18/09/2025
ফিরে দেখা স্মৃতি 🌿
রংপুর—ইতিহাস, সংস্কৃতি আর মানুষের আন্তরিকতায় ভরা এক প্রাণের শহর। ধর্মসভা থেকে শুরু করে ফাউন্ডেশন, পায়রা চত্ত্বর, মর্ডান মোড়, কালেক্টরেট থেকে গ্রামের মাঠ কিংবা শহরের ব্যস্ত রাস্তা—রংপুরের প্রতিটি জায়গায় আছে এক বিশেষ আবহ, এক অনন্য স্পন্দন। এই শহর শুধু দর্শনের জন্য নয়, কাজের জন্যও এক অসাধারণ অভিজ্ঞতার জন্ম দেয়।
এই রংপুরকেই সঙ্গী করে শ্যুটিং শুরু করেছিল পজিটিভ থিংক টিম। পুরো শুটিং জুড়ে আমরা ছুটেছি শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে—কখনও সংগঠনের ভেতরে, কখনও মাঠে, আবার কখনও খোলা আকাশের নিচে। প্রতিটি সদস্য ছিল নিবেদিত, প্রতিটি মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়।
অবশেষে সৃষ্টি হলো সবুজ সংকেত-এর নতুন পর্ব—যা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এক নতুন গল্পের সূচনা।
এই যাত্রার প্রতিটি ধাপ ছিল সংযোগ আর অভিজ্ঞতায় ভরপুর। রংপুর আমাদের দিয়েছে অনুপ্রেরণা, পজিটিভ থিংক টিম দিয়েছে অক্লান্ত পরিশ্রম।
🙏 ধন্যবাদ রংপুরকে পাশে থাকার জন্য।
✨ ধন্যবাদ পজিটিভ থিংক পরিবারের প্রতিটি সদস্যকে—যাদের সমন্বিত প্রচেষ্টায় এলো এই নতুন আলো।