Memory Makers

Memory Makers Every day is a new page���

আমার ভাই মিরসাদের লাশ শনাক্ত হইছে , হ্যাঁ লাশ শনাক্ত হইছে। শুনে খুশি লাগতেছে না? আমিও খুশি হইছিলাম! কিন্তু....( পুরো পড়...
23/07/2025

আমার ভাই মিরসাদের লাশ শনাক্ত হইছে , হ্যাঁ লাশ শনাক্ত হইছে। শুনে খুশি লাগতেছে না? আমিও খুশি হইছিলাম! কিন্তু....
( পুরো পড়েন তারপর জানতে পারবেন লাশগুলো কিভাবে শনাক্ত করা হচ্ছে , যাদের সমস্যা আছে দয়া করে পোস্ট এড়িয়ে যাবেন , মিরসাদের চাচী বলছে আর আম্মুর পাশে বসে সব নিজ কানে শুনছি )

বডি পাইছে মানে দেহ আরকি , মানে আমার ভাই আরকি ;

কেমন বডি জানেন? এমন একটা বডি যেখানে মাথা , পা , হাত কিচ্ছু নাই। তো কি আছে? শার্ট পাইছে , ফুল প্যান্ট এর ছেড়া ছেড়া অংশ পাইছে। শার্টের পিছনের অংশে পিঠের চামড়া লেগে আছে। ওর শার্ট যে এইটা কিভাবে বুঝছে? এইটা আম্মুকে শিখায় দেওয়ার পর আম্মু জিজ্ঞাস করছে। কলের ঐপাশ থেকে উত্তরগুলো ছিল এইরকম :

এক আলাদা রুমে নাকি সবার ড্রেসগুলো খুব আলাদা আলাদা করে সিকিউর করে রাখছে , আলাদা আলাদা করে অনেকের পায়ের আঙুল , হাতের আঙ্গুল , কান এইরকম অংশও রাখা আছে ক্লাস ভিত্তিক। মিরসাদের মামা আর নানা আজকে গেলো খোঁজ নিতে , আজকে বিকালে তারা ঢাকা পৌঁছাইছে মাত্র। তারা আজকে লাশ শনাক্ত গেছে কারণ স্কুল কমিউনিটি থেকে কল আসছে , তাঁরা বলছে অন্তত একবার দেখে যান
কোন অংশ পান কিনা! আমরা সবাই তো লাশ এর ছিটে ফোঁটাও পাবো ধরেই নিছিলাম , বুঝাই ফেলছিলাম মনকে সবাই!

তারপর : গেলো লাশ শনাক্ত করতে....

সব ক্লাস ভিত্তিক বক্স থেকে ক্লাস 1 এর বক্সে যত আঙুল , কান যা যা আছে সবগুলো থেকে আলাদা আলাদা স্যাম্পল সংগ্রহ করছে , কিন্তু একটা স্যাম্পলও মিলেনি আন্টির ডিএনএ এর সাথে , মাইশার ডিএনএ এর সাথে।
(উল্লেখিত যে : আন্টি থেকে ডিএনএ স্যাম্পল উনি যখন আইসিইউতে জীবিত ছিলেন তখন নিয়ে রাখা হইছিলো।)
তারপর দেখলো সব সংগ্রহীত শার্ট ঘেটে , একটা শার্টে ঝাপসা লিখা আছে :
মিরসাদ ইসলাম আযান!

ওই শার্টের পিছনে পিঠের অংশে লেগে আছে মাংস আর চামড়া। আন্টি আর ওর বোন মাইশা এর সাথে ডিএনএ টেস্ট করছে শার্টে লেগে থাকা মাংস , চামড়ার অংশ থেকে। আল্লাহ্ এর রহমতে এই স্যাম্পল মিলে গেছে , না মিললে এই শার্ট নিতে পারতো না ফ্যামিলি। এই শার্টে লেগে থাকা চামড়ার অংশ ছাড়া আমার ছোট ভাইয়ের দেহ হিসেবে আর কিচ্ছু নাই , আর কিচ্ছু নাই। এইটাই আমার ছোট্ট ভাইয়ের শরীর।
এই শার্ট দিয়েই জানাজা হবে আমার ভাইয়ের , এইটাই দাফন হবে কবরে।

ওহ্ আল্লাহ্ আমি তোমার পাপি বান্দাহ , আমি তোমার কাছে জানতে চাই কেনো এমন মৃত্যু আমার ছোট ভাইরে দিলা?😓

Cp

13/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

10/07/2025

বাবা-মায়ের বিরুদ্ধে সুরক্ষার আরজি, আদালতে ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেয়ের আবেদন।এরে পাবনা পাঠানোর আগে এর পক্ষের আইনজীবীকে পাঠানো দরকার সাইকো গুলা আসে কই থাইকা দুদিন পরপর 😡

04/07/2025

তাকে বিয়ে করার জন্য কেঁদেছিলাম আলহামদুলিল্লাহ এখন বিয়ে করে কাঁদছি 🙂

02/07/2025

বন্দর ঘাট দিয়ে নৌকা চলাচল মূলত আমি করি না আজকে যখন গেলাম তখন দেখি নৌকা ভাড়া ১০ টাকা দেওয়ার পর টলের নাম করে দুই টাকা করে নিচ্ছে আমি কথা বলাতে ওইখানকার একজন আমাকে কাগজ দেখায় সেই কাগজে কোর্টের কোন নোটিশ ছিল না তাহলে তারা কার কথার ভিত্তিতে এই নির্যাতন শুরু করছে?? এত বছর দেখলাম না এই কার্যক্রম তাহলে কার কথার ভিত্তিতে এই কার্যকর??? সাধারণ জনগণ কবে শান্তিতে রাস্তায় চলাচল করতে পারবে??.... এই পদক্ষেপের পর তারা নৌকার ভাড়া ১০ টাকা থেকে ০৫ টাকা করে চালু করেছে।কেউ অন্যায় দেখে চুপ করে থাকবেন না সবাই আওয়াজ উঠাবেন,না হয় এসব অমানুষদের ধারা নির্যাতিত হতে হবে 😡
#নারায়ণগঞ্জবন্দরঘাট #গুদারাঘাট #চাঁদাবাজি

জীবনটাই বৃথা😩
23/06/2025

জীবনটাই বৃথা😩

Reality 🙂না মানে ওই আর কি🥴
20/06/2025

Reality 🙂না মানে ওই আর কি🥴

আজ আহমেদাবাদের আকাশে শুধুই অন্ধকার।প্লেন দুর্ঘটনার করুণ দৃশ্য আমার মন ভেঙে দিল।পুড়ে যাওয়া দেহগুলো শুধু নিথর লাশ নয়,তা আম...
12/06/2025

আজ আহমেদাবাদের আকাশে শুধুই অন্ধকার।
প্লেন দুর্ঘটনার করুণ দৃশ্য আমার মন ভেঙে দিল।
পুড়ে যাওয়া দেহগুলো শুধু নিথর লাশ নয়,
তা আমাদের ব্যর্থতার, কষ্টের আর হাহাকারের প্রতীক।
প্রত্যেকটি প্রাণ ছিল এক একটি স্বপ্ন, আশা, ভালোবাসা—
সব আজ আগুনে ভস্ম।

শোকস্তব্ধ হৃদয়ে আমরা সবাই একসাথে প্রার্থনা করি—
এই মৃত্যু যেন আর কখনো না ঘটে।
চিরশান্তিতে ঘুমাও, অজানা ভাইয়েরা…😢

"Pictures of the strawberry  moon at different times today."click📸 by :Me   #আলোআরআনন্দ  #রঙিনরাত  #আলোরউৎসব      #স্ট্র...
11/06/2025

"Pictures of the strawberry moon at different times today."

click📸 by :Me
#আলোআরআনন্দ #রঙিনরাত #আলোরউৎসব #স্ট্রবেরিমুন

🙂🙂🙂
11/06/2025

🙂🙂🙂

নেহারি কি সত্যিই ক্যালসিয়ামের উৎস? ভুল ধারণা ভাঙুন!আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে গরু বা ছাগলের পায়া বা নেহারি...
10/06/2025

নেহারি কি সত্যিই ক্যালসিয়ামের উৎস? ভুল ধারণা ভাঙুন!

আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে গরু বা ছাগলের পায়া বা নেহারি খেলে ক্যালসিয়ামের অভাব পূরণ হয়। কিন্তু পুষ্টিবিজ্ঞানীরা বলছেন এর উল্টো কথা!আসুন জেনে নিই আসল সত্যটা কী:

১. ক্যালসিয়াম থাকে না বললেই চলে! অনেকের ধারণা, পায়া খেলে হাড়ের ক্যালসিয়াম পাওয়া যায়। কিন্তু আসলে, হাড়ের শক্ত অংশ যা ক্যালসিয়াম দিয়ে তৈরি, তা আমরা ফেলে দিই বা খুব কম পরিমাণে খাই। আর যে অংশটা নেহারিতে থাকে,তা মূলত চর্বি!

২. নেহারি = প্রচুর চর্বি! নেহারির প্রধান উপাদান হলো অস্থিসন্ধি,মাংসপেশি,কোলাজেন এবং প্রচুর পরিমাণে চর্বি। এতে ক্যালসিয়ামের ছিঁটেফোঁটাও নেই, থাকলেও খুবই নগণ্য। কিছু ভিটামিন বা অন্য পুষ্টি উপাদান থাকলেও চর্বির তুলনায় সেগুলো খুবই সামান্য।

৩. হৃদরোগের ঝুঁকি বাড়ায়! নেহারিতে থাকা উচ্চমাত্রার স্যাচুরেটেড ফ্যাট এবং কোলেস্টেরল হৃদরোগ,উচ্চ রক্তচাপ এবং ওজন বৃদ্ধির ঝুঁকি বাড়ায়। ক্যালসিয়ামের দোহাই দিয়ে এটি অতিরিক্ত খাওয়া,বিশেষ করে বয়স্কদের জন্য একদমই উচিত নয়।

৪. ক্যালসিয়ামের জন্য অন্য বিকল্প খুঁজুন!ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য নেহারি মোটেও সঠিক সমাধান নয়। বরং দুধ,দই,পনির,সবুজ শাক-সবজি (যেমন পালং শাক, ব্রোকলি), তিল,বাদাম ইত্যাদি খেতে পারেন।

৫. সুস্থ থাকুন,সচেতন হোন! সুস্বাদু হলেও নেহারি পরিমিত পরিমাণে গ্রহণ করুন। ক্যালসিয়ামের জন্য ভুল তথ্যের উপর ভরসা না করে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন এবং সুস্থ থাকুন!

নেহারি খেতে ভালো লাগলেও, এর পুষ্টিগুণ সম্পর্কে সচেতন থাকুন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Memory Makers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Memory Makers:

Share

Category