25/11/2024
যারা বলে মাত্র তিন মাসে কী করবে! দেখেন কী কী করেছে এই সরকার গত তিন মাসে।
১) সকল শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গিদের মুক্তি দিয়েছে।
২) ৮ই আগস্ট পর্যন্ত পুলিশ হত্যাসহ সকল অপরাধের ইনডেমনিটি দিয়েছে।
৩) আরব আমিরাতের সাজাপ্রাপ্তদের সাজা মওকুফ করে দেশে ফিরিয়েছে - কোন পূর্ণবাসন হয়নি।
৪) বন্যা দূর্গতদের জন্য ১০০০ কোটি টাকার ফান্ড সংগ্রহের ঘোষণা দিয়ে বাহবা কামিয়েছে - টাকাগুলো এসেছে কি না কেউ জানে না।
৫) সেন্ট মার্টিনে ভ্রমণ নিষিদ্ধ করেছে আনঅফিসিয়ালি - বিবিসি এ নিয়ে খবর প্রকাশ করেছে।
৬) ৭ই মার্চ, ১৫ই আগস্ট, ৪ঠা নভেম্বর (সংবিধান দিবস) জাতীয় দিবসগুলো বাতিল করেছে।
৭) বেশ কয়েকটি সংস্কার কমিটি গঠন করেছে।
৮) পাকিস্তান থেকে আমদানি করা পণ্যের চেকিং বাতিল করেছে।
৯) পাকিস্তান থেকে সামরিক সরঞ্জাম কিনেছে।
১০) পাকিস্তানের করাচি থেকে ৭১ এর পর প্রথম বাংলাদেশের বন্দরে জাহাজে করে মালামাল আমদানি করেছে।
১১) সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছে।
১২) তিনশ’র মতো শিল্প কারখানা বন্ধ হয়েছে।
১৩) বয়ষ্কভাতা, প্রতিবন্ধী ভাতাসহ নানাবিধ ভাতা বন্ধ করে দিয়েছে।
১৪) বিমানবন্দর এলাকায় গাড়ির হর্ন বাজানো নিষিদ্ধ করেছে।
১৫) ইউনুস সাহেবের সকল মামলা খারিজ করা হয়েছে কোন রকম শুনানি ছাড়াই।
১৬) গ্রামীণ ব্যাংককে করমুক্তি সুবিধা দেওয়া হয়েছে।
১৭) বিমানবন্দরে প্রবাসিদের জন্য লাউঞ্জ খোলা হয়েছে।
১৮) সরকারি চাকুরিতে নিয়োগের বয়সসীমা বাড়ানো হয়েছে।
১৯) তিনটি স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে।
২০) বঙ্গবন্ধুর ছবি নামানো হয়েছে রাষ্ট্রপতির ভবন ও সরকারী দপ্তর থেকে।
২১) পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। (আইনত এটা বিএনপি সরকার গত মেয়াদেই করেছিল)
২২) সরকারের বৈধতা ও কাজ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এমন নির্দেশ দিয়েছে।
২৩) সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হিসেবেও প্রজ্ঞাপণ জারি করার চুড়ান্ত বলে সংবাদমাধ্যমে এসেছে।
২৪) প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই একাধিকবার বিদেশ সফর করেছে।
২৫) সেনাপ্রধান যুক্তরাষ্ট্রে সফর করেছেন।
২৬) শ্রম বিষয়ক সম্মেলনে গ্রামীণের প্রতিনিধি হিসেবে দুইজন উপদেষ্টা সুইজারল্যান্ড সফর করে।
২৭) উপদেষ্টার সংখ্যা ২৪ হয়েছে।
২৮) শেয়ার বাজার থেকে কয়েক হাজার কোটি টাকা উধাও হয়েছে যা বিগত সরকারের বিরুদ্ধে পাচারের অভিযোগ করা পরিমাণের আট ভাগের এক ভাগ। পুরোটা করতে তাইলে ২৪ মাস লাগবে।
২৯) রিজার্ভে হাত না দিয়েই আলাদিনর চেরাগ ঘষা দিয়ে ঋণ শোধ করেছে।
৩০) ভারতে রেকর্ড পরিমাণ ইলিশ রপ্তানি করেছে।
৩১) ভারত থেকে রেকর্ড পরিমাণ পেঁয়াজ, ডিম, চাল, তেল আমদানি করেছে। তবুও দাম কমেনি শুল্ক প্রত্যাহার করেও।
৩২) জামায়াতের আইনজীবীকে চীফ প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
৩৩) পুলিশের প্রায় ৩০০ জনকে প্রশিক্ষণ শেষে নিয়োগ বাতিল করেছে।
৩৪) জাতিসংঘের মানবাধিকার সংস্থার অফিস খোলার অনুমতি দেওয়া হয়েছে।
৩৫) গণভবনে যাদুঘর করা।
৩৬) প্রায় ৩০০ সাংবাদিকের এক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।
৩৭) সারাদেশে জামায়াত পন্থী বিচারক নিয়োগ দেয়া হয়েছে।
৩৮) বঙ্গবন্ধুসহ সকল জাতীয় নেতাদের নামে প্রতিষ্ঠিত মেডিকেল কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নাম পরিবর্তন করা হয়েছে।
৩৯) ব্যাংক থেকে গ্রাহকদের কম কম টাকা উত্তোলনের জন্য বলা হয়েছে।
৪০) ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে ভারতের ভূখন্ডের উপর দিয়ে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি শুরু করেছে। ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ২০২৪ সালে বাংলাদেশের কাছে নেপাল মাত্র একদিন বিদ্যুৎ বিক্রি করতে পারবে। এরপর ২০২৫ সালের ১৫ জুন থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
৪১) গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের নাম বদল করা হয়েছে।
৪২) কতিপয় আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতাসহ, কর্মীদের ঢালাও গ্রেফতার ও একাধিক হত্যা মামলা। প্রতিটি মামলায় কয়েক’শ আসামি করা হয়েছে। অনেক ক্ষেত্রেই বাদী পক্ষ চেনে না আসামিদের।
৪৩) কয়েকজন ‘শহিদ’ জীবিত হয়ে ফিরে এসেছে।
৪৪) মব আক্রমণ করে প্রধান বিচারপতিকে পদত্যাগ করানো হয়েছে।
৪৫) এক ডজনের বেশি বিচারপতিকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে।
৪৬) অন্য স্টেশন থেকে যন্ত্রাংশ এনে পুড়িয়ে দেয়া মেট্রোরেলের স্টেশন চালু করে প্রচার করা হয়েছে কম টাকায় কাজ হয়ে গেছে। সেসব স্টেশন পুরোপুরি আগের অবস্থায় যেতে এক বছর সময় লাগবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
৪৭) সকল সরকারি বিশ্ববিদ্যালয়ে জামায়াত পন্থী ভিসি নিয়োগ দেয়া হয়েছে।
৪৮) বিজিএমএই এর ভাষ্য মতে ৩০% অর্ডার চলে গেছে অন্য দেশগুলোতে।
৪৯) কয়লা ও জ্বালানীর অভাবে কয়েকটি বিদ্যুত কেন্দ্র বন্ধ হয়ে গেছে।
৫০) ছাত্রলীগ নিষিদ্ধ করেছে। সারাদেশে শিবিরের কমিটি আত্মপ্রকাশ করেছে।
৫১) এইচ এস সি পরীক্ষা বাতিল করে অটো পাশ দেয়া হয়েছে।
….. এই তালিকা হালনাগাদ করা হবে নিয়মিত।
জনগণের জন্য অনেক কাজ করে ফেলেছেন ঊনারা। তালিকাটা অনেক দীর্ঘ। আচ্ছা, সেভেন সিস্টার কি এখন বাংলাদেশের মানচিত্রে যোগ হয়ে গেছে? কিংবা বাঁধের বিপরীতে বাঁধ? ভারতের সাথে কি চোখে চোখ রেখে কথা বলা হচ্ছে? কিংবা বড় কোন দুর্নীতির মামলা? জাতিসংঘের অধীনে তদন্ত কতদূর? ২৬ লক্ষ ভারতীয়ের তালিকা কিংবা ফেরত পাঠানো? তারেক জিয়ার দেশে ফেরা কতদূর?
দেশে চুরি, ছিনতাই, খুন এসব নিশ্চয়ই এখন একদম হয় না। বাজারে গেলে সবাই ব্যাগ ভরে বাড়ি ফিরছেন। কোথাও কোন নারীর হেনস্থা হচ্ছে না। অর্থনৈতিক কোন সংকটে নেই কোন মানুষ। সকলের বাক স্বাধীনতা নিশ্চিত করা হচ্ছে।
দেশে রিসেট বাটন চেপে একটা ‘ম্যাজিক’ ঘটে গেছে!