07/12/2022
উদ্যোগ এবং উদ্যোক্তা পর্ব ১
উদ্যোগ গ্রহন থেকেই উদ্যোক্তা হওয়া যায়। উদ্যোগেরও নানাবিধ ধরণ এবং প্রকৃতি আছে। ব্যবসায়িক, রাজনৈতিক, সামাজিক, শিক্ষা, সাংস্কৃতিক ইত্যাদি সংগঠন তৈরীর মাধ্যমে এই উদ্যোগগুলো শুরু হয়। উদ্যোক্তাদের আবার ফাউন্ডারও বলা হয়। কথায় আছে ফাউন্ডেশন এর উপর ভিত্তি করেই সকল কিছু নির্মিত হয়। এইজন্য একজন উদ্যোক্তার দূরদর্শিতার উপর ঐ উদ্যোগ কতটুকু কি হবে তা নির্ভর করে।
রাজধানী ঢাকার উন্নয়ন অংশীদার হিসেবে একটি বিষয়ে আলোকপাত করছি। বুড়িগঙ্গা নদী ও মতিঝিলের জিরো পয়েন্টকে সামনে রেখে দেশের সচিবালয় এবং রাজধানী নির্মিত হয়েছে। একজন মানুষের নাভিকে হিসাব করলে যেরূপ সেন্টার হয়,ঠিক তদ্রুপ এই সিদ্ধান্ত পাকাপাকি। তবে এর সাথে আমাদের রাজধানীর মাটির কথা চিন্তা করলে দেখা যায় বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিং ছাড়া কোন বিকল্প নেই। এতে বিল্ডিং এর উদ্যোক্তাদের খরচ অনেক বেশিই হচ্ছে। ঢাকা শহরের আরেকটু উত্তরে পূর্বে গেলে লালমাটি পাওয়া যেতো বিধায় এই বাড়তি খরচ এডানো যেতো।
চলবে