এ ক ত র ফা シ︎

এ ক ত র ফা シ︎ শূন্যের শূন্যতায় শূন্যস্থান শূন্য..! 🖤
উপেক্ষিত অপেক্ষায় অপেক্ষার মৃত্যু! 🥀

দুঃখ আমার দুর্বলতা 😓
23/06/2025

দুঃখ আমার দুর্বলতা 😓

23/06/2025
- সময়ের সাথে সাথে আমাদের ব্যাথা কমে যায় না..আসলে আমরা ব্যাথা নিয়ে বাঁচতে শিখে যাই!😊🖤
23/06/2025

- সময়ের সাথে সাথে আমাদের ব্যাথা কমে যায় না..আসলে আমরা ব্যাথা নিয়ে বাঁচতে শিখে যাই!😊🖤

23/06/2025

বউকে প্রচন্ড জোরে ধমক দেয়ার পর তার হাসিমাখা মুখ টা নিমিষেই মলিন হয়ে গেলো।আমার থেকে একটু দূরে বসে মোবাইল টিপছে।কিছুই বলেনি একদম চুপ হয়ে গেছে।আমি বুঝতে পারছিলাম তার চোখ বেয়ে পানি পরছে কিন্তু কোনো শব্দ করছে না।আমি একবার জিজ্ঞেস করলাম কি হয়েছে, বউ কিছু বলেনি।

ইদানীং খুব বেশি চাহিদা বেড়ে গেছে তার।জানে আমার হাতে টাকা নেই তবুও অনলাইনের একটা ড্রেস দেখে আমাকে খুশি মনে জিজ্ঞেস করতে এসেছিল, ড্রেস টা অর্ডার করবে কিনা।রাগ টা আর কন্ট্রোল করতে পারিনি।দিন দিন যা দেখে তা-ই নিতে মন চায়।

রাতে খেতে বসে আমি অভিমানের স্বরে বলতেছিলাম,

-টাকা না থাকলে,আবদার রাখতে না পারলে, মা বউ সন্তান সবারই মুখ কালো হয়ে থাকে। পুরুষের কষ্ট তারা বুঝতে চায় না।

বউ শান্ত ভাবে বলে উঠলো,

-আমি যা অনলাইনে পছন্দ করি সবসময়ই কি সবটা কিনে দাও! প্রায় সময়ই তুমি নিষেধ করলে আমি আর নেই না।কখনো প্রয়োজনীয় জিনিস আনতে বলেছি,টাকার জন্য আনতে পারোনি,সেজন্যও তো চেচামেচি বা কথা শুনাইনি!খুব সহজেই বলে দিলে টাকার কথা।অথচ তুমি বুঝতেই পারলে না,আমি আসলে কেন কষ্ট পেয়েছি!আমাকে ধমক দিয়ে না বলে,সবসময়ের মত সুন্দর ভাবে আস্তে বললেও পারতে।তুমি তো জানো ধমক দিলে আমি কতটা কষ্ট পাই।কতভাবে সেক্রিফাইস করি,তোমার অসুবিধা বুঝতে চেষ্টা করি তবুও তুমি এভাবে একটা মন্তব্য করে ফেললে বাহ!

আসলে জানো কি,মেয়েদের মন খারাপের আসল কারণ বুঝতে পারার চেয়ে, তাদের ভুল বুঝা বেশি সহজ।যেমন করে আজকে তুমি আমাকে ভুল বুঝলে।

একনাগাড়ে কথা গুলো বলে সে আবার চুপ হয়ে গেলো।আমিও চুপ করে আছি।কি বলবো,ওর বলা প্রত্যেক টা কথাই সত্যি।কিন্তু আমিই তাকে বুঝতে ভুল করে ফেলেছি।মেয়েদের উচ্চস্বরে ধমক দিয়ে কখনো বুঝানো যায় না, এভাবে বরং কষ্ট দেয়া যায়।তাদেরকে বুঝাতে হয় নরম গলায় ভালোবেসে।আমি সবসময়ই এই বিষয় গুলো খেয়াল করলেও আজকে কিভাবে যেন হঠাৎ মাথা গরম হয়ে গেছিলো।আসলে পুরুষের যত রাগ, বউকেই দেখানো যায়।যা মোটেও ঠিক নয়।

যেই মেয়ে টা সংসার টা গুছিয়ে রাখে,রান্না থেকে শুরু করে কাপড় ধোয়া সবকিছুই করে। এমনকি অসুস্থ হলে স্বামীর সেবাও করে, তাকেই রাগ টাও বেশি দেখানো হয়।

সত্যি বলতে তার মুখ মলিন হয়ে থাকলে আমারও খুব কষ্ট হয়।তাই বউয়ের মন ভালো করতে, সদ্য গাছে ফোঁটা গোলাপ ফুল টা বউয়ের সামনে রেখে কানে ধরে বসে রইলাম। বউ আমার মিটিমিটি হাসছে।তার হাসি দেখে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি।এই হাসির জন্য আমি সব করতে পারি।

#অভিমানী_নারী
লেখা: সাদিয়া আফরিন মার্জান

23/06/2025

সুখের আশায় এগিয়ে দেখি,
সুখতো আজ অচিন পাখি! 🖤🥀

22/06/2025

ছাত্রীকে পড়াচ্ছিলাম,কিছুক্ষণপর দরজায় কে যেন নক করলো,ছাত্রী উঠে গিয়ে দরজা খুলে ওর আম্মুকে ডেকে বলতে লাগলো!
আম্মু "পরিষ্কারওয়ালা" এসেছে......!

অত:পর ছাত্রী আবার সেখান থেকে এসে পড়ার টেবিলে বসলো আমি জিজ্ঞেস করলাম!"হুমায়রা" "পরিষ্কারওয়ালা" আবার কে??
ছাত্রী:আম্মু বলেছে ময়লাওয়ালাদেরকে পরিষ্কারওয়ালা বলতে কারণ আমরা ময়লা করি আর তারা সেগুলো পরিষ্কার করে

মায়ের শিক্ষা 😊

Education begins at home ❤

©

"আল্লাহ তা'আলা চোখকে হৃদয়ের আয়না বানিয়েছেন। বান্দা যখন দৃষ্টিকে অবনত রাখে, হৃদয়ও তখন তার চাহিদাকে সীমাবদ্ধ রাখে। আর বান্...
22/06/2025

"আল্লাহ তা'আলা চোখকে হৃদয়ের আয়না বানিয়েছেন। বান্দা যখন দৃষ্টিকে অবনত রাখে, হৃদয়ও তখন তার চাহিদাকে সীমাবদ্ধ রাখে। আর বান্দা যখন দৃষ্টিকে উন্মুক্ত করে দেয়, মনের চাহিদারা তখন সকল সীমা ছাড়িয়ে যায়।"

– ইবনু কাইয়িম রাহিমাহুল্লাহ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when এ ক ত র ফা シ︎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share