Bros Vlog

Bros Vlog Digital creator for shorts videos.

আমি তোমাকে বিশ্বাস করি, করে ধরা খায়, আবার বিশ্বাস করি, আবার ধরা খায়। কারন তুমি মেয়ে মানুষ🤣
17/08/2025

আমি তোমাকে বিশ্বাস করি, করে ধরা খায়, আবার বিশ্বাস করি, আবার ধরা খায়।
কারন তুমি মেয়ে মানুষ🤣

শনিবারের গুলশান। অনেক ফাঁকা!
16/08/2025

শনিবারের গুলশান। অনেক ফাঁকা!

আজকের সমাজে নৈতিক অবক্ষয় এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন ফেসবুক থেকে টাকা আয় করার নেশায় সবাই অন্ধভাবে ভিডিও বানাতে ব্যস্...
15/08/2025

আজকের সমাজে নৈতিক অবক্ষয় এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন ফেসবুক থেকে টাকা আয় করার নেশায় সবাই অন্ধভাবে ভিডিও বানাতে ব্যস্ত। কেউ স্ত্রীকে নিয়ে, কেউ সন্তানকে নিয়ে, আবার কেউ নির্লজ্জভাবে প্রেমিকাকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে— শুধু ভাইরাল হওয়ার লোভে। এইসব নিম্নমানের ও বিকৃত কন্টেন্টে ভরে যাচ্ছে আমাদের সামাজিক মাধ্যম। ফলে শিশু থেকে শুরু করে প্রবীণরাও ধীরে ধীরে লজ্জাহীন হয়ে পড়ছে।

গালিগালাজ যেন এখন নতুন সংস্কৃতির অংশ— কোনো লাইভে বন্ধুকে গালি দিলেই হয়ে যাচ্ছেন ভাইরাল “সেলিব্রিটি”। অথচ মানসম্মত কন্টেন্ট, যেখান থেকে কিছু শেখা যায় বা অনুপ্রেরণা মেলে— এমন ভিডিও পাওয়া যাচ্ছে হাতে গোনা কয়েকটি মাত্র।

সবচেয়ে দুঃখজনক হলো, শিক্ষার্থী থেকে শুরু করে বিসিএস ক্যাডার পর্যন্ত এখন এই তুচ্ছ রিল বানানোর প্রতিযোগিতায় নেমেছে। অন্যদিকে, দেশের প্রকৃত মেধাবীরা সুযোগ পেলেই ইউরোপ-আমেরিকায় পাড়ি জমাচ্ছে। ইতিহাস সাক্ষী— যে জাতি মেধাশূন্য হয়ে পড়ে, সে জাতি কখনোই দূর পর্যন্ত অগ্রসর হতে পারে না।

আমরা দক্ষ ও কঠিন পরিশ্রমের কাজকে ছোট করে দেখি, যেন সেটা সমাজে কোনো মর্যাদা রাখে না। অথচ উন্নত দেশে প্রতিটি পেশা সমান সম্মানের। মনে হয়, আমাদের জমিদারির ভ্রান্ত অহংকার এখনো কাটেনি— আর কবে কাটবে, সেটিও বলা মুশকিল।

Enjoy my temporary downfall,Once I come back, You will never smile again.
08/08/2025

Enjoy my temporary downfall,
Once I come back, You will never smile again.

শূন্য পকেটে রাস্তার ধারে চায়ের দোকানে বসে গাড়ি গোনা—এ এক দুঃখে মোড়ানো আনন্দ। তখন মন কাঁদে, কিন্তু চোখে পানি আসে না। আসলে...
07/08/2025

শূন্য পকেটে রাস্তার ধারে চায়ের দোকানে বসে গাড়ি গোনা—এ এক দুঃখে মোড়ানো আনন্দ। তখন মন কাঁদে, কিন্তু চোখে পানি আসে না। আসলে, পুরুষ মানুষ যখন টাকাহীন হয়ে পড়ে, তখন পাশে কেউ থাকে না। এটাই বাস্তবতা😟😟

নীরবে জয়ী হও।সবাইকে ভাবতে দাও, তুমি হেরে গেছো!
07/08/2025

নীরবে জয়ী হও।
সবাইকে ভাবতে দাও, তুমি হেরে গেছো!

একজন পুরুষ হও, যে পারবেএকটা ব্রেকআপ সামলাতে, চাকরি হারাতে, স্বাস্থ্য হারাতে, ঋণের বোঝা নিতে— তবুও বলতে পারবে,‘ধুর, আমি স...
07/08/2025

একজন পুরুষ হও, যে পারবে
একটা ব্রেকআপ সামলাতে, চাকরি হারাতে, স্বাস্থ্য হারাতে, ঋণের বোঝা নিতে— তবুও বলতে পারবে,
‘ধুর, আমি সামলে নেবো।

কবে জানি সূর্য নেমে আসেবেকারত্বের ঘ্রান মোর নিঃশ্বাসে,ছেলে মানুষ তবে দায়িত্বের ভারকেন জানি ব্যর্থ হচ্ছি প্রতিবার।চেহারা ...
06/08/2025

কবে জানি সূর্য নেমে আসে
বেকারত্বের ঘ্রান মোর নিঃশ্বাসে,
ছেলে মানুষ তবে দায়িত্বের ভার
কেন জানি ব্যর্থ হচ্ছি প্রতিবার।

চেহারা আমার ঢেকে চলি বারবার
ঘুরছি ফিরছি হয়ে এক যাযাবর,
কবে হবে এক ছোট্ট সুযোগ আমার
কবে ভুলে যাবো এই বেকারত্বের ভার।

🇧🇩 “আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই”—এই স্লোগান কি শুধুই আন্দোলনের শ্লোগান ছিল?”গত বছরের জুলাইয়ে শুরু হয়েছিল কোটা স...
04/08/2025

🇧🇩 “আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই”—এই স্লোগান কি শুধুই আন্দোলনের শ্লোগান ছিল?”

গত বছরের জুলাইয়ে শুরু হয়েছিল কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন।
দাবি ছিল—বৈষম্যহীন বাংলাদেশ।
স্বপ্ন ছিল—একটা সমান সুযোগের রাষ্ট্র।
পরিণতি—সরকার পতন ও নতুন অন্তর্বর্তী সরকারের শপথ।

কিন্তু এক বছর পেরিয়ে এসেও প্রশ্ন জাগে—কী বদলেছে?

🔸 ভিআইপি প্রটোকল বন্ধ হয়নি
🔸 পাসপোর্ট অফিসে আগের মতোই ভোগান্তি
🔸 বিআরটিএ-তে আটকে আছে লাখ লাখ ড্রাইভিং লাইসেন্স
🔸 চাকরি-বান্ধব রাজনীতি, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি—সবই বহাল তবিয়তে

অনেকেই বলছেন—জুলাই মাসটাই এখন “মানিমেকিং মেশিন”!
যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, তারাই আজ সুবিধাভোগী!

বিশ্লেষকদের মতে, সরকার বদলেছে ঠিকই, কিন্তু আমলারা বদলায়নি।
পুরনো মানসিকতা, পুরনো সিস্টেম, সেই ‘স্যার কালচার’, সেই ক্ষমতার অহংকার—সবই রয়ে গেছে!

প্লাস্টিক দূষণ: মানবজাতির জন্য ক্রমাগত হুমকি!🌍 পৃথিবী আজ প্লাস্টিক সৃষ্ট সংকটে পড়েছে।প্রতি বছর প্রায় ১ লক্ষ ৫০ হাজার কোট...
04/08/2025

প্লাস্টিক দূষণ: মানবজাতির জন্য ক্রমাগত হুমকি!

🌍 পৃথিবী আজ প্লাস্টিক সৃষ্ট সংকটে পড়েছে।
প্রতি বছর প্রায় ১ লক্ষ ৫০ হাজার কোটি টাকার স্বাস্থ্যজনিত ক্ষতি হয় শুধু প্লাস্টিকের কারণে।

📈 ১৯৫০ সাল থেকে এখন পর্যন্ত প্লাস্টিক উৎপাদন বেড়েছে ২০০ গুণের বেশি, আর ২০৬০ সালের মধ্যে তা ১০০ কোটি টনের বেশি হয়ে উঠতে পারে!

🛑 এখনই সময় সচেতন হওয়ার।
প্লাস্টিক বর্জন করুন, পৃথিবীকে বাঁচান

#পরিবেশ_বাঁচান

Address

Dhaka

Opening Hours

Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bros Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bros Vlog:

Share