
21/02/2022
বাংলায় কথা বলি, বাংলাকে সমৃদ্ধ করি। যে ভাষার ভালোবাসায় বুকের তাজা রক্তের দাগ লেগে আছে। সেই ভাষাকে সম্মাননা করি। বাংলা ভাষা তা হোক আঞ্চলিক বা প্রমিত। বাঙালির পরিচয় বাংলায়। বাঙালির অহংকার বাংলা। কোনও ভাষা যেন এই পৃথিবী থেকে হারিয়ে না যায়। প্রত্যেকে যেন তাঁর মাতৃভাষায় নিজের মতামত প্রকাশ করতে পারে, এই কামনা করি। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।