MaroonPaper

MaroonPaper MaroonPaper is an Open platform to share views, thoughts; dedicated to the movement of Freedom of Expression.

✍️ মেরুনপেপার – যেখানে প্রতিটি শব্দই স্বাধীনতার যুদ্ধ!
এখানে কলমের কালি শুধু লেখা নয়, মুক্ত কণ্ঠের হাতিয়ার। আমরা বিশ্বাস করি, প্রতিটা মানুষের নিজের মনের কথা বলার অধিকার আছে। এই প্ল্যাটফর্মটা সেই অধিকারের পাশে দাঁড়ানোর জন্য, যেখানে কোনো চাপা পড়ার ভয় নেই।

30/07/2025
22/07/2025
আওয়ামী লীগের মুখপাত্র জানিয়েছেন যে, তারা শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও রেকর্ডিংয়ের সত্যতা নিশ্চিত করতে পারেননি। আওয়ামী...
09/07/2025

আওয়ামী লীগের মুখপাত্র জানিয়েছেন যে, তারা শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও রেকর্ডিংয়ের সত্যতা নিশ্চিত করতে পারেননি। আওয়ামী লীগ দাবি করেছে যে, তাদের নেতারা আন্দোলনকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগের জন্য দায়ী নন। দলের মুখপাত্র বলেছেন, “আমরা স্পষ্টভাবে অস্বীকার করি যে, প্রধানমন্ত্রীসহ কোনো সিনিয়র নেতা আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী বলপ্রয়োগের নির্দেশ দিয়েছেন। সরকারী কর্মকর্তাদের সিদ্ধান্ত ছিল আনুপাতিক এবং জীবন রক্ষায় নিবেদিত।”
পুরো আর্টিকেলটি পড়তে ক্লিক করুনঃ https://maroonpaper.com/hasina-authorised-deadly-crackdown/
#হাসিনা #বিবিসি #অডিও #হাসিনারবিচার #হাসিনারঅডিও

অন্যায়ের বিরুদ্ধে নিরব থাকা মানে কি সত্যিই নিরপেক্ষ থাকা? সমাজে যখন অন্যায়, অবিচার বা বৈষম্য ঘটে, তখন চুপ করে থাকা মান...
07/07/2025

অন্যায়ের বিরুদ্ধে নিরব থাকা মানে কি সত্যিই নিরপেক্ষ থাকা?

সমাজে যখন অন্যায়, অবিচার বা বৈষম্য ঘটে, তখন চুপ করে থাকা মানে সেই অন্যায়কে মেনে নেওয়া। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব, অন্যায়ের প্রতিবাদ করা এবং ন্যায়ের পাশে দাঁড়ানো। আপনার ছোট্ট একটি আওয়াজও পরিবর্তন আনতে পারে। আসুন, আমরা সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই, ন্যায় ও মানবতার পক্ষে কথা বলি।

#মানবতা

নেতানিয়াহুর সরকারে কঠোরপন্থী মন্ত্রীরা দখলকৃত এলাকা পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলে সংযুক্ত করার দাবি তুলেছে। গত ২...
03/07/2025

নেতানিয়াহুর সরকারে কঠোরপন্থী মন্ত্রীরা দখলকৃত এলাকা পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলে সংযুক্ত করার দাবি তুলেছে। গত ২০২৫ সালের ২ জুলাই, লিকুদ দলের মন্ত্রীরা সংসদে ছুটির আগেই পশ্চিম তীরকে ইসরাইলের অন্তর্ভুক্ত করার পক্ষে জোরালো আহ্বান জানিয়েছেন। তারা এই অঞ্চলের নিয়ন্ত্রণকে আইনি স্বীকৃতি দেওয়ার পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন। এই ধরণের বেআইনি কার্যকলাপ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।

ভারত, যেখানে গরু রক্ষা নামের অমানবিক লাঠিচার্জ আর মুসলিম-সংখ্যালঘুদের lynching চলছে, ঠিক সেই দেশ ২০২৫ সালে রপ্তানি করবে ...
22/06/2025

ভারত, যেখানে গরু রক্ষা নামের অমানবিক লাঠিচার্জ আর মুসলিম-সংখ্যালঘুদের lynching চলছে, ঠিক সেই দেশ ২০২৫ সালে রপ্তানি করবে প্রায় ১.৬৫ মিলিয়ন মেট্রিক টন গরুর মাংস , যার মূল্য হবে প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার! 🥩💰

USDA রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে ভারতের গরু ও মহিষের মাংস উৎপাদন বাড়বে ৪.৬৪ মিলিয়ন মেট্রিক টনে, যা ২০২৪ সালের ৪.৫৭ মিলিয়ন টনের থেকে বৃদ্ধি পেয়েছে।

একই সময়ে রপ্তানি বাড়বে প্রায় ৪%, যা মূলত মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া ও আফ্রিকার বাজার থেকে আসা চাহিদার কারণে।

দেশীয় বাজারেও গরুর মাংসের চাহিদা বাড়ছে, কারণ এটি সস্তা প্রোটিনের উৎস, যা ২০২৫ সালে ৩.০৬ মিলিয়ন মেট্রিক টনে পৌঁছাবে।

কিন্তু এই অর্থের পেছনে লুকিয়ে আছে এক নৃশংস বাস্তবতা—গরু রক্ষার নামে চলছে সংখ্যালঘুদের ওপর হামলা, lynching, এবং হত্যাকাণ্ড। ২০২৩-২৫ সালের মধ্যে গরু রক্ষার নামে অন্তত শতাধিক নিরীহ মানুষ নিহত হয়েছে, যার অধিকাংশই মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু।

সরকার ‘ধর্মনিরপেক্ষতা’ ও ‘আইনের শাসন’ কথা বললেও, বাস্তবে গরু রক্ষার নামে চলা এই হিংসা ও দ্বৈতচরিত্রকে থামাতে কোনো কার্যকর পদক্ষেপ নেই। কোটি কোটি ডলারের মাংস রপ্তানি হচ্ছে, আর দেশের ভেতরে মানুষ মারা যাচ্ছে গরু রক্ষার লাঠির আঘাতে।

এই হলো ভারতের ‘ধর্মনিরপেক্ষতার’ মর্মান্তিক পরিণতি—অর্থনৈতিক লাভের পেছনে মানবতার অবহেলা।

#গরু_রক্ষা_নয়_মানবতা #ধর্মনিরপেক্ষতার_মিথ্যা

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) জানিয়েছে, ইরানের ফোর্ডো, ইসফাহান ও নাতান্জে মার্কিন হামলার পর এখনও পর্যন্ত পার্শ্...
22/06/2025

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) জানিয়েছে, ইরানের ফোর্ডো, ইসফাহান ও নাতান্জে মার্কিন হামলার পর এখনও পর্যন্ত পার্শ্ববর্তী এলাকায় বিকিরণের কোনো বৃদ্ধি পাওয়া যায়নি। 🌍☢️

IAEA’র সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, “ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর, ফোর্ডোসহ, এখন পর্যন্ত কোনো বাড়তি বিকিরণ রিপোর্ট পাওয়া যায়নি।”

সংস্থা আরও জানিয়েছে, পরিস্থিতি সম্পর্কে নতুন তথ্য আসার সঙ্গে সঙ্গে তারা আরও বিশ্লেষণ ও আপডেট প্রদান করবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ঘোষণা করেছেন যে, আমেরিকান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় – ফোর...
22/06/2025

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ঘোষণা করেছেন যে, আমেরিকান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় – ফোর্ডো, নাতানজ ও ইসফাহান – “অত্যন্ত সফল” হামলা চালিয়েছে। তিনি জানান, সমস্ত বিমান এখন ইরানের আকাশসীমা থেকে বেরিয়ে গেছে এবং প্রধান স্থাপনা ফোর্ডোতে পূর্ণ বোমা নিক্ষেপ করা হয়েছে।

এ ধরনের আগ্রাসী পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। এটি বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি, যা কোনো সভ্য জাতি মেনে নিতে পারে না। এমন একপক্ষীয় সামরিক হামলা কূটনৈতিক সমাধানের পথ বন্ধ করে দেয় এবং অঞ্চলে উত্তেজনা ও সংঘাতের মাত্রা বাড়ায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই অবৈধ ও বিপজ্জনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা।

ইসরায়েলের সাম্প্রতিক অভিযানের প্রকৃত উদ্দেশ্য কি ছিল?পারমাণবিক কার্যক্রম নিশ্চিহ্ন নয়, বরং লক্ষ্যবস্তু ছিল সামরিক ঘাঁট...
20/06/2025

ইসরায়েলের সাম্প্রতিক অভিযানের প্রকৃত উদ্দেশ্য কি ছিল?

পারমাণবিক কার্যক্রম নিশ্চিহ্ন নয়, বরং লক্ষ্যবস্তু ছিল সামরিক ঘাঁটি, গ্যাসক্ষেত্র, তেল ডিপো—এমনকি ইরানের শীর্ষ সামরিক নেতারাও!
প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ও আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা আলি শামখানি পর্যন্ত ছিলেন টার্গেট লিস্টে।
এই অভিযান কি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে?
বিস্তারিত জানতে পড়ুন: https://maroonpaper.com/why-did-israel-attaked-iran/

আপনার মতামত জানাতে ভুলবেন না 👇

#বিশ্লেষণ #রাজনীতি

16/06/2025

দখলদারদের সমর্থনে ভারতে হিন্দুত্ববাদীদের মিছিল

16/06/2025

দখলদারের দেশে ইরানের প্রত্যাঘাত

Address


Alerts

Be the first to know and let us send you an email when MaroonPaper posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MaroonPaper:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share