Legend kushtia News

Legend kushtia News We save our country of Bangladesh.

কুষ্টিয়ায় প্রবাসীর স্ত্রী ও শিশু কন্যার ম/রদে/হ উ/দ্ধার!কুষ্টিয়ার দৌলতপুরে আড়াই বছরের কন্যা সন্তান ও তার মায়ের ম/রদে/...
07/11/2025

কুষ্টিয়ায় প্রবাসীর স্ত্রী ও শিশু কন্যার ম/রদে/হ উ/দ্ধার!

কুষ্টিয়ার দৌলতপুরে আড়াই বছরের কন্যা সন্তান ও তার মায়ের ম/রদে/হ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর গ্রামে ঘটেছে এ ঘটনা। দৌলতপুর থানার ওসি মো. সোলয়মান শেখ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাংসারিক অনটন ও অশান্তির কারণে নিজ শিশু সন্তানকে ফাঁ/স দিয়ে হ/ত্যার পর নিজে আ/ত্মহ/ত্যা করেছেন সৌদি প্রবাসী রহিদুল ইসলামের স্ত্রী রেশমা খাতুন (২৫)। তবে এটি আ/ত্মহ/ত্যা নাকি কেউ হ/ত্যা করেছে তা তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

📍 কুষ্টিয়া জেলার মনোনয়নপ্রাপ্ত প্রার্থীগণ 🗳️কুষ্টিয়া-১ (দৌলতপুর):👉 রেজা আহমেদ বাচ্চুকুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা):👉 রাগিব...
03/11/2025

📍 কুষ্টিয়া জেলার মনোনয়নপ্রাপ্ত প্রার্থীগণ 🗳️
কুষ্টিয়া-১ (দৌলতপুর):
👉 রেজা আহমেদ বাচ্চু

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা):
👉 রাগিব রউফ চৌধুরী

কুষ্টিয়া-৩ (সদর):
👉 জাকির হোসেন সরকার

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী):
👉 মেহেদী আহমেদ রুমি

🇧🇩 শুভকামনা সকল প্রার্থীর প্রতি!

লালন মেলায় রেকর্ড সংখ্যক লোকে র আগমণ প্রথম দিনেই। পায়ের নিচে পরে পৃষ্টিত হয়ে 2 জনের মৃত্যু🙁
18/10/2025

লালন মেলায় রেকর্ড সংখ্যক লোকে র আগমণ প্রথম দিনেই। পায়ের নিচে পরে পৃষ্টিত হয়ে 2 জনের মৃত্যু🙁

কুষ্টিয়া সদর হাসপাতাল পুকুর থেকে উদ্ধার হওয়া লা'শের পরিচয় মিলেছে। নাম জুথি আক্তার। লা'শ উদ্ধারের পর তার নাম নিশ্চিত করেন...
11/10/2025

কুষ্টিয়া সদর হাসপাতাল পুকুর থেকে উদ্ধার হওয়া লা'শের পরিচয় মিলেছে। নাম জুথি আক্তার। লা'শ উদ্ধারের পর তার নাম নিশ্চিত করেন এবং তাকে হাসপাতাল এলাকায় রাতে-দিনে বেশীরভাগ সময় দেখা যেতো জানান স্থানীয়রা। অনেকে বলছে উনি নেশা করে ।
তবে এটা হ'ত্যা নাকি আ'ত্নহ'ত্যা তা ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে.....

কুষ্টিয়া সদর হাসপাতালের পুকুরে ভাসছে অজ্ঞাত এক নারীর লাশ আজ সকাল ৯ টায় জৈনকে এক ব্যক্তি পুকুর ঘাটের পাশেই লাশটি ভেসে  ...
11/10/2025

কুষ্টিয়া সদর হাসপাতালের পুকুরে ভাসছে অজ্ঞাত এক নারীর লাশ আজ সকাল ৯ টায় জৈনকে এক ব্যক্তি পুকুর ঘাটের পাশেই লাশটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

গ্রে'ফ'তার হওয়া এই লোকের নাম নাভজেন্দ্র সরকার (৫৫) আশ্রয়ণ প্রকল্প পূ'জামণ্ডপের সহ-সভাপতি এবং মেঘলাল সরকারের ছেলে। প্রত্য...
02/10/2025

গ্রে'ফ'তার হওয়া এই লোকের নাম নাভজেন্দ্র সরকার (৫৫) আশ্রয়ণ প্রকল্প পূ'জামণ্ডপের সহ-সভাপতি এবং মেঘলাল সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, পূ'জা চলাকালীন সময়ে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিলো মুসলিম এক মেয়ে পরবর্তীতে ভজেন্দ্র সরকার কৌশলে শিশুটিকে ডেকে নেয়। পরে জো'র'পূ'র্বক নিজ ঘরে নিয়ে গিয়ে ধ*র্ষ'ণ করে।

কিছুক্ষণ পর শিশুটির বড়ভাই ও স্বজনরা গামছা দিয়ে মুখ বাঁধা র*ক্তা'ক্ত অবস্থায় তাকে উদ্ধার করে।

মিডিয়া ও সুশীল সমাজের শু**রগুলোকে এটা নিয়ে কথা বলতে দেখবেন না কারণ ওই যে তারা শু**র!

#যেখানেই_অন্যায়_সেখানেই Legend kushtia News

কুষ্টিয়ায় দুপুরে নিখোঁজের পর রাতে বাশঝাড়ের পাশে মিলল নিথর দেহ  !!২ অক্টোবর ২০২৫।।  কি অপরাধ ছিল এই ৭ বছরের শিশুর! নিখোঁজ...
02/10/2025

কুষ্টিয়ায় দুপুরে নিখোঁজের পর রাতে বাশঝাড়ের পাশে মিলল নিথর দেহ !!

২ অক্টোবর ২০২৫।। কি অপরাধ ছিল এই ৭ বছরের শিশুর! নিখোঁজ এর পর বাশঝাড়ে পড়ে ছিল তার নিথর দেহ!

হৃদয়বিদারক এই ঘটনা কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামে।
ওই গ্রামের সদ্দার পাড়ার বাসিন্দা আকরাম সর্দারের ৭ বছরের কন্যা রাইসা খাতুন। নিজ বাড়ি থেকে দুপুরে নিখোঁজ হয়।
পরিবারের লোকজন ও প্রতিবেশীরা অনেক খোঁজাখুঁজির পর গত রাত ৯টার দিকে বাড়ির পেছনের বাঁশঝাড়ের ওপাশের একটি ডোবা থেকে তার নিথর দেহ উদ্ধার করেন। শিশুটির মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা শিশুটির মৃত্যু নিয়ে নানা প্রশ্ন ও শঙ্কা প্রকাশ করেছেন।
পরিবারের সদস্যরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

এন্টিভেনম এর অভাবে এভাবে আর কত মৃ'ত্যু দেখতে হভে ? ১০ বছরের বাচ্চাটিকে গভীর রাতে সাপে কামড়ালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে...
28/09/2025

এন্টিভেনম এর অভাবে এভাবে আর কত মৃ'ত্যু দেখতে হভে ? ১০ বছরের বাচ্চাটিকে গভীর রাতে সাপে কামড়ালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালে সাপে কাটা রোগীর ভ্যাকসিন না থাকায় মৃত্যুর কোলে ঢোলে পড়েন শিশুটি। ওই রাতে বাইরে থেকে ভ্যাকসিন কেনার চেষ্টা করেও এন্টিভেনম পাওয়া যায়নি। অবশেষে না ফেরার দেশে চলেন গেলেন শিশুটি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সাপে কাটা রোগীর এন্টিভেনম না থাকায় প্রায়ই রোগী মারা যাওয়ার ঘটনা ঘটছে।

কড়া নিরাপত্তার চাদরে ঘেরা বাড়িটির নাম প্যারেন্ট লজ। এটি কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগরে অবস্থিত। ১ সেপ্টেম্বর এই বাড়...
19/09/2025

কড়া নিরাপত্তার চাদরে ঘেরা বাড়িটির নাম প্যারেন্ট লজ। এটি কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগরে অবস্থিত। ১ সেপ্টেম্বর এই বাড়ি থেকে বিরল প্রজাতির একটি ‘মিয়াজাকি’ আমগাছ চুরি হয়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার কুমারখালী থানায় অভিযোগ করা হয়েছে।

জানা জায়, বিলাসবহুল বাড়িটির মালিক হেলথ কেয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক আলাউদ্দিন আহমেদ। তিনি বছরখানেক আগে গাছটি জাপান থেকে এনে তাঁর স্ত্রী সুরাইয়া বিলকিসের জন্মদিনে উপহার দিয়েছিলেন। বিরল প্রজাতির মিয়াজাকি এক কেজি আমের দাম আড়াই লাখ টাকারও বেশি।

কাউকে সাপে কাটলে দেরি না করে অতিদ্রুত হাসপাতালে নিন, সাপে কাটা রোগীদের জন্য সরকারি সুবিধার বাইরে-খুলনা বিভাগে অবস্থিত চা...
17/09/2025

কাউকে সাপে কাটলে দেরি না করে অতিদ্রুত হাসপাতালে নিন, সাপে কাটা রোগীদের জন্য সরকারি সুবিধার বাইরে-
খুলনা বিভাগে অবস্থিত চারটি ইনসেপ্টা ফার্মার ডিপো থেকে জরুরি প্রয়োজনে এন্টিভেনম ২৪/৭ (চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন) কিনতে পারবেন।

১. কুষ্টিয়া ডিপো- দাদাপুর সড়ক, আলফার মোড়, সদর, কুষ্টিয়া
(কাভারেজ এরিয়া- কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইহদহ জেলা ও পাংশা, কালুখালী উপজেলা)
যোগাযোগ: মো. শাহজাহান, ডিপো ম্যানেজার
017 13 364 684

2. মাগুরা ডিপো: কেশব মোড়, সদর, মাগুরা
(কাভারেজ এরিয়া: মাগুরা জেলা, (পাংশা ও কালুখালি উপজেলা ব্যতীত) রাজবাড়ি জেলা, ফরিদপুর জেলার সদর, আলফাডাঙ্গা, বোয়ালমারি, মধুখালি, চরভদ্রাসন এবং গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা)

যোগাযোগ: মো. রফিকুল ইসলাম, স্টোর ইনচার্জ- 017 16 649 594
জালাল উদ্দিন ফিরোজ- ডিপো ইনচার্জ - 017 14 165 709
মাহফুজুল হক পলাশ- হিসাবরক্ষণ অফিসার: 017 25 079 770

৩. যশোর ডিপো: শহীদ মশিউর রহমান সড়ক, নতুন খয়েরতলা, পালবাড়ি, যশোর (কাভারেজ এরিয়া: যশোর, নড়াইল ও সাতক্ষীরা (তালা উপজেলা বাদে) জেলা)
যোগাযোগ: মো. আকতার আলী (এসিস্ট্যান্ট ম্যানেজার)
017 13 380 074

৪. খুলনা ডিপো: প্লট- ৭৬ , ৭৭, রোড- ১৮, সেন্ট্রাল ব্লক, হাউজিং এস্টেট, খালিশপুর, খুলনা
(কাভারেজ এরিয়া: খুলনা ও বাগেরহাট জেলা এবং তালা উপজেলা)
যোগাযোগ: স্টোর ইনচার্জ- 019 16 109 083
ডিপো ইনচার্জ: 017 14 165 708

জনস্বার্থে পোস্ট করা ধন্যবাদ।

11/09/2025

চুরি করলে করছি, কি করবা?
-জাবি প্রশাসন।
এতে ছাত্রদল জাকসু নির্বাচন বর্জন করেছে

#জাহাঙ্গীরনগর_বিশ্ববিদ্যালয়

নিখোঁজের ২দিন পর লা'শ মিললো সড়কের পাশে পুকুরেআজ সকালে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের পাশে একটি পুকুরে ভাসমান অবস্থায় এক জনের ...
06/09/2025

নিখোঁজের ২দিন পর লা'শ মিললো সড়কের পাশে পুকুরে

আজ সকালে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের পাশে একটি পুকুরে ভাসমান অবস্থায় এক জনের লা'শ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে লা'শ উদ্ধার করে পুলিশ।
এর পর পরিবারের লোকজন এসে সনাক্ত করেন। নি'হত ওই ব্যক্তির নাম মশিউর আলম ওরফে রজু মিয়া।
রজু মিয়া ঝিনাইদহ জেলার শৈলকুপার ১ নং ত্রিবেণী ইউনিয়নের বাসিন্দা।
রজু মিয়া গত দুই দিন নিখোঁজ হন। পরে পরিবারের সদস্য সম্ভব্য সব জায়গায় খুজেও তার কোন সন্ধান পায়নি। আজ তার মর'রদেহ পাওয়া গেলে সড়কের পাশের পুকুরে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Legend kushtia News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share