San English Academy

San English Academy To inspire as many people as to step out of their comfort zone and challenge themselves. My CGPA is 3.932 out of 4.00 (1st position in faculty).

My name is Md Ariful Islam and I completed a Bachelor's Degree in Animal Husbandry at Bangladesh Agricultural University in December 2020. I joined the Bangladesh Livestock Research Institute as a Scientific Officer (Research) in October 2021 (over2 years of research experience). I have recently completed my Master’s in Dairy Science with a focus on dairy cattle nutrition. Besides this, I am an experienced qualified English teacher specializing in IELTS speaking test preparation since 2020.

Wow, we've had a record number of students achieve their dream IELTS results this month! Congratulations to you all!  Th...
20/10/2024

Wow, we've had a record number of students achieve their dream IELTS results this month! Congratulations to you all!

This means we have a small number of spaces open up to join the IELTS VIP Academy.

We limit the number of students to ensure we provide the best education possible.

This means many people have to wait a while before joining…

Usually, we have 0 spaces remaining, but this month is different…

Right now, we have 7 spaces available.

This is your chance to join our VIP Academy and get the score you need.

Find out more and enrol here > https://www.ieltsadvantage.com/vip-academy

But remember these spaces won’t be available for long.

Click the link below to find out more and enrol whilst spaces are still available.

https://www.ieltsadvantage.com/vip-academy

I look forward to helping you unlock a new life for you and your family.

IELTS VIP 2.0 – by IELTSAdvantage GET THE IELTS SCORE YOU NEED WITH OUR PROVEN STEP-BY-STEP SYSTEM- JOIN IELTS VIP TODAY! WHAT IS IELTS VIP 2.0? Comprehensive IELTS Course: Get the most comprehensive  IELTS course available. It gives you everything you need to succeed from the comfort of your own...

18/10/2024

2024
"এই দেশে টাকা দিয়ে প্রাইভেটে পড়ার পক্ষে আমি ভালো যুক্তি দেখি না!" পাস যেহেতু করেই ফেলছো, দেশ বাদ দিয়ে বিদেশ ট্রাই করো। নাহলে 4 বছর পরে বলতে যাইয়ো না “আমাদের কোনও বড় ভাই গাইড করে নাই"। -রাশেদ ভাই

16/10/2024

Speaking General Idea

IELTS Speaking test-এ একজন test taker এবং examiner-এর মধ্যে oral interview হয়ে থাকে।

Timing: 11-14 minutes

Task types: এই পরীক্ষায় ৩টি অংশ থাকে এবং interaction pattern, task input এবং output সাপেক্ষে প্রতিটি অংশের আলাদা function আছে।

এক নজরে...

Number of sections :৩টি পার্ট থাকে
Timing :১১-১৪ মিনিট
কোথায় পরীক্ষা হবে : সাধারণত IELTS Listening, Reading & Writing পরীক্ষার কয়েকদিন আগে বা পরে Speaking test হয়ে থাকে। Offline venue-তে যেয়ে অথবা online video call-এর মাধ্যমে।

Part 1 (Introduction) :Part One (4-5 minutes) :Examiner নিজের পরিচয় দিবেন এবং আপনার ID চেক করবেন। আপনাকে কিছু general questions জিজ্ঞেস করবেন আপনার সম্পর্কে এবং কিছু range of familiar topics নিয়ে; যেমন: home, family, work.

Part 2 (Individual Long Turn) :আপনাকে একটি cue card/task card দেওয়া হবে যেখানে একটি নির্দিষ্ট টপিক এবং discussion pointers থাকবে। আপনাকে ১ মিনিট সময় দেওয়া হবে কিছু নোট নিয়ে preparation নিতে এবং এরপরে ২ মিনিট টানা কথা বলতে হবে। এই সময়ে examiner আপনাকে বামাবেন না। নোট করার জন্য পেনসিল এবং পেপার দেওয়া হয়। চেষ্টা করবেন অন্তত ১ মিনিট ৪৫ সেকন্ড পর্যন্ত কথা বলতে। ২ মিনিট হয়ে গেলে examiner আপনাকে থামিয়ে দিবেন। এরপরে examiner আপনাকে একই টপিকের উপর আরও ১/২টা follow up প্রশ্ন করবেন।

Part 3 (Two-way Discussion) :Part 2-এর টপিকের মতো কিছু টপিকের উপর আপনাকে আরও কিছু প্রশ্ন করা হবে। এই পার্টে সাধারণত আরও কিছু abstract ideas এবং issues নিয়ে কথা বলতে হয় যা Part 2 এর topic-এর সাথে thematically linked থাকবে। Part Three (4-5 minutes)


Additional Information :সকল Speaking Test Record করা হয়। Speaking performances certified IELTS examiners দ্বারা assessed হয়ে থাকে। সকল IELTS examiners-দের relevant teaching qualifications থাকে এবং তাদের recruit করা হয় British Council অথবা IDP থেকে approval-এর পরে। Scores whole এবং half bands দ্বারা প্রকাশিত হয়। Scores-এর জন্য performance descriptors তৈরি করা আছে।

Focus on making Progress, not perfection
13/10/2024

Focus on making Progress, not perfection

"The pen is mightier than the sword" is an expression indicating that the written word is more effective than violence a...
08/10/2024

"The pen is mightier than the sword" is an expression indicating that the written word is more effective than violence as a means of social or political change.

This sentiment has been expressed with metaphorical contrasts of writing implements and weapons for thousands of years. The specific wording that "the pen is mightier than the sword" was first used by English author Edward Bulwer-Lytton in 1839.

পোলাপাইন!  Step into Global Opportunities with IELTS!
06/10/2024

পোলাপাইন! Step into Global Opportunities with IELTS!

05/10/2024

নতুন ভাষা শেখার ক্ষেত্রে কি বয়সের ভূমিকা আছে?

আসলেই কি বয়স বাড়লে নতুন ভাষাগত দক্ষতা অর্জন কঠিন হয়ে পড়ে? সম্প্রতি বিজ্ঞানীদের মধ্যে এ বিষয়টি নিয়েই শুরু হয়েছে আলোচনা।

সবসময়ই শিশুদের নানা কিছু শেখানোর পরামর্শ দেওয়া হয়। তা সে হোক সাঁতার, হোক নতুন ভাষা। বলা হয়ে থাকে, নতুন কোনো দক্ষতা শিখতে চাইলে কম বয়সেই শেখা ভালো। বয়স বাড়লে নাকি নতুন কিছু গ্রহণের সম্ভাবনা কমে যায়।

খেয়াল করে দেখবেন, সাধারণ লেখাপড়ার পাশাপাশি আমাদের দেশে ছোটবেলাতেই আরবি শিক্ষার হাতেখড়ি হয়। বিশ্বের অনেক দেশেই শিশুরা প্রথাগত স্কুলের পাশাপাশি যায় জার্মান, ফ্রেঞ্চ কিংবা ল্যাটিন ভাষা শিখতে।

কিন্তু আসলেই কি বয়সের সঙ্গে নতুন ভাষা শিক্ষার যোগ রয়েছে? আসলেই কি বয়স বাড়লে নতুন ভাষাগত দক্ষতা অর্জন কঠিন হয়ে পড়ে? সম্প্রতি বিজ্ঞানীদের মধ্যে এ বিষয়টি নিয়েই শুরু হয়েছে আলোচনা।

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞানের অধ্যাপক লরদেস ওর্তেগা বলছেন, গবেষণায় দেখা গেছে প্রাপ্তবয়স্ক মানুষ সব বিষয় শেখার ক্ষেত্রেই শিক্ষার্থী হিসেবে ভালো। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের ওপর নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ে এবং তখন আমরা নতুন কিছু শিখতে চাইলে তা খুব মন থেকেই চাই।

গবেষণা বলছে, বয়ঃসন্ধির পর মানুষের মস্তিষ্কের শিক্ষা গ্রহণের সক্ষমতা অনেক বেড়ে যায়। নতুন ও ভিন্ন কিছু শেখার ক্ষেত্রে শিশু ও প্রাপ্তবয়ষ্কের মস্তিষ্ক সম্পূর্ণ আলাদাভাবে কাজ করে।

মাতৃভাষার বাইরে অন্য ভাষাতেও যোগাযোগ করতে পারার দক্ষতা একজন মানুষকে বিভিন্ন ধরনের সুবিধা দেয়। এতে জ্ঞানের যেমন বিকাশ ঘটে তেমনি ভাষার দিগন্তও প্রসারিত হয়। সামাজিক যোগাযোগ বাড়ে, নতুন নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোয় নতুন বা দ্বিতীয় ভাষা শেখার প্রবণতা আছে।

যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশটির মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ ইংরেজি ছাড়াও অন্য ভাষায় কথা বলে। অন্যদিকে ইউরোপের ৫৯ শতাংশের অন্তত আরেকটি দ্বিতীয় ভাষায় কথা বলার যোগ্যতা আছে।

ভাষাবিজ্ঞানের শিক্ষক স্প্যানিশ-আমেরিকার বংশোদ্ভুত ওরতেগা চারটি ভাষায় কথা বলতে পারেন। তিনি মনে করেন, ভাষা শেখার সফলতার ক্ষেত্রে নতুন ভাষার মধ্যে ডুবে যাওয়ার বা গভীরভাবে অনুভব করার চেয়ে বড় কিছু আর নেই। অর্থাৎ নতুন ভাষার খুব কাছাকাছি বা সংস্পর্শে না এলে সেটি শেখা সম্ভব নয়।

তিনি বলেন, বিদেশি ভাষায় দক্ষতা অর্জন বেশিরভাগ মানুষেরেই কয়েক বছর সময় লাগতে পারে। তবে যে ভাষাই হোক না কেন, সেটির প্রতি ভালোবাসা না থাকলে বা সেটিকে নিজের জীবনের অংশ হিসেবে না দেখা হলে তা শেখা কঠিন হয়ে পড়ে।

ফরেন সার্ভিস ইনস্টিটিউটের মতে, একজন মানুষের স্বাভাবিক সক্ষমতা, ভাষাগত অভিজ্ঞতা এবং শেখার ধারাবাহিকতা ভাষা শিক্ষার প্রক্রিয়ায় প্রভাব ফেলে।

প্রতিষ্ঠানটি বলছে, মাতৃভাষার কাছাকাছি ধরনের ভাষা শিখতে তুলনামূলক কম সময় লাগে। যেমন একজন ইংরেজি ভাষাভাষীর স্প্যানিশ বা ফ্রেঞ্চ শিখতে ২৪ থেকে ৩০ সপ্তাহ সময় লাগতে পারে। অন্যদিকে, একদম বিপরীতধর্মী সংস্কৃতির ভাষা যেমন গ্রিক বা রুশ ভাষা শিখতে ৪৪ সপ্তাহ পর্যন্ত সময়ও লাগতে পারে। কঠিন ভাষা হিসেবে পরিচিত আরবি বা ম্যান্ডারিন শিখতে এর দ্বিগুণ সময় লেগে যেতে পারে।

এসব সময় হিসাব করা হয়েছে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় নতুন ভাষা শেখার জন্য দেওয়ার বিষয়টি মাথায় রেখে। তবে নতুন ভাষায় দক্ষতা অর্জনের জন্য সেটির পেছনে আপনাকে নিয়মিত সময় দিতে হবে, এর কোনও বিকল্প নেই।

বর্তমানে অনেক বয়স্ক মানুষই তার জ্ঞানের পরিধি বাড়াতে কিংবা সামাজিক জীবনকে আরেকটু উন্নত করতে নতুন ভাষা শেখার দিকে ঝুঁকছেন।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক বোয়াজ কিসার মনে করেন, জ্ঞানের বিকাশে দ্বিভাষিক হওয়ার দারুণ সব সুবিধা রয়েছে। কারণ যত নতুন ভাষা আপনি শিখবেন তত বুঝতে পারবেন যে ভাষা আমাদের জীবনের কত গুরুত্বপূর্ণ বিষয়।

বেশি বয়সীদের জন্য নতুন ভাষা শেখার সুবিধা হলো স্মৃতি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়া এবং শব্দভাণ্ডার বড় হওয়া। কিছু গবেষণায় দেখা গেছে, প্রাপ্তবয়স্ক হিসেবে নতুন ভাষা শিক্ষা ডিমেনশিয়াও প্রতিরোধে সাহায্য করতে পারে। ভাষা শিক্ষা শিক্ষার্থীদের নানানভাবে চিন্তা করতে শেখায় বলেও মনে করেন অধ্যাপক কিসার।

তিনি বলেন, গবেষণায় দেখা গেছে, বহুভাষিকরা যেকোনো দৃষ্টিভঙ্গী খুব সহজেই গ্রহণ করতে পারেন। সামাজিক নেটওয়ার্ক প্রসারের ক্ষেত্রেও তারা এগিয়ে থাকেন
তথ্যসূত্র: ন্যাশনাল জিওগ্রাফি
San
IELTS Trainer

মনে আছে B কিউব এর কথা(২০১৯)? ওরা তখন আরো ছোট ছিলো।ক্লাস  ৯ থেকে  পরিচয়। এখন উচ্চশিক্ষার জন্য একজন কানাডা, একজন জার্মানিত...
04/10/2024

মনে আছে B কিউব এর কথা(২০১৯)? ওরা তখন আরো ছোট ছিলো।ক্লাস ৯ থেকে পরিচয়। এখন উচ্চশিক্ষার জন্য একজন কানাডা, একজন জার্মানিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমার বিশ্ববিদ্যালয়ে কত ঘুরতে আসতো! হাজারো স্মৃতি। ছোট্ট পোলাপানগুলো এখন বড় হয়ে যাচ্ছে। Syem Khan Dhrubo তোকে মিস করলাম আজকে।

ইংরেজি ভাষা শেখা ও ব্লগিং এর শুরুটা আমার হাত দিয়ে শুরু। বিশ্ববিদ্যালয়ের যেকোনো গ্রাজুয়েটদের থেকে ওরা ভালো কথা বলে। ওদের ডিপ থিংকিং ও জ্ঞান অন্যদের থেকে ব্যতিক্রম। ধারাবাহিক যোগাযোগ ছিলো এতদিন। আমি এখন পর্যন্ত যত ছাত্র পড়িয়েছি মোটামুটি সবার সাথে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ও হ্যা, ওদের রেজাল্ট কিন্তু অনেক ভালো। তোরা বড় হ!শুভকামনা সবসময়!

Nothing is a coincidence. Good Memories!
28/09/2024

Nothing is a coincidence. Good Memories!

Batch 52 at International Seminar!
28/09/2024

Batch 52 at International Seminar!

22/09/2024

Don’t underestimate the little things you do for others. No matter how small the act, it will come back to you eventually. The appreciation and thank you may be delayed for ages but that’s ok because your reward is truly with the Almighty. So do things out of love not obligation.

09/09/2024

#বিদ্যাকৌশল
ভোকাবুলারি শেখা অনেক জরুরী হলেও অনেকের জন্য এটা বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার। কিন্তু সামান্য কিছু টেকনিক (যেমন – related words, etymology, combined contexts, story about special words, mnemonics, image ইত্যাদি) ব্যবহার করে এবং অনেক মজা/গল্প করতে করতে ভোকাবুলারি শেখা যায়।
নভেম্বর-ডিসেম্বর শীতকালীন কোর্সে প্রায় ৩০০০ ইংরেজি শব্দকে অত্যন্ত সহজ ও মজাদার উপায়ে শেখানো হবে। এই পদ্ধতিতে ১০০ জনের বেশি ছাত্র-ছাত্রীকে ভোকাবুলারি শেখানো হয়েছে, এবং তাদের প্রত্যেকেরই কঠিন কঠিন শব্দ মনে রাখার ক্ষমতা অন্যদের চেয়ে বেশি বলে দেখা গেছে।

Address

Dhaka

Telephone

+8801988211140

Website

https://youtube.com/@SANENGLISHACADEMY-ww4mg?si=0bSJEpIin5rDCM9I

Alerts

Be the first to know and let us send you an email when San English Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to San English Academy:

Share

Category