Břőķęñ Héáŕť

Břőķęñ Héáŕť ব‍্যার্থ জীবন

শুভ সকাল
04/07/2025

শুভ সকাল

02/07/2025

#টেক্সটাইল জব ইন্টারভিউ #
# টপিক : অ্যাপারেল মার্চেন্ডাইজিইং
প্রশ্ন – ১. মার্চেন্ডাইজ শব্দের অর্থ কি?
উত্তরঃ কেনা-বেচা।
প্রশ্ন – ২. গার্মেন্টস শিপমেন্ট বলতে কি বুঝ?
উত্তরঃ বায়ারের অর্ডার অনুযায়ী গার্মেন্টস উৎপাদন হওয়ার পর উৎপাদিত পণ্য জাহাজে পৌছানোকে জাহাজীকরণ বা শিপমেন্ট বলে।
প্রশ্ন – ৩. টাইমলি শিপমেন্ট কি?
উত্তরঃ নির্ধারিত সময়ে শিপমেন্ট দেয়াকে টাইমলি শিপমেন্ট বলে।
প্রশ্ন – ৪. মার্চেন্ডাইজিং কাকে বলে?
উত্তরঃ আয়ের উদ্দেশ্যে পণ্য কিনে আবার তা বিক্রি করাকে মার্চেন্ডাইজিং বলে।
প্রশ্ন – ৫. একজন মার্চেন্ডাইজার এর প্রধানত কোন কোন বিষয়ে জ্ঞান থাকা জরুরি?
উত্তরঃ ফাইবার, ইয়ার্ন, ফেব্রিক, অ্যাক্সেসরিজ, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং, গার্মেন্টস প্রোডাকশন। এছাড়াও কম্পিউটার ও ইংরেজিতে বিশেষ জ্ঞান থাকতে হবে।
প্রশ্ন – ৬. এলসি কি?
ক্রেতার পক্ষে কোন ব্যাংক বিক্রেতার অনুকূলে বিক্রিত পণ্যের মূল্য পরিশোধের জন্য যে নিশ্চয়তা পত্র বা দলিল প্রদান করে, তাকে এলসি বলে।
প্রশ্ন – ৭. চালান বা ইনভয়েস কি?
উত্তরঃ বিক্রেতার সর্বরাহকৃত পণ্যের তালিকা ক্রেতার নিকট প্রদান করাকেই চালান বলে।
প্রশ্ন – ৮. জিএসপি দাতা দেশগুলোর নাম লিখ।
উত্তরঃ যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, জাপান, ইইউ দেশসমূহ।
প্রশ্ন – ৯. জিএসপি গ্রহীতা দেশগুলোর নাম লিখ।
উত্তরঃ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ইত্যাদি।
প্রশ্ন – ১০. কাপড়ের পুরুত্ব সাধারণত কিভাবে প্রকাশ করা হয়?
উত্তরঃ oz/yd2 এবং GSM.
প্রশ্ন – ১১. ইয়ার্ন কনজাম্পশন কাকে বলে?
উত্তরঃ কাপড় তৈরি করতে যে পরিমাণ সুতার প্রয়োজন তাকে ইয়ার্ন কনজাম্পশন বলে।
প্রশ্ন – ১২. এক মিটার সমান কত ইঞ্চি?
উত্তরঃ ৩৯.৩৭ ইঞ্চি।
প্রশ্ন – ১৩. এক পাউন্ড সমান কত গ্রাম?
উত্তরঃ ৪৫৩.৬ গ্রাম।
প্রশ্ন – ১৪. GSM এর সংজ্ঞা দাও।
উত্তরঃ প্রতি বর্গমিটার কাপড়ের ওজনকে গ্রামে প্রকাশ করাই হচ্ছে GSM.
প্রশ্ন – ১৫. ট্রিমিংস কাকে বলে?
উত্তরঃ পোশাক পৈরির জন্য এর মূল কাপড় ছাড়া আর যে সকল ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়, তাকে ট্রিমিংস বলে।
প্রশ্ন – ১৬. মোটিফ কি?
উত্তরঃ পোশাকের সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে বাইরের দিকে যে বিশেষ অংশ পোশাকের সাথে লাগানো হয়, তাকে মোটিফ বলে।
প্রশ্ন – ১৭. প্রধান লেবেলে কি কি উল্লেখ থাকে?
উত্তরঃ কোম্পানি ও দেশের নাম।
প্রশ্ন – ১৮. লেবেল কাকে বলে?
উত্তরঃ পোশাকের মধ্যে

30/06/2025
Good night
29/06/2025

Good night

Good morning
25/06/2025

Good morning

Address

Naogaon
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Břőķęñ Héáŕť posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share