Tipu Sultan Hira

Tipu Sultan Hira An Agri-entrepreneur promoting love for Agriculture and Farming. Co-funded Organic Bazar.

19/04/2025

আলহামদুলিল্লাহ।
বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং সবচেয়ে বড় লিচুর বাগান সাধুর লিচু বাগান।
এই লিচুর স্বাদ অনেক মিষ্টির সাথে টক ফ্লেভার যা আপনাকে মুগ্ধ করবে ইনশাআল্লাহ।
এই লিচু সাইজ আকারে অনেক বড় যার বিচি অনেক ছোট।
২০ দিনের মধ্যে হার্ভেস্ট টাইম হয়ে যাবে ইনশাআল্লাহ।
অর্ডার করতে যোগাযোগ করুন।

 ্ট -ম্যাগনেসিয়াম সালফেট-গাছে দেয়ার   নিয়ম ম্যাগনেসিয়ামের অভাবে গাছে কিছু লক্ষণ দেখা যায়। যার মাধ্যমে বুঝতে হবে গাছে ...
18/11/2024

্ট -ম্যাগনেসিয়াম সালফেট-
গাছে দেয়ার নিয়ম

ম্যাগনেসিয়ামের অভাবে গাছে কিছু লক্ষণ দেখা যায়। যার মাধ্যমে বুঝতে হবে গাছে ম্যাগনেসিয়ামের অভাব হয়েছে। আসুন জেনে নিই লক্ষণ গুলোঃ
✅পুরোনো গাছ ঝিমিয়ে পড়লে
✅ টবে বসানো নতুন চারা ঝিমিয়ে পড়লে
✅গাছের পাতার রং ফ্যাকাশে বা হলুদ হয়ে গেলে
✅ গাছের পাতা কুঁকড়ে গেলে
✅গাছের বৃদ্ধি কমে গেলে
✅ গাছ দুর্বল হয়ে গেলে
✅ গাছের ফুল, ফল কম হলে বা ছোট হলে
এইসব লক্ষণ দেখা দিলে বুঝতে হবে গাছে ম্যাগনেসিয়াম সালফেটের অভাব হয়েছে।

✅ব্যবহারঃ
৩ ভাবে এপসম সল্ট গাছে ব্যবহার করা যায়।
১. স্প্রে এর মাধ্যমে পাতায় ব্যবহার
২. পানিতে মিশিয়ে টবের মাটিতে ব্যবহার
৩. রিপটিং এর সময় সরাসরি মাটিতে ব্যবহার।

🎄স্প্রে এর মাধ্যমে পাতায় ব্যবহারের নিয়মঃ

🌱১ লিটার পানিতে ১ টেবিল চামুচ এপসম সল্ট নিয়ে ভালো ভাবে মিশিয়ে পাতায় ভালোভাবে স্প্রে করতে হবে।
🌱মাসে ১ বার। গাছের যতই সমস্যা থাকুক না কেন ১ বারের বেশি স্প্রে করা যাবে না।
🌱ভোর বেলা অথবা সন্ধ্যার সময় এই স্প্রে করতে হবে।
কখনোই রোদ্রের মাঝে স্প্রে করা যাবে না।

এপসম সল্ট স্প্রে করার ৩ দিন আগে ও ৩ দিন পরে অন্য কোনো সার বা কীটনাশক বা অন্য কোনো কিছু গাছে স্প্রে করা যাবে না।

🍄টবের মাটিতে ব্যবহারের নিয়মঃ
🌿 ১ লিটার পানিতে ২ টেবিল চামুচ এপসম সল্ট নিয়ে ভালো ভাবে মিশিয়ে টবের মাটিতে দিতে হবে।
🌿অথবা সরাসরি টবের মাটিতেও দেয়া যাবে। সেক্ষেত্রে টবের ওপরের মাটি আগে নিড়ানি (টবের ওপরের মাটি খুঁচিয়ে নেয়া) দিয়ে নিতে হবে। তারপর🌿 ১০ ইঞ্চি / ১২ ইঞ্চি টবের জন্য ১ চামুচ এবং এর ছোট টবে হাফ চা চামুচ এপসম সল্ট দিতে হবে। এরপর মাটির সাথে মিশিয়ে ভালোভাবে পানি দিয়ে দিতে হবে।
🌿মাসে ১ বার ব্যবহার করতে হবে।

🍄রিপটিং এর সময় সরাসরি মাটিতে ব্যবহারের নিয়মঃ
রিপটিং শক অর্থাৎ টবে নতুন কোনো চারা বসালে বা পুরোনো কোনো গাছ বড় টবে রিপটিং করার সময় অনেক সময় গাছ ঝিমিয়ে পরে। এটা রিপটিং শকের কারণে হয়ে থাকে।

✅ব্যবহারের নিয়মঃ
প্রতি টবের মাটির সাথে ১/২ চামচ এপসম সল্ট ব্যবহার করতে হবে।
✅️সব ধরনের গাছে যেমন ইন্ডোর প্ল্যান্ট,আউটডোর প্ল্যান্ট, ফুল গাছ , ফল গাছ , সবজি গাছে দেয়া যাবে।
❎️ কিন্তু যে সবজি গুলো সরাসরি বা রান্না করে খাওয়া হয় যেমন বিভিন্ন ধরণের শাক, শশা, ধনিয়া পাতা ইত্যাদি তে এপসম সল্ট স্প্রে না করে মাটিতে দেয়া ভালো।

🏝️উপকারিতাঃ
✅️ টবে আগাছা হতে দেয় না
✅️ কিছু পোকার আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করে
✅️ গাছের পাতার রং সুন্দর এবং উজ্জ্বল (চকচকে) হয়
✅️ গাছকে সতেজ রাখতে সাহায্য করে
✅️ ফুলের রং গাড়ো এবং উজ্জ্বল করতে সাহায্য করে
✅️ ফুল ও ফলের আকার বড় হতে সাহায্য করে

✅✅✅ছাদ বাগান টিপস ও কৃষি পরামর্শ পেতে আমাদের সাথে থাকুন, সবাই কে ধন্যবাদ।
#বাগান

06/05/2024

যদি বৃষ্টি হতাম, তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম!
চোখে জমা বিষাদটুকু এক নিমিষে ধুয়ে দিতাম।

ইনশাআল্লাহ কেমিক্যাল মুক্ত রাজশাহীর পরিপক্ব হিমসাগর আম 🥭🥭
26/05/2023

ইনশাআল্লাহ কেমিক্যাল মুক্ত রাজশাহীর পরিপক্ব হিমসাগর আম 🥭🥭

13/04/2023

সব কদরে আল্লাহর ক্ষমা থেকে আপনাকে দূরে সরাবে আপনার ফোন।

Address

Tejgaon Area
Dhaka

Telephone

+8801674533737

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tipu Sultan Hira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tipu Sultan Hira:

Share

Category