Shoma Mahmud

Shoma Mahmud কিশোরগঞ্জের মেয়ে।🌺
কিশোরগঞ্জে এক একটা হীরের টুকরো জন্মায়।🌿

Yummy
10/07/2025

Yummy

শুভ দুপুর
06/07/2025

শুভ দুপুর

06/07/2025

আপনার সন্তানকে সব সময় অভাবের কথা বলবেন না। তাকে সব সময় পজিটিভ কথা বলবেন, মন বড় করতে শিখাবেন, অভাবের মাঝে তাকে আটকে রাখবেন না। তাকে মন ও মানসিকতা বড়ো হতে শেখান। তাকে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন,দামী জিনিসপত্র কিনে দেন। এডগার এলেন পো কিংবা আইজ্যাক বশেভিস সিঙ্গারের বই জন্মদিনে গিফট করেন।

তাকে সামান্য রাখাল বালকের ব্যাংকার হওয়ার গল্প না বলে এরদোয়ান কিংবা বাইডেনের গল্প বলেন। 'মানুষ তার স্বপ্নের সমান বড়ো হয়', এই চরম সত্যটা ছোটবেলায় তার মাথায় গেঁথে দেন।

তাকে বলেন, যেকোন কাজ সন্মানের। শুধু চেয়ারে বসাই পড়ালেখার উদ্দেশ্য নয়। চিন্তার মুক্তি না হলে, পিএইচডি করেও কোন ফায়দা নেই। নিজের বিবেকের কাছে তাকে সৎ থাকার শিক্ষা দেন।

তাকে বলেন, এই দেশই পৃথিবীর শ্রেষ্ঠ দেশ না। পৃথিবীতে আরো অনেক বড়ো বড়ো দেশ, জাতি, মানুষ, সভ্যতা আছে। প্রচুর ভ্রমণকাহিনী পড়তে দেন। দশ, বারো বছর বয়স হলেই যেন তার ভিতর সুইজারল্যান্ডের ইন্টারলেকেন কিংবা কাশ্মীরের কোন সকাল দেখার স্পৃহা তৈরি হয়।

বাচ্চাদের অভাব শিখাবেন না। অভাবী মানুষ পৃথিবীকে কিছু দিতে পারে না। এদের জীবন কাটে ধুঁকে ধুঁকে। খরকুটোর মতো বেঁচে থাকা আসলে কোন 'জীবন' না। টাকায় দরিদ্র হওয়া কোন অপরাধ না। অপরাধ হলো, নিজের চিন্তা ভাবনাকে 'গরীব' করে রাখা।

যারা আপনার সন্তানের উচ্চাকাঙ্ক্ষাকে খাটো করে দেখে, তারা হতাশাগ্রস্ত লোক। এদের কাছ থেকে ৫০০ হাত দূরে থাকুন।

- সংগৃহীত
#জীবন_চক্র

জুম্মা মোবারক
04/07/2025

জুম্মা মোবারক

মহিলা কারো মোবাইল নাম্বার বলতে পারে না। ঠিকমত ঠিকানা বলতে পারে না। বর্তমানে সে কুমিল্লা দাউদকান্দি  টোল প্লাজায় আছে। পোস...
03/07/2025

মহিলা কারো মোবাইল নাম্বার বলতে পারে না। ঠিকমত ঠিকানা বলতে পারে না। বর্তমানে সে কুমিল্লা দাউদকান্দি টোল প্লাজায় আছে। পোস্টটি শেয়ার করে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সবাই সহযোগীতা করুন। হয়তো মহিলাটির মানসিক সমস্যা আছে।

গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে!দেখে’ যেন মনে হয় চিনি উহারে।ভরা-পালে চলে যায়,কোন দিকে নাহি চায়,ঢেউগুলি নিরুপায়ভাঙ্গে...
03/07/2025

গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে!
দেখে’ যেন মনে হয় চিনি উহারে।
ভরা-পালে চলে যায়,
কোন দিকে নাহি চায়,
ঢেউগুলি নিরুপায়
ভাঙ্গে দু’ধারে,
দেখে’ যেন মনে হয় চিনি উহারে!

🍀🍀🍀🍀🍀🍀
02/07/2025

🍀🍀🍀🍀🍀🍀

হাওরের জলে ভাসমান ঘর।স্থান: মিঠামইন। (ফোকাস আসমান)
01/07/2025

হাওরের জলে ভাসমান ঘর।
স্থান: মিঠামইন। (ফোকাস আসমান)

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল, কিশোরগঞ্জ।উপরে ফিটফাট থাকলেও সেবার মান নিয়ে প্রশ্ন রয়েছে!
30/06/2025

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল, কিশোরগঞ্জ।
উপরে ফিটফাট থাকলেও সেবার মান নিয়ে প্রশ্ন রয়েছে!

এই ফুলের নাম?
26/06/2025

এই ফুলের নাম?

শুভ সন্ধ্যা
25/06/2025

শুভ সন্ধ্যা

Address

Kishoreganj
Dhaka

Telephone

+8801531194048

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shoma Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category