Noman

Noman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Noman, Digital creator, Dhaka.

19/06/2025

🥲🥹😭

ইমাম শাফেয়ি রহ. বলেন, 'কাউকে পানির ওপর হাঁটতে বা আকাশে উড়ে বেড়াতে দেখে মোহিত হয়ো না - বরং তার অবস্থা কুরআন সুন্নাহ অনুযা...
10/06/2025

ইমাম শাফেয়ি রহ. বলেন, 'কাউকে পানির ওপর হাঁটতে বা আকাশে উড়ে বেড়াতে দেখে মোহিত হয়ো না - বরং তার অবস্থা কুরআন সুন্নাহ অনুযায়ী যাচাই করে দেখবে। যদি তার কর্ম ও আচরণ শরিয়ত বিরোধী হয়, তাহলে জেনে রেখো- শয়তানও পানির ওপর চলতে পারে এবং আকাশেও উড়তে পারে।'

(ইবনু কাসির, আল-বিদায়া ওয়ান নিহায়া, ১৩/২৫১) এটা আবেগি বাঙ্গালীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

08/06/2025
📣 তাকবীরে তাশরীক — গুরুত্বপূর্ণ ইবাদত ভুলে যাবেন না!আসুন আমরা ঈদের এই বরকতময় সময়ে একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ ইবাদতের কথা ...
03/06/2025

📣 তাকবীরে তাশরীক — গুরুত্বপূর্ণ ইবাদত ভুলে যাবেন না!

আসুন আমরা ঈদের এই বরকতময় সময়ে একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ ইবাদতের কথা স্মরণ করি:
🌙 তাকবীরে তাশরীক

🔊 পাঠ্য (তাকবীর): اللّٰهُ أَكْبَرُ، اللّٰهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ
وَ اللّٰهُ أَكْبَرُ، اللّٰهُ أَكْبَرُ، وَلِلّٰهِ الْـحَمْدُ

📅 সময়সীমা: ➡️ ৬ জুন (শুক্রবার) ফজর থেকে
➡️ ১০ জুন (মঙ্গলবার) আসর পর্যন্ত

🕋 এই সময়ে প্রতিটি ফরজ নামাজের পরে
🔹 পুরুষদের জন্য উচ্চস্বরে
🔹 নারীদের জন্য নিম্নস্বরে
➡️ কমপক্ষে একবার বলা ওয়াজিব

📖 হাদীস সূত্র: সহীহ বুখারী, হাদীস ৫২৯

আসুন এই সুন্দর আমলটি আমাদের পরিবার ও সমাজে ছড়িয়ে দিই।
🌸 আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন।

#জিলহজ #ইবাদত #তাকবীর

PSG win the Champions League for the first time in history! 🔥🏆Dreams do come true! Paris Saint-Germain have finally lift...
31/05/2025

PSG win the Champions League for the first time in history! 🔥🏆

Dreams do come true! Paris Saint-Germain have finally lifted their first-ever UEFA Champions League title after an unforgettable season. This is more than just a trophy—it's a story of passion, perseverance, and millions of fans who never stopped believing. 💙❤️

Allez Paris! 🇫🇷
Massive congratulations to the new champions! 👏





























🛑 নোয়াখালী হাতিয়া ও নিঝুমদ্বীপ বিপর্যস্ত 🛑সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন!তলিয়ে গেছে সুন্দর নিঝুমদ্বীপ। 🌊💔⚠️ প্রবল জো...
29/05/2025

🛑 নোয়াখালী হাতিয়া ও নিঝুমদ্বীপ বিপর্যস্ত 🛑
সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন!
তলিয়ে গেছে সুন্দর নিঝুমদ্বীপ। 🌊💔

⚠️ প্রবল জোয়ারে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, গবাদি পশু ও মানুষের স্বপ্ন। মানুষ জীবন বাঁচাতে দিগ্বিদিক ছুটছে। এই কঠিন মুহূর্তে হাতিয়া ও নিঝুমদ্বীপবাসী এক ভয়াবহ দুর্যোগের মধ্যে দিন পার করছে।

🤲 আল্লাহ তুমি রক্ষা কর!
হে রহমতের মালিক, তুমি তোমার বান্দাদের এই বিপদ থেকে মুক্তি দাও।
তুমি হাতিয়া, নিঝুমদ্বীপ ও উপকূলবাসীকে হেফাজতে রাখ।

📢 সকলকে অনুরোধ, দোয়া করুন এবং যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই বিপদের সময় আমরা যেন একসাথে তাদের পাশে দাঁড়াই।

#আল্লাহরহমকরুন #উপকূল_বাঁচাও #দোয়া

IsDB-BISEW IT Scholarship ProgrammeIsDB-BISEW আইটি স্কলারশিপ প্রোগ্রাম সম্পূর্ণ বিনামূল্যে পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদান...
28/05/2025

IsDB-BISEW IT Scholarship Programme
IsDB-BISEW আইটি স্কলারশিপ প্রোগ্রাম সম্পূর্ণ বিনামূল্যে পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদান করে ৷ এই প্রোগ্রামটি উনিশ বছর ধরে চলছে ৷ এই প্রোগ্রামের লক্ষ্য মেধাবী মুসলিম প্রার্থীদেরকে আন্তর্জাতিক স্তরের পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রোগ্রামটি এ পর্যন্ত ১৭,২৭৬ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে যারা দেশ এবং বিদেশের ৩,২৫৪ টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছে ।
https://apply.isdb-bisew.info/

আবেদনের শেষ তারিখ-
আগামী ১৫ জুলাই, ২০২

28/05/2025

রিমাইন্ডার: যারা কোরবানি দিবেন তারা আজকে মাগরিবের আগেই চুল-নখ কাটতে হবে...
১লা জিলহজ্জ থেকে
১০ই জিলহজ্জ ঈদ এর আগ পর্যন্ত কাটা নিষেধ।

Starlink in BANGLADESH 🇧🇩🇧🇩🙄🤣
22/05/2025

Starlink in BANGLADESH 🇧🇩🇧🇩

🙄🤣

🚨 𝐇𝐄𝐑𝐄 𝐖𝐄 𝐆𝐎! ✅It's official — Carlo Ancelotti will be the new Brazil National Team head coach! 💛💚The agreement is DONE....
12/05/2025

🚨 𝐇𝐄𝐑𝐄 𝐖𝐄 𝐆𝐎! ✅
It's official — Carlo Ancelotti will be the new Brazil National Team head coach! 💛💚

The agreement is DONE. Staff finalized, documents signed. His journey with Real Madrid will end with a special farewell, and from June, he will lead Brazil from the touchline.

A new era begins for Seleção with one of the greatest managers in football history! Meanwhile, Xabi Alonso is ready to start his chapter as Real Madrid's new manager.

Are you excited for Ancelotti with Brazil? Comment below!

• দারাজের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দারাজ থেকে অফার দিচ্ছে বলে নিন্মে দেওয়া এমন ম্যা`লওয়ার যুক্ত স্ক্যা`ম লিংক পাঠাচ্...
12/05/2025

• দারাজের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দারাজ থেকে অফার দিচ্ছে বলে নিন্মে দেওয়া এমন ম্যা`লওয়ার যুক্ত স্ক্যা`ম লিংক পাঠাচ্ছে একটি চ`ক্র!!

• লিংকে ক্লিক করলেই ব্যবহারকারীদের ডিভাইসে ম্যা`লওয়্যার প্রবেশ করে।

• ক্ষতিকর ম্যা`লওয়্যারটি গোপনে ব্যক্তিগত তথ্যের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান বা সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের নাম, পাসওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে থাকে। ফলে অনেকেই প্রতারিত হয়।

• সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে এসব লিংক গুলো-তে ক্লিক না করার অনুরোধ করছে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স।

• নিরাপদ ইন্টারনেট।
Source: Bangladesh Civilian Force

এবার কোরবানির ঈদে ১০ দিন ছুটি !ছুটির আগে ১৭ ও ২৪ মে দুই শনিবার অফিস খোলা থাকবে।এবারের কোরবানির ঈদ ঘিরে সব মিলিয়ে টানা ১০...
06/05/2025

এবার কোরবানির ঈদে ১০ দিন ছুটি !

ছুটির আগে ১৭ ও ২৪ মে দুই শনিবার অফিস খোলা থাকবে।

এবারের কোরবানির ঈদ ঘিরে সব মিলিয়ে টানা ১০ দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটির বিষয়টি অনুমোদন হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।

বৈঠকের পর তিনি এক ফেইসবুক পোস্টে লেখেন, কেবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী এবার ঈদুল আজহায় ১০ দিনের ছুটি থাকবে।

আর ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন হলেও এই দুইদিন অফিস খোলা থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষ আগামী ৭ জুন বাংলাদেশে কোরবানির ঈদ হতে পারে। ওই দিনটির আগে ৫ ও ৬ জুন এবং পরে ৮ থেকে ১০ জুন মিলিয়ে মোট ৬ দিনের ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল।

এর সঙ্গে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুনের ছুটি যোগ করেছে উপদেষ্টা পরিষদ। আর তার পর ১৩ ও ১৪ জুন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি।

ফলে এবার ৫ থেকে ১৪ জুন একটানা দশ দিনের দীর্ঘ অবকাশ মিলে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের।

শফিকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা সরকারি অফিসের জন্য। ব্যাংক বা অন্য কিছুর জন্য নয়। এর জন্য আবার মে মাসের দুটি শনিবার অফিস খোলা রাখা হয়েছে।”

এবার রোজার ঈদে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি ছিল। কোরবানির ঈদের ছুটি তাকেও ছাড়িয়ে গেল।

এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন হয়েছে বলে জানান প্রেস সচিব।

বিকালে সংবাদ সম্মেলন করে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত বিস্তারিতভাবে জানানোর কথা রয়েছে।

Address

Dhaka

Telephone

+8801766865194

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noman:

Share