দৈনিক শীর্ষ সংবাদ

দৈনিক শীর্ষ সংবাদ প্রতি মুহূর্তের সঠিক সংবাদ

04/09/2025

নেছারাবাদে মনোনয়ন প্রত্যাশীরা হাজার হাজার সমর্থকদের নিয়ে আলাদা আলাদাভাবে উৎসব মুখর পরিবেশে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন ..

03/09/2025

ওয়াহিদুজ্জামান ওহিদের সমর্থকরা পিরোজপুরের নেছারাবাদে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও র‍্যালি।

নেতাকর্মীরা বলেন, বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। বিএনপি’র দূর দিনে দীর্ঘ সময় ধরে তিনি নেছারাবাদ উপজেলা বিএনপির নেতৃত্ব দিয়েছেন এবং সুসংগঠিত রেখেছেন এ অঞ্চলের দলকে। সেই ধারাবাহিকতায় জনপ্রিয় সংগঠক ওয়াহিদুজ্জামান ওহিদের নেতৃত্বে নেছারাবাদে বিএনপি আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি তরুণ-যুবক ও সাধারণ মানুষ অংশ নিয়ে পরিবেশকে উৎসবমুখর করে তোলে।

ফায়ার সার্ভিস-প্রশাসন ব্যর্থ, স্থানীয় চার যুবকের সাহসে টাওয়ার থেকে মানসিক ভারসাম্যহীন যুবক উদ্ধারবদরুজ্জামান (সুজন বাহাদ...
27/08/2025

ফায়ার সার্ভিস-প্রশাসন ব্যর্থ, স্থানীয় চার যুবকের সাহসে টাওয়ার থেকে মানসিক ভারসাম্যহীন যুবক উদ্ধার

বদরুজ্জামান (সুজন বাহাদুর) সম্পাদক দৈনিক শীর্ষ সংবাদ #আজকেরখবর #খবরআজকের #নিউজ #বাংলাদেশ #ঢাকা #ব্রেকিংনিউজ #খবর #সংবাদ #প্রবাসী

পিরোজপুরের নেছারাবাদে বিদ্যুতের টাওয়ারে উঠে জীবন ঝুঁকিতে পড়েছিলেন এক মানসিক ভারসাম্যহীন যুবক। প্রায় ছয় ঘণ্টা টাওয়ারের চূড়ায় অবস্থান করার পর অবশেষে স্থানীয় চার যুবকের সাহসী পদক্ষেপেই রক্ষা পায় তার প্রাণ।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার ডাকবাংলো সংলগ্ন ৩৫০ ফুট উঁচু বিদ্যুতের টাওয়ারে ওঠেন শংকর বেপারী (৩৫)। মুহূর্তের মধ্যেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। কিন্তু পর্যাপ্ত সরঞ্জামের অভাবে তারা উদ্ধারকাজে অগ্রসর হতে না পারায় অসহায় হয়ে দাঁড়িয়ে থাকতে হয়।

এমন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়েই টাওয়ারে ওঠেন চার সাহসী স্থানীয় যুবক। তারা ধৈর্য ধরে শংকরকে বোঝাতে থাকেন। দীর্ঘ ছয় ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে অবশেষে তাকে নিরাপদে নামাতে সক্ষম হন।

শংকর বেপারী উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের দূর্গাকাঠী গ্রামের নিকুঞ্জ বেপারীর ছেলে। দুপুর ১টার দিকে হঠাৎ তিনি টাওয়ারে উঠতে শুরু করলে এলাকাবাসী প্রথমে বিষয়টি গুরুত্ব দেননি। কিন্তু ধীরে ধীরে উপরে উঠে চূড়ায় হাঁটাহাঁটি করতে দেখা গেলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েক হাজার মানুষ ঘটনাস্থলে জড়ো হয়।

পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করলে মানবতার তাগিদে টাওয়ারে উঠেন স্থানীয় চার যুবক
১। মোঃ শাহালম ওরফে কালু, পিতা- হাফিজুর রহমান, কাউখালি, পিরোজপুর,২। মোঃ রিপন, পিতা- মোঃ ইমাম হোসেন, আশোয়া, আমড়াঝুড়ি, কাউখালি, পিরোজপুর,৩। রুবেল, পিতা- মোঃ কুদ্দুস, কামারকাঠী, নেছারাবাদ
৪। মোঃ কালাম, পিতা- জবান আলী হাওলাদার, জগতপট্টী, স্বরুপকাঠী পৌরসভা

ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের কর্মীদের সহায়তায় তারা ধাপে ধাপে শংকরের কাছে পৌঁছান এবং মানসিকভাবে শান্ত করতে চেষ্টা চালান। শেষ পর্যন্ত তাদের ধৈর্য ও সাহসিকতার কারণেই যুবকটিকে সুস্থ অবস্থায় নামানো সম্ভব হয়।

এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখায় পুরো উপজেলায় ছয় থেকে সাত ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে।

পুরো ঘটনাটি সরাসরি তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলাম শামীম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন, ফায়ার সার্ভিস কর্মকর্তা মনিরুল ইসলাম এবং পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম চন্দ্র শেখর গাইন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন,
“টাওয়ারটি ৩৫০ ফুট উঁচু। আমাদের হাতে ওই উচ্চতা থেকে কাউকে নামানোর মতো সরঞ্জাম ছিল না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করেছি।”

পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম চন্দ্র শেখর গাইন বলেন,
“এ ধরনের ঘটনা সচরাচর ঘটে না। টাওয়ারটি নার্সারির ভেতরে হওয়ায় বাইরের লোকজনের সেখানে যাওয়ার কথা নয়। তবে ভবিষ্যতে ঝুঁকি এড়াতে চারপাশে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।”

ওসি মো. বনি আমিন জানান,
“স্থানীয় চার যুবকের প্রাণপণ চেষ্টার কারণেই শংকরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরে পরিবারের জিম্মায় হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামীম বলেন,
“যেখানে প্রশিক্ষিত বাহিনীও সীমাবদ্ধতার কারণে ব্যর্থ হয়েছিল, সেখানে স্থানীয় চার যুবক যে সাহসিকতা ও মানবিকতার পরিচয় দিয়েছে তা সত্যিই অনন্য। প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের ধন্যবাদ জানাই এবং আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ ও প্রশাসনের সীমাবদ্ধতা পেরিয়ে শেষ পর্যন্ত স্থানীয় চার যুবকের সাহসিকতাতেই বাঁচলো একটি জীবন। নেছারাবাদের মানুষের মুখে মুখে তাদের প্রশংসা।

#আমাদের সংবাদ আপনাদের ভালো লাগলে পেইজে লাইক দিন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন এছাড়াও সংবাদটি সম্পর্কে কমেন্টে আপনার মতামত লিখতে পারেন। #নেছারাবাদ #স্বরূপকাঠি #পিরোজপুর

বিশ্বের বিভিন্ন দেশে অস্ত্র কারখানা স্থাপনের দাবি ইরানেরবদরুজ্জামান (সুজন বাহাদুর) সম্পাদক দৈনিক শীর্ষ সংবাদ    #আজকেরখব...
23/08/2025

বিশ্বের বিভিন্ন দেশে অস্ত্র কারখানা স্থাপনের দাবি ইরানের

বদরুজ্জামান (সুজন বাহাদুর) সম্পাদক দৈনিক শীর্ষ সংবাদ #আজকেরখবর #খবরআজকের #নিউজ #বাংলাদেশ #ঢাকা #ব্রেকিংনিউজ #খবর #সংবাদ #প্রবাসী

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ দাবি করেছেন, বিশ্বের বিভিন্ন দেশে তারা নিজেদের অস্ত্র উৎপাদন কারখানা স্থাপন করেছে। তবে কোন কোন দেশে এসব কারখানা তৈরি করা হয়েছে তা এখনও প্রকাশ করেননি তিনি।

শনিবার (২৩ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইয়ং জার্নালিস্ট ক্লাবকে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে এ তথ্য জানান নাসিরজাদেহ। তিনি বলেন, “আমরা সবসময় ক্ষেপণাস্ত্র উন্নয়নকে (মিসাইল ডেভেলপমেন্ট) সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এসেছি। তবে সাম্প্রতিক ইসরায়েল যুদ্ধের অভিজ্ঞতা আমাদের এ অগ্রাধিকারকে কিছুটা পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে।”

তিনি আরও জানান, যেসব দেশে ইরানের অস্ত্র কারখানা নির্মাণ করা হয়েছে, তা নিকট ভবিষ্যতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

গত জুনে দখলদার ইসরায়েল হঠাৎ করেই ইরানে হামলা চালায়। বিনা উস্কানিতে শুরু হওয়া এই আক্রমণের জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। টানা ১৩ দিন স্থায়ী এই যুদ্ধে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রও হামলা চালায়। যদিও যুদ্ধ আপাতত থেমে গেছে, তবে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হুমকি-পাল্টা হুমকির পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে।

ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরোধী সশস্ত্র সংগঠনগুলোর পৃষ্ঠপোষকতার অভিযোগের মুখে রয়েছে। লেবাননে হিজবুল্লাহ, ফিলিস্তিনের গাজায় হামাস, ইরাকে কাতিব হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সামরিক সহায়তা দিয়ে থাকে তেহরান। ইসরায়েলের দাবি, এসব অঞ্চলের পাশাপাশি ইরান সেখানে নিজস্ব অস্ত্র উৎপাদন কারখানা স্থাপন করেছে।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল-আসাদ ক্ষমতায় থাকাকালে দেশটিতেও ইরানের একাধিক অস্ত্র কারখানা ছিল বলে আন্তর্জাতিক মহলে প্রচলিত ধারণা রয়েছে। তবে আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরায়েল বেশ কয়েকটি কারখানা ধ্বংস করার চেষ্টা চালায়।

বিশ্লেষকদের মতে, ইরানের এই নতুন ঘোষণার মাধ্যমে দেশটি বৈশ্বিক অঙ্গনে একটি কৌশলগত বার্তা দিয়েছে। অস্ত্র উৎপাদন ও মিসাইল প্রযুক্তি উন্নয়নে যে তারা আপসহীন, সেটি আবারও তুলে ধরলেন প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ।

#আমাদের সংবাদ আপনাদের ভালো লাগলে পেইজে লাইক দিন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন এছাড়াও সংবাদটি সম্পর্কে কমেন্টে আপনার মতামত লিখতে পারেন। #আন্তর্জাতিক

পিরোজপুরে নেছারাবাদ উপজেলা বিএনপির কমিটি গঠনের নির্দেশবদরুজ্জামান (সুজন বাহাদুর) সম্পাদক দৈনিক শীর্ষ সংবাদ   #আজকেরখবর  ...
18/08/2025

পিরোজপুরে নেছারাবাদ উপজেলা বিএনপির কমিটি গঠনের নির্দেশ

বদরুজ্জামান (সুজন বাহাদুর) সম্পাদক দৈনিক শীর্ষ সংবাদ #আজকেরখবর #খবরআজকের #নিউজ #বাংলাদেশ #ঢাকা #ব্রেকিংনিউজ #খবর #সংবাদ #প্রবাসী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় নতুন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। এ বিষয়ে সোমবার দলের কেন্দ্রীয় দপ্তর থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এরই মধ্যে পিরোজপুর জেলা নেছারাবাদ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলা সম্মেলন সফলভাবে সম্পন্ন করার স্বার্থে নেছারাবাদ উপজেলা বিএনপির স্থলে একটি আহ্বায়ক কমিটি গঠন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এজন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

চিঠিতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

চিঠিটি পাঠানো হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আব্দুল আউয়াল মিন্টুকে।

অনুলিপি প্রেরিত হয়েছে:

১. আ ক ন কুদ্দুসুর রহমান সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ)
২. জানাব মাহবুবুল হক নান্নু, সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ)
৩. আহ্বায়ক ও সদস্য সচিব, পিরোজপুর জেলা বিএনপি।

পিরোজপুরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদারের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় সূত্র জানায়, তৃণমূল পর্যায়ে নতুন নেতৃত্ব তৈরি ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য দ্রুত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

#আমাদের সংবাদ আপনাদের ভালো লাগলে পেইজে লাইক, শেয়ার করে সংবাদটি সম্পর্কে কমেন্টে আপনার মতামত দিতে পারেন। #বরিশাল #পিরোজপুর #নেছারাবাদ #স্বরূপকাঠি #বিএনপি

পাকিস্তানের আকস্মিক বন্যায় ৩০০ জনের মৃত্যু, কবর খোঁড়ারও লোক নেই নিখোঁজ অসংখ্যবদরুজ্জামান (সুজন বাহাদুর) সম্পাদক দৈনিক ...
16/08/2025

পাকিস্তানের আকস্মিক বন্যায় ৩০০ জনের মৃত্যু, কবর খোঁড়ারও লোক নেই নিখোঁজ অসংখ্য

বদরুজ্জামান (সুজন বাহাদুর) সম্পাদক দৈনিক শীর্ষ সংবাদ #আজকেরখবর #খবরআজকের #নিউজ #বাংলাদেশ #ঢাকা #ব্রেকিংনিউজ #খবর #সংবাদ #প্রবাসী

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের জেলার পীর বাবা সাহেব উপজেলার বেশন্ত্রি গ্রামে আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় প্রদেশের বিভিন্ন জেলায় টানা ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার ফলে অন্তত ৩০৭ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৭৯ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে। আহতদের মধ্যে রয়েছেন ১৭ জন পুরুষ, চারজন নারী এবং দুই শিশু।

বেশন্ত্রি গ্রামের মসজিদের ইমাম মাওলানা আব্দুল সামাদ বন্যার খবর পেয়ে মসজিদের মাইকে গ্রামবাসী ও তাঁর পরিবারকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেন। তিনি তখন নফল নামাজে মগ্ন ছিলেন। নামাজ শেষ করে বাড়ি ফিরে এসে দেখেন, আকস্মিক এই বন্যার পানির তোড়ে তাঁর বাড়ি ভেসে গেছে। ওই সময় তাঁর পরিবারের পাঁচজন সদস্য ঘরের ভেতরে ছিলেন, যারা এখনো নিখোঁজ।

পীর বাবা সাহেব উপজেলার প্রাক্তন কর্মকর্তা (তহসিল নাজিম) আশফাক আহমদ তখন ইসলামাবাদে অবস্থান করছিলেন। বাড়ি থেকে বন্যার খবর পেয়ে তিনি দ্রুত পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গ্রামে পৌঁছে তিনি দেখেন সর্বত্র ধ্বংসযজ্ঞের চিহ্ন, আহত ও মৃতদেহ ছড়িয়ে আছে। তাঁর বাড়িতে ১৪ জন ছিলেন; তাঁদের মধ্যে চারজনের মৃতদেহ উদ্ধার করা গেছে, আর বাকি ১০ জন এখনো নিখোঁজ।

বুনেরের ব্যবসায়ী নূর ইসলাম এবং বিদেশ থেকে ছুটিতে আসা মুহাম্মদ ইসলাম দুর্গত এলাকায় ছুটে যান। নূর ইসলাম বলেন,

আমি দুপুর ১টার দিকে বেশন্ত্রি গ্রামে পৌঁছাই। তখন একটি বাড়িও অক্ষত ছিল না। সন্ধ্যা পর্যন্ত আমি বহু জানাজায় অংশ নিয়েছি। কতগুলো জানাজা পড়েছি মনে নেই, তবে ছয়টি কবর খোঁড়ায় সাহায্য করেছি।”

তিনি জানান, আকস্মিক বন্যার পানিতে পুরো গ্রাম তছনছ হয়ে গেছে। আহতরা মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল, স্থানীয় লোকজন এবং উদ্ধারকারীরা মৃতদেহ তুলতে ও আহতদের হাসপাতালে নিতে ব্যস্ত ছিলেন।

শিশু ও নারীরাই বেশি নিখোঁজ রয়েছে,জরুরি উদ্ধার বিভাগের তথ্য অনুযায়ী, বেশন্ত্রি গ্রামে প্রায় এক হাজার মানুষের বসবাস ছিল। এখনো অগণিত মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। স্থানীয়রা জানান, কোনো বাড়ি এমন নেই যেখানে পরিবারের সদস্য নিখোঁজ নেই। এক পরিবারের ৯ জন সদস্য নিখোঁজ, বেঁচে গেছেন কেবল গাছে ওঠা দুই সদস্য।

মুহাম্মদ ইসলাম জানান,দুপুর আড়াইটায় আমি গ্রামে পৌঁছাই। মনে হচ্ছিল মৃত্যুপুরী। সব ঘরবাড়ি ধ্বংস, মৃতদেহ রাখার জায়গা নেই। শত শত মানুষ এগিয়ে এসে সন্ধ্যা পর্যন্ত মৃতদেহ উদ্ধার ও কবর খোঁড়ার কাজে ব্যস্ত ছিল।”

উদ্ধার কার্যক্রম ও প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে,বুনের জেলা ছাড়াও সোয়াত, বাজাউর, তোরঘর, মানসেহরা, শাংলা এবং বটগ্রাম জেলায়ও ভারী ক্ষয়ক্ষতি হয়েছে। পিডিএমএ জানিয়েছে, কেবল বুনের জেলাতেই ৭৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১১টি সম্পূর্ণ ধ্বংস।

উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর কর্মকর্তা আব্দুল রহমান জানান,পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। রাতের অন্ধকার, দুর্বল মোবাইল সিগন্যাল ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। মৃতদেহ ও আহতদের ঢল সামলাতে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে।”

পিডিএমএ ইতোমধ্যেই হেলিকপ্টারের মাধ্যমে বাজাউর ও বুনেরে জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করেছে। প্রাদেশিক মুখ্যমন্ত্রীর বিশেষ নির্দেশে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জন্য ৫০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে বুনেরে ১৫ কোটি, বাজাউর, বটগ্রাম ও মানসেহরায় ১০ কোটি করে এবং সোয়াতে ৫ কোটি রুপি বরাদ্দ দেয়া হয়েছে।

কেয়ামতের দৃশ্য দেখছে সেখানকার মানুষ,স্থানীয়দের ভাষায়, এটি ছিল এক কেয়ামতের মতো দৃশ্য। বন্যায় শুধু ঘরবাড়িই নয়, অসংখ্য প্রাণ হারিয়েছে। মৃতদের দাফনেও সমস্যা হচ্ছে; জানাজা ও কবর খোঁড়ায় পাশের গ্রামের মানুষদের সাহায্য নিতে হচ্ছে।

আবহাওয়া অফিসের সতর্কবার্তা দিয়েছে ,আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলমান ভারী বর্ষণ আগামী ২১শে আগস্ট পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কর্তৃপক্ষ পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

ক্লাউড বার্স্ট বা মেঘভাঙা বৃষ্টি হয়েছে ,
আবহাওয়া বিভাগ বলছে, এক ঘণ্টায় ১০ সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাতকে ‘ক্লাউড বার্স্ট’ বলা হয়। একে বাংলায় বলা হয় মেঘভাঙা বৃষ্টি। এটি হলে স্বল্প সময়ে নদী-খাল ও জলাশয় ভরে গিয়ে আকস্মিক বন্যার সৃষ্টি হয়, যা প্রাণহানি ও ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

এভাবেই খাইবার পাখতুনখোয়া প্রদেশের বেশন্ত্রি গ্রাম ও আশপাশের এলাকায় আকস্মিক বন্যা ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে এনেছে। নিখোঁজ মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। অনেক পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবীরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন, কিন্তু এখনো বিপুল সংখ্যক মানুষ অজানার অন্ধকারে।
#আমাদের সংবাদ আপনাদের ভালো লাগলে পেইজে লাইক দিন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন এছাড়াও সংবাদটি সম্পর্কে কমেন্টে আপনার মতামত লিখতে পারেন। #আন্তর্জাতিক #পাকিস্তান #বন্যা

পাগলা কুকুরের তাণ্ডব: শিশু শিক্ষার্থীসহ ১৫ জন কুকুরের কামড়ে আহতবদরুজ্জামান (সুজন বাহাদুর) সম্পাদক দৈনিক শীর্ষ সংবাদ    ...
14/08/2025

পাগলা কুকুরের তাণ্ডব: শিশু শিক্ষার্থীসহ ১৫ জন কুকুরের কামড়ে আহত

বদরুজ্জামান (সুজন বাহাদুর) সম্পাদক দৈনিক শীর্ষ সংবাদ #আজকেরখবর #খবরআজকের #নিউজ #বাংলাদেশ #ঢাকা #ব্রেকিংনিউজ #খবর #সংবাদ #প্রবাসী

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নে পাগলা কুকুরের কামড়ে একদিনে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সহ আনেকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে সুটিয়াকাঠী ইউনিয়নের ফজিলা রহমান মহিলা কলেজের সামনে মহিলা সহ পথচারীকে কামড় দেয় পাগলা কুকুরটি। এর আগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন স্থানে ছোট-বড় আরও ১১ জনকে একই কুকুর বা তার সঙ্গী কুকুরদের আক্রমণের শিকার হতে হয়। আক্রান্তদের মধ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ রয়েছে। সবাইকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এলাকাজুড়ে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। ঘুরে দেখা গেছে—শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্করাও হাতে লাঠি-সোটা, বাঁশ বা লোহার রড নিয়ে রাস্তায় চলাফেরা করছেন। অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন।

অভিভাবক রহিমা খাতুন,এতজনকে কামড়িয়েছে শুনে আমি ছেলেকে স্কুলে পাঠাচ্ছি না। জানি পড়াশোনার ক্ষতি হবে, কিন্তু জীবনের ঝুঁকি নিতে পারব না। কুকুরটা ধরা না পর্যন্ত বাচ্চাদের বাইরে বের করতে ভয় লাগছে।”

অভিভাবক শফিকুল ইসলাম,
দুই দিন পর পরীক্ষা, কিন্তু এই অবস্থায় একা বাচ্চাদের পাঠানো সম্ভব না। স্কুলে পাঠাতে হলে অন্তত রাস্তা-ঘাট নিরাপদ হতে হবে। আমরা চাই প্রশাসন তাড়াতাড়ি এই কুকুরের ব্যবস্থা করুক, নাহলে আরও বড় দুর্ঘটনা ঘটবে।”

ভুক্তভোগী একজন বলেন (সকালে কামড়প্রাপ্ত) সকালে বাজার থেকে ফিরছিলাম। রাস্তার মাঝখানে দেখি কুকুরটা দাঁড়িয়ে আছে। আমি পাশ কাটিয়ে যেতে চাইলে হঠাৎ লাফিয়ে এসে পায়ের পেছনে কামড়ে দিল। আমি চিৎকার করতে করতে দৌড়ে পাশের বাড়িতে ঢুকি। তারপর লোকজন এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়। এখনো ভয় পাচ্ছি… মনে হচ্ছে কুকুরটা আবার এসে ধরবে।”

উত্তর সুটিয়াকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম শাহীন বলেন—
সম্প্রতি বিদ্যালয় এলাকায় পাগলা কুকুরের উপদ্রব দেখা দিয়েছে। গতকাল কুকুরের আক্রমণে বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে আমাদের প্রথম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম বাড়ির সামনে খেলাধুলা করার সময় কুকুরের কামড়ে মারাত্মকভাবে আহত হয়। বর্তমানে সে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন। মরিয়মের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

তিনি আরও বলেন,দুই দিন পরেই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন শুরু হবে। শিক্ষার্থীরা এই সময়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে পড়াশোনার ক্ষতি হবে। তাই সন্তানদের নিরাপদে বিদ্যালয়ে আনা-নেওয়ার ব্যবস্থা করতে হবে। একইসাথে এলাকার যুব সমাজের প্রতি অনুরোধ করছি, দ্রুত এই পাগলা কুকুরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।”

স্থানীয়রা বলছেন, প্রশাসন ও পশু চিকিৎসা বিভাগকে দ্রুত উদ্যোগ নিতে হবে, না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

#আমাদের সংবাদ আপনাদের ভালো লাগলে পেইজে লাইক দিন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন এছাড়াও সংবাদটি সম্পর্কে কমেন্টে আপনার মতামত লিখতে পারেন। #কুকুর #পিরোজপুর #নেছারাবাদ #স্বরূপকাঠী

ভারত থেকে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে: ৫ জেলা প্লাবিতের আশঙ্কাবদরুজ্জামান (সুজন বাহাদুর) সম্পাদক দৈনিক শীর্ষ সংবাদ   ...
13/08/2025

ভারত থেকে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে: ৫ জেলা প্লাবিতের আশঙ্কা

বদরুজ্জামান (সুজন বাহাদুর) সম্পাদক দৈনিক শীর্ষ সংবাদ #আজকেরখবর #খবরআজকের #নিউজ #বাংলাদেশ #ঢাকা #ব্রেকিংনিউজ #খবর #সংবাদ #প্রবাসী

টানা তিন দিনের ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের নিম্নাঞ্চল ইতোমধ্যেই প্লাবিত হয়েছে। পাশাপাশি রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলারও বড় ধরনের বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

বুধবার সকাল ৬টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে বিপদসীমার ওপরে পানি প্রবাহ রেকর্ড করা হয়। পানির চাপ নিয়ন্ত্রণে দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

ইতোমধ্যে লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। এর মধ্যে—

পাটগ্রাম উপজেলার দহগ্রাম, গড্ডিমারী, দোয়ানী, ছয়আনী, সানিয়াজান, সিঙ্গামারী, সিন্দুর্না, হলদিবাড়ী ও ডাউয়াবাড়ী

কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈলমারী ও নোহালী

আদিতমারী উপজেলার মহিষখোচা, গোবর্ধন, বাহাদুরপাড়া ও পলাশী

সদর উপজেলার খুনিয়াগাছ, কুলাঘাট, মোগলহাট, রাজপুর, বড়বাড়ী ও গোকুন্ডা ইউনিয়নের নীচু অঞ্চল

প্লাবিত হয়েছে এসব এলাকার চরাঞ্চল, রাস্তা-ঘাট ও আমন ধানের খেত। পানিবন্দি হয়ে পড়েছেন শত শত পরিবার। অনেকেই গবাদি পশু ও মালপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।
ভারতের উজানের পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি বাড়তে শুরু করেছে, তিস্তার পানি যেভাবে দ্রুত বাড়ছে, তাতে বড় ধরনের বন্যার আশঙ্কায় দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। পাটগ্রামের দহগ্রামের মনছের আলী বলেন, “বুধবার ভোর থেকে ভারতের উজান থেকে পানি হু হু করে ঢুকছে। চরাঞ্চলের রাস্তা-ঘাট ডুবে গেছে, মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।”

গড্ডিমারী এলাকার কৃষক জয়নাল আবেদিন জানান, নীচু এলাকায় পানি প্রবেশ করায় পশুপাখি, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের নিয়ে চরম বিপাকে পড়েছেন অনেক পরিবার।

তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুমের ইনচার্জ নুরুল ইসলাম জানান, “টানা বৃষ্টি ও উজানের ঢলের কারণে বুধবার সকাল ৬টায় তিস্তার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ সামাল দিতে ব্যারেজের সব ৪৪টি গেট খোলা রাখা হয়েছে।”

পানি উন্নয়ন বোর্ডের লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলেন, বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, যা নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি বাড়াচ্ছে।

তিস্তা ব্যারেজের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, “আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পাশাপাশি ঝুঁকিপূর্ণ বাঁধ ও রাস্তা পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

#আমাদের সংবাদ আপনাদের ভালো লাগলে পেইজে লাইক, শেয়ার করে সংবাদটি সম্পর্কে কমেন্টে আপনার মতামত দিতে পারেন। #রংপুর #কুড়িগ্রাম #নীলফামারী #গাইবান্ধা

Address

Mirpur
Dhaka
1216

Telephone

+8801711190388

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক শীর্ষ সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share