Ex Hafiz

Ex Hafiz Let's ex-plore with ex-hafiz

পবিত্র মসজিদুল হারাম মহান আল্লাহ কর্তৃক নির্বাচিত একটি স্থান। নানান গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত নিদর্শন দিয়ে বিস্তৃত আল্লা...
16/10/2024

পবিত্র মসজিদুল হারাম মহান আল্লাহ কর্তৃক নির্বাচিত একটি স্থান। নানান গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত নিদর্শন দিয়ে বিস্তৃত আল্লাহর এ ঘর। এই পবিত্র স্থানের আলোচনা করতে গেলেÑ মুমিনের হৃদয়ের মানসপটে ভেসে ওঠে সুমহান মর্যাদার কালো গিলাফে আবৃত ও অনিন্দ্যসুন্দর ঘরের দৃশ্য। আল্লাহর সঙ্গে সাক্ষাতের শেষ প্রচেষ্টার একটি এই কাবার পথ। মুমিনের হৃদয়তন্ত্রীতে কাবা দেখার যে স্বপ্নবুনন শুরু হয়, তার সফল বাস্তবায়ন ঘটে এ ঘরের পরশে ও অবলোকনে। আল্লাহর ঘরের এ ছায়া বান্দাহর জন্য যে পরম শান্তি ও নিরাপদের, ইমানদার ব্যক্তি সহজেই তা অনুভব করতে পারে। হে আল্লাহ আপনি আমাদের আপনার ঘর দেখার সৌভাগ্য দান করুন। 🤲

অধিকার যারা ফিরে পায় তাদের পুনরায় অধিকার হারানোর পথটা শুরু হয় নিজেদের দিয়েই - যখন তারা নতুন পাওয়া অধিকার প্রয়োগের মাত্রা...
07/09/2024

অধিকার যারা ফিরে পায় তাদের পুনরায় অধিকার হারানোর পথটা শুরু হয় নিজেদের দিয়েই - যখন তারা নতুন পাওয়া অধিকার প্রয়োগের মাত্রাজ্ঞান হারিয়ে ফেলে।

অধিকার থাকাটা মৌলিক, কিন্তু সেই অধিকার কখন কীভাবে কোন মাত্রায় প্রয়োগ করতে হবে সেটি বুঝতে পারাটা যোগ্যতার প্রশ্ন, অধিকারের নয়। অধিকারের সঠিক এবং যথার্থ প্রয়োগের যোগ্যতা না রাখা ব্যক্তি অধিকারের প্রয়োজনকে প্রশ্নবিদ্ধ করে তোলে।

অধিকার ফিরে পাওয়ার মানে এই নয় যে সেটি সম্ভাব্য সব জায়গায় প্রয়োগের মাধ্যমে তার অস্তিত্ব প্রমাণ করতে হবে। বরং কখনও কখনও অধিকার ছেড়ে দেয়ার মাধ্যমে আপনি প্রমাণ করেন যে সেটি আছে এবং সেটি থাকা উচিৎ। কারণ ছেড়েছেন আপনি - প্রজ্ঞা দিয়ে, যোগ্যতা বলে এবং ধৈর্য সহকারে।

30/05/2024

বাপ কা বাচ্চা 🤣

সভাপতি 🫨
21/05/2024

সভাপতি 🫨

28/04/2024

ক্যারিয়ার কি এখানেই সমাপ্তি? 😢

05/03/2024

ভয় পাইলেন কেমন?🥲

05/03/2024

ফেইজবুকে এখন দেখবেন ঘোড়ার আণ্ডা লিখলেও রিচ মারাত্তক লেভেলে বাড়ায় দেবে। টাউট! 🙂

সময় ফুরাবার আগে -বিয়ে করার বাসনা লালন করেছিলাম। বিয়ে হলো। কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝলাম। এটাতো  পূর্ণতা না। সাংসারিক প...
02/02/2024

সময় ফুরাবার আগে -

বিয়ে করার বাসনা লালন করেছিলাম। বিয়ে হলো। কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝলাম। এটাতো পূর্ণতা না। সাংসারিক পূর্ণতা আসে সন্তানে। সন্তান আসলো। পিতা হলাম। আবার বুঝলাম। এই ছোট গৃহে সংকুলান হচ্ছেনা। কাজ বাড়িয়ে দিলাম। পরিশ্রমের কমতি নেই।সফল হলাম। ছোট এ্যাপার্টমেন্ট ছেড়ে বড় বাড়িতে ওঠলাম। ঘরে স্ত্রী সন্তানদের কোলাহল। চারপাশ মুখরিত।

সময় যায়। দ্রুত যায়। বছরগুলো যেন ঝরাপাতার মতো পড়তে থাকে।সময় যত গেলো।সন্তানরাও বড় হলো। একসময় নিজের বিয়ের বাসনা ছিলো। এখন সন্তানদের বিয়ের বাস্তবতা তাড়া দিলো। দায়িত্বের পর দায়িত্ব । দায়িত্ব নামক জলের ঘটি- পুকুর হয়। পুকুর দীঘী হয়। দীঘী সমূদ্র হয়।এই উন্মাতাল জীবন সমূদ্রে অবসরের সময় কই। এতো পরিশ্রমে শারীরিক শ্রান্তিতে অবসাদ আসতে লাগলো ঝড়োগতিতে। একটু যদি জিরোতে পারতাম। একটু যদি দাঁড়াতে পারতাম। বৃক্ষ যেমন দাঁড়িয়ে আছে। ঠিক তেমনি। এই বাসনাও পূর্ণ হলো। চাকুরি থেকে অবসর পেলাম। এবার একেবারে অখন্ড অবসর।

এখন, দেখি এই অবসরে একেবারে একা। চারপাশে কেউ নেই। কেউ পাতা হয়ে ঝরে গেছে। কেউ মেঘ হয়ে ওড়ে গেছে। কেউ একেবারে তারা হওয়ার আগেই তারা হয়ে গেছে।

এই অবসরে- দুয়েক লাইন কোরআন শরীফের আয়াত মুখস্ত করার চেষ্টা করি।পারিনা। স্মরণশক্তি প্রতারণা করে।আত্মশুদ্ধির জন্য উপবাস করারও চেষ্টা করি। পারিনা। শারীরিক দূর্বলতাই জয়লাভ করে। ভোরে ওঠে জায়নামাজে দাঁড়াতে গেলে -কষ্ট হয়। শরীরটা ফেটিগড হয়ে গেছে। বুঝি, আমি মোহের মায়ায়- সময়ের খেয়ায় দৌড়ে দৌড়ে জীবনটা খুইয়েছি। অথচ আসল জিনিসটাই বুঝি নাই । যা বুঝার জন্য বারবার নবী সাঃ তাগাদা দিয়েছিলেন। বলেছিলেন- ব্যস্ততার আগে অবসরের, বার্ধ্যকের আগে তারুণ্যের, অসুস্থ হওয়ার আগে সুস্থতার , খরচের আগে মিতব্যয়িতার আর মৃত্যুর আগে জীবনের গুরুত্ব দিতে।

কিছুদিন আগে একটা ছবি দেখলাম। লায়ন অব ডেজার্ট। ওমর মুখতারের জীবন কাহিনী। বিশবছর ফ্যাসিস্ট মুসোলিনির বিরুদ্ধে লিবিয়ার স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে যার ফাঁসী হয়। ওমর মুখতার ছাত্রদের তালিম দিয়ে বলছেন- পবিত্র কোরআনে কেন আল্লাহ রাব্বুল আলামিন পাল্লার কথা বলেছেন?
ছাত্ররা বলে -কেন?
ওমর মুখতার বলেন- পাল্লা হলো ব্যালেন্স। আর ব্যালেন্স না থাকলে সব কিছু পড়ে যায়। সবকিছুই একটা ব্যালেন্সের মধ্যেই দাঁড়িয়ে আছে।
কি একটা গভীর তাৎপর্যময় কথা।

জীবন চালাতে গেলে- সংসার থাকবে, জীবিকা থাকবে। সব ছেড়ে দিয়ে একেবারে সন্যাস হলে চলবেনা। ব্যালেন্সটা ঠিক করতে হবে। আর এই ব্যালেন্স ঠিক রাখতে গিয়ে দুনিয়ার পাল্লা একটু গড়বড়ে হয়ে গেলেও খেয়াল রাখতে হবে- আখেরাতের পাল্লাটা যেন সবসময় ঠিক থাকে। কারণ এটাই স্থায়ী এবং আসল। আর দুনিয়াটা- এক শুণ্যে ভাসা বাবল। বাবলের চাকচিক্য এই আছে এই নাই। জীবনটাও এমন। নিঃশ্বাস এই আছে- এই নাই।

-আরিফ মাহমুদ

Palestonian children 💔😥
28/01/2024

Palestonian children 💔😥

14/01/2024

তারা সংখ্যায় বেশি হলেও তারা দুর্বল।
নেদারল্যান্ডসের আর্নহেম শহরে কোরআন পোড়া'নোর চেষ্টা করেছিল কা'ফের রা। পুরোটা সময়ই সেখানের পুলিশ বাহিনী নিরাপত্তা দিয়ে রেখেছিল। এত নিরাপত্তার মাঝেও, সেখানে উপস্থিত এক মুসলিম ভাই হঠাৎ দৌড়ে এসে ওদেরও মুখে লাথি মারেন। ফলে ওরা কাপুরুষের মতো পালিয়ে যায়। দুইবার কোরআন পোড়ানোর চেষ্টা করেও ওরা ব্যর্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর্নহেমের মুসলিম ভাইদের প্রতি সালাম এবং বিশেষ করে সেই ভাইকে অভিনন্দন তার কার্যকরী 'ফ্লাইং কিকের' জন্য।

At Chandpur Grand City Restaurants 🍕🍕
11/01/2024

At Chandpur Grand City Restaurants 🍕🍕

Late night 2:00am at Chandpur City
06/01/2024

Late night 2:00am at Chandpur City

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ex Hafiz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ex Hafiz:

Share

Category