অথচ হতে পারে, পরিবারের মানুষের রিযিক আপনার মাধ্যমে আসার কারণে আপনিও খাচ্ছেন। তাদের রিযিক শেষ হলে আপনিই অভাবে পড়ে যাবেন।

#লগবুক ০৯২৩২৪

Address

Dhanmondi
Dhaka
DHAKA1209

Telephone

+8801832813873

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tania & Shamim‘s Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tania & Shamim‘s Vlog:

Share

Category