Ferdousi Kalpona

Ferdousi Kalpona Justice is an abstract
Law is a fact

কেউ বলেছে রাত নিশীথে— একলা পথে হাঁটতে মানাকেউ বলেছে থাকবে পাশে দুঃখগুলোর কাটতে ডানাকেউ শেখালো কেমন করে বাসবো ভালো দুঃখগু...
02/10/2025

কেউ বলেছে রাত নিশীথে— একলা পথে হাঁটতে মানা
কেউ বলেছে থাকবে পাশে দুঃখগুলোর কাটতে ডানা
কেউ শেখালো কেমন করে বাসবো ভালো দুঃখগুলো
কেউ দেখাল কিসের জলে — মুছব স্মৃতির সুক্ষ্ম-ধুলো
কেউ করেছে সহজ ভীষণ, কেউ করেছে 'শক্ত-রোখা'
কেউ করেছে হিংস্র পশু — ছায়ার ভেতর রক্ত শোঁকা
কেউ হেসেছে দুঃখ দেখে, কাজল চোখে মিথ্যে রেখা
কেউ ভেসেছে নোংরা স্রোতে, জীবনটাকে বৃত্তে দেখা
কেউ ছুঁয়েছে খেয়াল খুশিতে, কেউ ছুঁয়েছে রোজ বাহানায়,
কেউ বলেছে ভীষণ দামী, কেউ নিয়েছে খোঁজ দু'আনায়!
বিদায় বলে কেউ গিয়েছে— কেউ গিয়েছে ভীষণ চুপি
কেউ ঢেকেছে চোখ আঁধারে, কেউ বিভীষণ বহুরূপী
কেউ বলেছে হাত বাড়াবে— বিষণ্ণতার বিষাদ দিনে
কেউ বলেছে প্রেমের দামে কষ্ট সকল নেবেই কিনে

দিনের শেষে একলা থাকা, কষ্ট আঁকা বুকের ভেতর,
কেউ থাকে না দিন ফুরালে, কোথায় কবে কে ছিলো তোর?

~ সাদাত হোসাইন

আমার থাকুক হেরে যাবার সাহস, আমার থাকুক নত হবার ক্ষণ,তোমার জয়েও আমার হাসি থাকুক, বুকে থাকুক মানুষ হবার মন।~ সাদাত হোসাইন
09/09/2025

আমার থাকুক হেরে যাবার সাহস, আমার থাকুক নত হবার ক্ষণ,
তোমার জয়েও আমার হাসি থাকুক, বুকে থাকুক মানুষ হবার মন।

~ সাদাত হোসাইন

আমি উপলব্ধি করেছি, আমার দেখা সবচেয়ে ঠুনকো হৃদয়ের মানুষ আমি নিজেই, কারো সামান্য গম্ভীর আচরনেই আমার হৃদয় চুরমার হয়ে যায়, এ...
17/08/2025

আমি উপলব্ধি করেছি, আমার দেখা সবচেয়ে ঠুনকো হৃদয়ের মানুষ আমি নিজেই, কারো সামান্য গম্ভীর আচরনেই আমার হৃদয় চুরমার হয়ে যায়, একটা সামান্য শব্দ কথায় আমার অর্ধসপ্তাহ বিনীত হাহাকারে কাটতে পারে, অথচ, আধুনিক মানুষের হৃদয় কত শক্ত, যেন কংক্রিটের মত, এই পাথুরে নির্মম শহরে ঠুনকো আয়নার মত হৃদপিণ্ড নিয়ে আমি কতদূর যাবো?
লেখা : সংগৃহীত

ছাড়তে জানতে হয়!- পার্থ প্রতিম চৌধুরীছাড়তে জানতে হয়...সকালে ঠিক সময়ে বিছানা,পেট খারাপের সময় রাজশাহী খানা,ঘণ্টা পড়ার আগেই ...
08/04/2025

ছাড়তে জানতে হয়!
- পার্থ প্রতিম চৌধুরী

ছাড়তে জানতে হয়...
সকালে ঠিক সময়ে বিছানা,
পেট খারাপের সময় রাজশাহী খানা,
ঘণ্টা পড়ার আগেই পরীক্ষার খাতা,
ভালবাসার জীর্ণ ছেঁড়া পাতা,
বিয়ের পর প্রাক্তন প্রেমিকার হাত,
যৌবনে পৈতৃক ভিটের নিশ্চিন্ত ছাত,
যেভাবে সূর্যের আলোকে ছেড়ে যায়
অন্ধকার রাত,
আর পাঁঠার মাংসকে নড়বড়ে দাঁত -
ঠিক সেভাবেই...
ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয়!
পদ আর সম্পদ আঁকড়ে ধরবে যত,
পিছলে যাবে বারবার মুঠোয় ধরা বালির মত -
তাই সময় থাকতে ছাড়তে জানতে হয় কাকা!
কারণ তাঁবেদারের দল ফিরে চলে গেলে,
এ পৃথিবীতে তুমিও সবার মত বিলকুল একা!
ছাড়তে জানতে হয় ষড়রিপু,
কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য -
সলমনকে যেভাবে ছেড়ে এসেছিল
রাইসুন্দরী ঐশ্বর্য,
ঠিক সেভাবেই...
ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয়!
রবি ঠাকুরের মত,
ছাড়তে জানতে হয় নাইটহুড...প্রতিবাদে -
ছাড়তে জানতে হয় স্মৃতি,
যার জন্য আজও তোমার মন কাঁদে।
পেটকাটি চাঁদিয়াল আকাশে ওড়াতে গেলে
ছাড়তে জানতে হয় সুতো -
ক্লান্ত পায়ে ভাঙা সম্পর্কের বোঝা না বয়ে
ছাড়তে জানতে হয় তাকে,
যার আঙুল একদিন তোমার চিবুক ছুঁতো।
মন্দিরের বাইরে যেভাবে ছেড়ে আসো জুতো,
ঠিক সেভাবেই...
ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয়!
অর্জুনের মত পাখির চোখে লক্ষ্য স্থির রেখে
ঠিক সময়ে ছাড়তে জানতে হয় শর -
আর চক্রব্যূহে যুঝতে গেলে...
বেটা তুমহে ছোড়না পড়েগা ডর!
অফ স্টাম্পের বাইরে
ছাড়তে জানতে হয় বিষাক্ত বল,
যার দু হাত সমান চলে
তার কাছে শিখে নিও
কিভাবে ছাড়তে হয় পুরাতন দল!
নীরবের কাছে শিখো কিভাবে ছাড়তে হয় দেশ -
আর মাদারকে দেখে শেখো
ছাড়া কত সহজ বিদ্বেষ!
শুধু ছাড়তে জানতে হয়!
ছাড়তে না চাইলেও
একদিন ছাড়তেই হয় পৃথিবী,
ধর্ম বুঝে কবরের মাটি আর চিতাকাঠ
মুছে দেয় এক জীবনের জলছবি -
তারই মধ্যে কেউ কেউ অমর হয়ে যায়,
আর কেউ শুধু দেওয়ালে টাঙ্গানো ছবি।
তাই শিখে নাও ভায়া ছাড়তে জানার আর্ট -
কারণ রাজা হও বা ফকির,
মৃত্যুর পর বরাদ্দ সেই সাড়ে তিন হাত

26/02/2025

সুস্থতা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত!

25/12/2024

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?

"মানুষ যেভাবে কাঁদে"   - শক্তি চট্টোপাধ্যায়মানুষ যেভাবে কাঁদে, তেমনি কি কাঁদে পশুপাখি?একা থাকি বড়ো একা থাকি।ভিতরে ভিতরে ...
10/08/2024

"মানুষ যেভাবে কাঁদে"
- শক্তি চট্টোপাধ্যায়

মানুষ যেভাবে কাঁদে, তেমনি কি কাঁদে পশুপাখি?
একা থাকি বড়ো একা থাকি।
ভিতরে ভিতরে একা, অরণ্যের মধ্যিখানে একা
ঘরে ও বাহিরে একা, দিনে-রাতে, দুঃখে ও সুখে
ছায়া নেই, মায়া নেই, ফুলের বাগানে নেই ফুল
ঝর্ণার মতন ঢাল---পিঠ জুড়ে আছে এলোচুল
মেঘের সম্ভার আছে, জল নেই, জলজ উৎসব--
ধান নেই, টান নেই--আছে খড় শুষ্ক সন্নিপাতী
পাতার, গাছের নিচে পদতলে ভাঙনের মতো
এইসব শূন্য আছে এই দেশ পরিপূর্ণ করে।

তবুও মানুষ বাঁচে, মৃত্যু আছে বলে বেঁচে থাকে
মৃত্যু তো জীবন নয়, ধারাবাহিকতা নয় কোনো।
ভিড়ে বাঁচে, একা বাঁচে, মানুষের সমভিব্যাহারে
বাঁচে, বেঁচে থাকে--এই বাঁচতে হবে বলে থাকে বেঁচে--
মানুষ যেভাবে কাঁদে, তেমনি কি কাঁদে পশুপাখি?
একা থাকি, তবু একা থাকি !

কাব্যগ্রন্থ -
'মানুষ বড়ো কাঁদছে'

10/08/2024

যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম।
-জন লিভগেট

08/08/2024

এই দেশটা যেমন মুসলমানের, তেমনি হিন্দুর, তেমনি অন্য ধর্মাবলম্বীদের, সম্প্রীতির এই বাংলায় সম্প্রীতিটা বজায় রাখি😊❤️

❤️❤️
08/08/2024

❤️❤️

কবি গুরুর প্রয়ান দিবসে শ্রদ্ধা!
07/08/2024

কবি গুরুর প্রয়ান দিবসে শ্রদ্ধা!

অরণ্যের মাঝে একা একা বসে,পাখিরা গায় গান, নদী বয়ে চলে।সবুজ পাতার মেলায় ছায়া জড়ায়,সূর্যের আলো খেলে, মনটা ভরায়।নিঃসঙ্গ পথি...
13/07/2024

অরণ্যের মাঝে একা একা বসে,
পাখিরা গায় গান, নদী বয়ে চলে।
সবুজ পাতার মেলায় ছায়া জড়ায়,
সূর্যের আলো খেলে, মনটা ভরায়।

নিঃসঙ্গ পথিকের পায়ের ধ্বনি,
ঝিরিঝিরি হাওয়ায় দোল খায় তৃণী।
ফুলের গন্ধে মুগ্ধ প্রাণ,
স্বপ্নে ভেসে চলে অজানার টান।

আকাশের নীলেতে মিশে যায় মন,
জীবনের স্রোতে খুঁজে যায় কারণ।
প্রকৃতির মাঝে খুঁজে পাই আমি,
শান্তির ঠিকানা, ভালোবাসার নাম।

দুঃখের কালো মেঘ কাটিয়ে উঠে,
আলোয় ভরে যায়, হৃদয়ের পটে।
এই অরণ্যই যেন স্বর্গের দ্বার,
প্রকৃতির সান্নিধ্যে কাটুক জীবন ভর।

- ফেরদৌসী কল্পনা

Address

Dhaka

Telephone

+8801916030574

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ferdousi Kalpona posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ferdousi Kalpona:

Share