
07/03/2023
ডিজিটাল মার্কেটিং কী?
বর্তমানে ডিজিটাল মার্কেটিং বেশ পরিচিত একটি ধারণা, যা হয়ত আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা আলোচনায় শুনে থাকবেন। এই আধুনিক যুগে যেকোনো কোম্পানি বা উদ্যোগের সফলতার জন্য ডিজিটাল মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এটা থেকে আয় করার উপায়ও আছে অসংখ্য।
ইন্টারনেট বা যেকোনো ধরণের ডিজিটাল যোগাযোগ এর মাধ্যম ব্যবহার করে কোনো প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচার চালানোকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইমেইল, সোশ্যাল মিডিয়া, ওয়েব-ভিত্তিক বিজ্ঞাপন এর পাশাপাশি এসএমএস, অডিও মার্কেটিং চ্যানেল, ইত্যাদিও অন্তর্ভুক্ত। অর্থাৎ যে মার্কেটিং ক্যাম্পেইনে ডিজিটাল যোগাযোগ অন্তর্ভুক্ত, সেটিই হলো ডিজিটাল মার্কেটিং।
* ডিজিটাল মার্কেটের ভবিষ্যৎ *
এখন বিশ্বজুড়ে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা দিন দিন বেড়েই চলছে।
আর ফ্রিল্যান্সিং জগতের সব চেয়ে সহজ কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং।
এই ডিজিটাল মার্কেটিং কাজ শিখে নিজেকে এসবং নিজের দেশকে বেকারত্ব মুক্ত করতে পারবেন।
ডিজিটাল মার্কেটের প্রকারভেদ
★Search Engine Optimization (SEO)
★ Affiliate Marketing
★ Email Marketing
★Facebook Marketing
★Instagram Marketing
★Youtube Marketing
★Content writing
★উপরিউক্ত সেক্টরে যেকোনো একটি বিষয়ে দক্ষ হলে আপনার ক্যারিয়ার নিশ্চিত করতে পারবেন।
ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখবেন?
★ অনলাইনে কোর্স করে
★ কোনো ট্রেইনিং সেন্টারে