অনুকাব্য—Anu.kabbo

অনুকাব্য—Anu.kabbo তুমি কি কবিতা পড়ো? তুমি কি আমার কথা বোঝো?

🍂
31/07/2025

🍂

💔
28/07/2025

💔

আজকাল রকেটের গতিতে, শুক্রবার আসে যায়। যেনো কিছুই টের পাই না। অতঃপর নিজের অজান্তে, আয়ু পথ ধরে হেঁটে যাই। এক মাত্র গন্তব্য...
25/07/2025

আজকাল রকেটের গতিতে,
শুক্রবার আসে যায়। যেনো কিছুই টের পাই না।
অতঃপর নিজের অজান্তে, আয়ু পথ ধরে হেঁটে যাই।
এক মাত্র গন্তব্যে।।🍂💔

ইনশাআল্লাহ। 🌻
24/07/2025

ইনশাআল্লাহ। 🌻

ফুটফুটে প্রানবন্ত ছোট্ট মিরসাদের কে হারানোর শোক এখনো আমরা ভুলে উঠিনি , গতকাল থেকেই তার মায়ের অবস্থা ছিল খুবই করুণ।ছেলের ...
24/07/2025

ফুটফুটে প্রানবন্ত ছোট্ট মিরসাদের কে হারানোর শোক এখনো আমরা ভুলে উঠিনি ,
গতকাল থেকেই তার মায়ের অবস্থা ছিল খুবই করুণ।
ছেলের মৃ'ত্যুর শোক সহ্য করতে না পেরে অবশেষে মিরসাদের মা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তে'কাল করেছেন।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শোকে পাথর হয়ে গেছে পরিবার গুলো!
দোয়া করা ছাড়া আমাদের কিছু বলার আর ভাষা নেই।

#মাইলস্টোন #উত্তরা #বিমান

পৃথিবীর সবচে ভারী কাজটা হলো মায়ের কবরে মাটি দেওয়া। বাচ্চাটির মা অন্যজনের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনটা দিয়ে দিলো।মেহেরু...
23/07/2025

পৃথিবীর সবচে ভারী কাজটা হলো মায়ের কবরে মাটি দেওয়া।
বাচ্চাটির মা অন্যজনের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনটা দিয়ে দিলো।
মেহেরুন ম্যাম আপনাকে আল্লাহ জান্নাতে নসিব করুক

23/07/2025

পৃথিবী থেকে হারিয়ে যাওয়া মাইলস্টোনের সেই হাসিগুলো😅💔

ছোট ছোট কতগু‌লো ছে‌লে‌মে‌য়ে জান্না‌তে নতুন, সেখা‌নে তা‌দের বু‌ঝি একজন মা প্র‌য়োজন ছিল, তাই প্রিয় মা‌হেরীন মিসও তা‌দে...
23/07/2025

ছোট ছোট কতগু‌লো ছে‌লে‌মে‌য়ে জান্না‌তে নতুন, সেখা‌নে তা‌দের বু‌ঝি একজন মা প্র‌য়োজন ছিল, তাই প্রিয় মা‌হেরীন মিসও তা‌দের কা‌ছে চ‌লে গে‌লেন!🥲💔

23/07/2025

মেয়েকে ক*বর দিয়ে আসছে দুপুরে হাসপাতালে রাতে ছেলে মারা গেছে। মা-বাবার জন্য এরচেয়ে যন্ত্র*ণা আর নেই।💔🥲

কোথাও কোন দুর্ঘটনার পর যদি দেখেন রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজি ওয়ালা ভাড়া বাড়ায় নিচ্ছে সেক্ষেত্রে যা করবেন....ভদ্রভাবে উ...
22/07/2025

কোথাও কোন দুর্ঘটনার পর যদি দেখেন রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজি ওয়ালা ভাড়া বাড়ায় নিচ্ছে সেক্ষেত্রে যা করবেন....

ভদ্রভাবে উঠে পড়বেন। লোকেশানে পৌছার পর আশেপাশের লোক জড়ো করবেন। তারপর ধুমাইয়া পি*টাবেন।

কিছু সুশীল আসবে থামাইতে ওইগুলারেও ধুমাইয়া পি-টাবেন।

এই দেশে মাই.রের উপর কোন ওষুধ নাই‼️

প্রভু হে! নিহত প্রাণগুলোকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। আহতদেরকে দ্রুত শিফা নসিব করো। পরিবারগুলোকে ধৈর্যশীলদের অন্তর্...
22/07/2025

প্রভু হে! নিহত প্রাণগুলোকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। আহতদেরকে দ্রুত শিফা নসিব করো। পরিবারগুলোকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করে নাও। আমাদেরকে এমন উত্তম অভিভাবক দান করো, যার মাধ্যমে জাতি পাবে সভ্যতা, শৃঙ্খলা ও উন্নতির দিশা।

আমি যতটা আনন্দিত হই—কবিতার শেষ লাইনে এসে। তার চেয়ে হাজার বেশি আনন্দ পাই মা যখন রান্না করে তার পাশে বসে। 🌸   .kabbo
12/05/2024

আমি যতটা আনন্দিত হই—
কবিতার শেষ লাইনে এসে।
তার চেয়ে হাজার বেশি আনন্দ পাই
মা যখন রান্না করে তার পাশে বসে। 🌸

.kabbo

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when অনুকাব্য—Anu.kabbo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category