Fashion & Lifestyle By Jubaya

Fashion & Lifestyle By Jubaya Brand promoter ||
(1)

কথা দিয়ে শান্ত করা যায়। কথা দিয়ে ক্লান্ত ও করা যায়।  কথাতেই প্রেম, কথাতেই জ্যাম। কথার মাঝেই বাঁধে, আবার কথার কাছেই ফাঁদে...
21/08/2025

কথা দিয়ে শান্ত করা যায়। কথা দিয়ে ক্লান্ত ও করা যায়। কথাতেই প্রেম, কথাতেই জ্যাম। কথার মাঝেই বাঁধে, আবার কথার কাছেই ফাঁদে। কঠিন কথায় যেমন মানুষ রাজপ্রাসাদ ছেড়ে দিতে পারে। তেমনি নরম কোমল কিছু কথার জন্যে দরিদ্র ভাঙাচোরা বাড়িও মানুষের মন কাড়ে।

লাইফ ইজ ফুল অফ চয়েসস। শব্দ দিয়ে কারো বিষন্ন সন্ধ্যাকে উজ্জ্বল করে দেব, নাকি শব্দের বজ্রপাতে কাউকে মাটির সাথে গেঁথে ফেলব... সেই চয়েসটাও কেবল আমাদের!

হাজবেন্ডকে ছবিটা দেখিয়ে বললাম " দেখছো কারোর শখের নারী, কিভাবেই না যত্ন করে রাখছে বউকে". আমার কথা শুনে সে চোখ বড় বড় করে  ...
21/08/2025

হাজবেন্ডকে ছবিটা দেখিয়ে বললাম " দেখছো কারোর শখের নারী, কিভাবেই না যত্ন করে রাখছে বউকে". আমার কথা শুনে সে চোখ বড় বড় করে দাঁত কিড়মিড় করে আমার দিকে তাকিয়ে সোজা হনহন করে বাইরে চলে গেলো. দীর্ঘশ্বাস ফেলে মোবাইল টা বিছানায় রাখলাম. মনে মনে হাজার বার আফসোস করতে লাগলাম আজকে কোনো ভাবেই তার ব্রেইন ওয়াশ করতে পারলাম না". অন্য দিন তো সে আমার এক কথায় মোমের মতো গলে যায়. এটা নিয়ে বাড়ির আশেপাশের অনেকেই বলে " আমি নাকি আমার জামাইকে তা/বিজ করে নিজের আয়ত্বে রেখেছি". যদিও আমার শশুর শাশুড়ি এগুলো কে পাত্তা ও দেননা কিন্তু কথায় আছে না যার বিয়ে তার খবর নেই, পাড়া পড়শির ঘুম নেই বেপার টা খানিকটা সেরকম.

বেলা ১২ টায় সে বাড়িতে ফিরলো. সাথে একটা শপিং ব‍্যাগ. আমার হাতে ব‍্যাগটা ধরিয়ে দিয়ে সে বাথরুমে ফ্রেশ হতে গেলো. আমি রুমে এসে শপিং ব‍্যাগটা নিয়ে বসলাম.
ভেতরে একটা শাড়ি সাথে একটা গোলাপ আর একটা চিরকুট.
চিরকুটে লিখা" তুমি ও আমার খুব শখের ".

মাত্র ২৫ বছর বয়সে জীবন থেমে গেল ফাহমিদা তাহসিন কেয়ার। তার চার জন সন্তান, সংসারের অ’শা’’ন্তি আর নি’র্যা’ত’’নে ক্লা’’ন্ত হ...
15/08/2025

মাত্র ২৫ বছর বয়সে জীবন থেমে গেল ফাহমিদা তাহসিন কেয়ার। তার চার জন সন্তান,

সংসারের অ’শা’’ন্তি আর নি’র্যা’ত’’নে ক্লা’’ন্ত হয়ে কিছুদিন আগেই তিনি বাবাকে জানিয়েছিলেন—“আমি আর সংসার চালাতে পারছি না, বাড়ি ফিরে আসতে চাই।” কিন্তু পরিবার তাকে বুঝিয়ে ফিরিয়ে দিয়েছিল স্বামীর ঘরে। আজ সেই সিদ্ধান্তের খেসারত দিতে হলো ম’র্মা’ন্তি’ক’’ভা’বে—প্রা’’ণ হারিয়ে।...

এভাবে রান্না করতে করতেও মে রে ফেলা যায়, মেয়ে মানুষ তো…এদের সাথে যা খুশি তাই করা যায়!
অনেক বাবা-মা মেয়ের কষ্ট বোঝেন না, শুধু একটাই কথা বলেন— যা-ই হোক, সংসারটা করতেই হবে।"

যতদূর শুনেছি এই আপুটার জামাই কিছুই করত না, বাপের সম্পত্তি আছে, আর এই সম্পত্তি নিয়ে তার পরিবারের সাথে অনেক ঝামেলা ছিল, একটা বেকার ও বাদ মে জা জি ছেলের সাথে এমন একটা সুন্দর প্রাণবন্ত মেয়েকে কেনই বা বিয়ে দিয়েছিলেন?
আপুটার জামাই সিফাত পালিয়েছেন আপুর মৃ*/ত্যুর খবর শুনেই.

(“মা, ধৈর্য ধরো… চারটা সন্তান আছে… সংসার করো… সব ঠিক হয়ে যাবে।”
🥹
আল্লাহ… এই চারটা ছোট্ট প্রাণকে তুমি আগলে রেখো.)...
💙🤲
© Rajib Khan

উৎসব মুভিটা যারা দেখেছেন, তারা জানেন জাহাঙ্গীর কে ছেড়ে যাওয়ার পর জেসমিন 'সিডনী' চলে যায়। জাহাঙ্গীর কে না ছাড়লে তার লাইফে...
14/08/2025

উৎসব মুভিটা যারা দেখেছেন, তারা জানেন জাহাঙ্গীর কে ছেড়ে যাওয়ার পর জেসমিন 'সিডনী' চলে যায়।
জাহাঙ্গীর কে না ছাড়লে তার লাইফে কোনো উন্নতি ই হতো না, লাইফ একই ভাবে কাটাতে হতো।

মুভিতে কি দেখানো হয়েছে সেটা পরিচালক এর ব্যাপার,কিন্তু এইটা সত্যি যে আপনি যদি আপনার লাইফে থাকা 'টক্সিক' মানুষ গুলাকে এইভাবে 'বাদ' দিতে পারবেন, তাহলে নিশ্চিত ভাবেই লাইফে উন্নতি করতে পারবেন। এইসব টক্সিক মানুষ আপনাকে শান্তি ও দিবেনা আবার লাইফে গ্রো করতেও দিবেনা!
আপনি এদের কে যতো দ্রুত লাইফ থেকে সরাতে পারবেন, ততো দ্রুত উন্নতি করতে পারবেন ❤️

এই শিক্ষার্থীর বাবা মাকে ঢাকা মেডিকেলের মর্গে আসার আহবান।😭😭  সাবাই দ্রুত শেয়ার করুন!
21/07/2025

এই শিক্ষার্থীর বাবা মাকে ঢাকা মেডিকেলের মর্গে আসার আহবান।😭😭 সাবাই দ্রুত শেয়ার করুন!

From খবরদার বাসায় কোনো বিড়াল আনা যাবেনা to বিলাই নাতির জন্যে বালিশ সেট বানায় দেয়া।That's my Brown mom..💖©Iffat Zerin🌸
19/06/2025

From খবরদার বাসায় কোনো বিড়াল আনা যাবেনা to বিলাই নাতির জন্যে বালিশ সেট বানায় দেয়া।

That's my Brown mom..💖

©Iffat Zerin

🌸

একটা ভিডিও তে দেখলাম জামাই ছবি তুলে দেয়নাই তাই এক আপু বিচে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছে আর সেটা দেখে সবাই হাসতেসে কারন এটা ...
23/05/2025

একটা ভিডিও তে দেখলাম জামাই ছবি তুলে দেয়নাই তাই এক আপু বিচে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছে আর সেটা দেখে সবাই হাসতেসে কারন এটা খুউব সিলি একটা ব্যাপার।

সবাই ভিডিও তে কি দেখে হাসলো আমি জানিনা, আমি ভিডিও টাতে দেখলাম একটা মেয়ের মনে পাহাড় জমা অভিমান। একটা মেয়েকে যে অসম্ভব খুশি মনে ব্যাগ ভর্তি করে ভ্যাকেশন আউটফিট নিয়ে আসছে পার্টনারের সাথে ড্রিমি সব মেমোরি ক্রিয়েট করার জন্য। আর একটা কেয়ারলেস পার্টনার কে যে একটা চার বছরের পুরান টিশার্ট যেটা সে আগেও ত্রিশ বার পরছে সেটা পরেই যাস্ট দাড়ায়া ছবি তুলবে কিন্তু সে সেটাও তুলতে চাচ্ছে না কারন তার ছবি তুলতে ইচ্ছে করছে না। বউ কে বলতেছে ট্যাক্সি করে দেই তুমি একা ছবি তুলে আসো। মানে একটা আলাদা দেশে ভ্যাকেশনে গিয়ে আপনার কি এমন কাজ যে আপনি বউ কে বলেন তুমি একা যেয়ে ঘুরে আসো! মানুষ তো ঘুরতে যায় স্মৃতি জমাতেই। আর ছবির থেকে সুন্দর স্মৃতি আর কি হয়!

আমি নিজে ছবি তুলতে পছন্দ করি, আমি যখন পুরনো ছবি গুলা দেখি আমার মনে হয় আমি সেই মুহুর্তে চলে গেছি। সব ছবি সবাই অনলাইনে দেয়ার জন্য তোলেনা, ছবি তোলে নিজেদের অই মুহুর্তে বাচিঁয়ে রাখতে। কোন এক কঠিন দিনে এসব দেখে সাহস নিতে।

মেয়েটা এত্ত রাগ, কষ্ট, অভিমান নিয়ে কাদঁতেছিলো এটা দেখে আমার মন খারাপ হয়ে গেছে।মনে হচ্ছিলো বলি আপু আসেন তো এক কাপ চা খাই আর হাসতে হাসতে বলি ব্যাডামানুষ।
©️

Me watching BLUE FAIRY LAILA  &  PRINCE MAMUN 's video 💀
13/05/2025

Me watching BLUE FAIRY LAILA & PRINCE MAMUN 's video 💀

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fashion & Lifestyle By Jubaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fashion & Lifestyle By Jubaya:

Share