Promiz's Journal

Promiz's Journal Noob creator| Making videos on books, reviews, articles, movies, poems, blogs, and random vlogs.
(4)

বইটা পড়া শুরু করতে বড্ড দেরি করে ফেললাম। প্রথম পাতা থেকেই ছেকে বসেছে মন খারাপ...
04/11/2025

বইটা পড়া শুরু করতে বড্ড দেরি করে ফেললাম। প্রথম পাতা থেকেই ছেকে বসেছে মন খারাপ...

২০২৫ রিভিউবিষয়: বই রিভিউ: ৭১বই: সত্যের মতো বদমাশলেখক: নাজিম-উদ-দৌলা প্রকাশনী: গ্রন্থ কুটির প্রচ্ছদ: নাজিম-উদ-দৌলা জঁরা: ...
02/11/2025

২০২৫ রিভিউ
বিষয়: বই
রিভিউ: ৭১
বই: সত্যের মতো বদমাশ
লেখক: নাজিম-উদ-দৌলা
প্রকাশনী: গ্রন্থ কুটির
প্রচ্ছদ: নাজিম-উদ-দৌলা
জঁরা: সমসাময়িক, বাস্তব, সত্য?

আমাদের সমাজে, আমাদের চোখের সামনে আমরা অনেক কিছু দেখি, জানি। যেটাকে সত্য বলে মানি, কিন্তু সত্য বড্ড বদমাশ। এমনভাবে ধরা দেয় চোখের সামনে, যে সত্য না জানলেই, বের না হলেই বোধহয় ভালো ছিল।
আমাদের চারপাশে ঘটে যাওয়া এরকম চারখানা গল্প নিয়ে এই ছোট্ট বইটা, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের কাছে, পুরনো এক ছাত্র আসে সাইফার কোড নিয়ে, এক ব্যক্তি কনফারেন্সে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়ে হারিয়ে ফেলে স্মৃতি, এক নিঃসন্তান দম্পত্তির কাছে, মাঝ রাতে কেউ একটা বাচ্চা ছেলেকে রেখে যায়। আর একদল বন্ধুদের ভ্রমণে আসে একের পর এক বিপদ।

সব কিছুই সামনে থেকে যতটা সহজ দেখা গেল, অতটা সহজ ছিল না। সত্যের আড়ালে, লুকানো ছিল ভয়ংকর সত্য। বিস্তারিত কিছুই বলব না, এ বইটা ভৌতিক না ম্যাজিক রিয়েলজিম বা থ্রিলার সেই সিদ্ধান্ত পাঠক নিক। তবে গল্পগুলো পড়ে আমার বেশ ভালো লেগেছে।

সমাজের আলোর পিছনে লুকানো আলোর গল্প, না কালির গল্প? কে জানে? গল্প কম বাস্তব বেশি মনে হল এই বইটা।

এখন গুছাই কেম্নে 🥶
31/10/2025

এখন গুছাই কেম্নে 🥶

কোন বই পড়া যায় এই সপ্তাহের ছুটিতে? এই দুইটা আপাতত হাতে আছে, না মানে আছে অনেকই, এই দুটোও আছে, ১। জীবন-তৃষা২। শার্লক হোমসে...
30/10/2025

কোন বই পড়া যায় এই সপ্তাহের ছুটিতে?

এই দুইটা আপাতত হাতে আছে, না মানে আছে অনেকই, এই দুটোও আছে,

১। জীবন-তৃষা
২। শার্লক হোমসের অজানা অভিজান

এমন মানব জনম আর কী হবে?
30/10/2025

এমন মানব জনম আর কী হবে?

.এলোমেলো শব্দ.
30/10/2025

.এলোমেলো শব্দ.

29/10/2025

২০২৫ রিভিউ
বিষয়: বই
রিভিউ: ৭০
বই: অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড সিরিজ
লেখক: লুইস ক্যারোল
অনুবাদক: লুৎফুল কায়সার, ঝিলম বিশ্বাস, জাওয়াদ উল আলম
প্রকাশনী: বেনজিন
প্রচ্ছদ: সজল চৌধুরী
জঁরা: ননসেন্স সাহিত্য

ছোটবেলা থেকে দেখা আসা কার্টুন। সিরিজের ৩ টি গল্প আছে। প্রথম দুটি একই রকম। দ্বিতীয় গল্পে বাড়তি আর কম বেশি কিছু এলিমেন্ট আছে। শেষ গল্পটা বেশ ভালোই। অনুবাদ এই অনুবাদকের অনুবাদের মত অত সাবলীল বলে মনে হয় নি। মূল গল্প তো খাপছাড়াই, তবুও।
বাকী বাজে বকেছি।

দি ইনভিজিবল ম্যান ১৮৯৭ সালে প্রকাশিত এইচ জি ওয়েলসের বৈজ্ঞানিক কল্পকাহিনী, ১৮৯৭ সালে পিয়ারসনের সাপ্তাহিক পত্রিকায় ধারা...
28/10/2025

দি ইনভিজিবল ম্যান ১৮৯৭ সালে প্রকাশিত এইচ জি ওয়েলসের বৈজ্ঞানিক কল্পকাহিনী, ১৮৯৭ সালে পিয়ারসনের সাপ্তাহিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত উপন্যাসটি হয়, একই বছর উপন্যাস হিসাবে প্রকাশিত হয়। নামভূমিকার “অদৃশ্য মানুষ” বা “দি ইনভিজিবল ম্যান” গ্রিফিন, একজন বিজ্ঞানী যিনি আলোকবিজ্ঞানের গবেষণায় নিজেকে নিবেদিত করেছেন, দেহের প্রতিসরণের ইনডেক্সকে বাতাসের সাথে পরিবর্তন করার একটি দুর্দান্ত পদ্ধতি উদ্ভাবন করেছেন, যাতে এটি আলো শোষণ করবে প্রতিফলিত করবে না। এভাবেই সে অদৃশ্য হয়ে যায়।নিজের উপর এই পদ্ধতিটি পরীক্ষা করে নিজেকেই অদৃশ্য করে ফেললেও, পুনরায় দৃশ্যমান হতে ব্যর্থ হন। এলোমেলো, উশৃঙ্খল, দায়িত্বজ্ঞানহীন, নিষ্ঠুর, গ্রিফিন হরর ফিকশনের একটি আইকনিক চরিত্র। কীভাবে গ্রিফিন ফিরে পাবে তার কায়া? কীভাবে মুক্তি ভাবে এই দানবের হাত থেকে পুরো শহর? জানতে হলে পড়তে হবে এই বইটি।

বইঃ দি ইনভিজিবল ম্যান এইচ জি ওয়েলস

অনুবাদঃ তাসফিয়া প্রমি

সম্পাদনায়: আশরাফুল সুমন

প্রকাশনীঃ নয়া উদ্যোগ

You can feel the stars and the infinity of the sky. Since life, in spite of everything, is like a fairytale.~~ Vincent v...
28/10/2025

You can feel the stars and the infinity of the sky. Since life, in spite of everything, is like a fairytale.

~~ Vincent van Gogh

বইটই এপে থাকা, আমার অনুবাদগুলো পড়তে পারেন, আর ফিডব্যাক অবশ্যই চাই। বইগুলো বা গল্পগুলো ধীরে ধীরে উন্নত করার চেষ্টা করেছি,...
23/10/2025

বইটই এপে থাকা, আমার অনুবাদগুলো পড়তে পারেন, আর ফিডব্যাক অবশ্যই চাই। বইগুলো বা গল্পগুলো ধীরে ধীরে উন্নত করার চেষ্টা করেছি, করব ভবিষ্যতেও। কেউ চাইলে আমাকে গল্প। বই সাজেশন ও দিতে পারেন। আমি চেষ্টা করব, কাজ করার, ভুল শোধরানোর।
https://boitoi.com.bd/author/2686/tasfia-promy

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Promiz's Journal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Promiz's Journal:

Share