22/08/2024
আসসালামু আলাইকুম। আমরা সকলে জানি নোয়াখালী, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া প্রভৃতি জায়গার অবস্থা খুব খারাপ। আমরা আমাদের যার যার জায়গা থেকে যদি ৫০/১০০ টাকা করেও সাহায্য করতে পারি তাহলে হয়তো নিষ্পাপ বাচ্চাগুলোর এমন মলিন মুখ দেখতে হবে না। প্রকৃত এবং সৎ মানুষ খুজে পাওয়া কষ্ট যার হাতে টাকা তুলে দিলে সুরক্ষিত থাকবে। তাই, আমরা আস-সুন্নাহ ফাউন্ডেশনের হাতে টাকা তুলে দিতে পারি বিকাশ/ নগদ/ তাদের ওয়েবসাইটের মাধ্যমে ডোনেশন করে। আশা করছি তাদের মাধ্যমে আমাদের সামান্য অর্থ পৌছে যাবে সেসব ঘরবাড়িহীন মানুষদের কাছে। 🥹
বিকাশে/ নগদে গিয়ে ডোনেশন অপশনে গেলেই As-sunna Foundation এর অফিশিয়াল ডোনেশন নাম্বার পাওয়া যাবে। প্লিজ, যার যার জায়গা থেকে আসুন আমরা একটু এগিয়ে আসি। ছবিগুলো দেখে চোখের পানি ধরে রাখা যাচ্ছে না। আল্লাহ ওদের রক্ষা করুন।